নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবিতে যে বাচ্চাকে স্কুল থেকে হাল ফ্যাশান এর ড্রেস পড়ে বাসায় ফিরে আসতে দেখা যাচ্ছে, এই ছেলের মা গত ৩০ বছর থেকে কলাবাগান বস্তিতে থাকতেন (সেখানেই জন্ম, সেখানেই বেড়ে উঠা, সেখানেই এই ছেলের জন্ম)। আজ তারা সরকার এর তৈরী করা ১৪ তলা দালানের ৫০০-৬০০ স্কয়ার ফুটের একটা ফ্ল্যাটে থাকেন। মায়ের কথা শুনতে শুনতে কখন যে চোখ থেকে অজান্তে পানি গড়িয়ে পড়ল, বুঝতেও পারি না....খুব মনোযোগ দিয়ে কথা গুলি শুনলাম...।এই ছেলের তেমন কোন বন্ধু বান্ধব ছিল না থাকলেও বস্তিতে থাকাতে তেমন কেউ মিশতোও না....এমন পরিবেশে থেকে এই ছেলের মানসিক যে অবস্হা নিয়ে বড় হত, তা দিয়ে যে থেকে বের হয়ে এসে কোন প্রডাক্টিভ কাজে জয়েন করা কস্টকর হয়ে দাড়াতো...কিন্তু এখন সে স্বপ্ন দেখতেই পারে...তার গেট আপ, ব্যবহার সব দেখে মনে হয় না কোন হীনমন্যতা তাকে ঘিরে আছে এখন।
তবে আমি জানি এই মহতী উদ্দোগ কেও প্রশ্নবিদ্ধ করতে কিছু ব্লগার আসবে নানা রকম এর 'সমস্যার' কথা নিয়ে..।বিল্ডিং বানাতে দূর্নীতি হয়েছে, টাকা খেয়ে ফ্ল্যাট বরাদ্দ হয়েছে, ভাড়া দিতে হচ্ছে, চাকরীর ব্যবস্হা নাই নানা রকম এর অভিযোগ...।আপনার অভিযোগ নিয়ে আপনি থাকুন...আমি এই ছেলে আর ছেলের মায়ের হাসি মুখ দেখে ঘুমাতে যাচ্ছি...। শান্তি লাগছে এদের শান্তি দেখে.......
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:২২
কলাবাগান১ বলেছেন: আপনার মতামত এর প্রতি শ্রদ্ধা........
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৫
কামাল১৮ বলেছেন: ভাড়া একটু বেশি মনে হয়।তবে এটা যদি ফ্লাটের মুল্যের একটা অংশ হিসাবে ধরা হয় তাহলে ঠিক আছে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৫
কলাবাগান১ বলেছেন: এই রকম ছোট খাট সমস্যা নিয়েই বাংলাদেশ কিন্তু আমার দেখা মতে কখনই কাউকে বস্তিবাসীদের নিয়ে এমন যুগান্তরী জীবন পরিবর্তন মুলুক উদ্দোগ নিতে দেখি নাই।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৯
শায়মা বলেছেন: অনেক অনেক ভালো লাগা ভাইয়া।
ছোট ছিট বাচ্চারা বড়লোকেদের বাচ্চাদের স্কুল ড্রেস আর গাড়িতে করে স্কুলে যাওয়া দেখে যাবে করুন মুখে এটা যেমন সহ্যই করা যায় না ঠিক তেমনই তাদের অসাস্থ্যকর কষ্টকর জীবন যাপনও সহ্য করার মতন নয়। কিন্তু আমরা সে সবেই অভ্যস্ত হয়ে পড়ি। দেখেও দেখি না ভাবি কি করার আছে।
এই উদ্যোগ আসলেই মহতী। সব কটি শিশু যেন এমন আবাস পায়, স্কুল পায় মলিন মুখে না থাকতে পারে এটাই চাওয়া।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৫০
কলাবাগান১ বলেছেন: এই যে একটু সাহায্য, এটাই হয়ত একদিন এই ছেলের সুপ্ত প্রতিভাকে বিকশিত করে অনেক বড় কোন অবদান রাখবে সমাজে...
'বস্তির ছেলে' এই সাইন বোর্ড নিয়ে বড় হওয়া যে কত কস্টকর সেটা এই মায়ের মুখেই শুনে দেখুন...।
ওরা তো 'বস্তির ছেলে/মেয়ে' ওদের জন্য ফ্ল্যাট করার কথা বললে সমাজপতি রা মনে করেন এটা ঘোড়া রোগ..
"এই উদ্যোগ আসলেই মহতী। সব কটি শিশু যেন এমন আবাস পায়, স্কুল পায় মলিন মুখে না থাকতে পারে এটাই চাওয়া।" সহমত
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালো একটা উদ্যোগ
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৫
কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৪
শায়মা বলেছেন: এমন যারা শিশু কিশোর রয়েছে সবার জন্য অন্তর থেকে দোয়া রইলো।
সবাই যেন একটু হলেও সন্মান আর আনন্দ নিয়ে বাঁচতে পারে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৫
কলাবাগান১ বলেছেন: আমাদের সমাজ টাই মেকি....চাকরী, জামা-কাপড়, গাড়ী এসব দিয়েই মানুষকে মূল্যায়ন করা হয়, সন্মান করা হয়.......
