নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

ডেংগু কন্ট্রোল এ- বিদেশী অভিজ্ঞতা

০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৩৩


১- ডেংগু মহামারী হিসাবে পৃথিবীর নানা দেশেই বিদ্যমান কিন্তু সমন্বয় করে বিভিন্ন ভাবে ডেংগু কে নিয়ন্ত্রন করা হয়..।এখানে বিভিন্ন দেশের অভিজ্ঞতা ও প্রাকটিস কে তুলে ধরার চেস্টা করলাম...।যত রকম স্ট্রেটিজী লক্ষ্য করলাম, তার মাঝে সবচেয়ে পছন্দ হয়েছে ফিমেল এডিস মশা ধার ফাদ ( trap). খুবই সিম্পল কিন্তু ইফেকটিভ টেকনিক । ব্রাজিল, Puerto Rico, Australia, সিংগাপুর, Colombia ইত্যাদি দেশে এই ফাদ ইউজ করে অনেক ক্ষেত্রে ৭০-৮০% ফিমেল এডিস মশা কে ধ্বংস করা সম্ভব হয়েছে। এটা সম্ভব হয়েছে যেহেতু trap এর মাঝে ফিমেল এডিস মশাকে attract করার জন্য sex hormone (attractant) দেওয়া হয়। উপরের ছবিতে নানা রকমের trap এর ছবি দেওয়া হল। গুগুলে Aedes mosquito trap লিখে সার্চ দিলেই নানা কোম্পানীর trap for sale দেখতে পাওয়া যায়। কোন এলাকায় ডেংগু মহামারী হিসাবে দেখা দিলে, প্রতি বাসায় বাসায় দেওয়া হয় ৪-৫ টা করে। এখানে দেখুন কিভাবে এটা কাজ করে
Aedes Mosquito trap



২- GIS mapping for Aedes mosquito Foci:
Geographical Information System (GIS), Global, Position System (GPS) and Remote Sensing (RS) techniques ইউজ করে ভারতে ডেংগু আউটব্রেক হওয়া এলাকা কে পিনপয়েন্ট করা হয়...কোন এলাকাতে সবচেয়ে বেশী রোগী আক্রান্ত, এটা জানার পর, প্রিভেনশান এক্টিভিটি এর মাধ্যমে এটা ছড়ানো বন্ধ করা হয়।
Successful GIS and trap methods to eliminate dengue in Singapore

এখানে রিসার্চ পেপারে বিস্তারিত দেওয়া আছে।
GIS/GPS/RS to detect Dengue outbreak center

৩- জৈব পদ্ধতি- সব চেয়ে বেশী ইফেক্টিভ ব্যাক্টেরিয়া যেটা লার্ভা কে মারতে পারে সেটা হল Bacillus thuringiensis
israelensis (BTI). এই ব্যাক্টিরিয়া বিশেষ করে এডিস মশা মারতে বিশেষ ভাবে পারদর্শী। ট্যাবলেট আকারে এটা পাওয়া যায় এবং এটাকে ফাদের মাঝেও দেওয়া হয়। মহামারীর সময়, the use of ultra-low volume spraying of permethrin and microbial agent Bti has shown both larvicidal and adulticidal effects against A. aegypti। ছাড়াও বিভিন্ন মাছ (গাপ্পি) কে ইউজ করা হয়েছে মশা নিধনে (কম্বোডিয়াতে)। A small crustacean such as mesocyclops if introduced in household water containers and tanks eats the newly hatched larvae of A. Aegypti. The use of copepod has been successfully used in Vietnam for the reduction of A. aegypti
Wolbachia নামক ব্যাক্টিরিয়াকে ও সাকসেসফুলি ইউজ করা হয়েছে মশার প্রজননে বাধা দেওয়ার জন্য।
৪- জিন মডিফাই করে পুরুষ মশা তৈরি করে লোকালয়ে ছেড়ে দিয়ে মহিলা এডিস মশার সাথে প্রজনন করে যে বাচ্চা মশা তৈরী হয় সেটা কখনই জন্ম নেয় না... ব্রাজিলে এই পদ্ধতি তে প্রায় ৭০-৮০% এডিস মশা কমানো সম্ভব হয়েছিল মহামারীর সময়।

৫- Use of sterile insect technique (SIT)
As the name indicates, SIT refers to the release of laboratory-sterilized male vectors in the target population. Once released, these male mosquitoes help in suppressing the fecundity rate in female mosquitoes and, consequently control the vector density in urban environments

৬- plant-based insecticides/herbal extracts, Furthermore, these plant derivatives are not only limited to produce insecticides; however, they have also proved their efficiency as potential repellents against A. aegypti। মেরিগোল্ড, নিম,বেসিল এত্যাদি গাছ এর রস সাকসেসফুল্লি ইউজ করা হয়েছে।

৭- আরো বিভিন্ন রকমের ভ্যাকসিন, রিকম্বিনেন্ট ডিএনএ বেইসড নতুন ঔষুধ ও ডেভেলপ হয়েছে/হচ্ছে সেগুলি কে বাংলায় লিখা আমার জন্য খুবই কস্টকর..

