নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

প্রথম আলোর হলুদ সাংবাদিকতা- নতুন কিছু নয়

০৩ রা মে, ২০২০ রাত ১১:০৩

নাইকো মামলায় বাংলাদেশের জয় হয়েছে....৮০০০ হাজার কোটি টাকার মত জরিমানা হয়েছে যেটা বাংলাদেশ পেতে পারে....।আওয়ামী লীগ সরকার গ্যাস মজুত কে পরিত্যক্ত ঘোষনা করে চুক্তি করতে রাজী হয় নাই কিন্তু জামাত-বিনপি ক্ষমতায় এসেই মওদুদ এর ফার্ম এর সুপারিশে গ্যাস মুজুত কে পরিত্যক্ত ঘোষনা করে চুক্তি করে।

আওয়ামী সরকারকে রাজী করাতে নাইকো এক ফার্ম ভাড়া করে লবি করার জন্য....তার জন্য সেই ফার্ম টাকাও পায় আর সে ফার্মের মালিক ছিলেন তৌফিক এলাহী সাহেবের ভাই এর ফার্ম.... কিন্তু আওয়ামী সরকার তাদের লবি মেনে নেয় নাই.....এখানে আওয়ামী সরকার কে কেন জড়ানো হচ্ছে....যদি আওয়ামী সরকার গ্যাস কুপ কে পরিত্যক্ত দেখায়ে নাইকো এর সাথে চুক্তি করত, তাহলে আওয়ামী সরকার এর দোষ হত..সেটা তো তারা করে নাই

এখন ব্যরিস্টার রোকন উদ্দিন সাহেব নাইকো এর হয়ে মামলা পরিচালনা করেছেন....এবং নিশ্চয় ই উনি তার প্রফেশনাল ফি হিসাবে নাইকো থেকে টাকা নিয়েছেন ...তাহলে এখন ব্যরিস্টার রোকন উদ্দিন সাহেব কে ও দূর্নীতিবাজ বলতে হবে??? নিশ্চয়ই না...
দীপু মনির স্বামী ঠিকমত মামলা পরিচালনা করতে পারছিলেন না তাই তাকে সরিয়ে দেওয়া হয় এখানে দূর্নীতি কোথায়???

জামাত-বিনপির সাথে আওয়ামী লিগ এর সরকার কে জড়ানোর এই হীন প্রচেস্টা সামান্য বুদ্ধিথাকা লোকজন ই বুঝতে পারবেন...

ঘুষ আর প্রফেশনাল ফি এর তফাত আমরা বুঝি...কারা ঘুষ নিয়েছেন সেটা এফবিআই ই বলে দিয়েছে..সেই দলিল এখন ও অনলাইনে আছে ...শুধু তাদের নাম আর নাইকো শব্দ দিয়ে গুগুল করুন

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০২০ রাত ১১:২৬

মীর আবুল আল হাসিব বলেছেন: প্রথম আলোয় যদি হলুদ সাংবাদিকতা হয় তাহলে পড়ব কোন পত্রিকা??

পত্রিকার নাম মেনশন করলে খুশি হব।

০৩ রা মে, ২০২০ রাত ১১:৩৫

কলাবাগান১ বলেছেন: পড়বেন আপনার মননশীল চিন্তাধারাকে/বিবেক কে

২| ০৩ রা মে, ২০২০ রাত ১১:২৭

অনল চৌধুরী বলেছেন: নাইকো দেউলিয়া।টাকা কি বাতাস থেকে দেবে?

০৩ রা মে, ২০২০ রাত ১১:৩৩

কলাবাগান১ বলেছেন: দূর্নীতি তো দেউলিয়া হয়ে যায় নাই তার জন্য

৩| ০৩ রা মে, ২০২০ রাত ১১:২৮

অনল চৌধুরী বলেছেন: কে লিখেছে প্রথমে দেখিনি।
দেখলে মন্তব্য করতাম না।

০৩ রা মে, ২০২০ রাত ১১:৩৪

কলাবাগান১ বলেছেন: তাহলে কি আপনার সব মন্তব্য মুছে দিব???

৪| ০৩ রা মে, ২০২০ রাত ১১:৩০

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে যত পত্রিকা আছে তার মধ্যে এখন পর্যন্ত প্রথম আলোই সেরা।
যতটকু সত্য প্রথম আলো বলে, এরকম আর কেউ বলে না। কেউ না।

০৩ রা মে, ২০২০ রাত ১১:৩৫

কলাবাগান১ বলেছেন: ।

৫| ০৩ রা মে, ২০২০ রাত ১১:৩৯

মীর আবুল আল হাসিব বলেছেন: পড়বেন আপনার মননশীল চিন্তাধারাকে/বিবেক কে


মাফ করবেন এটা উত্তর হলো না।

আপনি মানেন আর না মানেন মন্দের ভালো, প্রথম আলো

৬| ০৪ ঠা মে, ২০২০ ভোর ৪:১৮

নেওয়াজ আলি বলেছেন: প্রথম আলো , আমাদের সময় , বাংলাদেশ প্রতিদিন এরা সব আওয়ামী লীগকে তেল দেয়

০৪ ঠা মে, ২০২০ সকাল ৮:৫৮

কলাবাগান১ বলেছেন: সংগ্রাম, মানবজমিন, দিনকাল এরা কাদের তেল দেয় বা দিত

৭| ০৪ ঠা মে, ২০২০ ভোর ৫:৩৩

মা.হাসান বলেছেন: জালানি মন্ত্রী মোশারফ ছিলো একটা বেহায়া চোর, নাইকোর গাড়িতে ঘুরে বেড়াতো।
দীপু মনির হাসবেন্ড অনক অনৈতিক সুবিধা নিয়েছে, হয়তো কোনোদিন বের হবে।
নাইকো দেউলিয়া না হলে বাংলাদেশ জিততে পারতো না।
১ বিলিয়ন ডলার পাওয়া যাবে না, উল্টো নাইকো তার পাওনা ৩০০ মিলিয়ন ডলার নিয়ে গেলে অবাক হবো না। শেখ হাসিনার আশে পাশে চোর ছাড়া ভালো লোক খুব বেশি নাই।

০৪ ঠা মে, ২০২০ সকাল ৮:৫৭

কলাবাগান১ বলেছেন: "নাইকো দেউলিয়া না হলে বাংলাদেশ জিততে পারতো না।" সহমত না

৮| ০৪ ঠা মে, ২০২০ ভোর ৬:২৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: নৈতিক জয় হয়েছে বাংলাদেশ সরকারের | চোর মোশারফের শাস্তি বেশি হয় নাই, গুরু দণ্ড হওয়া উচিত ছিল | জরিমানার টাকা পেতে পারে কথাটার মানে বুঝলাম না | নাইকো দেউলিয়া বলে কিছুই পাওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে ? মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চোর ও চাটুকারে পরিবেষ্টিত তাতে তিনি সতর্ক না থাকলে নাইকোর দায় মেটানোর জন্য উল্টো না পাওনার টাকা বাংলাদেশকে পরিশোধ করতে হয় !

০৪ ঠা মে, ২০২০ সকাল ৮:৫৭

কলাবাগান১ বলেছেন: নৈতিক জয় হয়েছে বাংলাদেশ সরকারের

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.