নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

ওমেগা-৬ বনাম ওমেগা-৩

০৪ ঠা মার্চ, ২০২৪ সকাল ১১:১৩

Image source

আমি সকালে ওটমিলের এর সাথে ঘটা করে ফ্লেক্স (তিসি?)ও চিয়া সীড মিশিয়ে খাই কেননা এই দুই সীড এর আছে সবচেয়ে বেশী ওমেগা -৩ ফ্যা টি এসিড যেটা আমাদের শরীর এর জন্য বিশেষ করে হার্টের/জয়েন্ট এর স্বাস্হ্য এর জন্য এসেনসিয়াল। যেহেতু আমাদের বডি এই ফ্যা টি এসিড বানাতে পারে না, তাই আমদেরকে খাওয়া থেকে এটা সংগ্রহ করতে হয়। ওমেগা-৩ আমরা অনেকেই মাছের তেল এর পিল থেকেও নিয়ে থাকি (কড লিভার ওয়েল)।ওমেগা-৩ এর অভাবে চোখে নানা রকম এর জটিলতা দেখা দেয়। ওমেগা-৩ এর স্বাস্হ্যগত গুনের শেষ নাই। আবার আমাদের ওমেগা-৬ ফ্যা টি এসিড ও খাওয়া থেকে নিতে হয়।
যদিও ওমেগা-৬ থেকে শরীর অনেক দরকারী ম্যাটেরিয়াল তৈরী করে, কিন্তু ওমেগা ৬ আর ওমেগা ৩ এর অনুপাতিক পরিমান খুবই গুরুত্ত্বপূর্ণ বিষয়। ওমেগা ৩ যেখানে শরীরে ইনফ্লেমেশন (প্রদাহ) হওয়া থেকে রক্ষা করে আর তাতেই এই প্রদাহ ভিত্তিক নানান অসুখ যেমন ক্যান্সার, ডায়াবেটিস, বাত হওয়া থেকে এবং হার্ট, কিডনি, ব্রেন সহ অন্যান্য অংগকে রক্ষা করে কিন্তু ওমেগা -৬ হল PRO-inflammatory (প্রদাহ তৈরী করে), তাই ওমেগা-৬ এর পরিমান কম থাকা খাবার খাওয়া দরকারী। বেশীর ভাগ অসুস্হতাই আরম্ভ হয় এই ইনফ্লেমেশন থেকেই।
নিউট্রিশনিস্ট রা বলেন যে ওমেগা-৬ : ওমেগা-৩ এর রেসিও হতে হবে ৪:১ বা তার চেয়ে কম। কিন্তু আমরা জাংক ফুড, প্রসেসড ফুড খেতে যেয়ে এই রেসিও কে বেশীর ভাগ সময়েই ৩০:১ থেকে ৭০/৮০:১ ভাগ পরিমান গ্রহন করছি নিত্য দিন।
যেমন পটেটো চিপস এর ওমেগা ৬ আর ওমেগা -৩ এর রেসিও হল ৬০:১
এভাবে প্রায় প্রতিটা প্রসেসড ফুডই হল ওমেগা-৬ এ পরিপূর্ণ আর তাতেই constant PRO-inflammatory ওমেগা-৬ এর প্রভাবে, মানুষের নানান প্রদাহ ভিত্তিক রোগ-শোক বাড়ছে
প্রবলেম টা হল যে আমাদের শরীরে মাত্র একটাই এনজাইম আছে যেটা বোথ ওমেগা-৩ এবং ওমেগা-৬ কে ইউজ করে দরকারী
ম্যাটেরিয়াল তৈরী করে। এখন যদি বেশী ওমেগা-৬ খাওয়া হয়, তাহলে ঐ এনজাইম শুধু ওমেগা-৬ কে ই ইউজ করতে থাকবে, তাই শত ওমেগা-৩ খেলেও কোন উপকার পাওয়া যাবে না যেটা আমি নিজে হাড়ে হাড়ে টের পেয়েছি।
সকালে ফ্লেক্স আর চিয়া সীড এর সাথে দিতাম এ্যালমন্ড সীড, সান ফ্লাওয়ার সীড, পাম্পকিন সীড। এখন দেখি যে এ্যালমন্ড সীডে ওমেগা-৬ : ওমেগা-৩ হল ২০০০:১ (!!!!!!), সান ফ্লাওয়ার সিডে হল ৩০০:১ আর পাম্পকিন সিডে হল ১১৫:১
তার মানে হল এতদিন যত ওমেগা-৩ খেয়েছি তার কোনটাই কোন কাজে লাগে নাই কেননা একসাথে এত বেশী ওমেগা-৬ ওয়ালা সীড খাওয়ার জন্য, এনজাইম শরীরে শুধু ওমেগা-৬ কে ব্যবহার করতেই ব্যস্ত ছিল। সমস্ত ওমেগা-৩ জলে গেল...
তাই গত ১ মাস ধরে এই সব সিড সকালে ওমেগা-৩ এর সাথে খাওয়া বাদ দিয়ে সন্ধ্যায় সামান্য কয়েকটা ওমেগা-৬ এর নাটস/সীড খাই। তবে খুজে পেয়েছি ওয়ালনাট (Walnut) কে যেখানে ওমেগা ৬ ও ৩ এর রেসিও হল পারফেক্ট ৪:১, তাই এখন সকালে চিয়া/ফ্লেক্স সীড এর সাথে চলছে শুধুই ওয়ালনাট।