মন্তব্য ১৭ টি রেটিং +১০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:২৩

জাহিদ হাসান বলেছেন: আর আমাদের দেশে খালি নাটক চলতেছে।
মন্ত্রী মহোদয় তো স্বীকারই করেনা ডেঙ্গুর ভয়াবহতার কথা!


কোন উগান্ডায় আছি?

জাহিদ হাসান শিশির

০৭ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:৪৩

কলাবাগান১ বলেছেন: উগান্ডায় আরো বেশী ডেংগু

২| ০৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: গতরাতে একটি মশা মেরে মনে হলো দারুন একটা কাজ করলাম। সুন্দর পোস্ট। জেনেটিকাল ট্রিটমেন্ট দিয়ে এডিস মশাকে ক্ষতিহীন করেদিতে পারলে দারুন ব্যাপার হবে। সার্বক্ষণিক সচেতনতা এডিস মশা কে জিরো বানিয়ে ফেলতে পারে। সুন্দর পোস্ট।+

০৭ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:৪৬

কলাবাগান১ বলেছেন: জিন এডিট করে মেয়ে মশাকে বাচ্চা উৎপাদনে ব্যাহত করা সম্ভব যেটা ব্রাজিলে ব্যবহার করা হয়েছে.।কিন্তু তৃতীয় মাত্রায় গোলাম মাওলা রনির অবিজ্ঞান কথা বার্তা এই প্রযুক্তি এর বিরূদ্ধে (কেননা কোন মন্ত্রী এটা বলেছেন তাই উনাকে কটাক্ষ করার জন্য সিয়ে রসিয়ে মশার সেক্স নিয়ে আলোচনা))

৩| ০৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:২৭

যাযাবর চখা বলেছেন: দরকারি লেখা। প্রিয়তে নিলাম।

০৭ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:৪৭

কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ...পারলে বাংলাদেশে এডিস মশার ফাদ বানানোর ব্যবসা আরম্ভ করুন

৪| ০৬ ই আগস্ট, ২০১৯ রাত ৮:০৮

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ, সময়োপযোগী মুল্যবান পোষ্ট ।

০৭ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:৪৯

কলাবাগান১ বলেছেন: সোবানবাগে মলিকুলার ল্যাবে বিনামূল্যে ডেংগুর চিকিৎসা দেওয়া হচ্ছে ডা: আলীর ত্বত্তাবধানে...আন্দাজে ঢিল ছুড়লাম। চিনেন নাকি???

৫| ০৬ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন:





আপাতত মশা মারার ব্যাট ব্যাবহার করছি পটাপট শব্দ করে মরছে। পটাপট শব্দ করে দেশের রাজনৈতিক নেতাকর্মী আর আমলারাও মরুক।


দেশের সকল সাধারণ মানুষের সুস্বাস্থ্য কামনা করছি।

০৭ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:৫০

কলাবাগান১ বলেছেন: ভাই পারলে মশা মারার ফাদ উৎপাদন করা যায় কিনা বাংলাদেশে দেখবেন।

৬| ০৬ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৪৫

রাজীব নুর বলেছেন: আল্লাহ সবাইকে মাফ করুক।

৭| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ১:২০

রাফা বলেছেন: ইনফরমেটিভ পোষ্ট । অসততার জন্যই আমাদের এই করুন দশা। যথা সময়ে কাজ সম্পাদন না করা। দুর্ণিতীই যখন প্রধান লক্ষ ।সকল অনিয়মকে নিয়মে পরিণত করার পরিনাম এমনই হয়।

ধন্যবাদ, সময়ের পোষ্টের জন্য।

০৭ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:৪৩

কলাবাগান১ বলেছেন: কিছু ভাল লোক থাকলেই কাজ হয়...কিন্তু যারা সমালোচনা করছে তাদের বিদ্যার বহর দেখে ও হাসি পায়.।আজ রাতে দেখলাম তৃতীয় মাত্রায় আওয়ামী লীগের সাবেক নেতা গোলাম মাওলা রনির হাস্যকর বিজ্ঞান নিয়ে কথা ...কেননা উনার মতে 'বন্ধ্যা' ছেলেমশার কাছে নাকি মেয়ে মশা রা আসবে না (অনেক রসিয়ে রসিয়ে সেক্স নিয়ে আলোচনা)...কিন্তু উনি মশার 'বন্ধ্যা' টা কি বুঝেন বলে মনে হয়না...ব্রাজিলে কিভাবে মহিলা মশা এই 'বন্ধ্যা' মশা দিয়ে কন্ট্রোল করা হয়েছে সেটা উনার জানার কথা নাই

৮| ০৭ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:২৭

ঢাবিয়ান বলেছেন: পোস্টটা স্টিকি করলে ভাল হত। দেশে ডেঙ্গু নিয়ন্ত্রনে এই ধরনের পদক্ষেপ নেয়া এখন এই সময়ের দাবী।

০৭ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:৩৮

কলাবাগান১ বলেছেন: সিংগাপুরে এর সাকসেস স্টোরি কে ফলো করা উচিত

৯| ০৮ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫৭

সুমন কর বলেছেন: তথ্যবহুল পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ।

১০| ১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৩:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন: ডেঙ্গু সমস্যা এখন আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেওয়া হয়েছে - আল্লার মাল আল্লা নিয়ে যাবেন অনেকটা এমন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.