বস্তির ছেলে/মেয়েরা অবজ্ঞা/অসন্মান নিয়েই এটাই ভবিতব্য মনে করে জীবন যাপন করে....কত সরকার এল গেল কেউ এই চিন্তা টা করে নাই কেন এতদিনেও....চিন্তা করলে কিন্তু হয়ে যেত অনেক আগে....
আমেরিকাতে দেখি হোমলেস দের মিছিল ....সরকারী পার্ক ভর্তি অস্হায়ী তাবুতে দিন কাটানো হোমলেস লোকজন এর। আমেরিকা বাংলাদেশের এই মডেল থেকে শিক্ষা নিতে পারে (যদিও তাদের লো ইনকাম লোকজনের জন্য এরকম হাই রাইজ বিল্ডিং আছে) কিন্তু হোমলেসদের জন্য এরকম কোন হাওজিং করা দরকার
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৯
খায়রুল আহসান বলেছেন: নিঃসন্দেহে একটি মহতি উদ্যোগ, প্রশংসনীয়।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৬
কলাবাগান১ বলেছেন: আসলেই মহতি উদ্যোগ
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৩
রেজাউল৬৮ বলেছেন: গত ১৫ বছরে কর্মসংস্থান অনেক বেড়েছে, মানুষের পার্চেজ ক্যাপাসিটি বেড়েছে। বিএনপি'র জন্য টুকাই ভাড়া করে মিছিল করা বা বোমাবাজি করা কষ্টকর হয়ে পড়েছে। জাতীয় পার্টির ফিরোজ রশিদ বলেছেন এখন মিলাদেও লোক ভাড়া করে আনতে হয়। বেকার বসে আছে এমন লোক কম।
তবে বিএনপি'র জন্য সুখবর, দেশে এখনো ইন্টেলেকচুয়াল প্রস্টিটিউট প্রচুর সংখ্যায় রয়েছেন। এনারা টেলিভিশন পত্রিকা ইউটিউবে বিবৃতি দিয়ে নিয়মিত প্রতি ঘন্টায় সরকার ফেলে দিচ্ছেন।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩৮
কলাবাগান১ বলেছেন: ২০ বছর ও অধিক সময় ক্ষমতায় ছিল অন্য পার্টিরা ..দেখেছি তো কি করেছে তারা একসাথে ৬৪ জেলায় বোমা ফুটাতে পেরেছে
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২০
মুহামমদ মিনহাজ বলেছেন: সমস্যা তো এখানেই, আমরা কথায় কথায় ঘুমিয়ে যাই
মুস্টিময় কিছুলোককে মাথার উপর ছাদ দিয়ে আপনার নিশ্চিন্তে ঘুমের যোগান হয়ে যা্য়, এটাই সমস্য। আপনার মনের ভিতর যে বাস্তব ভয় তা নিয়ে না হয় কথা নাই বললাম কিন্তু পুটপাথে ৪ বছরের শিশুর ড্যান্ডি খেয়ে মাতাল হয়ে যাওয়া দেখলে তো আমাদের ঘুম উড়ে যায় আর আপনারা শান্তির ঘুমে বেঘোর থাকেন, বাহ ভাল তো ঘুমান নাকের তেল দিয়ে ঘুমান যদি তেল কেনার সামর্থবান লোকের দলে হয়ে থাকেন।
শুভ কামনা আপনাদের ঘুমকাতুরে মানুষের (!) জন্য
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩৯
কলাবাগান১ বলেছেন: আপনাদের মত মানুষদের কথাই লিখেছিলাম পোস্টে...আপনাদের মেধা-মনন যে কি তা দেখা আছে
৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: এটা একটা গ্রেট কাজ হয়েছে।
পদ্মাসেতু মেট্রোরেল এবং এটা অবশ্যই গ্রেট কাজ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৪০
কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ
১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২২
ঢাবিয়ান বলেছেন: মহৎ উদ্যোগ সন্দেহ নাই। সন্দেহ খালি বস্তিবাসিরা এই ফ্ল্যটে উঠতে পারবে কিনা তা নিয়ে। আপাতত হয়ত উঠছে। কিন্ত আর কিছুকাল পরেই এসব ফ্ল্যট ছাত্রালীগের দখলে চলে যাবার জোড় সম্ভাবনা।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৪১
কলাবাগান১ বলেছেন: ঈৃ্ষাকাতর বড়লোক গরীব প্রতিবেশীর ছেলের বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার খবর শুনে বলে যে পাশ করলে কি হবে চাকরী পাবে না, চাকরী পাবার পর বলে......
