নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমেরিকার ভিসা স্যাংশান নিয়ে নানা মত নানা কমেন্ট দেখতে দেখতে হয়রান হয়ে গেছি....লন্ডন থেকে বিজয় মিছিল ও শুরু হয়ে গেছে। পিনাকি/ইলিয়াস দের কথা শুনলে মনে হয় আজকাল এর মধ্যেই হাসিনা সরকার এর পতন হয়ে যাচ্ছে..। অবশ্য এমন কথা বার্তা গত কয়েক বছর ধরেই শুনছি। গাছে কাঠাল আর...
কিন্তু আমি খুজছি একটা প্রশ্নের উত্তর....ভিসা স্যাংশান দেওয়া হবে যদি কেউ শান্তিপূর্ণ /অবাধ নির্বাচন অনুস্ঠান করতে বাধা দিলে, তার বিরূদ্ধে এবং তার সাংগপাংগ দের কেও...কিন্তু কোন নির্বাচন???? এটা কি ত্বত্তাবধায়ক এর আন্ডার এর নির্বাচন নাকি হাসিনা সরকার এর আন্ডারে নির্বাচন...এর ফয়সালা তো এখনও হয় নাই। কেউ কি জানেন আমেরিকার সরকার এই ব্যাপারে কোন কথা বলেছে???? জামাত-বিনপি তো ঘোষনা দিয়েই রেখেছে যে ত্বত্তাবধায়ক সরকার ছাড়া অন্য যে কোন নির্বাচন কে তারা প্রতিহত করবেন???তাহলে তো আমেরিকার ভিসানীতি তাদের বিরূদ্ধে ই বেশী প্রয়োগ হবে। ব্লগার হাসান কালবৈশাখীএর কমেন্ট এ দেখলাম যে ভাষায় বিনপি এর প্রধানকে বর্ননা করা হয়েছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট এর ক্যাবল এ, মনে হচ্ছে ২০১১ সাল থেকে উনি আমেরিকার ভিসানীতি তে অলরেডী স্যাংশানড হয়ে আছে। বিএনপি এত খুশী হওয়ারও কোন কারন দেখছি না যেখানে তাদের নেতাই এই নীতির 'প্রথম' বলি।
চিন্তা করছি, এশিয়ান বিষয় নিয়ে দায়িত্ত্ব প্রাপ্ত আমেরিকার স্টেট ডিপার্মেন্ট এর কোন অফিসার এর কাছে ইমেইল করে জানতে হবে, কিভাবে নির্বাচন হবে তা নিয়ে কোন কথা আছে কিনা তাদের ভিসানীতি তে....।
০৩ রা জুন, ২০২৩ সকাল ১১:১৯
কলাবাগান১ বলেছেন: আমেরিকার কাছে আওয়ামী লীগ হল ছোট প্রবলেম (সেকুলার), তারা ভাল করেই জানে ধর্ম ভিত্তিক দল জামাত-বিনপি যদি ক্ষমতায় আসে আওয়ামী লীগ থেকেও হাজার গুন প্রবলেম তৈরী হবে। এই মেসেজ স্টেট ডিপার্টমেন্ট ভাল ভাবেই জানে এবং পেয়েও গেছে।
২| ০৩ রা জুন, ২০২৩ সকাল ১১:২১
ইমরান আহমেদ সৈকত বলেছেন: নাটকের টিজার ছাড়া হলো এই আর কি! তানাহলে তো ঠিক জমবে না।
০৩ রা জুন, ২০২৩ সকাল ১১:২৯
কলাবাগান১ বলেছেন: টিজার এ নায়ক/নায়িকার নাম দেওয়া হয় নাই তাই বেশী জমছে না
৩| ০৩ রা জুন, ২০২৩ সকাল ১১:৩১
হাসান কালবৈশাখী বলেছেন:
বিএনপি জামাত লবিষ্ট বা ডাইরেক্ট টাকা পয়সা খাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে কিছু একটা করার অঙ্গিকারের মত ব্যাবস্থা করেছিল।
কিন্তু অশ্বডিম্ব বাদে কিছু পায় নি বিএনপি।
আমেরিকা উভয় পক্ষকে সন্তুষ্ট রেখে একটা ভিসা নীতি ঘোষনা করলো, যে ভিসা নীতি আগেই বিদ্যমান ছিল।
নির্বাচনে কাউন্টারফিট বা বাধাদান একটি ফৌজধারি অপরাধ,
কোন অপরাধীকে আমেরিকা আগেও ভিসা দিতনা এখনো দিবে না, সিম্পল ব্যাপার।
০৩ রা জুন, ২০২৩ সকাল ১১:৩৫
কলাবাগান১ বলেছেন: কিন্তু লাফালাফি দেখে তো মনে হচ্ছে আওয়ামী লীগ কে শায়েস্তা করতেই এই নীতি...যারা লাফালাফি করছে তারা হয়ত টের পাচ্ছে না, ২০১১ সালেই তাদের নেতাকে ভিসা যাতে না দেওয়া হয়, সেই চিঠি পাঠানো হয়েছিল ঢাকার আমেরিকান এম্বেসী থেকে যেটার কপি উইকিলিকস এর সৌজন্যে এখন নেটেই বিদ্যমান।
৪| ০৩ রা জুন, ২০২৩ সকাল ১১:৫২
হাসান কালবৈশাখী বলেছেন: এফবিআই রিপোর্টেও
এফবিআই রিপোর্টেও
০৩ রা জুন, ২০২৩ রাত ৯:১৮
কলাবাগান১ বলেছেন: তার পরেও এরা চোখে দেখে না
৫| ০৩ রা জুন, ২০২৩ দুপুর ১২:২৫
হাসান কালবৈশাখী বলেছেন:
এফবিআই রিপোর্টে
এফবিআই আর্কাইভ
৬| ০৩ রা জুন, ২০২৩ দুপুর ১:২৬
নাহল তরকারি বলেছেন: রাজনীতি একটি গুপ্ত খেলা।
০৩ রা জুন, ২০২৩ রাত ৯:১৭
কলাবাগান১ বলেছেন: রাজনীতি কোন খেলা না যে গ্যালারী বসে দর্শক রা খেলা উপভোগ করবে.......
