নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

সাবমেরিন পলিটিকস

২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪১



বাংলাদেশের ক্রয়কৃত সাবমেরিন কে নিয়ে পাকিস্হান ডিফেন্স ওয়েবসাইটে নানা রকমের টিটকারি আরম্ভ হয়েছে। ছবিটা ই তার প্রমান।
Pakistan's ire। তারা জ্বলে পুড়ে ছারখার হোক ...ঘাস খেয়ে আনবিক বোমা বানিয়েছে..

এদিকে চায়নার নেভী ক্রু রা বাংলাদেশের নেভী কে ট্রেইনিং দেবে সমুদ্রে যেটা ভারত এর ব্যালাস্টিক মিসাইল সাবমেরিন বেইস এর কাছাকাছি এবং চাইনিজ নেভী বাংলাদেশকে হেল্প করছে কুতুবদিয়াতে সাবমেরিন বেইস তৈরী করতে। কুতুবদিয়া ভারতের নেভাল কমান্ড বিশাখাপত্তম এর থেকে বেশী দুরে না। সুতারাং বাংলাদেশের সাবমেরিন পুল কে ইউজ করে চায়না ভারত এর নেভীর তথ্য যোগাড় করতে চেস্টা করতে পারে বলে ভারত খুব টেনশনে আছে। তার উপর এই নতুন (রিফার্বিসড) সাবমেরিনগুলিতে চাইনীজ sonar and electronic warfare পরে সংযোজন করা হয়েছে যা দিয়ে তথ্য যোগাড় করা সহজ। এ দিকে টানাটানি চলছে কোথায় ট্রেইনিং দেওয়া হবে। চায়না চাচ্ছে তাদের হাইনান আইল্যান্ডের নেভী বেইসে বাংলাদেশের নেভী ক্রু দের নেওয়ার জন্য ওদিকে মোদী সাহেব চাইছেন যেন বাংলাদেশের নেভী ক্রু দের ভারতের সাবমেরিন একাডেমী যেটা বিশাখাপত্তম এ সেখানে পাঠানো হয়...কিন্তু বাংলাদেশে ঝুকে আছে চায়নার দিকে কেননা এগুলি চায়নার তৈরী।

অন্য দিকে মিয়ানমার উঠেপড়ে লেগেছে তাদের নেভীকে ঢেলে সাজানোতে আর এতে সবচেয়ে বড় পার্টনার হিসাবে যোগ দিয়েছে ভারত!!!!!!!মিয়ানমারের যুদ্ধ জাহাজ গুলিতে লাগানো হচ্ছে ভারত থেকে কিনা sonar and electronic warfare.। সেটা কি বাংলাদেশের সাবমেরিন নিয়ে চায়না ট্রেইনিং এর সময় কি করে তা জানার জন্য ই কি???

Between 2011 and 2015 Bangladesh was the second-largest recipient of Chinese arms in the world (following Pakistan), with Beijing supplying over 80 percent of its arms imports over the past decade. In late 2015, Bangladesh took delivery of two Durjoy-class large patrol craft, scaled-down versions of China’s Type 056 corvette. Two more are under construction in China, which has pledged to help build up an additional four in Bangladesh.

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৫

গেম চেঞ্জার বলেছেন: পাকিদের দিকে তাকানোর টাইম নাই। চায়না/ভারত ছাড়া আর বিকল্প নাই নাকি? :||

২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৩

কলাবাগান১ বলেছেন: বিকল্প এখানে

Here

২| ২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৪

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার উচিত এটম বোমা বানানো, এটা উনার মাথায় ঢুকায়ে দেন।

২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৮

কলাবাগান১ বলেছেন: যে দেশে 'শিক্ষিত' ব্লগার রা এটা লিখে

"যে শিক্ষায় আল্লাহকে পাওয়া যায় সেই শিক্ষাই আসল শিক্ষা । স্কুল- কলেজের শিক্ষা ইহকালের জন্য । মাদ্রাসার শিক্ষা ইহকাল-পরকাল দুই জাহানের জন্য । "

সে দেশের শিক্ষা দিয়ে অন্য কিছু করা গেলেও এটম বোমা বানানো সম্ভব নয়।

৩| ২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৪

ঢাকাবাসী বলেছেন: ২০৩ মিলিয়ন ডলারে এইসব কিনসে?

