নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

LK-৯৯

০১ লা আগস্ট, ২০২৩ সকাল ১১:৫৫


গত ৪দিন আগে তিনজন কোরিয়ান পর্দাথবিজ্ঞানী দাবী করেছেন যে বিজ্ঞানীদের কাছে আরাধ্য রুম টেম্পেরেচার এর সুপারকন্ডাকটর ম্যাটেরিয়াল তারা আবিস্কার করেছেন। নাম দিয়েছেন LK-৯৯ (Lee and Kim 1999- they first had the material in 1999)
সাথে উপর এর ছবিও দিয়েছেন। সুপারকন্ডাকটর ম্যাটেরিয়েল ম্যাগনেট উপর ভেসে থাকে।

সুপারকন্ডাক্টর কেন আরাধ্য???? সুপারকন্ডাকটর ম্যাটেরিয়েল পাওয়া গেলে তাহলে তাবৎ বিশ্বের বৈদ্যুতিক শক্তির সমস্যার সমাধান হবে কেননা এই ম্যা টেরিয়েল এর মাঝ দিয়ে বিদ্যুত প্রবাহিত হয় কোন রেসিস্টেন্স ছাড়া, তাই কোন বিদ্যুত লস হয় না। এখন কার বিদ্যুত লাইন কপার এর তার এবং তার মাঝ দিয়ে প্রবাহিত বিদ্যুত তাপ হিসাবে লস হয়। বড় বড় বিদ্যুত এর তার গুলিকে দেখবেন যখন বেশী বিদ্যুত প্রবাহিত হয়, লস করা বিদ্যুত এর গরমে টাইট থেকে অনেকটা ঝুলে যায় মাঝখানে (দুই পোল এর মাঝে)।

এখন সুপার কন্ডাক্টর করা যায় তবে প্রচুর ঠান্ডা করতে হয় (লিকুড নাইট্রোজেন এর মত)। এমআরআই মেশিন তাই এত দাম কেননা এটাকে এরকম মাইনাস কয়েকশ ডিগ্রিতে অপারেট করতে হয়। তাই রুম টেম্পেরেচার এর সুপার কন্ডাক্টর ম্যাটেরিয়াল আবিস্কার হলে বিদ্যুতভিত্তিক যে কোন ক্ষেত্রেই ব্যাপক পরিবর্তন আসবে। একবার গুগুল করেই দেখুন।

আজই তিন তিন টা নতুন পেপার বের হয়েছে...দুইটা ক্লেইম করছে যে এটা সত্যিকার এর আবিস্কার, আরেকটা বলছে কাজ করে না তবে তারা বলছে যে হয়ত তারা পিউর এলকে৯৯ বানাতে পারেন নাই। আর ২-৩ সপ্তাহ অপেক্ষা করলেই জানা যাবে যে এটা সত্যি কিনা। বিশ্বের প্রায় সব মিডিয়াতেই এই আবিস্কার নিয়ে নিউজ হচ্ছে অবিরাম..ভারতেও অনেক ডিসকাসন হচ্ছে আর বাংলাদেশে????? মোবাইল এর গরমে হাত পুড়ে যাবে তবুই জানতে চাইবে না কেন মোবাইল এত গরম হয়ে যাচ্ছে আর সুপার কন্ডাক্টর এলে এটা খাবে নাকি গায়ে দিবে। আর মিডিয়া আছে শাকিব খান ১ ডলার এর ফুটপাত এর বার্গার (১ ডলারে একটা কিনলে আরেকটা ফ্রি দেয় ম্যাগডোনাল্ড এর ডলার ম্যানুতে) খাবার খাওয়াতে তার ছেলেকে নিয়েছেন আর ফতুর হয়ে যাচ্ছেন এ্ই খবর জানতে দেশবাসীকে....তারা LK-৯৯ এর নামও শুনেছে কিনা সন্দেহ।



মন্তব্য ২৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০২৩ দুপুর ১২:১০

কলাবাগান১ বলেছেন: ট্রেনের চাকা কে যদি এই ম্যাটেরিয়েল দিয়ে বানায়, তাহলে ল্যাভিটেশন হয়ে কোন রেজিস্ট্যান্স ছাড়াই চলতে পারবে, পৃথিবীর এক প্রান্তে বিদ্যুত উৎপাদন করে অন্য প্রান্তে পাঠানো যাবে কোন লস ছাড়াই, সুপার কলাইডার তৈরী অনেক সহজ হয়ে যাবে....

