নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

Metamucil

২৫ শে আগস্ট, ২০২৩ সকাল ৯:৪৫

আমেরিকাতে আসার পর, টিভিতে বিজ্ঞাপন এর বৈচত্র্য দেখে খুবই অবাক হয়েছিলাম। রাজনৈতিক দলের পলিটিক্যাল বিজ্ঞাপন, নির্বাচন এর এক প্রার্থী তার প্রতিপক্ষ প্রার্থী এর চরিত্র থেকে আরম্ভ করে অপরপক্ষ এর কোন খারাপ কাজ কে বিজ্ঞাপন হিসাবে টিভিতে প্রচার করে- নিজেকে ভাল ও যোগ্য দেখানোর জন্য!!!! এক কোম্পানী সরাসরি আরেক কোম্পানীর প্রডাক্ট কে (ছবি সহ) নিম্ন মান বলে তুলনা করে, তাদের পন্য কিনতে বলে বিজ্ঞাপন দেয়!!!!!! তবে তার চেয়েও বেশী অবাক হয়েছিলাম প্রেসক্রিপশন ঔষুধ এর বিজ্ঞাপন টিভিতে দেখে....নানাবিধ ঔষুধ, সাপ্লিমেন্ট এর বিজ্ঞাপনে টিভি সয়লাব...তার মাঝে এক বিজ্ঞাপন হল ফাইবার সাপ্লিমেন্ট- মেটামিউসিল


এর বিজ্ঞাপন প্রায় ঘন্টা ঘন্টায় দেখানো হয় ....এত এত প্রশংসা এর স্বাস্হকর ইফেক্ট, অনলাইনে বিপুল প্রচারনা, এবং নিজের সুগার এর সচেতনতা থেকেই চিন্তা করলাম যে একবার পরখ করে দেখি....ফাইবার শরীর এর জন্য ভাল এটা সবাই জানে, তাই সাপ্লিমেন্ট হিসাবে ফাইবার নিলে শরীরে সুগার সার্জ/স্পাইক ও কম হবে, এটা ভেবেই দোকান থেকে যাতে অনেক দিন যায়, বড় দেখে এক কৌটা মেটামিউসিল কিনে আনলাম প্রায় ৩০ ডলার খরচ করে। গিন্নী আর নিজে দুগ্লাস পানিতে গুলিয়ে খাওয়ার প্রস্হতি নিচ্ছি....ওমা দেখি যে জমে জেলির মত মনে হচ্ছে....চেনা চেনা লাগছে.....কৌটার লেবেল এ ইংগ্রিডিয়েন্ট গুলি পড়তে গিয়ে 'আবিস্কার' করলাম যে এই 'মাল' বাংলা গ্রোসারীতে ২ ডলারে পাউন্ড বিক্রি হওয়া ইসুব গুলের ভুসি........হায়রে ইসুব গুলের ভুসি........আমেরিকায় এসে তুমি মেটামিউসিল হয়েছ!!!!! যেমন বানানা গার্ডেন হয়েছে মাইকেল মধুসুদন দত্ত!!!!!!!

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:০৪

শাহ আজিজ বলেছেন: B-) B-) =p~ হা হা হা । ভুসি আম্রিকা গিয়া মেটামিউসিল হয়েছ ।

২৫ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:১১

কলাবাগান১ বলেছেন: আমেরিকান রা এসব ব্যাপারে বড়ই 'বেকুব' ..নানান কিসিমের চাইনিজ, ইন্ডিয়ান হারবাল এর গুনাগুন বলে বেশী দামে তাদের কাছে বিক্রি করছে। হালে হেলথ কনসাস রা ক্রেজি ভাবে কিনছে অর্শ্বগন্ধ্যার পাউডার

২| ২৫ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:১১

নূর আলম হিরণ বলেছেন: ওষুধের বিজ্ঞাপন কিভাবে অ্যালাউ করে! বিজ্ঞাপনে কি ওষুধের সাইড ইফেক্ট বলা হয়! সম্ভবত ওদের শিক্ষার হার শতভাগ হওয়াতে এমন বিজ্ঞাপন ওপেন দিতে পারে। তবে শিক্ষিতরাও অনেক সময় কনফিউসড হয় যেমনটি আপনি হয়েছেন।