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২২

কলাবাগান১ বলেছেন: জামাত/বিনপি এর খাম্বা আর বেন্গল গোট এর চেয়ে ভাল উদ্দোগ

৪| ২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৬

প্রশ্নবোধক (?) বলেছেন: @চাদগাজী, শেখ হাসিনার মাথায় যে চিন্তাটা নাই, তা কিন্তু বলা যাচ্ছেনা।
@লেখক, এদেশের স্কুল-কলজের শিক্ষা কি মাদ্রাসার চেয়ে খুব বেশি উন্নত? ছাত্র ঠেংগানোর জন্য পুলিশ ফাড়ি লাগে কেন? যেভাবে মাদ্রাসাগুলোতে শিক্ষাদান করা হয় তার জন্য কি ছাত্ররাই শুধু দায়ী, নাকি মাদ্রাসা শিক্ষাক্রম উন্নয়ন জরুরী?

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৪

কলাবাগান১ বলেছেন: আর যাই বলেন মানসিকতা যদি উন্নত না হয়, শিক্ষা কার্যক্রম চেন্জ করেও কিছু হবে না

৫| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০১

জাহিদ অনিক বলেছেন: পাকিদের ট্রল দেখার টাইম কই !

পাকিস্তানের একটু জ্বলবে এটাই স্বাভাবিক !

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৫

কলাবাগান১ বলেছেন: নিজেরা এখন হয়েছে জংগী উৎপাদনের দেশ

৬| ২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০৯

একজন সত্যিকার হিমু বলেছেন: আমাদের এখন চায়নার সহযোগীতায় আণবিক বোমা তৈরি করা দরকার ।
টিকে থাকতে এর কোন বিকল্প নাই ।

২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৬

কলাবাগান১ বলেছেন: টিকে থাকতে এর কোন বিকল্প নাই । বিকল্প আছে... শিক্ষায়/জ্ঞানে জাতিকে সুশিক্ষিত করে গড়ে তোলা

৭| ২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: B-)) পাখিদের সমস্যা হওয়ার কথা না কারণ তাদের সাথে আমাদের সমুদ্রসীমা নেই, তারা যদি হাউকাউ করে তাহলে তাদের জাতের দোষ!
এর আগে আমাদের সাবমেরিন নিয়ে রেন্ডিয়ান'রা হাউকাউ করেছে, সেটিও ছিল রেন্ডিয়ান্দের কালো বিড়ালের উন্নত মুখের উন্মেষ!

২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৭

কলাবাগান১ বলেছেন: ও কে..

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৯

শামীম সরদার নিশু বলেছেন: অন্যদের মন্তব্য পড়ে নিই আগে

৯| ২৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২০

খোলা মনের কথা বলেছেন: পাকিদের একবার ধোলাই হয়েছে। এখনো আমাবস্যা রাতে কেঁপে কেঁপে ওঠে। তখন মনের সান্তনা দিতে গিয়ে দু চার টা ভুলভাল বলে ফেলে। :P

সামনের জন্য ভয় আছে তার জন্য ইদানিং আরো বেশি ভুল বঁকে....

১০| ৩১ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৪:০৬

বিলুনী বলেছেন: ধন্যবাদ অনেক মুল্যবান বিশ্লেশনী লিখা । ভাল লাগল পাঠে ।

৩১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১২

কলাবাগান১ বলেছেন: যারা সাবমেরিন বানান করাও শিখায় নাই জাতিকে তারাই এখন সবক দেয় কেন সাবমেরিন কেনা হল

১১| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৮

অর্ধ চন্দ্র বলেছেন: সবে তো শুরু ওদের জ্বালাপোড়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.