নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

মিন্টু- প্যারাডাইস পেপার ও শেখ হাসিনার দৃঢ়তা

১৯ শে নভেম্বর, ২০১৭ ভোর ৪:০২



পেরাডাইস পেপারে যাদের নাম এসেছে, তারা প্রায় সবাই ট্যাক্স ফাকি দেওয়ার জন্য অফসোর ব্যাংকে টাকা পাচার করেছিল। আজ আবদুল আওয়াল মিন্টুর নাম দেখে, এতদিন ধরে যে শেখ হাসিনা বলে এসেছিল যে আওয়ামী সরকার বাংলাদেশের গ্যাস রপ্তানি করতে না চাওয়াতে, ২০০১ সনের নির্বাচনে পরাজিত হয়, সেই কথার সত্যতা বের হয়ে এসেছে...। ইউনিকল/শেভরন সবাই বাংলাদেশে গ্যাসে বিনিয়োগ করেছিল এই আশায় যে তারা ভারতে গ্যাস রপ্তানী করে বড় বাজার ধরবে কেননা বাংলাদেশের বাজার অনেক ছোট.... কিন্তু হঠাৎ করে আওয়ামী লীগ ক্ষমতায় আসায় তার চোখে সর্ষেফুল দেখা আরম্ভ করল যখন শেখ হাসিনার সরকার বলল আগে বাংলাদেশের জন্য ৫০ বছরের গ্যাস রেখে তারপর রপ্তানী...। তখন দেশ থেকে পাততাড়ি গুটাতে যেয়ে মিন্টু কে এক পার্সেন্ট শেয়ার দেয় যে বাংলাদেশে ইউনিকলের ব্যবসা দেখার জন্য...আর মিন্টুও হঠাৎ করে বিনপি তে যোগ দেন আওয়ামী লীগ কে 'শিক্ষা' দেওয়ার জন্য....যখনই ২০০১ সনে বিনপি ক্ষমতায় এল, সাথে সাথে টাস্ক ফোর্স গঠন হল কিভাবে গ্যাস রপ্তানী করা যায়...ভাগ্যিস দুজন বাদে টাস্ক ফোর্সের সবাই রপ্তানীর বিরূদ্বে অবস্হান নেওয়ায় গ্যাস রপ্তানীর প্রচেস্টা ভেস্তে যায়...এখন শেভরন ও মেনে নিয়েছে যে বাংলাদেশের বাজার অনেক ব্ড়, তাই রপ্তানী না করেই তারা অনেক ব্যবসা করতে পারবে। গত দু দশক ধরেই তারা বাংলাদেশে নিজেদের উত্তেলিত গ্যাস সরবরাহ করে যাচ্ছে যার পরিমান হল বাংলাদেশের ৫০% গ্যাস...মিন্টু সাহেব ও আজকে বললেন যে তিনি বাংলাদেশের বাজার কে ছোট ভেবে ছিলেন বিধায় গ্যাস রপ্তানীর পক্ষে ছিলেন কিন্তু এখন মনে করেন যে তিনি ভুল ছিলেন...

ধন্যবাদ শেখ হাসিনা... ১৯৯৮ এমন সাহসী বাংলাদেশের স্বপক্ষে দৃঢ় অবস্হান নেওয়াতে বাংলাদেশের গ্যাস এখন বাংলাদেশেই ব্যবহার হচ্ছে।

"Focusing on the gas export controversy of Unocal, he said, “At that time I heard that Bangladesh was floating on gas with so many discoveries—so I supported the idea of export. But I changed my mind when I learnt it was not so.”


"But the then Awami League government was not interested in exporting the gas. During the then US president Bill Clinton's visit in March 2000, Prime Minister Sheikh Hasina at that time suddenly announced that Bangladesh would not export any gas unless confirmed first that there was a 50-year gas reserve for the nation.

Soon after, with the October 2001 elections looming, Abdul Awal Mintoo suddenly joined the BNP just several weeks before the polls."

