নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবন্ধু স্যাটেলাইট রাজনীতি

১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭



উপরের ওয়েবসাইটের ছবিটি এলন মাস্ক এর স্পেস এক্স এর মেইন ওয়েব পেইজের... গর্বে বুক টা ভরে উঠছে...আসে পাশে সবাইকে কে বলে বেড়াচ্ছি দেখ তোমাদের এলন মাস্ক কার হয়ে কাজ করছে কার স্যাটেলাইট পাঠাচ্ছে আর দুই ঘন্টা পরেই...। আমেরিকান রা একটু কনফিউজড...।বাংলাদেশ তো রোগ শোক বন্যা আর খরার দেশ...বাংলাদেশ এর নামের পাশে স্যাটেলাইট ....সবাই এই দুরদর্শিতার অনেক প্রশংসা করছেন।


এ ছবি টা দেখে অনেক অনেক গর্বিত (বাংলাদেশের মানচিত্র রকেটের গায়ে)

এই লিং থেকে আপনারা ও সরাসরি উৎক্ষপন টা দেখতে পারবন।
SpaceX link for live launcing

YouTube link for Live Launching of Bangubandhu Satellite

স্যাটেলাইট কে বাজার থেকে কিনা ঘুড়ি বলে উপহাস করলেন আমাদের বিজ্ঞ ব্লগার আর প্রতিবাদ করায় মানুষ হওয়ার উপদেশ দিলেন....আমার উত্তর টা পোস্ট আকারেই দিলাম


হা হা হা .। মানুষ হওয়ার কথা বললেন... মানুষ হয়েছি দেখেই বিদ্যুত বিহীন খাম্বা আর স্যাটেলাইটের পার্থক্য টা বুঝি...মানুষ হয়েছে বলেই যারা সাবমেরিন ক্যাবল বানান করতে পারে না আর যারা দুইটা সাবমেরিন ক্যাবলের সাথে দেশকে যুক্ত করে তাদের পার্থক্য টা বুঝতে পারি।

উপরে যে সমস্ত লোকজন এটা নিয়ে টিটকারী দিচ্ছেন (জাতির বিবেক কে খুজে পাচ্ছেন) তারা রাজাকার দের গাড়ীতে পতাকা উড়ার সময় কোন টিটকারী দেয় নাই কিন্তু পদ্মা সেতু নিজের টাকায় হচ্ছে সেটা নিয়ে ও টিটকারী দেয়....উনারা সেতু না হলেই খুশী...উনারা স্যাটেলাইট ভেংগে পড়লেই খুশী হবে...আসল উদ্দেশ্য হল ...

আর জনগন দের জানানোর জন্য কমিটি করতে বলছেন...প্রথমে ই মারপিট হবে কে কে কমিটিতে থাকবে...।তারপর মারপিট/নির্বাচন কে কমিটির চেয়ারম্যান হবে....তারপর কে টাকা-পয়সা লেনদেন করবে...এসব করতে করতে ই আসল কাজ কিছুই হয় না

সরকার তো ঠিকই লোকজনদের ট্রেনিং দিচ্ছে কেননা ৩ বছর পর এটার মেইনটেন্যান্স, পরিচালনা বাংলাদেশকেই করতে হবে...আপনি কি মনে করেন ৩ বছর পরে স্যাটেলাইট কে পরিত্যক্ত ঘোষনা করার পরিকল্পনা সরকারের????

মন্তব্য ৩৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৮ রাত ৮:০৯

চাঁদগাজী বলেছেন:



আপনি পড়ালেখার সুযোগ পেয়েছিলেন, এখন আমেরিকা এসেছেন, বড় চাকুরী করছেন; পারিবারিক টাকা পয়সার অভাবে আপনার বয়সী ৪ লাখ যুবক দেশে রিকসা চালাচ্ছে। জাতির সম্পদ ছিলো, এদের পড়ানোর, এদের পড়ায়নি সরকার।

আজো জাতির পয়সা আছে, ভাড়ার ৪০ গুণ বেশী পয়সা খরচ করে ঘুড়ি না উড়ায়ে, সেই পয়সায় ৪ লাখ "টোকাইকে" পড়ালে, ওরাই স্যাটেলাইট বানায়ে উড়াতে পারতো!

