নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

২০০৯ সনের পোস্ট এর পুনর্জীবন

০৫ ই জুলাই, ২০২১ সকাল ৯:১৯

মাত্র তিন লাইনের পোস্ট ছিল ....জানতে চেয়েছিলাম
বাংলাদেশের বিভিন্ন জায়গার অদ্ভুত নামের একটা তালিকা দরকার। সবাইর জানা নামগুলো এখানে লিখে যান।
আমি আরম্ভ করি---১। ছাগলনাইয়া (ফেনী)
২। নাথেরপেটুয়া (কুমিল্লা)
৩। ভুরংগামারি (ফরিদপুর?)
প্রচুর অদ্ভুত নাম পেয়েছিলাম

কুত্তা মারা গলি (মগবাজার) থেকে কক্সবাজার এর সুন্দর নাম হ্নিলা ( hnila)
এখানে দেখতে পার। তখন কলাবাগান নামে ব্লগ ছিল ...পাসওয়ার্ড মনে নাই...। প্রথম ব্যান খাওয়ার পর মনে করেছিলাম আজীবন ব্যান, তাই কলাবাগান১ নামে নতুন ব্লগ খুলি.....।
Unusual Name of Places in Bangladesh

মন্তব্য ৩৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০২১ সকাল ১০:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা কুত্তা মারা গলি কী অদ্ভুত নাম

০৫ ই জুলাই, ২০২১ সকাল ১০:৫৪

কলাবাগান১ বলেছেন: আপনার কুকুর আর মানুষের ঘুমানোর ছবিটা চমৎকার

২| ০৫ ই জুলাই, ২০২১ সকাল ১০:৪০

হাবিব বলেছেন:





নাইকান বাড়ি, বেড়বাড়ি, মুতাচালা, ধানচালা, হানারচালা, হাতিবান্ধা, হলদেচালা, আমড়াতৈল, বাঁশতৈল, ভাতগ্রাম, ভাতকুড়া, দাড়িয়াপুর, আংগারগারা, ভয়াবহ বাজার, ছাতিহাটি, বল্লা, বগা, ভড়াডোবা, ভেড়াডোমা, গিলাবাড়ি, হাটুভাঙ্গা, মাথাভাঙ্গা, ফাজিলহাটি, লাউহাটি,

০৫ ই জুলাই, ২০২১ সকাল ১০:৫৬

কলাবাগান১ বলেছেন: আপনি দেখি অদ্ভুত নামের খনি....নাম "ভয়াবহ বাজার" ...এসব জায়গা কোন জেলায় অবস্হিত?

৩| ০৫ ই জুলাই, ২০২১ সকাল ১০:৫০

জুন বলেছেন: রাজধানীর বুকেই আছে ভুতের গলি :-&

০৫ ই জুলাই, ২০২১ সকাল ১০:৫৮

কলাবাগান১ বলেছেন: ভুতের গলিতে অনেক দিন/রাত কাটিয়েছি...চট্রগ্রামে সুন্দর নাম আছে : লাভ লেন

৪| ০৫ ই জুলাই, ২০২১ সকাল ১০:৫৯

হাবিব বলেছেন: ভয়াবহ বাজার (ভালুকা, ময়মনসিংহ)

০৫ ই জুলাই, ২০২১ সকাল ১১:০৪

কলাবাগান১ বলেছেন: ঐ বাজারে কি ভয়াবহ দাম!!!!

