নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিক\'টা কালা, মন\'টা ধলা !!

কালা মনের ধলা মানুষ

জীবন এত ছোট ক্যানে...

কালা মনের ধলা মানুষ › বিস্তারিত পোস্টঃ

ড্রাকুলা কলিং...

১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫





আপনাকে কি কোন ড্রাকুলা কখনো ফোন দিয়েছে? গমগমে কন্ঠের পুরুষ ড্রাকুলা; কিম্বা জলতরঙ্গের সুরে নারী ড্রাকুলা? অতি পরিচিত ভংগীতে কুশলাদি জিজ্ঞেস করেছে এবং তারপরেই বিনয়ের সাথে আপনার রক্তের জন্য বায়না ধরেছে? আপনি সাইড কাটার চেষ্টা করতেই কৃত্তিম আবেগ এনে মুখস্থ কিছু বাণী শুনিয়েছে? ঠিক যেমন গত সপ্তায় আমি শুনলাম



: হ্যালো, আপনি কি সামিউল আলম খান বলছেন?

: জ্বী বলছি।

: আমাদের আজকের ব্লাড ক্যাম্পে কি আপনি আসতে পারবেন?

: দুঃখিত। আজকে একটু অফিসের ঝামেলায় আটকে গেছি। এবার আসতে পারছিনা, ইনশাআল্লাহ, পরেরবার।

: ধন্যবাদ। আপনার আরোগ্য কামনা করি। আশা করি আপনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন!!

: @&^$%(%&*&@#!~@!%%!!~~&%#$@@!!!



রক্তের স্বাদ

অনেক আগে ছোটবেলায় নানীর বাড়িতে চাপকল চাপতে গিয়ে হঠাত হ্যান্ডেল ছুটে ঠাস করে আমার ঠোঁটে! সাথে সাথে একটা দাঁত উড়ে গেল, আরেকটা আহত হয়ে চিরতরে পঙ্গু হয়ে গেল! কোরিয়ান সিনেমার নায়কদের যেমন ভচাত করে খোঁচা লাগলেই ভুস ভুস করে গ্যালন গ্যালন রক্ত বেরুতে থাকে ঠিক তেমনি আমার মুখ দিয়ে রক্ত বেরুতে লাগল। ভয়ে আমি ফ্যাকাশে হয়ে গেলাম সব রক্ত বেরিয়ে যাচ্ছে ভেবে !! মরিয়া হয়ে মুখের ভেতর রক্ত জমিয়ে কোঁত করে গিলে ফেললাম !! সেই পেলাম রক্তের স্বাদ; প্রথমবারের মত !! কি অদ্ভুত মাদকতাময় নোনতা স্বাদ !!!



বাবার অপারেশনের সময় সামান্য এ পজেটিভ রক্ত খুঁজে পাচ্ছিলাম না হন্যে হয়েও। সবার গায়ে এত রক্ত, অথচ আমার প্রিয়জন কে দেয়ার মত একব্যাগ রক্ত কারো নেই!! শরীরের সমস্ত রক্ত দিয়ে দিতে চাইলেও নাকি ডাক্তার সাহেবরা নেবেন না গ্রুপ না মেলায়! আশঙ্কাজনক অবস্থায় যখন শেষ মুহূর্তে খুঁজে পেয়েছিলাম একব্যাগ রক্ত, তখন বুঝেছিলাম রক্তের আরেক স্বাদ !! কি অদ্ভুত প্রশান্তিময় মিষ্টি স্বাদ !!!







ফেরেশতার অটোগ্রাফ

আমার বন্ধুর কোন এক বন্ধুর মা’য়ের রক্ত লাগবে। ভিক্টোরিয়া হাসপাতালে সিরিয়াল নিয়ে অপেক্ষা করছি। পাশেই মধ্যবয়স্ক সাধারন প্যান্ট শার্ট পড়া এক লোক আয়েশ করে বসে আছেন। আলাপ জমাতে জিজ্ঞেস করলাম, “কি চাচামিয়া রক্ত দিতে আইসেন নাকি?”

উনি মাথা নাড়েন।

আমি ব্যাপক পার্ট নিয়ে বললাম, “বাহ বাহ ভালো !! রক্ত দেয়া খুব ভালো কাজ। আমি এ পর্যন্ত ২২ বার দিসি। তা চাচামিয়া, আপনে কয়বার দিসেন?”

তিনি নিষ্পৃহভাবে উত্তর দিলেন, “৫২ বার।”



গত ২৫ বছর ধরে এই মানুষটি নিয়ম করে চলে আসেন এই হাসপাতালে আর অপেক্ষা করেন রক্তের আশায় থাকা গরীব অসহায় মানুষদের। তাদের নিজের শরীর থেকে এক ব্যাগ রক্ত দেন, তারপর চলে যান নিজের পথে, আবার ফিরে আসেন ৪ মাস পর। আমি শুনছিলাম আর ভাবছিলাম, আমি কি কাদামাটির কোন মানুষের পাশে বসে আছি; নাকি নূরের তৈরী একজন ফেরেশতার?

একটা অটোগ্রাফ রেখে দেয়া উচিত ছিল!!