নাসির উদ্দিন হোজ্জার ঘোড়া আজকে আকাশে উঠবে, নাকি আজকেও শুয়ে থাকবে?

১০ ই মে, ২০১৮ রাত ১০:০১

কলাবাগান১ বলেছেন: বাবা দরিদ্র স্কুল শিক্ষক ছিলেন...।পারিবারিক টাকা পয়সার অভাবে অনেক সময় ঠিক মত খাওয়া দাওয়া ও হত না কিন্তু পিতা-মাতার কাছে পেঠের ক্ষুদার চেয়ে পড়ালেখা করানোর ক্ষুদাই ছিল প্রবল...

পড়ালিখা না করার জন্য সবার আগে নিজে কে দায়ী করা দরকার..।বাংলাদেশ সোসালিস্ট কান্ট্রি না....

আমেরিকায় বড় চাকরী করি না..যেটা আপনি করেন...

সকাল ৮ টায় ল্যাবে এসেছি...কোষের মাঝে ভাইরাস ইনফেক্ট করে প্রতি ঘন্টায় ঘন্টায় স্যাম্পল কালেক্ট করছি..রাত ৮ টা পর্যন্ত্য করতে হবে....বড় চাকরী করলে অন্যরা করে দিত....

২| ১০ ই মে, ২০১৮ রাত ৮:২৭

ঢাবিয়ান বলেছেন: লেখক আমেরিকায় থাকবেন, উন্নত দেশের সকল সুযোগ সুবিধা ভোগ করবেন কিন্তু নিজ দেশের কুৎসিত রাজনীতির পক্ষে সাফাই গাইবেন! বাংলাদেশের সরকারী চাকুরির কোটা সংস্কারে প্রতি উনার বিড়াট আপত্তি , আপনি নিজে কোন কোটায় আমেরিকায় গেছেন জানতে ইচ্ছে করছে।

১০ ই মে, ২০১৮ রাত ৯:৫৫

কলাবাগান১ বলেছেন: নিজের যোগ্যতায় (হাই জিআরই স্কোর/ হাই জিপিএ) ই আমেরিকায় এসেছি...আপনার মত কোটা কে দোষ দেই নাই..।

৩| ১০ ই মে, ২০১৮ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:



বাংগালীদের ছোট এক ঐতিহাসিক কারণেই আমাদের কিছু লোকের অবস্হান হয়ে গিয়েছিল শেখ সাহেবের পক্ষে; কিন্তু উনি প্রান হারায়ে আমাদের হতাশ করেছেন; সর্বোপরি, উনি দলের মাঝে গর্দভ তৈরির কারখানা খোলার কাঁচামাল রেখে গেছেন।

১০ ই মে, ২০১৮ রাত ১০:০২

কলাবাগান১ বলেছেন: উনি প্রান হারান নাই...উনাকে হত্যা করা হয়েছিল ...যারা করেছিল তাদেরই উত্তরসুরীরা এখন মুক্তিযুদ্ধ কে রূপকথার সাথে তুলনা করে

৪| ১০ ই মে, ২০১৮ রাত ৮:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @চাঁদগাজী,
নিউটনের তিন নাম্বার সূত্রটা মুখস্ত করুন, আর ফ্লোরিডা থেকে ঘুরে আসেন। দেখুন চেষ্টা করে, রকেটকে থামানো যায় নাকি?:P


এক সাথে সব সমস্যার সমাধান চাইলে হবে?? X( অন্যের দালানে ভাড়া থাবার চেয়ে, নিজের কুটিরে থাকা ভাল।।
ঘুড়ি একটা উড়ছে সামনে আরো উড়বে, সেতুও হবে। আর নেতারা আরেকটু সুবোধ হলে বেকারত্বের সমস্যাটাও থাকবে না।।

সব কাজের বিরোধীতা করলে হবে????X(

১০ ই মে, ২০১৮ রাত ১০:০৪

কলাবাগান১ বলেছেন: অন্যের দালানে ভাড়া থাবার চেয়ে, নিজের কুটিরে থাকা ভাল।। ক্লাসিক কমেন্ট