৫| ০৫ ই জুলাই, ২০২১ সকাল ১১:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাংলাদেশে এমন অনেক অদ্ভুত অঞ্চলের নাম আছে, যেগুলো লিখতে পারবো না, এত অশ্লীল। আমরা অনেকেই নামগুলো জানি। দেশের পাঁচটা জেলার ইংরেজি নামের বানান ঠিক বা নতুন করে লেখা হয়েছে। ঐ অঞ্চলগুলোর নামও বদলে ফেলা উচিত। কারণ, ওগুলো শুনতে খুব অশ্লীল লাগে।

০৬ ই জুলাই, ২০২১ রাত ৩:০১

কলাবাগান১ বলেছেন: নাম বদলানো বোধ হয় কঠিন

৬| ০৫ ই জুলাই, ২০২১ সকাল ১১:২৮

শহিদুল ইসলাম মৃধা বলেছেন: দেওভোগ, নারায়ণগঞ্জ।

০৬ ই জুলাই, ২০২১ রাত ৩:০১

কলাবাগান১ বলেছেন: খারাপ নাম না

৭| ০৫ ই জুলাই, ২০২১ সকাল ১১:৩৪

হাবিব বলেছেন: ঐ বাজারে কি ভয়াবহ দাম!!!! দাম ঠিকই আছে। গ্রামিন একটা বাজার। কেউ হয়তো দুষ্টুমি করে রেখেছে। বাজারটা খুব বড় নয়।

০৬ ই জুলাই, ২০২১ রাত ৩:০২

কলাবাগান১ বলেছেন: ওকে

৮| ০৫ ই জুলাই, ২০২১ সকাল ১১:৩৯

জুন বলেছেন: পুরান ঢাকায় একটা রাস্তা নাম পাৎলা খান লেন #:-S

০৬ ই জুলাই, ২০২১ রাত ৩:০৩

কলাবাগান১ বলেছেন: পাতলা খান লেনে কি মোটা লোক নাই????

৯| ০৫ ই জুলাই, ২০২১ সকাল ১১:৪৭

মাকার মাহিতা বলেছেন: https://www.somewhereinblog.net/blog/HABIB321 গিলাবাড়ী কই ভাই?

১০| ০৫ ই জুলাই, ২০২১ সকাল ১১:৪৮

মাকার মাহিতা বলেছেন: [link|https://www.somewhereinblog.net/blog/HABIB321 গিলাবাড়ী কই ভাই?]

০৬ ই জুলাই, ২০২১ রাত ৩:০২

কলাবাগান১ বলেছেন: উনি উত্তর দিয়েছেন

১১| ০৫ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৫৬

অপু তানভীর বলেছেন: আমার হোমটাউনে একটা জায়গার নাম আছে । নামটা এমনই যে এখানে লিখতে আমি ব্যান খেয়ে যেতে পারি । কিন্তু সত্যিই নামটা রয়েছে ।

০৬ ই জুলাই, ২০২১ রাত ৩:০৩

কলাবাগান১ বলেছেন: কিছুটা শুনেছি এসব নাম

১২| ০৫ ই জুলাই, ২০২১ দুপুর ১:২৪

অপু তানভীর বলেছেন: একটা পোস্ট সামুতে পেলাম সেখানে এই নামটা আছে । চুয়াডাঙ্গা জেলার জায়গাটায় দেখুন ।

১৩| ০৫ ই জুলাই, ২০২১ দুপুর ১:২৯

হাবিব বলেছেন: @মাকার মাহিতা, Gilabari = Shakhipur, Tangail

০৬ ই জুলাই, ২০২১ রাত ৩:০৪

কলাবাগান১ বলেছেন: সখিপুর- সুন্দর নাম

১৪| ০৫ ই জুলাই, ২০২১ দুপুর ২:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




ভুতের গলি - কাঁঠালবাগান, ঢাকা
বউবাজার - কলাবাগান, ঢাকা
গরম পানির গলি - ফকিরাপুল, ঢাকা


হাটুভাঙ্গা - নরসিংদি
গলাচিপা - পটুয়াখালি
কাউয়ার চর - বরিশাল
এছাড়া আছে আস্ত একটি জেলার নাম - গাইবান্ধা