২৫ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:১৬

কলাবাগান১ বলেছেন: হ্যা প্রেশক্রিপশন ঔষুধ এর বিজ্ঞাপনে সাইড ইফেক্টগুলি বিজ্ঞাপন এর শেষ দিকে এসে খুব দ্রুত, এক নিশ্বাসে বলে যায় (নাম কা ওয়াস্তে), তবে ভাল করে শুনলে বুঝা যায় যে গুনের চেয়ে সাইড ইফেক্টই বেশী...আর সাইড ইফেক্ট গুলি বলে যাতে কেউ সাইড ইফেক্টে 'মারা' গেলে যেন মামলা করতে না পারে...বলবে যে আমরা তো আগেই সতর্ক করেছিলাম। বিজ্ঞাপন দেখে, রোগীরা ডাক্তার কে পুশ করে আমাকে এই ঔষুধ এর প্রেশক্রিপশন দাও

৩| ২৫ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:৩০

জ্যাক স্মিথ বলেছেন: দুনিয়ার সব কোম্পানিই US Canada তে তাদের পণ্য বিক্রি করতে চায়, যে কারণে এই দুই দেশে মার্কেটারদের দৌড়াত্বও বেশি। বিশেষ করে ফোন মার্কেটিং এটা চরম বিরক্তিকর একটা বিষয়।

কে যেন বলেছিলো, আমেরিকাতে গেলে নাকি ইংরেজিতে হাঁচি, কাশি দেয়া শেখা যায়, তো ইসুব গুলের ভুসির অবস্থা হইছে তাই আমেরিকাতে গিয়ে এটা এখন আর ভুসি নেই, হয়ে গেছে Metamucil । =p~

২৫ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:৪২

কলাবাগান১ বলেছেন: ফোন মার্কেটিং আর আমি বলি না...ভয়ে ফোনই ধরি না অপরিচিত নাম্বার দেখলে..এটা মার্কেটিং না পুরাটাই স্ক্যাম। সকালে উঠে দেখি ফোনে মেসেজ যে আমার আগামী সপ্তাহের ডাক্তার এর সাথের হেলথ এপয়ন্টমেন্ট চেন্জ হয়েছে, কল ব্যাক করে কনফার্ম করতে হবে.....কোন এপয়ন্টমেন্টই াইটনাই কোথা থেকে এই কল..।পরে অনলাইনে পড়ে দেখি আপনি কল ব্যাক করলে সিকিউরিটি হিসাবে, আপানর সোশাল নাম্বার, অগ্রিম কো-পে দেওয়ার জন্য ক্রেডিট কার্ড নাম্বার চুরি করার জন্য কল ব্যাক করতে বলে!!! সবই কিন্তু করা হচ্ছে আমেরিকার বাইরে থেকে হাইতি, জ্যামাইকা, নাইজেরিয়া, ইন্ডিয়া, এসব দেশ থেকে....।আমেরিকা থেকে করলে এক ঘন্টার মাঝে ধরা পড়ে যাবে

৪| ২৫ শে আগস্ট, ২০২৩ সকাল ১১:১৮

জ্যাক স্মিথ বলেছেন: ফিলিপাইনের একটা স্ক্যামার গ্রুপ আমেরিকান নাগরিকের ছদ্দবেশে আমাকে পাঁচ মিলিয়ন ডলার অফার করছে। B-) এই পাঁচ মিলিয়ন ডলার আমাকে দিবে এক মহিলা যে ক্যান্সারে আক্রান্ত , ডাক্তার তাকে দুই মাসের সময় দিয়েছে দুই মাস পর সে মারা যাবে। দুই বছর আগে মহিলার স্বামীও বিপুল সম্পদ রেখে মারা গেছে তারা নিঃসন্তান তাদের কোন উত্তরাধীকারিও নেই। তাই ওই মহিলা আমাকে পাঁচ মিলিয়ন ডলার দিবে যাতে আমি ওই টাকা দিয়ে তার এবং তার স্বামীর নামে একটি চ্যারাটি হাউজ, স্কুল এবং হাসপাতাল তৈরী করি, আর এই পাঁচ মিলিয়নের ২০% আমার নিজের পরিবারের জন্য খরচ করতে বলছে। =p~
ওই মহিলার ডাক্তার, উকিল এবং দুই জন ব্যংক কর্মকর্তা আমার সাথে যোগযোগ রাখছে যারা আমাকে ওই পাঁচ মিলিয়ন ডলার পেতে সহয়তা করবে। =p~ এই পাঁচ মিলিয়ন ডলার পেতে আমাকে উক্ত মহিলার কিছু লিগ্যাল ডকুমেন্ট সাইন করতে হবে এবং আরও কিছু প্রসিডিউর আছে এসব করতে ৭৫০ ডলার খরচ হবে যা আমাকে খুব শীগ্রই পে করতে হবে। =p~ সে এক লম্বা কাহিনী বিস্তারিত লিখলে অনেক বড় একটি পোস্ট হয়ে যাবে।