৫| ১০ ই মে, ২০১৮ রাত ৮:৫০

ঢাবিয়ান বলেছেন: দুই-তিনশ কোটি টাকা খরচ করে এই স্যটেলাইটের যৌক্তিকতা কি জিজ্ঞাসা করায় টেলি যোগাযোগ মন্ত্রী জানিয়েছেন যে " আমরা চিন্তা করেছিলাম আমাদের যদি নিজস্ব স্যাটেলাইট থাকে তাহলে আমাদের টিভি চ্যানেলগুলো যে টাকা বাইরে দেয় সেই টাকা সেভ করা যাবে। সেই সঙ্গে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ প্রচার পাবে। দেশের একটি স্যাটেলাইট থাকবে না নিজস্ব এটা ভালো দেখায় না।’

মানুষের চাকুরি নেই, পেটে ভাত নেই কিন্তু টিভি চ্যানেল একশটা। এত টিভি চ্যানেলের পারমিশন দেবার দরকার কি? নাকি টিভি সিরিয়াল দেখেই পেটের ক্ষিধা মিটে যাবে?

১০ ই মে, ২০১৮ রাত ১০:০৫

কলাবাগান১ বলেছেন: আমেরিকার রাস্তায় যত হোমলেস আছে ...তাদের সরকারের উচিত নাসা/ফাসা বন্ধ করে দিয়ে আগে হোমলেস দের চাকরীর ব্যবস্হা করা....

৬| ১০ ই মে, ২০১৮ রাত ৯:২৭

ঢাবিয়ান বলেছেন: জানা গেছে এই স্যটেলাইটের পেছনে এখন পর্যন্ত ব্যায় হয়েছে দুই হাজার নয়শ কোটি টাকা!!!! আমরা বড়লোক দেশ। দারিদ্র, বেকারত্ব সব মিডিয়ার সৃষ্টি। বাস্তবে এসবের অস্তিত্ব নাই।

১০ ই মে, ২০১৮ রাত ৯:৫৩

কলাবাগান১ বলেছেন: নিজের মন্তব্য নিজেই প্লাস!!!!!

আপনার মত রাজাকার বান্ধব যারা আমাদের মহান মুক্তিযুদ্ধকে 'রূপকথার গল্পের' সাথে তুলনা করেন, তারা তো খেয়ে না খেয়ে চাইবেনই যাতে আবার রাজাকারদের গাড়ীতে পতাকা উঠে

১০ ই মে, ২০১৮ রাত ১০:১০

কলাবাগান১ বলেছেন: আপানর জন্য এই মন্তব্য কপি করলাম...সামু পাগলার কাছ থেকে

"কিছু কিছু মানুষ সবসময় নেগেটিভ মনোভাব নিয়ে চলে। কোন অর্জনই এদের কাছে আনন্দের নয়। বাংলাদেশকে পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্রের সাথে তুলনা করে লজ্জ্বা, বেদনায় পুড়তে থাকবে। আরেহ ভাই, সেসব দেশ ও অনেক সংগ্রাম করেই আজকের জায়গায় দাড়িয়ে। কেউ কেউ বুঝতেই পারেনা যে কোন একটা জায়গা থেকে শুরু করতে হয়! শুরুটা পারফেক্ট হয়না, ভুলে ভরা থাকে, আস্তে আস্তে মানুষ উন্নত হয়। স্যাটেলাইটের কাজে হাত না দিলে কেউ কিছু বলত না, কারো মাথায় আসতই না। কিন্তু যখন হাঁটি হাঁটি পা পা করে একটা জায়গায় যাচ্ছি সবার মাথাব্যাথা শুরু! "

৭| ১০ ই মে, ২০১৮ রাত ১০:২৭

ঢাবিয়ান বলেছেন: হাই জি আর ই স্কোর করে আমেরিকায় গেছেন অথচ নিজ দেশে সরকারী চাকুরি মেধার ভিত্তিতে না হয়ে প্রশ্নবিদ্ধ কোটা পদ্ধতিকে সাপোর্ট করেন!! আকাশ পরিমান দুর্নীতিকে চাপা দিতে চেতনার ভাঙ্গা রেকর্ড বাজান। এমন ডাবল স্ট্যন্ডার্ড মেইন্টেইন করাটা বেশ আনকমন

১০ ই মে, ২০১৮ রাত ১১:৪০

কলাবাগান১ বলেছেন: আমি সব সময় বলে এসেছি নাতি-পুতি কোটা ঠিক না...আমার আগের কমেন্ট গুলি দেখলেই পারেন....রাজাকারদের রাজাকার ই বলতে হয়....