রক্তের ঋণ

আমার বাবা’কে দেয়া রক্তের দাম শোধ করতে পারবোনা কোনদিন। তবু কিছুটা হলেও মানবতার প্রতি ঋণ শোধ করতে রক্তদান করে যাচ্ছি ২০০০ সাল থেকে। কোয়ান্টাম মেথডের সাথে জড়িত না হলেও কোয়ান্টাম ব্লাড ফাউন্ডেশনের সিল্ভার ডোনার হিসেবে এবং শরীরে রক্ত থাকলে আত্মীয় অনাত্মীয় যেকারো ডাকে চেষ্টা করি নিয়মিত রক্ত দিতে।



আমার ভয়াবহ শুকনা এক বন্ধু (কোয়ান্টাম মেথডে মেথডিত হয়ে সে সফট ড্রিঙ্কস ছেড়ে দিয়েছে, কিন্তু হার্ড ড্রিঙ্কস ধরে রেখেছে) নিজের ওজন বাড়াতে দু তিনটা হাফ প্যান্ট আর কয়েক প্রস্থ জামা কাপড় পড়ে নিত; শুধু রক্ত দিতে যাবার সময়। তাকে দেখেই আমি সাহসী হয়েছিলাম নিয়মিত রক্তদাতা হতে।



এক থা টাইগার

এক কাজিনের ডেঙ্গু। রক্ত লাগবে। খোঁজ খোঁজ খোঁজ! বীরদর্পে এগিয়ে আসলেন বড় ভাইয়ের বন্ধু গাট্টাগোট্টা মিনহাজ ভাই।

“কয় ব্যাগ রক্ত লাগবো ক তুই। আমি দিমু। বাকি যা লাগে সব যুগাড় কইরা দিমু। আমি আছিনা! তুই চিন্তা করস ক্যা?”

রক্ত নেয়ার দিন তিনি চিন্তিত মুখে ডাক্তারের রুমে ঢোকেন। বিছানায় শুয়ে তিনি বড় বড় নিঃশ্বাস নেয়া শুরু করলেন। নার্স ইঞ্জেকশান রেডি করেন, তিনি তাকিয়ে থাকেন আতঙ্কিত দৃষ্টিতে। তার কপালে চিকন ঘাম দেখা দেয়। সুঁই পুশ করা হোল, তিনি ছুরিকাঘাত হবার যন্ত্রনায় চিৎকার দিলেন! রক্ত পাস হওয়া শুরু করতেই তিনি বিকট সুরে বিলাপ শুরু করলেন।

“আমারে ছাইড়া দেএএএএন...রক্ত নিলে আমি মইরা যামুগাআআআআ...”

যতটুকু নেয়া হয়েছে ব্যাগ টিপেটুপে ততটুকু রক্ত আবার রিভার্স করে তার শরীরে ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে শান্ত করা হোল।

মোরেলঃ রক্ত দিতে হলে শুধু গায়ে গতরে বড় হলেই হয়না। সদিচ্ছা থাকতে হয়, একটা পিপড়ার কামড় সহ্য করার মত সাহসীও হতে হয়।



রক্তের ফোয়ারা আর হার্ট এটাক

তাড়াহুড়োয় রক্ত দিয়ে একটু বিশ্রাম না নিয়েই হাসপাতাল থেকে বেরিয়ে রিকশা ঠিক করতে গেল মাসুম। যথারীতি ভাড়া বেশি চাইল রিকশাওয়ালা।



মাসুমের ঝাড়ি; “ভাড়া বেশি চাইলা ক্যা?” তারপর পিচিক !! লাল রংয়ের ফোয়ারা। রিকশাওয়ালা রঙ্গীন হয়ে গেল।



“গেলে যাইবেন, না গেলে নাই!! রঙ দিলেন ক্যা, অই মিয়া?”



রঙ ছিলোনা, ছিল রক্ত। বিশ্রাম না নেয়াতে আর তুলা দিয়ে ভালমত না চেপে ধরাতে রক্তের ফ্লো তখনো বন্ধ হয়নি মাসুমের।



রক্ত দেয়ার অন্তত ঘন্টাখানেক আগে পড়ে কিছু খাওয়া উচিত না, সিগারেট তো নয়ই। অনেক বছর আগে একবার বীরপুঙ্গব এই আমি রক্ত খয়রাত করে এসে মানবজাতির জন্য বিশাল কিছু একটা করে ফেলেছি; এই ভাবালুতায় আক্রান্ত হলাম। এবং তৃপ্তির সাথে একটা সিগারেট ধরালাম। প্রথম সুখটান দেয়ার সাথে সাথে দুনিয়াটা চক্কর দিল, আমি আক্ষরিক অর্থেই একটা পাক খেয়ে দোকানদারের উপর পড়লাম। সম্বিত ফিরে পেয়ে দেখি সারা শরীর ঘেমে একেবারে ফরয গোসল করে ফেলেছি!! ভাল মানুষ দোকানদার আমাকে আধাঘন্টা তার ছাতার তলে বসিয়ে; সেই ৫ টাকার বেনসনের বিনিময়ে ৩০ টাকার জুস খাইয়ে বিদায় দিল।



আমার রক্ত আমি দেব, যাকে খুশী তাকে দেব

আপনার মা আপনাকে খাইয়ে খাইয়ে শরীর ভর্তি রক্ত জমিয়েছেন তিলে তিলে। এই কষ্টের রক্ত আপনি আরেকজনকে মুফতে কেন দিবেন? কেন শুধু শুধু সুঁইয়ের খোঁচা খাবেন, যেখানে রক্ত আর সুঁই দেখলেই আপনার আত্মা উড়ে যায়? তাহলে ভাবুন, আপনার কিম্বা আপনার প্রিয়জনের যদি কোনদিন রক্ত লাগে তাহলে অন্যেরা কেন আপনাকে দেবে?