দেশে অনেক অনেক নাম আছে যা বলতেও বিপদ শুনতেও বিপদ। বিমান বন্দরের নাম ও জেলাগুলোর ইংরেজী নাম পরিবর্তন করার চেয়ে এই বিপদজনক গ্রাম, থানা, ইউনিয়ন ও উপজেলার নাম পরিবর্তন করা জরুরী ছিলো।


০৬ ই জুলাই, ২০২১ রাত ৩:০৫

কলাবাগান১ বলেছেন: বরিশাল আর নোয়াখালীতে ই বেশী অদ্ভুত নাম

১৫| ০৫ ই জুলাই, ২০২১ রাত ৯:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:



নামে কি-ই বা আসে যায়!
তবে কিছু নাম নিয়ে আপত্তি থাকতেই পারে যেমনঃ
পঞ্চগড়ের বোদা, নওগাঁর পত্নীতলা, খুলনার সোনাপোতা,
রাঙ্গামাটির চুমোচুমি, ঝিনাইদহের চুলকানি বাজার, চাঁদপুরের
ল্যাংটার হাট, টাঙ্গাইলের মহিষমারা, ফেনীর ছাগল নাইয়া থানা,
গাইবান্ধা জেলা, পটুয়াখালী জেলার গলাচিপা, এবং ঢাকার ভূতের গ
এছাড়া রয়েছে- কুত্তা মারা গলি (মগবাজার, ঢাকা), সোনাডাংগা (খুলনা),
তালা (সাতক্ষীরা), ঘূর্ণি (সিলেট), জিন্দাবাজার (সিলেট), নুন গোলা (চট্রগ্রাম),
পাগলা (নারায়ণগঞ্জ), চ্যাংড়া বান্ধা (উত্তরবঙ্গ), হোগলাকান্ধী (মুন্সিগঞ্জ),
গুহেরকান্ধী (মুন্সিগঞ্জ), ঝুমঝুমপুর (যশোর), মদনপুর (মাগুরা), গদখালী (যশোর),
কুঁচেমোড়া (যশোর), বুড়িমারি (লালমনিরহাট), জাহাজমারা (হাতিয়া)। দাঁতভাঙ্গা,
নাকফাটা, মাথাভাঙ্গা নামে গ্রাম আছে বাংলাাদশে।

০৬ ই জুলাই, ২০২১ রাত ৩:০৬

কলাবাগান১ বলেছেন: আপনি প্রমান সহ হাজির

১৬| ০৬ ই জুলাই, ২০২১ রাত ১:২১

কামাল১৮ বলেছেন: কিছু নামের ইতিহাস বড় বিচিত্র।যেমন ছাগল নাইয়া।হিন্দু মুসলমান দাঙ্গা থামাতে গান্ধী এসেছিল ঐ এলাকায় সাথে নিয়ে এসেছিল তার পোষা ছাগল।যে মৌলভীর প্ররোচনায় দাঙ্গা হয় সেই মৌলভীর লোকেরা গান্ধীর ছাগল চুরি করে খেয়ে ফেলে।তার পর থেকে ঐ এলার নাম হয়ে যায় ছাগল নাইয়া।

০৬ ই জুলাই, ২০২১ রাত ৩:০৬

কলাবাগান১ বলেছেন: গান্ধীর ছাগল চুরির কথা জানতাম কিন্তু তা থেকে ছাগলনাইয়া নাম তা জানতাম না

১৭| ০৬ ই জুলাই, ২০২১ সকাল ১০:৪৮

রানার ব্লগ বলেছেন: ১। কাকচিরা
২। বদনি খালি

১৮| ০৬ ই জুলাই, ২০২১ সকাল ১০:৫৭

রানার ব্লগ বলেছেন: গলাচিপা, বেকুইট্টা, খাকদোন !!!

১৯| ১০ ই জুলাই, ২০২১ রাত ১:১৯

রাজীব বলেছেন: ময়লা পোতা মোড়, খুলনা।
ময়লার মোড়, উত্তরা, ঢাকা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.