৮| ১০ ই মে, ২০১৮ রাত ১০:৩১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনি কি যুবক? আমি তো ভেবেছিলাম বয়স্ক!

১০ ই মে, ২০১৮ রাত ১১:৩৬

কলাবাগান১ বলেছেন: আপনার চেয়ে বয়স্ক হব...

নিজের ল্যাবে কাজ করতে কি যুবক হতে হয়?

৯| ১০ ই মে, ২০১৮ রাত ১০:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশ বলেই এসব বড় প্রজেক্ট নিয়ে মানুষ নেগেটিভ চিন্তা বেশী করে! আমাদের নিজস্ব স্যাটেলাইট হয়েছে অনেক গর্বের বিষয়। দেখা যাক, সামনের দিনগুলোতে এটা নিয়ে কী কী খবর বের হয়। কারণ, সময় বদলে গেলে তখনকার কর্তাব্যক্তিরা যা বলবে তাই আমরা বিশ্বাস করব, এখন যেমন তেনারা যা বলছে তাই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে...

১০ ই মে, ২০১৮ রাত ১১:৩৯

কলাবাগান১ বলেছেন: স্পেস ওয়েব সাইটে বাংলাদেশের খবর এমন ভাবে কোনদিন দেখব বলে বিশ্বাস ছিল না

"The first "Block 5" Falcon 9 is scheduled to launch the Bangabandhu 1 communications satellite for the government of Bangladesh today at 4:12 p.m. EDT (2012 GMT) from NASA's Kennedy Space Center in Florida. And the two-stage rocket's first stage will attempt to land on a robotic "drone ship" off the Florida coast shortly after liftoff. You can watch the action live here at Space.com and on our homepage, courtesy of SpaceX, or directly via SpaceX's website. "

১০| ১০ ই মে, ২০১৮ রাত ১০:৪২

অর্ধ চন্দ্র বলেছেন:

আশা করি আপনার প্রশ্নগুলির যুক্তিযুক্ত উত্তর সমালোচকদের কেহ দিবেন বৈকি,

১০ ই মে, ২০১৮ রাত ১১:৪২

কলাবাগান১ বলেছেন: এটি নিয়ন্ত্রণ করা হবে বাংলাদেশের গাজীপুর থেকে। এ জন্য গাজীপুরের জয়দেবপুরে তৈরি করা হয়েছে গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন। তারপর ও বলে যে সব বিদেশী রা নিয়ে যাচ্ছে

১১| ১০ ই মে, ২০১৮ রাত ১১:৪১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হ্যা, তা তো হবেনই। আমি এখনো ভার্সিটি ই পার করি নাই। প্রথম কমেন্টে "আপনার বয়সী ৪ লাখ যুবক" দেখে দ্বিধান্বিত হয়েছিলাম। আমি সবসময় ভেবে আসছি আপনি ৫০+।

১০ ই মে, ২০১৮ রাত ১১:৪৩

কলাবাগান১ বলেছেন: আপনি যা মনে করেন...বয়স কোন ব্যাপার না..মানসিকতার ক্ষেত্রে

১২| ১১ ই মে, ২০১৮ রাত ১২:৩১

কলাবাগান১ বলেছেন: স্যাটেলাইটকে দোয়েল ল্যাপটপের সাথে তুলনা করা মানে বিদ্যুত বিহীন খাম্বার সাথে সাবমেরিন কেবল এর তুলনা

১৩| ১১ ই মে, ২০১৮ রাত ২:০৭

এলিয়ানা সিম্পসন বলেছেন: সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ইনভেস্ট করা কিছু ব্লগারের কাছে "জীবনমুখী" না।

১১ ই মে, ২০১৮ সকাল ৭:০৬

কলাবাগান১ বলেছেন: উনার কাছে মিথ্যা রগ কাটার গুজব হল জীবনমুখী

১৪| ১১ ই মে, ২০১৮ রাত ৩:১২

নতুন বলেছেন: এটা অবশ্যই খুবই সাহসী উদ্দোগ....

