নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

তিন \'পিতা-মাতার\' সন্তান

২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪



২০১৪ সনে এই পোস্ট টি দিয়েছিলাম যাতে তখন আলোচনা করেছিলাম যে তিনজনের ডিএনএ দিয়ে বেবী 'তৈরী' করার কথা। আজ সেটা বাস্তব হয়েছে। পৃথিবীর প্রথম তিনজনের ডিএন এ নিয়ে বেবী জন্ম গ্রহন করল মেক্সিকো তে আমেরিকান ডাক্তারদের দ্বারা

Three-parent baby

Three parent baby mexico


একজন শিশুর ২ জন মাতা ও একজন পিতা হওয়ার টেকনিক কে অনুমোদন দেওয়ার জন্য গত কয়েকদিন ধরে আমেরিকার রেগুলেটরি এজেন্সী এফডিএ এটা নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু এখনও কোন রায় দিতে পারছে না। ব্রিটিশ সরকার মনে হয় সহসাই এর অনুমোদন দিবে।


আমরা সবাই জানি যে সেলের নিউক্লিয়াসে ডিএনএ (জিন) থাকে যার এক কপি বাবা থেকে আরেক কপি মার থেকে এসে থাকে। কিন্তু মাইটোক্রোনডিয়া বলে আরেকটা অরগানেল আছে সেলের মধ্যে যেখানে ও ডিএনএ আছে যার পুরাটাই মার থেকে বাচ্চারা পেয়ে থাকে। সেখানের ডিএনএ মাঝে ১৫-২০টা জিন থাকে কিন্তু ডিফেক্টিভ মাইটোক্রোনডিয়াল ডিএনএ এর জন্য কিছু রোগ হয় (muscular dystrophy and some heart and liver conditions)

এখন কোন মা র যদি ডিফেক্টিভ মাইটোক্রোনডিয়াল ডিএনএ থাকে, তাহলে উনি অন্য মহিলার সুস্হ মাইটোক্রোনডিয়াল ডিএনএ দ্বারা নিজের ডিফেক্টিভ মাইটোক্রোনডিয়াল ডিএনএ কে প্রতিস্হাপিত করতে পারেন নিজের ডিম্বাশয়ের মাঝে। এখন এই ডিম্বাশয়কে বাবার ষ্পার্ম দ্বারা নিষিক্ত করার পর যে বেবী তৈরী হবে তার মধ্যে দুজন মহিলার ডিএনএ ও বাবার ডিএনএ থাকবে কিন্তু তার কোন মাইটোক্রোনডিয়াল ডিএনএ বাহিত রোগ হবে না যদিও একজন মাতার ডিফেক্টিভ মাইটোক্রোনডিয়াল ডিএনএ ছিল।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৭

সজীব মোহন্ত বলেছেন: :)

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৫

শামছুল ইসলাম বলেছেন: দারুণ।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: যত্তসব উদ্ভট কান্ডকারখানা এদের দিয়াই সম্ভব :(

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৪

কলাবাগান১ বলেছেন: আপনার এই 'বুদ্ধি' দিয়ে বুঝবেন না কেন এটা উদ্ভট না ..এটা যুগান্তকারী আবিস্কার

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৫

সেলিম৮৩ বলেছেন: কোন মায়ের ডিএনএ বা ডি রাইবো নিউক্লিক এসিডের ত্রুটি বা সমস্যা থাকলে সেটাকে সরিয়ে সবল/সুস্থ্য গুলো রেখে এবং এর সাথে অন্য কোন মহিলার ত্রুটিহীন ডিএন নিয়ে ডিম্বাশয়ে প্রতিস্থাপন করে পুরুষের শুক্রাণু/স্পার্মের সাথে মিলন ঘটানো চিকিৎসা বিজ্ঞানের সুন্দর একটা সাফল্য।
মুল এটা একটা চিকিৎসাই বলা যায়।
কেননা, এই ডিএনএ বা জিনের সমস্যা থাকলে সন্তান অনেক ত্রুটি নিয়ে জন্মাতে পারে।
এখানে তিনজন জন্ম দিয়েছে বলাটা অনুচিত।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৩

কলাবাগান১ বলেছেন: 'পিতা-মাতা' কথাটা কোটেশনের মাঝে রেখেছি সেই জন্যই কিন্তু একটু চিন্তা করলেই বুঝবেন এটা কতটা যুগান্তরী...আজ পর্যন্ত্য কোন মানুষের শরীরে তিনজনের ডিএনএ নাই যেটা বংশ পরস্পরায় চলতেই থাকবে। আপনার সন্তান শুধুমাত্র তার বাবা-মার (দুজনের) ডিএনএ ই বহন করে যাবে যেটা সে তার সনতানকেই দিয়ে যাবে ...প্রকৃতি এভাবে ই চলে আসছে।

মাইটো কন্ড্রিয়া শরীরের সব শক্তির তৈরী করার স্হান, তাহলে যে মহিলা এই মাইটো কন্ড্রিয়া দান করেছে, সে এই বেবীর কিছুটা ও 'অধিকার' আছে বলে থাকতেই পারে

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৬

সাইফ নিশাদ. বলেছেন: ;)

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৫

রক্তিম দিগন্ত বলেছেন:
বিজ্ঞানের বিস্ময়। খুবই অদ্ভুত এক ব্যাপার।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৯

কলাবাগান১ বলেছেন: অদ্ভুত না লজিক্যাল ডেভেলপমেন্ট

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধ্বংশের দ্বারপ্রান্তে পৃথিবী!!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৬

কলাবাগান১ বলেছেন: কেন??? মনুষ্য প্রজাতির বেচে থাকার আরো একটা উপায় বের হল

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৪

Abu Hasan বলেছেন: X((

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৭

কলাবাগান১ বলেছেন: আপনি রাগলেও কিছু হবে না। বিজ্ঞান তার আপন গতিতে ইএগিয়ে যাবে

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১০

কলাবাগান১ বলেছেন: কাউকেই এই প্রশ্নটা করতে দেখছি না- মায়ের মাইটোকন্ড্রিয়া যদি ডিফেক্টিভই তবে মা কেন সুস্হ্য আছে???

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৬

চাঁদগাজী বলেছেন:


এগুলোর প্রয়োজন আছে কিনা?

০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ৭:৫৮

কলাবাগান১ বলেছেন: আপনার যদি পর পর দুইটা বেবী ৫ মাস আর ৯ মাস বয়সে মারা যেত (যেটা এই জর্ডানিয়ান কাপলের হয়েছে মায়ের মাইটোকন্ড্রিয়াল জিনের মিউটশনের ফলে), আপনি কিন্তু তখন এই প্রশ্ন তুলতেন না...

এই পদ্ধতি তে জন্ম গ্রহন করা বেবী সম্পূর্নভাবে সুস্হ্য আছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.