২| ০১ লা আগস্ট, ২০২৩ দুপুর ১২:১২

শেরজা তপন বলেছেন: আপনিওতো বাঙ্গালী- এই যে আপনি জানালেন, আমরা জানলাম। আপনার মত এত সহজ সরলভাবে না বুঝাইলে বুঝব কিভাবে?
ভাল নিবন্ধ। তবে শেষের কথাগুলো না লিখলেও পারতেন।

০১ লা আগস্ট, ২০২৩ দুপুর ১২:১৯

কলাবাগান১ বলেছেন: শেষের কথাগুলি অনেক দু:খে লিখেছি। বিজ্ঞান এর উপর কোন পোস্ট যদি আমেরিকাতে হয় (কোরা, লিন্কডইন, রেডডিট..), দেখবেন বেশীর ভাগ কমেন্ট/ডিসকাসন আসছে ভারত/চীন থেকে। আমরা পার্টিসিপেশন করে থাকি পিনাকি মার্কা পোস্টেই বেশী

৩| ০১ লা আগস্ট, ২০২৩ দুপুর ১২:৩৪

শেরজা তপন বলেছেন: পৃথিবীর আর কোন দেশ আছে কিনা আমার জানা নেই যেখানে সবগুলো বিনোদন চ্যানেলগুলো সারাদিন খবর আর ট শো প্রচার করে।
আমরা প্যাচাইল্যা জাতি। শুধু প্যাঁচাল পারি আর প্যাঁচাই। কিন্তু কোনটাই কামের প্যাচাল নয়।
আকাম্যা কাম নিয়ে ব্যাস্ত থাকা আর কি। এইটাইতো আমাদের এন্টারটেইন।
ধর্ম সমাজ পরিবার আমাদের সব ধরনের আনন্দ ফুর্তিকে লাগাম দিয়ে বেঁধে রেখেছে-শুধু ওই ফাউ প্যাঁচ আর প্যাচালরে চাইলেও বাঁধতে পারে নাই।
আপনি লিখে যান- আমরা কিছু অন্তত কামের বিষয় জানি।

০১ লা আগস্ট, ২০২৩ রাত ১১:১৪

কলাবাগান১ বলেছেন: পৃথিবীর সবদেশেই সেলেব্রেলিটিদের নিয়ে ইন্টারেস্ট থাকে কিন্তু সাথে সাথে বিজ্ঞান, সমাজ, কালচার ইত্যাদিতেও অনেক ইন্টারেস্ট দেখা যায় আর মিডিয়াও সেইভাবে নিউজ করে। আর বাংলাদেশে শুধুই প্যাচাল/রাজনীতি/বিনোদন নিয়েই পড়ে আছে

৪| ০১ লা আগস্ট, ২০২৩ দুপুর ১:২১

শাহ আজিজ বলেছেন: খুব ভাল লাগলো কলাবাগান আপনার কনডাক্টর বিষয়ক লেখা পড়ে । নতুন (প্রায় সবটাই) সবকিছু জানলাম ।



আমরা শাকিব প্রজন্ম সমুদ্দুরের অতল আঁধারে ।

০১ লা আগস্ট, ২০২৩ রাত ১১:২২

কলাবাগান১ বলেছেন: এটা যদি সত্যি হয়, তাহলে পুরা পৃথিবীর জীবনযাপন বদলে যাবে। সমস্ত বৈদ্যুতিক সামগ্রী নতুন রূপে আসবে। এর মিলিটারী প্রয়োগ ক্ষমতা অনেকেই আনবিক বোমা যে আবিস্কার এর ফলে জন্ম নিয়েছে, তার সমান আবিস্কার বলে অভিহিত করছে।
কিছুখ্ষন আগে চাইনীজ এক গ্রুপ এই কাজ কে সত্যি বলে প্রমান করেছে তাদের নিজস্ব ল্যাবে
https://twitter.com/i/status/1686286684424691712