১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৮
গেঁয়ো ভূত বলেছেন: সরকার অনেক বড় বড় এবং ভাল ভাল প্রশংসনীয় কাজ করছে সন্দেহ নাই।
কিন্তু, মরি হায়রে হায় দুঃখে পড়ান জ্বলে, লক্ষ টাকার বাগান খাইলো দেড় টাকার ছাগলে!
দুর্নীতির বল্গাহীন ঘোড়াকে যতদিন লাগাম পরাতে না পারবে, ততদিন পর্যন্ত শুধু সফলতার গান গাওয়াই হবে, কিন্তু মানুষের মন পাওয়া যাবেনা।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৪৩
কলাবাগান১ বলেছেন: যে মানুষদের মন পাওয়া যাবে না তাদের কে নিজের কলিজা কেটে দিলেও মন পাওয়া যাবে না...তারা বিভোর পিনাকী সাহেবের পোস্টে নারীর মাথায় কেন ওড়না নাই এই সমস্যার সমাধানে
১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৪
রানার ব্লগ বলেছেন: সরকার যতোদিন আছে ততদিন হয়তো সমস্যা হবে না। অন্য সরকার এলেই ওরা উচ্ছেদ হবে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৪৫
কলাবাগান১ বলেছেন: এরা তারাই যারা বাংলাদেশ এখনও কেন শ্রীলংকা হল না সেই চিন্তায় পাগল।
১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩২
সোনাগাজী বলেছেন:
কত হাজার কোটীটাকার প্রজরক্ট, কত ফ্যামেলী পাবে?
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৪৯
কলাবাগান১ বলেছেন: কত টাকার প্রজেক্ট সেটা আমি জানি না..তবে এই নিউজে দেখলাম যে ১০,০০০ ফ্যামিলিকে পুর্নবাসন করা হবে। মোট ৮০টা
১৪-তলা ভবন হবে
https://pressxpress.org/2023/02/16/a-noble-initiative-for-slum-dwellers/
১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:০৪
সুমন কর বলেছেন: তবে নিরপেক্ষ এবং সুষ্ঠ বিতরণ ব্যবস্থা নিশ্চিত হতে হবে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৪৭
কলাবাগান১ বলেছেন: যারা ফ্ল্যাট অলরেডী পেয়েছে, সেখানে সুস্ঠ বিতরন হয়েছে কিনা সেটা সহজেই জানা যাচ্ছে...। ফ্ল্যাট গুলির গেটের দারোয়ান এর ফ্ল্যাট বাসী দের মূল্যায়ন হয়ত আপনি শুনেন নাই।
১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: সরকারের কিছু ভাল কাজ অবশ্যই স্বীকার করতে হবে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:০২
কলাবাগান১ বলেছেন: ব্লগের অনেককেই দেখি ভাল কাজেও চুপ না থেকে টিককারী দেয় কাঠাল এর বার্গার খেতে চেয়ে
১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৩০
যবড়জং বলেছেন: ভালো কাজ হয়েছে, এখন আপনার ভালো ঘুম হবে ।
আমার মত র্নিঘুমরা শুধু জেগে রবে ।।
কি এমন মর্মপীড়ায় কেউ কেউ জেগে রয় ।
যে জানে পেয়ে হারানোর কি ভয় ।।
১৭| ১৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৩৫
শায়মা বলেছেন: ভাইয়া
তোমার জন্য আমার আজকের পোস্ট।
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:১৯
নতুন বলেছেন: তবে আমি জানি এই মহতী উদ্দোগ কেও প্রশ্নবিদ্ধ করতে কিছু ব্লগার আসবে নানা রকম এর 'সমস্যার' কথা নিয়ে..।বিল্ডিং বানাতে দূর্নীতি হয়েছে, টাকা খেয়ে ফ্ল্যাট বরাদ্দ হয়েছে, ভাড়া দিতে হচ্ছে, চাকরীর ব্যবস্হা নাই নানা রকম এর অভিযোগ...।আপনার অভিযোগ নিয়ে আপনি থাকুন...আমি এই ছেলে আর ছেলের মায়ের হাসি মুখ দেখে ঘুমাতে যাচ্ছি...। শান্তি লাগছে এদের শান্তি দেখে.......
অবশ্যই এই রকমের উদ্দোগ সাধুবাদ জানাতে হবে কিন্তু বাস্তব সত্যিটা হচ্ছে, দলীয় দূনিতির কারনে সাধারন মানুষের মনে এই ভালোর আবেশটা কেটে যায়।
দেশে আমাদের বন্ধু/আত্নীয়রাই দলীয় রাজনিতির সাথে জড়িত, তারা কি দূনিতি করছে সেটা আমরা আপনিও জানেন।
শেখ হাসিনা যদি তার দলীয় দূনিতি সামাল দিতে না পারে তবে তিনি জনগনের থেকে আরো দুরে চলে যাবেন। এবং আসলে চলে যাচ্ছেন প্রতিদিন।