বিস্তারিত Mintoo

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৭ ভোর ৫:২১

চাঁদগাজী বলেছেন:



আব্দুল আউয়াল মিন্টু জাতীয় ডাকাত

১৯ শে নভেম্বর, ২০১৭ ভোর ৫:২৭

কলাবাগান১ বলেছেন: 'ডাকাত' না কিন্তু স্বার্থপর...ব্যবসার জন্য নিজের ছেলেকে মেয়র পদে পাঠালেন..বিনপি তে যোগ দিলেন

২| ১৯ শে নভেম্বর, ২০১৭ ভোর ৫:৫২

হাসান কালবৈশাখী বলেছেন:
পেরাডাইস পেপারে কিছু বাংলাদেশিদের নাম দেখার পর চুপসে গেছে হলুদ আলোরা।
একদিন গত হওয়ার পরও খবর নেই।

১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৬

কলাবাগান১ বলেছেন: This is the character of Prothom Alo..
They are busy finding faults with Flyovers........why isn't any bathroom on the Flyovers. ..
Using cellphone to write. ...so English

৩| ১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:৩০

আবু তালেব শেখ বলেছেন: সবই তো দিলো গ্যাস দিতে অসুবিধা কি?

১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৮

কলাবাগান১ বলেছেন: সব দিয়ে দিলে আপনার মত লোকেরা কম্পিউটারে লিখে মন্তব্য পোস্ট করা তো দুরের কথা, খাতা কলমে মন্তব্য লিখার জন্য কাগজ কলম কিনার ও ক্ষমতা থাকত না

৪| ১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: জয় হোক শেখ হাসিনার।

১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪০

কলাবাগান১ বলেছেন: শেখ হাসিনার মত দৃঢ় সাহসী লিডারশীপের দরকার আছে...তাকে অন্যের মত মেনে কাজ করত হয় না।

৫| ১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এসব বিষয়ে সরকারকে ভালোভাবে নজর দিতে হবে ।

১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪১

কলাবাগান১ বলেছেন: নজর আছে বলেই শেভরন বাংলাদেশের গ্যাস বাংলাদেশেই রাখছে

৬| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৪

বাংলার জামিনদার বলেছেন: ভাইরে এসব কাজের কি দাম আছে, কামাই ৫ গুন বাড়লেও ১০ টাকা কেজি চাল চাই, নাইলে হাসিনা নাস্তিক।

১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

কলাবাগান১ বলেছেন:
এদের অস্ত্র দুইটা= ধর্ম আর ভারত
কিন্তু কোনদিন মনে করবে না হাসিনার এই দুরদর্শী চিন্তা কিভাবে বাংলাদেশের উপকার হচ্ছে। ১% এর বিনিময়ে দেশের সম্পদ বিক্রি করে দিতে ও এদের দ্বিধা ছিল না।

৭| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৩

ডঃ এম এ আলী বলেছেন: এমন গুরুত্বপুর্ণ বিষয়ে প্রথম আলোর নিরবতা একটু বিস্ময়কর ।
তবে বিষয়টার উপর তদন্ত প্রয়োজন , সকলেই যেন হতে পারে সচেতন ।

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৩০

কলাবাগান১ বলেছেন: ঠিক অবজার্ভেশন...প্রথম আলো র চিন্তা শাকিব-অপুর সংসার নিয়ে আর কোন অজ পাড়াগায়ে যুবলীগের নেতার হাতে কোন শিক্ষকের অপমান...কিন্তু খোজ নিয়ে দেখবেন বহু কস্ট করে নেতার ট্যাগ দেওয়া গেছে সেটা হয়ত কেন্দ্র জানে ও না

৮| ২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:৫২

গালিব আফসারৗ বলেছেন: জাতীয় বেইমান এরা। বেইমানীর চরমে পৌছে তখনই যখন এ দল ও দল বদলানো শুরু করে দেশের বারোটা বাজায়ে দিয়ে।

২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:৫৪

কলাবাগান১ বলেছেন: দেশের স্বার্থ আগে...পরে নিজের স্বার্থ...কিন্তু মিন্টু সাহেব দের কাছে আগে নিজের স্বার্থ...উনি অলরেডি বাংলাদেশের সবচেয়ে বড় কোটিপতিদের মধ্যে অন্যতম...আর কত টাকা লাগে উনার????

৯| ২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
এসব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জনগনের জানা উচিত।

তবে গণমাধ্যম এব্যাপারে বেশি নিশ্চুপ। B:-)

২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১০

কলাবাগান১ বলেছেন: গনমাধ্যম ব্যস্ত হাসিনা কি ভারতীয় শাড়ী পড়ল কিনা এটা নিয়ে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.