৫| ০১ লা আগস্ট, ২০২৩ দুপুর ১:২৬

অক্পটে বলেছেন: আপনি জানালেন বলে জানলাম। ধন্যবাদ অজানা বিষয়টি শেয়ার করার জন্য।

০১ লা আগস্ট, ২০২৩ রাত ১১:২৩

কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ

৬| ০১ লা আগস্ট, ২০২৩ দুপুর ২:২৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সফল বিজ্ঞানীদের গভেষণা। আর বিশ্ব পাউক নতুন কিছু। আমরা অপেক্ষা করে যাই হয়তো সে-দিন চোখেই দেখে যেতে পারি আপনার নিবন্ধের মতো সহজ বিষয়টা।

০১ লা আগস্ট, ২০২৩ রাত ১১:২৬

কলাবাগান১ বলেছেন: আমাদের বুয়েট কি করছে। কয়েক হাজার মাইল পাড়ি দিয়ে এম আইটি থেকে একদল বিজ্ঞানী পরদিন ই যাচাই করতে সাউথ কোরিয়াতে গিয়েছেন

৭| ০১ লা আগস্ট, ২০২৩ বিকাল ৩:৪৭

শূন্য সারমর্ম বলেছেন:


আমাদের বুয়েটের পোলাপানগুলা হাওড়ে বেড়াতে গিয়ে বিপ্লব করতে চায় ধর্মীয় ভাবে।

০১ লা আগস্ট, ২০২৩ রাত ১১:২৪

কলাবাগান১ বলেছেন: তারপর সেমি তালেবানি স্টাইলে বাদ্যযন্ত্র পুড়িয়ে সেলিব্রেট

৮| ০১ লা আগস্ট, ২০২৩ বিকাল ৪:০০

দারাশিকো বলেছেন: নতুন বিষয় জানলাম ব্রাদার। ধন্যবাদ। বিনোদনজগতটা সহজ এবং সবার প্রবেশাধিকার, সুতরাঙ সেইটা নিয়া আলোচনা হবে এইটাই স্বাভাবিক। আপনার আমার মত লোকজন কিন্তু এইসব বিজ্ঞানের খবর পছন্দ করে, তাদের জন্য আরও খবর দিয়েন, ধীরে ধীরে পরিস্থিতি পাল্টাবে নিশ্চিত।
ভালো থাকুন :)

০১ লা আগস্ট, ২০২৩ রাত ১১:৩০

কলাবাগান১ বলেছেন: এটার আবিস্কার পেনিসিলিন আবিস্কার এর মতই এক্সিডেন্টাল। গবেষক নাকি ছ্যাকা খেয়ে ল্যাবে ফিরে এসিছিলেন আর হাত থেকে পড়ে এম্পিউল ভেংগে যা্য আর তাতেই নাকি এই বস্তু এর স্বন্ধান পাওয়া যায়। তারা নোবেল প্রাইজ পাবে কোন সন্দেহ নাই (যদি প্রমানিত হয়)। তবে নিজে দের মধ্যে একটু 'ঝগড়া' হচ্ছে কে বেশী ক্রেডিট নিবে

৯| ০১ লা আগস্ট, ২০২৩ বিকাল ৪:৩৩

রানার ব্লগ বলেছেন: আমরা শাকিব খান ফ্যান !! শাকিব খান এর কয়টা ছেড়া জামা আছে ওটার হিসাব আমরা জানি , সুপার কনডাক্টর দিয়া কি আমরা ডাইল ভাত খাবো ? সব আল্লায় করে দেবে । বিজ্ঞানীরা সব কোরান থেকে চুরি করে বানাচ্ছে। কোরানে সুপার কনডাক্টর ২৫০ বার লেখা ছে ।

০১ লা আগস্ট, ২০২৩ রাত ১১:৩১

কলাবাগান১ বলেছেন: যদিও একটু ট্যাকনিক্যাল, তবে এই টুইট এর মাঝে সব রকম এর প্রয়োগ এর কথা বলা হয়েছে
Why LK-99 can change the whole world

১০| ০১ লা আগস্ট, ২০২৩ বিকাল ৪:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনার বক্তব্য সঠিক, LK-৯৯ নিয়ে কোনো নিউজ এখন পর্যন্ত চোখে পারে নাই। আমি অবশ্য সংবাদের খুঁজ না রাখার দলে।

০১ লা আগস্ট, ২০২৩ রাত ১১:৩২

কলাবাগান১ বলেছেন: মিডিয়া না বলুক, বুয়েট কি করে????