বর্তমানে বাংলাদেশে প্রতি বছর রক্তের প্রয়োজন “মাত্র” ৪ লাখ ব্যাগ। এ রক্তের বড় অংশ আসে পেশাদার রক্ত বিক্রেতাদের কাছ থেকে, যারা রক্ত বেচে নেশা করে কিম্বা বেশি অভাবীরা সংসার চালায়। এগুলো বেশিরভাগ দূষিত রক্ত। আর এই রক্ত গ্রহন করেই হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’, এইডস, সিফিলিস এবং ম্যালেরিয়াসহ বিভিন্ন রকম ভয়াবহ সব রোগে আক্রান্ত হবার আশঙ্কায় থাকছে আপনার আমার প্রিয়জন। আর এর জন্য দায়ী কে জানেন?



রক্ত না দান করা এই আপনি।







আসুন ড্রাকুলা হই

আমরা যারা ড্রাকুলা কিম্বা রক্তাদাতা যাই বলুননা না কেন, আপনার কাছে চোখা দাঁত নয়, সুঁই এগিয়ে দিচ্ছি, আপনার রক্ত ভিক্ষা পাবার আশায়, আমাদের নিজেদের জন্য নয়, আমাদের প্রিয়জন দের জন্য।

নিজে রক্ত দিন, অন্যকে রক্তদানে উত্সাহিত করুন।





রক্তদান সম্পর্কে বেসিক কিছু জানতে দেখুন

রক্ত দিন জীবন বাঁচান

রক্তদানের উপকারিতা

Blood Donation Frequently Asked Questions (FAQ)

স্বেচ্ছা - Digital Blood Donor Archive

মন্তব্য ১৭৮ টি রেটিং +৫১/-০

মন্তব্য (১৭৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২

তামিম ইবনে আমান বলেছেন: অনেক ভালো লাগলো আপনার এই লেখা।

১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

কালা মনের ধলা মানুষ বলেছেন: থ্যাঙ্কস তামিম।

২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২

ইমরাজ কবির মুন বলেছেন:
পোস্ট খুব ভালো হৈসে ধলা ভাই।
আমার খুব ইচ্ছাসে রক্ত দেয়ার কিন্তু আন্ডাওয়েট হওয়ার কারণে দিতে পারিনা।
সতর্কতা কিন্তু অবশ্যই অবলম্বন করতে হবে||

১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

কালা মনের ধলা মানুষ বলেছেন: ধন্যবাদ মুন। আন্ডারওয়েট হলে রক্ত দেয়াটা ঠিক না অবশ্য। দোয়া করি, আপনি দ্রুত হেভিওয়েট হন আর রক্ত দান করুন।

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২

লোনলিফাইটার বলেছেন: ব্লাডি পোস্ট ;) B-)) :P +++

১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

কালা মনের ধলা মানুষ বলেছেন: রক্তিম শুভেচ্ছা। :D

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭

সুখী চোর বলেছেন: লোনলিফাইটার বলেছেন: ব্লাডি পোস্ট++++++

কোয়ন্টাম ব্লাড ফাউন্ডেশনের একটা প্রবলেম হল, ওরা কোন ডোনরের নাস্বার দিতে চায় না।আমার লাগবে ফ্রেশ ব্লাড, সো ওদেরকে ফোন দিলাম, কিন্তু ওরা নানা ধরনের ভুয়া অজুহাত দেয়া শুরু করল।।

১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২

কালা মনের ধলা মানুষ বলেছেন: কোয়ান্টামের অনেক সমস্যা। ওদের নামে অনেক কমপ্লেইন। আমি নিজেও বিরক্ত।

গতবার রক্তদিচ্ছি, আর কয়েকটা এসে কানের কাছে মশার মত পিন পিন করা শুরু করলো, ওদের মেথডের উপকারিতা নিয়ে। আমাকে ভর্তি করিয়েই ছাড়বে।

বিরক্তিকর। কিন্তু ব্লাড ফাউন্ডেশনে রেগুলার ডোনেট করতে পারছি, আপাতত এটাই ভাল লাগা।

ধন্যবাদ।

৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪

জাকারিয়া মুবিন বলেছেন: ড্রাকুলা কলিং, আই ওয়ান্ট ইউ টু ডোনেট ইউর ব্লাড।

সচেতন পোস্ট। ++++++++++

১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২

কালা মনের ধলা মানুষ বলেছেন: তোর যে স্বাস্থ্য, এক ব্যাগ দিলে তোরে আরো দুই ব্যাগ অক্সিজেন দেয়া লাগবো !! হাহাহাহাহা