৭| ০৩ রা জুন, ২০২৩ বিকাল ৪:৪৩
রাজীব নুর বলেছেন: অলরেডি বহু আওয়ামীলীগ আমেরিকাতে স্থায়ী ভাবে গেড়ে আছে।
চাঁদপুর ও ফরিদপুরের দুই সাবেক মন্ত্রী পরিবার নিয়ে আমেরিকাতে আছেন।
০৩ রা জুন, ২০২৩ রাত ৯:১৬
কলাবাগান১ বলেছেন: আমার চোখে তো দেখি আমেরিকাতে প্রতি ১০ জন বাংলাদেশীর মাঝে ৮ জনই জামাত/বিনপির লোক, তাই বাংগালী কোন গেদারিং এ যাই না
৮| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ৩:৩৭
কামাল১৮ বলেছেন: দিন দিন আমেরিকার যে হাল হইতেছে,আমেরিকা যাবার লোক খুঁজে পাওয়া যাবে না।শেখ হাসিনা ঠিক কথাই বলেছে।
০৪ ঠা জুন, ২০২৩ সকাল ৮:২৪
কলাবাগান১ বলেছেন: হাতি মরলেও...............
৯| ০৪ ঠা জুন, ২০২৩ সকাল ৯:১৪
শার্দূল ২২ বলেছেন: হাহাহাহ জবাব পেলে আমাকে জানাবেন কিন্তু।
নির্বাচন তো মানবেনা বিএনপি, বাধা দিলে তারা দিবে। বিষয়টা কি দাড়ালো তাহলে?
০৪ ঠা জুন, ২০২৩ সকাল ৯:৩০
কলাবাগান১ বলেছেন: কথা সেটাই...আওয়ামী লীগের কোন দরকার নাই নির্বাচন এ কোন অন্তরায় তৈরী করা, তারা সংবিধান মোতাবেক শেখ হাসিনার আন্ডারে ই নির্বাচন এর জন্য কাজ করুক ....আর এই নির্বাচনে বাধা দিবে কারা সেটা তো বিনপি/জামাত সব সময়ই বলে আসছে।
বাধা দিলে বিনপি/জামাত ই দিক।
উত্তর না পেলে তাদের অফিসে স্বশরীরে উপস্হিত হব...এই প্রশ্নের উত্তর জানতেই হবে।
১০| ০৪ ঠা জুন, ২০২৩ সকাল ১১:৩০
নূর আলম হিরণ বলেছেন: বলেছে সরকারি লোকজন ও বিরোধীদলের লোকজনকে নির্বাচনে বাধা প্রদান করলে কিংবা অনিয়ম করলে ভিসা স্যাংশন দিতে পারে। তত্ত্বাবধায়ক সরকার হলেতো সেখানে সরকারী দল বলতে আর কিছু থাকে না। সো তত্ত্বাবধায়ক সরকারের কথা রিপোর্টে উল্লেখ নেই। অর্থাৎ আমেরিকা ধরে নিয়েছে নির্বাচন সরকারের অধীনেই হবে। যদি সেটা ধরে না নিত তাহলে সেখানে নির্বাচনকালীন সরকারের কথাটিও যুক্ত করে দিত।
০৪ ঠা জুন, ২০২৩ রাত ১০:১৬
কলাবাগান১ বলেছেন: খুব ভাল অবজারভেশন.....বিনপি/জামাত এই প্রসংগে কোন কথা বলে না....
১১| ১০ ই জুন, ২০২৩ রাত ১২:০৯
জ্যাক স্মিথ বলেছেন: পিনাকি/ইলিয়াস দের কথা শুনলে মনে হয় আজকাল এর মধ্যেই হাসিনা সরকার এর পতন হয়ে যাচ্ছে -
এখন থেকে পিনাকির নামের আগে আল্লামা এবং ইলিয়াসের নামের আগে মৌলানা লিখার অনুরোধ রইলো।
১০ ই জুন, ২০২৩ সকাল ৯:৫৮
কলাবাগান১ বলেছেন: গত কয়েক বছর ধরেই শুনছি পরিকল্পনা- হাসিনার পতন এর পর কি হবে সেটা নিয়েই...কাল দেখলাম সেনাবাহিনীকে উসকে দেওয়ার চেস্টা
©somewhere in net ltd.
১| ০৩ রা জুন, ২০২৩ সকাল ১১:০৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: সব কিছুর পর দেখা গেল তারা ক্ষমতায় গেল না, তারপর কি হবে?