১১| ০১ লা আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:১৫

জ্যাক স্মিথ বলেছেন: পৃথিবীর আর কোন দেশ আছে কিনা আমার জানা নেই যেখানে সবগুলো বিনোদন চ্যানেলগুলো সারাদিন খবর আর ট শো প্রচার করে।
আমরা প্যাচাইল্যা জাতি। শুধু প্যাঁচাল পারি আর প্যাঁচাই। কিন্তু কোনটাই কামের প্যাচাল নয়।
আকাম্যা কাম নিয়ে ব্যাস্ত থাকা আর কি। এইটাইতো আমাদের এন্টারটেইন।
ধর্ম সমাজ পরিবার আমাদের সব ধরনের আনন্দ ফুর্তিকে লাগাম দিয়ে বেঁধে রেখেছে-শুধু ওই ফাউ প্যাঁচ আর প্যাচালরে চাইলেও বাঁধতে পারে নাই।
আপনি লিখে যান- আমরা কিছু অন্তত কামের বিষয় জানি।

০১ লা আগস্ট, ২০২৩ রাত ১১:৩৭

কলাবাগান১ বলেছেন: এখন যতটুকু বিদ্যুত উৎপাদন হয়, ততটুকুই ইউজ করতে হয়। ব্যাটারীতে জমা রাখলেও অনেক টাই লস হয়ে যায়। কিন্তু রেজিসটেন্স ছাড়া কোন লুপের মাঝে বিদ্যুত জমা রাখলে কোন লস হবে না। পৃথিবীর শক্তি উৎপাদন এর চেহারা বদলে যাবে আর শক্তি ই হল ইকোনমি/ইন্ডাস্ট্রির চালিকাশক্তি।
এখানে দেখুন
Why LK-99 can Change the whole world

১২| ০২ রা আগস্ট, ২০২৩ রাত ১:০৭

কলাবাগান১ বলেছেন: সামুর এক চোখা নীতি...আমার এই পোস্টে ৬ টা লাইক কিন্তু আলোচিত পাতায় এটা সিলেক্ট হয়েছে সর্বাধিক পঠিত হিসাবে, আরেক পোস্ট যেটা ৪ টা লাইক সেটাকে (অপু তানভীর পোস্ট) সবচেয়ে বেশী লাইকপ্রাপ্ত হিসাবে সিলেক্ট করা হয়েছিল। এর পর এখন আরেকটা পোস্ট যেটা কে স্টিকি করা হয়েছে সেটাতে এখন ৪ টা লাইক সেটাকেও সিলেক্ট করা হয়েছে সর্বাধিক লাইক প্রাপ্ত হিসাবে

১৩| ০২ রা আগস্ট, ২০২৩ বিকাল ৪:৪০

ফেনা বলেছেন: সুন্দর এবং খুবই দরকারী একটা পোষ্ট। অনেক তথ্য এবং সবটাই নতুন তথ্য। ধন্যবাদ আপনাকে।

ভাল থাকবেন।

০২ রা আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:২৯

কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ

১৪| ০৩ রা আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:৫৮

হাসান কালবৈশাখী বলেছেন:

যেকোনো কন্ডাক্টরে বা বৈদ্যুতিক তারে তাপমাত্রা হিমাঙ্কের নিচে কমাতে থাকলে কন্ডাক্টিভিটি বাড়তে থাকে।

সুপার কন্ডাক্টার না হলেও অন্তত ফিফটি পার্সেন্ট কনডাক্টিভিটি বাড়াতে পারলে বিদ ্যুৎ খরচ অর্ধেকে নামিয়ে আনা সম্ভব।
আর সুপার কন্ডাক্টর প্রকৃতই আবিষ্কৃত হলে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক মোটর তৈরি করা যাবে অল্প ওজনে অল্প খরচে।
তখন টেসলা একবার চার্জ দিলে এক সপ্তা চালানো যাবে।

০৪ ঠা আগস্ট, ২০২৩ সকাল ৯:১১

কলাবাগান১ বলেছেন: খুব ভাল ইনফো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.