নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

বুদ্ধিদ্বীপ্ত বিজ্ঞান বিষয়িক \'জোকস\'

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৫৮


আমাদের বেশীর ভাগ আড্ডাতে জোকস এর বিষয় বস্তু কিছুটা এডাল্ট ভিত্তিক হয়ে থাকে। পরিবার এর সাথে শেয়ার করার মত তেমন কোন কৌতুক এর সংখ্যা হাতে গোনা..বিশেষ করে নিজের উঠতি বয়স এর ছেলে-মেয়েদের সাথে সুন্দর এবং কোয়ালিটি সময় শেয়ার করার জন্য বুদ্ধিভিত্তিক জোকস খুবই ইউজফুল.....আমাদের ছেলে-মেয়েদের সাথে প্রায়ই এসব জোকস শেয়ার করা হয় এবং তারাও খুব এনজয় করে থাকে....তবে দুজন ই বিজ্ঞান এর ছাত্র/ছাত্রী হওয়াতে শেয়ার করাতে এবং বুঝতে পারাতে আনন্দ টা আরেক টু বেশীই হয়। তাই আমার খুব পছন্দের কিছু বিজ্ঞানভিত্তিক জোকস নীচে দিলাম....বুঝার জন্য খুব বেসিক লেভেলের বায়োলজি/কেমেস্ট্রি এর নলেজ থাকা দরকার...আপনি যখন বুঝে আপনার স্কুল/কলেজ পড়ুয়া ছেলে-মেয়েদের সাথে এগুলা শেয়ার করবেন, দেখবেন আপনার এই সাইডটা তারা খুব উপভোগ করবে (বাবা/মা ব্যাকডেটেড না, যুগের সাথে তাল মিলিয়ে চলে)। তারা ও তাদের বন্ধু/বান্ধব দের সাথে শেয়ার করে নির্মল আনন্দ পেতে পারে। কেউ কেউ আবার এর থেকে ছোট ছোট টিকটক ভিডিও বানাবার আইডিয়াও পেতে পারে....। অনেকগুলিই হয়ত অনেকের কমন পড়তে পারে, তবে মজার গুলিই নীচে দিচ্ছি..যারা যারা যেটা যেটা বুঝতে পারছেন না বা বুঝতে চান কমেন্ট বক্সে জানান....এক্সপ্লেইন করার চেস্টা করব...কয়েকটা বুঝতে আমাকেও অনেক সময় চিন্তা করতে হয়েছে!!!!!
তবে উপর এর ছবি দিয়েই শুরু...। পিগ এর বানান টা খেয়াল করুন
নীচের টা দেখুন
২।

৩। Two chemists go into a bar. The first one says “I think I’ll have an H2O.” The second one says “I think I’ll have an H2O too” — and he died.
৪। What type of fish is made out of 2 sodium atoms?
Answer: 2 Na
৫। Did you hear oxygen and magnesium got together?
Reaction: OMg!

৬। Why is the pH of YouTube very stable?
Answer: Because it constantly buffers.

৭। What runs faster: Hot or Cold?
Answer: Hot, because you can catch the cold!

৮।What do you call a snake that is 3.14 m long?
Answer: A Pi-thon!
৯। Gold is the best element because it’s AU-some.
১০।Did you hear oxygen went on a date with potassium?
It went OK!

১১। What do you call an acid with an attitude?
Answer: A-mean-oh-acid.

১২।I lost an electron!
Are you positive?
১৩। (আমার খুব পছন্দের) What did one cell tell his sister cell when she stepped on his toe?
Ouch! That's mitosis
১৪।Why does a burger have less energy than a steak?
A burger is in its ground state.
১৫। Since light travels faster than sound …
People may appear bright until you hear them speak.
১৬।Why is the dieting advice to “eat light” so dangerous?
That’s how you become a black hole.
১৭। What do protons and life coaches have in common?
They know how to stay positive
১৮। Why is combining a proton and an electron to make a neutron so popular?
It’s free of charge.
১৯। How do geologists ask each other out?
They say, “Are you a carbon sample? Because I’d love to date you.”
২০। What did the stamen say to the pistil?
I like your style!
২১।What did one tectonic plate say when he bumped into the other?
Sorry! My fault
২২। If H2O is the formula for water, then what is the formula for ice?
Answer: H2O cubed.
২৩। How do you know that atoms are Catholic?
Answer: They have mass.
২৪। Why is the mushroom always invited to parties?
Answer: He's a fungi.
২৫। Why did the two red blood cells break up?
Answer: Their romance was all in vein.
২৬। Why do you go to jail for throwing sodium chloride at somebody?
Answer: It's a salt.
২৭। A farmer counted 397 cows in his field.
But when he rounded them up, he had 400.
২৮। How do you keep warm in a cold room?
You go to the corner because it’s always 90 degrees.
২৯. You should never start a conversation with Pi.
It’ll just go on forever.
৩০। What did the zero say to the eight?
Nice belt!
৩১। There is a fine line between a numerator and a denominator…
But only a fraction would understand.
৩২। What did the thermometer tell the graduated cylinder?
You may have graduated, but I have more degrees.
৩৩। What did one ion say to another?
I've got my ion you.
৩৪। What does blood say when it's trying to be optimistic?
B Positive.
৩৫।Why is it bad to trust atoms?
They make up everything!
৩৬। What do you call a FISH with no eyes?
A FSH

All collected from internet.....ENJOY and Share








মন্তব্য ২০ টি রেটিং +৮/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:২৮

বিটপি বলেছেন: G=9.8 মানে কি?
হাইড্রোজেন পার অক্সাইড কি কোন বিষ?