ধইন্যা দোস্ত।

৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২১

আফিফা মারজানা বলেছেন: ভালো লাগলো

১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

কালা মনের ধলা মানুষ বলেছেন: ধন্যবাদ মুহাম্মাদের মা।

৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: খুবই ভালো লাগল। প্লাস।

১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

কালা মনের ধলা মানুষ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ বন্ধু।

৮| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

কালো ঘোড়ার আরোহী বলেছেন: ভালো লাগলো লেখাটা।

১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

কালা মনের ধলা মানুষ বলেছেন: জেনে অনেক খুশী হলাম ভাই। ধন্যবাদ।

৯| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

তন্ময় ফেরদৌস বলেছেন: ++++++

১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

কালা মনের ধলা মানুষ বলেছেন: ধন্যবাদ।

১০| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

মোঃ আসিফুল হক বলেছেন: রক্তদান যে কতটা মহৎ আর কতটা গুরুত্বপূর্ণ সেইটা আপনজন কারো লাগ্লে খুব ভালভাবেই বোঝা যায়। খুব ভাল লেখা। ++++

১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

কালা মনের ধলা মানুষ বলেছেন: আর যদি রাস্তায় রাস্তায় ঘুইরাও রক্ত না পাওয়া যায়, তখন যে কেমন লাগে !! আহারে!!

সবাই যাতে প্রয়োজনের সময় রক্ত পায়, এই কামনা।

১১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

নিওফাইটের রাজ্যে বলেছেন: বসে লিখছে, ভাল না লাইগা পারে? B-)) B-)

সুঁই ভয় পাই :| :(

১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

কালা মনের ধলা মানুষ বলেছেন: ভালো লেখা? সেটা বলতে পারিনা !! তবে পাঠক টা কে সেইটা তো আগে দেখতে হবে !! হাহাহাহা, থ্যাঙ্কস, প্রিয় নিওফাইট।

ভয় পাওয়ার কিছু নাইরে ভাই, পিপড়ার কামড়। আর কিছুনা।

১২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

হাসান মাহবুব বলেছেন: সচেতনতামূলক লেখার এমন ব্যতিক্রমী উপস্থাপন নিঃসন্দেহে মানুষের মনে বেশি দাগ কাটবে। খুব ভালো লিখসেন।

রক্ত দিলে আমার ভালো লাগে। মানসিক প্রশান্তি কাজ করে আর সম্ভবত কিছুটা প্রেসারও রিলিজ হয়। কিন্তু দুঃখের কথা হল গত বছর আমাকে তিনবার রক্ত দেয়ার জন্যে ডাইকা পরে রক্ত লাগবো না বৈলা কেক্কুক খাওয়াইয়া বিদায় কৈরা দিসে। ঐরকম সময়ে রক্ত টগবগ কৈরা ফুটতে থাকে!

১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

কালা মনের ধলা মানুষ বলেছেন: হামা ভাই, একটা ডার্ক হিউমার টাইপ লেখা লেখার ট্রাই মারলাম। একটু ব্যাতিক্রমী। আপনার প্রশংসা পেয়ে শান্তি পাইলাম। থ্যাঙ্কস ভাই।

মেরী পপিন্স'কে আদর দিবেন আমার পক্ষ থেকে।

১৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

গেমার বয় বলেছেন: নি:সন্দেহে এইটা অনেক ভাল কাজ, কিন্তু এখন পর্যন্ত দেয়া হয় নাই। দেখা যাক সামনে কি করা যায় !!! :) B-) B-)

১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

কালা মনের ধলা মানুষ বলেছেন: দিয়ে ফেলেন একবার সাহস করে গেমার। নিশ্চিত করে বলতে পারি, অদ্ভুত ভালো লাগবে।

১৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

খায়ালামু বলেছেন: রক্ত দিমু
মুই কি ডরাই সখি??? =p~ :P

১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

কালা মনের ধলা মানুষ বলেছেন: সাব্বাশ। দ্যাটস দ্যা স্পিরিট !!! :P

১৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

ক্লান্তিহীন পথচারী বলেছেন: দারুণ প্রচারণা। +++

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৪

কালা মনের ধলা মানুষ বলেছেন: ভালো লাগায় সার্থক।

১৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:
সচেতনতামূলক লেখার এমন ব্যতিক্রমী উপস্থাপন নিঃসন্দেহে খুব ভালো।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

কালা মনের ধলা মানুষ বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশী হলাম কান্ডারী ভাই।

ধন্যবাদ।

১৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২২

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার পোস্ট ।। প্লাসায়িত :)

ঢাকা বিশ্ব বিদ্যালয় এ বাঁধন নামে একটা সংগঠন আছে , সেখানে ফ্রেশ ব্লাড পাওয়া যায়

সন্ধানী তে বিশ্ব বিদ্যালয় এর প্রথম বর্ষ থেকে প্রতি চার মাস পর দেয়া সুরু করেছিলাম , ৩য় বর্ষে র পর প্রয়োজনে দিতাম। বেবি হবার পর দেয়া বন্ধ , দীর্ঘ বিরতির পর ২০১০ এ ছোট বোন কে দিলাম :)

সত্যি স্বর্গীয় অনুভূতি ...।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৮

কালা মনের ধলা মানুষ বলেছেন: মনিরা আপু, আপনাকে ধন্যবাদ।

বাধনের আর সন্ধানীর নাম শুনেছি অনেক। আমার এক বন্ধু সিলেট মেডিকেল সন্ধানীর সভাপতি ছিল।

আসলে শুধু রক্ত দিতে পারা নয়, কাউকে সাহায্য করতে পারার অনুভূতিটাই স্বর্গীয়। আশা করি, আপনার বোন ভালো আছেন এখন। সাথে আপনার বেবীটাকে আদর।