সীড থেকে তৈরী ভোজ্য তেল অনেক বেশী পরিমানে ওমেগা-৬ আছে, তার জন্যই আমাদের দেশে এত প্রদাহ ভিত্তিক রোগ-শোক দেখা যায় বলে প্রতীয়মান। তেলের বদলে পরিমিত পরিমানে ঘি ইউজ করা যায়।
Omega 6 are predominately found in vegetable oils such as corn, canola, soy safflower, sunflower oil.
.Theses vegetable/seed oils are NOT Healthy and NEED to be reduced in the diet

Foods with Pro-Inflammatory Ratio

Food Omega-6:Omega-3 Ratio
Nuts 5:1 or worse
Grain-fed meat 5:1 or worse
Grain-fed chicken (white meat) 15:1
Grain-fed chicken (dark meat) 17:1
Grains (wheat, rye, oats, barley) 20:1
Potato Chips 60:1 or worse
Seeds and seed oils (corn, sunflower, safflower, peanut) 70:1 or worse

মন্তব্য ৩০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০২৪ সকাল ১১:৩৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: স্বাস্থ্য সচেতনতামূলক পোস্ট। আমি সকালে তিল, তিশি, চিয়া সিড এবং কালিজিরা খাই ---

০৪ ঠা মার্চ, ২০২৪ সকাল ১১:৩৭

কলাবাগান১ বলেছেন: গুড ফর ইউু

২| ০৪ ঠা মার্চ, ২০২৪ দুপুর ১২:৩৯

জ্যাক স্মিথ বলেছেন: গুরুত্বপূর্ণ পোস্ট।

০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৮:১৫

কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ

৩| ০৪ ঠা মার্চ, ২০২৪ দুপুর ১২:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:


দেশের মানুষের খ্যাদ্যাভাস পরিবর্তিত করা দরকার।

০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৮:১৭

কলাবাগান১ বলেছেন: দেশের রেস্টুরেন্ট এর রমরমা ব্যবসা দেখে মনে হয় না মানুষ স্বাস্হ্য সচেতন

৪| ০৪ ঠা মার্চ, ২০২৪ দুপুর ২:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সকালে এসব খেতে চাই। তারপর দেখি সময় নাই :( কত কিছু কিনে নেই আর খাওয়া হয় না

০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৮:১৮

কলাবাগান১ বলেছেন: সময় হল ইন্টারেস্ট এর উপর নির্ভরশীল। যে টায় আপনার ইন্টারেস্ট আছে, সেটার জন্য সময় সব সময়ই পাওয়া যায়

৫| ০৪ ঠা মার্চ, ২০২৪ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: বাস্তব জীবন বড় কঠিন।
ইচ্ছা থাকলে নিয়মমাফিক চলা যায় না।

০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৮:২০

কলাবাগান১ বলেছেন: এই সমস্ত এক্সকিউজ দেয় যারা একটু লেজি

৬| ০৪ ঠা মার্চ, ২০২৪ বিকাল ৩:৪৬

নূর আলম হিরণ বলেছেন: অনেক মানুষ দেখেছি দিব্যি অস্বাস্থ্যকর খাওয়া খায়, দেদারসে প্রসেস ফুড খায়। কোন রোগ শোক ছাড়াই ৬০-৭০ বছর অতিক্রম করে ফেলে, এটা কিভাবে সম্ভব?

০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৮:২৩

কলাবাগান১ বলেছেন: এক্সসেপশান কখনও রুল হতে পারে না। হয়ত উনাদের মেটাবলিজম খুব ভাল....লটারীর মত সব ভাল জিন গুলি উনারা পেয়েছেন প্যারেন্ট থেকে.. তবে একটা কথা ঠিক, এই লোকগুলিই রোগ-শোক ছাড়া হয়ত ৮০-৯০ বছর কাটায়ে দিতে পারতেন, যদি না জাংক ফুড না খেতেন

৭| ০৪ ঠা মার্চ, ২০২৪ বিকাল ৪:০৬

মিরোরডডল বলেছেন:




walnuts অনেক উপকারী কিন্তু খেতে মজা না।
Pistachio তেও ওমেগা-3 আছে কিন্তু ইয়াম :)



০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৮:২৫

কলাবাগান১ বলেছেন: Pistachio তে ওমেগা৬ আর ওমেগা৩ এর রেসিও হল ৫২:১

৮| ০৪ ঠা মার্চ, ২০২৪ বিকাল ৫:০৬

সোনাগাজী বলেছেন:



আমেরিকায় রান্নার তেল কোনটি মোটামুটি ভালো?