কিন্তু দেশে সবই দূনিতিবাজের দখলে.... তাই সবারই সেই বিষয়টা মাথায় রেখে হতাশা চলে আছে...

কিন্তু সরকারের উচিত... শিক্ষা এবং চিকিতসা খাতে আরো বিনিয়োগ করা। সেই কাজ করলে প্রচারনা পাবে না কিন্তু দেশের জন্য ভালো হবে।

কিন্তু সরকারের ইমেজ ভালো দেখাতে এই সব বড় বড় প্রজেক্ট ভালো.. তাই সরকার এই গুলিতে বেশি আগ্রহী...

অবশ্য দেশ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে...

১১ ই মে, ২০১৮ সকাল ৭:৩৬

কলাবাগান১ বলেছেন: একমত...কিন্তু কিছু লোকজন যখন নেতিবাচক কথা বার্তা বলা আরম্ভ করে তখন মনে হয় দেশের একটা উল্লেখযোগ্য সংখ্যার লোকজন চান না দেশের কোন উন্নয়ন হোক এই সরকারের দ্বারা

১৫| ১১ ই মে, ২০১৮ সকাল ১০:০৯

ঢাবিয়ান বলেছেন: লেখক বলেছেন আমারিকায় হোমলেস আছে তাই বলে কি নাসা ফাসা বন্ধ হয়ে হয়ে যাবে ?

যাক আমরা তাইলে আমেরিকার পর্যায়ে পৌছায়ে গেছি। কেন যে মানুষ তারপরেও কোটী কোটি টাকা খরচ করে আম্রিকায় যাইতে চায় বুঝি না!

১১ ই মে, ২০১৮ রাত ১০:৫৭

কলাবাগান১ বলেছেন: আপনার আসল উদ্দেশ্য যে কি সেটা আপনাকে না দেখে জামাতি দের পোস্ট পড়লেও বুঝা যায়...লোকজন কে রাস্তায় নামার আহবান কখন জানাবেন।

১৬| ১১ ই মে, ২০১৮ রাত ৮:৪৭

রাজীব নুর বলেছেন: চমৎকার পোষ্ট।
মন্তব্য গুলোও খুব মন দিয়ে পড়লাম।

১৭| ১২ ই মে, ২০১৮ ভোর ৬:৫০

নাজ রিটার্নস বলেছেন: স্যাটেলাইট নিয়ে কিছু কমু না। বাংলাদেশের সরকারী মহাকাশ গবেষনা সংস্থার নামটা কি?

১২ ই মে, ২০১৮ সকাল ৮:১৮

কলাবাগান১ বলেছেন: আপনার খাম্বা গবেষনাগার এর কাজ কেমন চলছে

১৮| ১২ ই মে, ২০১৮ সকাল ৭:০৫

এলিয়ানা সিম্পসন বলেছেন: যারা বলেছিল "ঘুড়ি" উড়বেনা, তাদের এখন কি অবস্থা?

১২ ই মে, ২০১৮ সকাল ৮:১৯

কলাবাগান১ বলেছেন: এখন বলবে.। উড়লেও কাজ করবে না...কাজ করলে বলবে.. কাজ করলেও লস হবে

১৯| ১২ ই মে, ২০১৮ রাত ৯:৩৯

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: পুরোজাতি কাউন্টডাউন করেছে সফল উড্ডয়নের, আর একটা শ্রেণী কাউন্টডাউন করেছে উড্ডয়ন বিনষ্ট হবার জন্য। প্রথমদিন যখন উড্ডয়ন হলোনা, কি আনন্দ এই শিবিরে। পরেরদিন যখন সফল উড্ডয়ন হলো ওরা এখন বলে, কাজ করবে না। চিন্তা করতে পারেন কি করুণ অবস্থা ওদের মস্তিষ্কের।

১২ ই মে, ২০১৮ রাত ১১:২৯

কলাবাগান১ বলেছেন: তাই এক ব্লগে বলেছি যে যারা রাজাকারের গাড়ীতে বাংলাদেশের রক্ত স্নাত পতাকা দেখেও প্রতিবাদ করে না, তারা স্যাটেলাইটের গায়ে বাংলাদেশের পতাকা দেখে প্রতিবাদ করবে তা বলাই বাহুল্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.