১৮| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: আপনি যে সত্যই ধলা মনের মানুষ সেই ধারনাটা আজ আরো ভালোভাবে পোক্ত হলো।একটা সুন্দর মেসেজ গল্পে গল্পে দিয়ে গেলেন।মানুষের বিপদে পাশে দাড়ানোর এই মানসিকতাকে স্যালুট জানাই এবং আপনার লেখা পড়ে অনুপ্রানিত হয়ে প্রমিজ করলাম দেশে আসলে নিয়মিত রক্ত ডোনেট করবো ইনশাআল্লাহ।
পোস্টে সহস্র ভালোলাগা এবং শুভকামনা।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১

কালা মনের ধলা মানুষ বলেছেন: মাশাআল্লাহ এবং আলহামদুলিল্লাহ। প্রিয় ব্লগারকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভ কামনা। আমাকে ধলা বলেছেন বলে নয়, আপনার শুভ মানসিকতার জন্য।

আল্লাহ, আপনার মনের ইচ্ছা পূরন করুক। আমাদের সবাইকে ভালো কাজের তাওফিক দান করুন।

অনেক ভালো থাকুন চেয়ারম্যান।

১৯| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

ই=এমসিস্কয়ার বলেছেন: প্রথম রক্ত দিয়েছিলাম নটরডেম কলেজে, সন্ধানীর ক্যাম্পে......একটু একটু ভয় আর ক্লান্তি (ল্যাব শেষ করে এমনিতেই ক্লান্ত ছিলাম) ছারা কোন অনুভুতি কাজ করে নাই

শহীদুল্লাহ হলে প্রথম এক বন্ধুর আত্মীয়কে রক্ত দেই, সেদিন প্রথম পেয়েছিলাম রক্তদানের সত্যিকারের স্বাদ

পরবর্তিতে বাধন, শহীদুল্লাহ হলের সাথে কাজ করতে গিয়ে মশা, ড্রাকুলা কিংবা ছারপোকা উপাধি পেয়েছি বন্ধু, বড়ভাই আর ছোটভাইদের কাছ থেকে........এটাকে সবসময় আমার কাজের স্বীকৃতি হিসেবেই নিয়েছি.......

ভাগ্যক্রমে, আমার বউও একজন স্বেচ্ছায় রক্তদাতা .......সে হিসেবে আমরা রক্তদাতা পরিবার :D

আমি কোন ক্যাম্পে রক্ত দেয়ার চেয়ে সরাসরি রোগী কে রক্ত দিতে স্বচ্ছন্দবোধ করি, শান্তি পাই.........ভাল লাগে এই ভেবে যে, প্রতিবছর ব্লাড ব্যাংকে নস্ট হওয়া রক্তের মধ্যে অন্তত আমারটা নাই........

আমি এখনো সুই দেখে ভয় পাই, তবুও দাতে দাত চেপে শরীরে সুই ঢুকতে দেই। রক্ত দেয়া আসলেই বড় কোন ব্যাপার না......তবে আমার আপনার এই সামান্য ব্যাপারটাই অন্যের জীবন বাঁচাতে পারে, ভাবলেই কি অদ্ভুত একটা ভালোলাগা অনুভব করবেন.........আর একবার এই অনুভুতির স্বাদ পেলে কেউ আর আপনাকে রক্ত দেয়া থেকে বিরত রাখতে পারবে না গ্যারান্টি দিলাম

চমতকার লেখার জন্য রুমীকে ধন্যবাদ আর ++++++++++++

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩

কালা মনের ধলা মানুষ বলেছেন: শামীম ভাই, আপনি আমার খুবই প্রিয় একজন মানুষ! যদিও আপনার সাথে আমার কথা হয়েছে খুব কম। তারপরেও আপনার পারসোনালিটি আর আপনার সম্পর্কে শোনা গল্প (আপনার বউ আর শ্যালিকাদের কাছ থেকে), আপনাকে আমার প্রিয় একজন বানিয়ে দিয়েছে। তাই আপনার কাছ থেকে পাওয়া যেকোন প্রশংসা বাক্য আমাকে অনুপ্রানিত করে অনেক বেশি।

প্রথম রক্ত দেয়ার অনুভূতি আসলে উতেজনার বশে আমার মনেই নেই। কিন্তু এখনো প্রতিবার রক্ত দেয়ার সময় সেই উত্তেজনা অনুভব করি।

"রক্ত দেয়া আসলেই বড় কোন ব্যাপার না......তবে আমার আপনার এই সামান্য ব্যাপারটাই অন্যের জীবন বাঁচাতে পারে, ভাবলেই কি অদ্ভুত একটা ভালোলাগা অনুভব করবেন.........আর একবার এই অনুভুতির স্বাদ পেলে কেউ আর আপনাকে রক্ত দেয়া থেকে বিরত রাখতে পারবে না গ্যারান্টি দিলাম"