০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৮:২৭

কলাবাগান১ বলেছেন: মন্দের ভাল ক্যানোলা ওয়েল। বেস্ট হল ফ্ল্যাক্স ওয়েল। তবে সামান্য পরিমান এ ঘি দিয়ে রান্না করা টাই হল বেস্ট

৯| ০৪ ঠা মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১৩

শেরজা তপন বলেছেন: ভাল লেখা, কিন্তু এত সব ভাবতে ভাবতেই তো অসুস্থ হয়ে যাব মনে হচ্ছে!

০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৮:২৯

কলাবাগান১ বলেছেন: তেমন ভাবাভাবির কিছুই নাই। মাছ , মাছের তেল আর ফ্রুট বেশী খেতে হবে, আর প্রসেসড ফুড/জাংক ফুড কম খেতে হবে। কমন সেন্স। এখানে বলা হয়েছে কেন কম খেতে হবে জাংক ফুড

১০| ০৪ ঠা মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮

মিরোরডডল বলেছেন:




শেরজা তপন বলেছেন: ভাল লেখা, কিন্তু এত সব ভাবতে ভাবতেই তো অসুস্থ হয়ে যাব মনে হচ্ছে!

হা হা হা
Man!!! you made me laugh :)

০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৮:৩০

কলাবাগান১ বলেছেন: :(( :(( :((

১১| ০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ১০:৫১

কামাল১৮ বলেছেন: মেনে চলতে চেষ্টা করবো।কিন্তু যখন ভাবি আগেথেকে মানলে ভালো হতো।কয় দিনইবা আছি

০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ১১:৩৩

কলাবাগান১ বলেছেন: বাংলাদেশে থাকার সময় দেখেছি কারো মাঝেই ফুড কোয়ালিটি নিয়ে কোন প্রশ্ন নাই কিন্তু স্বাদ নিয়েই বেশী বাড়াবাড়ি

১২| ০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ১১:৪৯

নিমো বলেছেন: বাংলাদেশ বিশেষ করে ঢাকা শহরবাসী দিন দিন চরম মাত্রার ভোগবাদী হয়ে উঠেছে। এদেশের জাতীয় খাবার হচ্ছে কাচ্চি বিরিয়ানি। আমিতো ফল,মাছই বেশি খাই। বাইরের খাবার না পারতে এড়িয়েই চলি। ভালো পোস্ট করেছেন।

০৫ ই মার্চ, ২০২৪ রাত ৩:৩০

কলাবাগান১ বলেছেন: আর এদেশের জাতীয় রোগের নাম হচ্ছে ডায়াবেটিস

১৩| ০৫ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৪১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পাঙ্গাশ মাছ খাওয়া ভালো না কি মন্দ? এ বিষয়ে একটু বলবেন প্লিজ।

০৫ ই মার্চ, ২০২৪ রাত ৯:৩১

কলাবাগান১ বলেছেন: আমি তো মাছের এক্সপার্ট না তবে সব মাছের তেলই ভাল.। মাছে অনেক ওমেগা ৩ আছে যেটা শরীর খুব ইজিলি এবজর্ব করতে পারে কিন্তু উদ্ভিদ/সীড থেকে পাওয়া ওমেগা ৩ কে শরীর খুব সহজেই এবজর্ব করতে পারে না।

১৪| ০৫ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৪৬

হাসান মাহবুব বলেছেন: আমি ওমেগা ৩ এর জন্যে আলাদাভাবে কিছু খাই না। তবে আমি প্রচুর মাছ খাই। মাসের ২৫ দিনই মাছ থাকে। আর পাঙ্গাস, বোয়াল মাছ নিয়মিতই থাকে মেনুতে।

০৫ ই মার্চ, ২০২৪ রাত ৯:৩২

কলাবাগান১ বলেছেন: ভাল অভ্যাস। মাছের ওমেগা ৩ ইজ দ্যা বেস্ট

১৫| ০৫ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:০৩

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

০৫ ই মার্চ, ২০২৪ রাত ৯:৩৩

কলাবাগান১ বলেছেন: দেখুন.।তবে আপনার তো রিচ ফুড খাওয়ার জন্যই জীবন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.