যা হোক, আমি গত এক মাস ধরে এমন একটা অভিনয় করতেছি যে এই সুযোগটা স্বয়ং যিশু নিজ হাতে আমাকে দিয়েছেন, এবং আমি খুবই এক্সাইটেড এই সুযোগটা পেয়ে =p~

আমার উদ্দ্যেশ্য হচ্ছে টাকা দেয়ার নামে টালবাহানা করে ওদের বিরক্তির একশেষ করা এবং ওদের সময় নষ্ট করা এবং উল্টো ওদের ট্র্যাপে ফেলানো, খুব শীঘ্রই এই ৭৫০ ডলার পওয়ার লোভে ওরা আমার পাতা ফাঁদে পা দিবে।

২৫ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৫২

কলাবাগান১ বলেছেন: যারা এসব করে তারা আসলেই বেকুব মনে হয়...কয়েক হাজার বার চেস্টা করলে হয়ত একজন কে পায়। গেট আ্য লাইফ!!!! তবে ভারত থেকে আমেরিকার বয়স্ক লোকদের গিফট কার্ড রিডম করার কৌশল কে ডেসট্রয় করা দরকার....অনেক জন ফাদে পা দিয়েছেন...ইউটিউবে এই সব হ্যাকার দের ধরার গঠনা নিয়ে ভিডিও আমি প্রায় দেখি থাকি।

৫| ২৫ শে আগস্ট, ২০২৩ সকাল ১১:৫৩

রাজীব নুর বলেছেন: অনেকে বলেন আমেরিকা একটা মেকি দেশ।
ওরা যখন মৃতদের ফুল দেয়, শ্রদ্ধা জানায় ভালোবাসা জানায়। সেই ফুলটাও প্লাস্টিকের।

২৫ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৫৫

কলাবাগান১ বলেছেন: বাইরে থেকে আমেরিকাকে অনেক কিছুই মনে হয়..তবে আমেরিকার মত এমন দয়ালু সোসাইটি গড়তে, অনেকদেশ সারা জীবনে চেস্টা করেও পারবে না...এটা বাংলাদেশীদের ও ডিএনএ তে নাই, আছে শুধু কিভাবে একে অন্যকে ল্যাং মারবে সেই ধান্ধায় আর অপ্রয়োজনীয় বিষয় নিয়ে অনলাইনে হইচই করা

৬| ২৬ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:১২

ধুলো মেঘ বলেছেন: আমার এক মহিলা কলিগ একবার সুমাত্রায় ভ্রমণে গিয়েছিল। তাদেরকে রাতের বেল গাইড বাসে করে প্রায় ১৩ কিলোমিটার দূরে এক গুহার ভেতরে নিয়ে গিয়েছিল এক আশ্চর্যজনক ন্যাচারাল ওয়ান্ডার দেখানোর জন্য। এত ঝামেলা করে সেখানে গিয়ে কি দেখলো জানেন?

জোনাকি পোকা।

২৬ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৪০

কলাবাগান১ বলেছেন: তবে গুহার মধ্যে জিনাকি পোকার আলো ভালই দেখাবে বলে মনে হয়

৭| ২৬ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: একজন বাংলাদেশীর মুখে আমেরিকার কথা শুনতে ভালো লাগে।

২৬ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৪৫

কলাবাগান১ বলেছেন: আমাদের মেয়ে সেপ্টেম্বর ১ তারিখ থেকে কর্মজীবনে ঢুকবে...কোন মামা-চাচার তদবির কিছুই লাগে নাই, মেয়ে কিংবা ছেলে সেই রকম কোন কনসিডারেশনও নাই...অনলি থিং তারা দেখেছে যোগ্যতা....

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৫৩

জুন বলেছেন: যাক গতকালের পোস্টটা ডিলিট করে ভালো করেছেন কলাবাগান। এত সিরিয়াস বা রেগে যাওয়া ঠিক না। আমরা এখানে ব্যাক্তিগতভাবে কেউ কাউকে চিনি না। তারপর ও আপনি গাজী সাহেবের জন্য সহমর্মিতা প্রকাশ করেছেন এটা আপনার সহ ব্লগারের প্রতি আন্তরিকতারই বহিপ্রকাশ। ভালো থাকুন সব সময়।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৫৭

কলাবাগান১ বলেছেন: আমি পোস্ট ডিলিট করি নাই। আমি আমার সিদ্ধান্ত বজায় রাখব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.