শতভাগ সহমত।

আর আপনার বউ'য়ের কাছ থেকে প্রতিবার দুই ব্যাগ করে রক্ত নেয়া উচিত !! হাহাহাহা

২০| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর পোস্ট +

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৪

কালা মনের ধলা মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই।

২১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫২

~বলবীর~ বলেছেন: ভালই লিখেছেন।

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৪

কালা মনের ধলা মানুষ বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

২২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৪

বনলতা মুনিয়া বলেছেন: রক্ত দিমু

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৫

কালা মনের ধলা মানুষ বলেছেন: দিয়ালান

২৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩

অনির্বাণ তন্ময় বলেছেন:
লুকিং ফর ড্রাকুলা

+++++++

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭

কালা মনের ধলা মানুষ বলেছেন: হিয়ার আই এম।

:)

২৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

ঘুড্ডির পাইলট বলেছেন: ছোটকালে হাত পা কেটে গেলে রক্ত পুনরায় খেয়ে ফেলতাম এক ফোটা রক্তও অপচয় করতে রাজী ছিলাম না। B-))


লেখার ইসটাইলটা পছন্দ হইছে । :D

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯

কালা মনের ধলা মানুষ বলেছেন: রাফাত ভাই, দুনিয়ায় এমন কোন কাজ কি আপনে করসেন, যা দুষ্টূমী ছাড়া? হাহাহাহাহাহাহা

থ্যাঙ্কস ভাই। একটা ডার্ক হিউমার টাইপের লেখা।

২৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

অকৃতজ্ঞ বলেছেন: স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচী গুলাতে মেডিকেল এর সুন্দরী আপুরা যখন সুঁই নিয়া বসে থাকে তখন তো রক্ত দিতে ইচ্ছাই করে!কিন্তু পরে যে ইয়া মোটা কালা ভাইয়া গুলা আসে?রক্ত সুঁই দিয়া টেনে নিবে না আমাকেই টুথপেস্ট এর টিউব এর মতো টিপে টিপে রক্ত বের করবে ওইটা বুঝে উঠতে পারিনা বলেই আর রক্ত দেয়ার সাহস পাই না।

আফসোঃ! একটা কিছু বুদ্ধি দিয়েন। :(
চমৎকার লেগেছে লেখা।প্লাস এবং শেয়ারড। :)

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২২

কালা মনের ধলা মানুষ বলেছেন: হাহাহাহাহাহাহা, দারুন বলসেন। আমি যে সুন্দরী আপুদের দেখে একবিন্দু মোটিভেটেড হইনি, তা বললে অবশ্য মিথ্যা বলা হবে !! ;)

তবে রক্ত নেয়ার সময় কালা হোক, ধলা হোক, সব ভাইয়া আর আপুরাই মিষ্টী মিষ্টী কথা বলে !! চিন্তা কইরেন না, আল্লাহ ভরসা !!

থ্যাঙ্কস।

২৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

শীলা শিপা বলেছেন: খুব ভাল লিখেছেন।আমি রক্ত দেখতে পারি না, ভীষন ভয় লাগে।

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪

কালা মনের ধলা মানুষ বলেছেন: ধন্যবাদ।

রক্ত দেখার দরকার কি? দান করার সময় পিপড়ার কামড়ের মত সুঁই য়ের খোচাটা সহ্য করে অন্যদিকে তাকিয়ে থাকবেন !!

২৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২

আহসানুল কবির বরন বলেছেন: অসাধারন লাগল লেখাটা! নিঃসন্দেহে মানুষ রক্ত দিতে উৎসাহিত হবে লেখাটা পড়ে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে বিষয়গুলো উপস্থাপন করার জন্য। আমি নিয়মিত রক্ত দান এবং রক্ত সংগ্রহ করে দিয়ে থাকি। আমরা যারা ব্লাড ডোনেশন নিয়ে কাজ করি, তাদের সবার মনের কথা এগুলো।

জরুরি প্রয়োজনে মানুষ যেন খুব সহজে, কম সময়ে রক্ত পায়, সেই উদ্দেশে আমরা একটি অনালাইন ব্লাড ডোনার আর্কাইভ করেছি, যেখানে যে কেউ রক্তের প্রয়োজনে রক্তদানকারীদের তথ্য পেতে পারে এবং নিজে একজন স্বেচ্ছায় রক্তদানকারী হিসেবে নিবন্ধন করতে পারবে। সাইটটির লিঙ্কঃ স্বেচ্ছা

সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করলে এই সাইটে অনেক বড় একটি ডোনার ডাটাবেইস করা সম্ভব, যার সকল তথ্য সবার জন্য উন্মুক্ত।

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬

কালা মনের ধলা মানুষ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। এবং এই মহতী কাজের শরিক হওয়ায় আপনাকে এবং আপনাদের সবাইকে অভিনন্দন।

স্বেচ্ছা'র প্রতি রইল অনেক শুভ কামনা।

আমি লিঙ্ক টি পোস্টে যোগ করে দিচ্ছি।

২৮| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

মুদ্‌দাকির বলেছেন: শারিরিক সাধ্য থাকলে, অন্য কারো প্রয়োজনে, রক্তদেবার চেয়ে ভালো কাজ আর কি হতে পারে, আর শারিরিক সাধ্য থাকার পরও রক্ত দিতে অনিহা করা নিতান্তই বোকামি ...............