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৪১

কলাবাগান১ বলেছেন: g= acceleration of gravity এর ভ্যালু 9.8 m/s2....
হাইড্রোজেন পারঅক্সাইড আগে খুব কম মাত্রায় মদের সাথে মিশানো হত ....কিন্তু এখন হয় না..কোন ভাবেই খাওয়ার যোগ্য না এখন তাই জোকস বিষ হিসাবেই বলা হয়েছে H2O2

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০৪

রেজাউল৮৮ বলেছেন:

পোস্টটা খুব ভালো লেগেছে।

২০ নম্বরটা বুঝতে কষ্ট হয়েছে। কারণ শব্দ গুলোর মানে জানা ছিল না। ডিকশনারি থেকে pistil শব্দের অর্থ দেখার পর খানিকটা বুঝতে পেরেছি। ইমেজ সার্চ দিয়ে দেখার পর আরেকটু পরিষ্কার হয়েছে।





fungi এর জোকটা আমার জন্য উপকারি এ কারনে যে শবদটার উচচারন আমি সব সময়ে গুলায় ফেলি। ফানজি না ফানজাই কখনোই ঠিক করতে পারি না। এই জোকের পর সমস্যা টা থাকবেনা আশা করি।

হাইড্রোজেন পারঅক্সাইড খেলে কি মানুষ মারা যেতে পারে ? আমার ধারনা ছিল পানি জিবানুমুক্ত করার জন্য এই জিনিস ব্যবহার করা হয়। যাহোক, জোক জোক ই ।

১৫ আর ৩১ আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:১০

কলাবাগান১ বলেছেন: ভাল লেগেছে জেনে ভাল লাগল.. ইয়েস ফুলের স্টাইল কাকে বলে সেটা না জানলে জোকস টা বুঝা আসলেই কস্টকর...হাইড্রোজেন পারঅক্সাইড এর মাত্রার উপর নির্ভর করে কখন টক্সিক হবে...
১৫ নং টা আসলেই জীবন এর সাথে মিলে যায়....তবে সেল ডিভিশন এর মাইটোসিস এর টাও খুব ফানি

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫২

আহমেদ জী এস বলেছেন: কলাবাগান১,




চমৎকার এবং বুদ্ধিদীপ্ত জোকস।
বিশেষ করে ৪, ৫, ১৫, ১৬, ১৮, ২৮, ৩২ নম্বরগুলো মজার হয়েছে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৭

কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৪

মোহাম্মদ গোফরান বলেছেন: সত্যি চমৎকার ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১৩

কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য.....

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: আজকাল কোনো কিছুতেই আমার হাসি পায় না।
যারা হেসে মাটিতে গড়াগড়ি খায়, বরং আমি তাদের দিকে তাকিয়ে ভাবি- আমার কেন হাসি পাচ্ছে না!

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১৬

কলাবাগান১ বলেছেন: শূন্য সারমর্ম বলেছেন:

এসব জোকস বুঝতে জ্ঞান থাকতে হবে

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২৮

শূন্য সারমর্ম বলেছেন:

এসব জোকস বুঝতে জ্ঞান থাকতে হবে, কয়েকটা বুঝেছি মজা পেয়েছি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১৭

কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ। কয়েকটা কে এক্সপ্লেইন করেছি নিচে..পরে সময় নিয়ে অন্যগুলিকে এক্সপ্লেইন করব

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর জোকস।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১৬

কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫০

মিরোরডডল বলেছেন:




জোকস ভালো লাগে, এগুলো মজার ছিলো।
3, 7, 9, 10, 12, 14, 15, 16, 17, 20, 22, 23, 25, 26, 27, 28, 30, 32, 33, 34, 36

বাকিগুলো বুঝতেই পারিনি :(
মজা সেতো বহু দূর!!!!


০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১৫

কলাবাগান১ বলেছেন: ছবি দুটা এক্সপ্লেইন করি: PIG spelling is Pi and g. Pi in science=3.14 (the ratio of the circumference of any circle to the diameter of that circle) and g=9.8 (gravity acceleration)
2. Avogadro's number is a constant count in chemistry and the number is shown in the picture (same for all particles). Avogadro's spelling is close to Avocado so a picture of avocado.
4. Sodium atom is written as Na... so 2 sodium atom as 2Na which is pronounced here as Tuna
5. Chemical name of Oxygen is O and magnesium is Mg, so together OMg
6. pH of any solution can be stabilized by adding some solutions called buffer....
when your internet is slow, YouTube videos does not show up, only a round circle goes around on the screen which is called buffering

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:১৩

নেওয়াজ আলি বলেছেন: পড়ে মজা পেলাম

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৫৩

কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:৪১

মিরোরডডল বলেছেন:
৪, ৫ মজার।
সুন্দর করে সময় নিয়ে এক্সপ্লেইন করার জন্য অনেক থ্যাংকস।

১১| ১৩ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:২৯

নিমো বলেছেন: দুর্দান্ত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.