আপনি ভালো লিখেন, প্রয়োজনিয় বিষয়ে লিখেছেন, আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ।

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪

কালা মনের ধলা মানুষ বলেছেন: ঠিক বলেছেন ভাই। আপনার সাথে একমত পুরোপুরি।

আর প্রশংসার জন্য আপনাকেও ধন্যবাদ।

ভাল থাকুন।

২৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৩

অনন্ত আরেফিন বলেছেন: কন কী!!! আমি তো প্রায় সময়ই রক্ত দিয়া তারপরে একটা সিগারেট ধরায়া তারপর মানবতা উদ্ধার করসি ভাবতে ভাবতে রিকশায় উইঠা হলে ফিরি!! এই কাজ তাইলে আর করা যাবেনা!!

আর সিরিয়াসলি বলতে গেলে, যারা রক্ত দিতে ভয় পান কিংবা এখনো যাদের মধ্যে এই ব্যাপারে একটু ইতস্তত ভাব আছে তারা সাহস করে দিয়ে ফেলেন। কয়েকবার হয়ে গেলে এই ব্যাপারটা অনেকটা নেশার মতনই হয়ে যায়। তখন খালি ডোনেটই করতে ইচ্ছা করবে। পোস্টে ++

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭

কালা মনের ধলা মানুষ বলেছেন: অনন্ত ভাই, আপনে ভুইলা যাইয়েন না, আপনার নাম অনন্ত হইতে পারে, কিন্তু আপনে অনন্ত জলিল না !! তাই জলিলিয় কাজ কারবার দয়া কইরা কইরেন না। ;) শরীর খারাপ করতে পারে যেকোন সময়।

আর আসলেই রক্ত দেয়া খুব সহজ একটা ব্যাপার। নেশা হয়ে যায় একসময় রক্ত দিতে দিতে। সুন্দর বলেছেন।

অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

৩০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৭

নোমান নমি বলেছেন: যাষ্ট ফাটিয়ে দিয়েছেন। সচেতনতামূলক পোষ্টের এমন দারুন উপস্থাপন অসাধরণ। মনে হল একটা গল্প পড়লাম, পড়তে গিয়ে ভাবালেন, চিলতে হাসি বের করলেন এবং শেষে ফেসবুকে শেয়ার করিয়ে ছাড়লেন মিয়া। দারুন।

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮

কালা মনের ধলা মানুষ বলেছেন: প্রিয় নোমান ভাইয়ের কাছ থেকে এত সুন্দর প্রশংসা পেয়ে আপ্লুত !! থ্যাঙ্কস ভাই।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

৩১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫০

ধূসরধ্রুব বলেছেন: আমিও নিয়মিত রক্ত দিই । আমি রক্ত দিই একটি কারণে । ভাবি আমার রক্ত নিয়ে যদি কারো জীবন বাঁচে আমি নিশ্চিত উনি একদিন না একদিন কৃতজ্ঞতাভরে আমার কথা ভাববেন :)

নিয়মিত চার মাস পর পর রক্ত দিয়ে যাচ্ছি । এইতো ১৬ জানুয়ারী শেষবার রক্ত দিলাম :) যতদিন বাঁচব ইচ্ছা আছে এটা চালিয়ে যাওয়ার

আপনার অসাধারণ পোস্টটি পড়ে আরো অনেকেই রক্ত দিতে আগ্রহী হয়ে উঠুক এই প্রত্যাশাই করছি :)

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫

কালা মনের ধলা মানুষ বলেছেন: মাশাআল্লাহ। আপনার মানবিকতাকে স্যালুট।

আমরা এত বছর পরেও মাঝে মাঝেই কৃতজ্ঞতাভরে স্মরন করি সেই দুই হিন্দু ভদ্রলোকদের, যাদের রক্ত আমার বাবার জীবন বাঁচিয়েছিল।

আমিও মাঝে মাঝে ভাবি, ভাবতে ভাল লাগে আমার রক্তে কারো জীবন বেঁচে যাচ্ছে। স্বর্গীয় একটা অনুভূতি।

শুভ কামনা আপনার জন্য।

৩২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৪

স্তব্ধতা' বলেছেন: ঐ ফেরেশতা চাচাকে আমার সালাম।আর দারুন উপস্থাপনা আপনার, বরাবরের মতোই।হিউমার + বিষয় বস্তুর গভীরতার মিশেলে দারুন উপভোগ্য।অনেক প্লাস+++++++

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬

কালা মনের ধলা মানুষ বলেছেন: স্তব্ধতা ভাই, আপনার অসম্ভব সুন্দর মতামত গুলো সব সময় আমার কাছে স্পেশাল।

অনেক অনেক ধন্যবাদ।

৩৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩২

তন্ময়০১৩ বলেছেন: খুব সুন্দর।

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬

কালা মনের ধলা মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৩৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১২

ইকরাম উল্যাহ বলেছেন: ব্লাডি পোস্ট! :-/

আমার প্রথম রক্ত দেয়ার ঘটনা একটু অন্যরকম। আমি অনেক আগে থেকেই রক্ত দিতে চাচ্ছিলাম। আফসোস কেউ রক্ত নেবেই না, কোনবার ওজন কম হলে পরেরবারে দেখা যায় ডোনার মিলে গেছে। তার উপরে আমার রক্তের গ্রুপ ও+। এটা নাকি খুবই সহজলভ্য।

বছরখানেক আগে আমার এক শিক্ষকের ভগ্নিপতি জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। স্যার সব ক্লাসে লোক পাঠাচ্ছেন। রক্ত মিলছে না। একদৌড়ে স্যারের কাছে গেলাম। যথারীতি রক্ত দিলাম। আফসোস উনি বাঁচেন নি। বদনাম হয়ে গেল আমার রক্তে সমস্যা আছে। X((

মাসখানেক আগে আবার দিলাম। রোগী বন্ধুর পরিচিত। সিরিয়াস কিছু না। রক্তশুন্যতা শরীরে। তাই রক্ত লাগে। ভদ্রমহিলা বেঁচে আছেন। অপবাদও ঘুচল! :-0

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০

কালা মনের ধলা মানুষ বলেছেন: ব্লাডি পোস্ট !! হাহাহাহাহা

ধন্যবাদ ইকরাম ভাই।

ও পজেটিভ রক্ত যতই সহজলভ্য হোক না কেন, প্রয়োজনের সময় সহজে কিছুই খুঁজে পাওয়া যায় না, মাথা নষ্ট হয়ে যায়।

আর, এই ধরনের অপবাদ গুলো আসলে ফান করেও দেয়া উচিত না, যদিও আমরাও মাঝে মাঝে করি।

শুভ কামনা আপনার জন্য।

৩৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৮

অচিন.... বলেছেন: আমি নিয়মিত রক্তদান করি। লেখা ভাল্লাগছে

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০

কালা মনের ধলা মানুষ বলেছেন: মাশাআল্লাহ। খুব ভালো কাজ করছেন আপনি।

ধন্যবাদ।

৩৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ব্যতিক্রমী উপস্থাপনা - সচেতনতামুলক লেখার এরকম উপস্থাপনা চমতকার লাগলো !

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১

কালা মনের ধলা মানুষ বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশী হলাম মাসুম ভাই।

৩৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৮

আরজু পনি বলেছেন:

শিরোনাম দেখেই গতদিন পোস্টে ঢুকিনি, ভেবেছি কোন সিনেমা পোস্ট! এখন অফলাইনে পড়ে মনে হলো এখনই মন্তব্য করা উচিত।

আমি প্রথম রক্ত দিয়েছিলাম এইচএসসি পরীক্ষা দেবার কয়দিন পরেই...পরে যখন যার প্রয়োজনে সম্ভব হয়েছে দিয়েছি, এখন্ও কারো লাগলে দিতে দ্বিধা করি না। একবার রোজার মধ্যে রক্তদান করে ভার্সিটির বাসে অজ্ঞান হয়ে গিয়েছিলাম :P যদিও তা মিনিট খানেকের জন্যে। কিন্তু তাতে রোজা ভাংতে বাধ্য হয়েছিলাম।

আমার চেনা দু'জন আছে এ নেগেটিভ রক্তের (একজন শিক্ষক, একজন এ.এস.পি) , যারা যে কোন পরিস্থিতিতে রক্ত দিতে প্রস্তুত থাকে এমনকি রক্ত দানের পর একগ্লাস পানিও সেখান থেকে খেয়ে আসে না।

অসাধারণ পোস্ট! তবে শিরোনাম দেখে অনেকেই আমার মতো বুঝতে ভুল করবে।

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫

কালা মনের ধলা মানুষ বলেছেন: মাশাআল্লাহ, আরজুআপু, খুব ভালো কাজ করছেন আপনি।
আর রোজার মধ্যে একান্ত বাধ্য না হলে রক্ত না দেয়াই উচিত।

আমি একবার শুধু দুই লিটার জুস খেয়ে ইফতার করেছিলাম, তারপর রক্ত দিয়েছিলাম।

আমি কিন্তু রক্ত দেয়ার পর, জুস, কেক, বিরানী যাই খাওয়ায় খুব আগ্রহ করে খেয়ে ফেলি!! আমার মধ্যে সুশীলতা কম !! হাহাহাহা

শিরোনামের ব্যাপারে আমি ভেবেছিলাম, সবাই ভিন্ন কিছু দেখে আগ্রহী হবে!! এখন কি উলটো ব্যাপার হোল??

৩৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৬

নক্ষত্রচারী বলেছেন: চমৎকার হইসে !

ব্যাতিক্রম উপস্থাপনায় সচেতনতামূলক পোষ্ট । ভালো লাগা ।

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭

কালা মনের ধলা মানুষ বলেছেন: আপনার ভাল লাগায় সার্থক।

অনেক অনেক ধন্যবাদ।

৩৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬

প্রিয়তমেষূ বলেছেন: ভাই অসাধারণ লিখেছেন!!!

রক্ত দেয়া নিয়ে আমার নিজের একটা কাহিনী বলি আমি এ পর্যন্ত ১৮ ব্যাগ রক্ত দি্যেছি, এর মধ্যে পরিচিত ৩ জনকে দিয়েছিলাম ১ মাসের মধ্যে তিনজন ই মারা গিয়েছিলো, আমার ধারনা বাকি ১৫ জনের ও একই অবস্হা!!! তাই এখন পরিচিত কেউ হলে ব্লাড দেই না :( :( :(

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০

কালা মনের ধলা মানুষ বলেছেন: আপু, আপনাকে ধন্যবাদ প্রশংসার জন্য।

আর প্লিজ, ডিমোরালাইজড হবেন না কখনো। হায়াত মউত আল্লাহ পাকের হাতে। আপনার ব্লাড রিপোর্ট যদি ঠিক থাকে, তবে দুঃশ্চিন্তার কিছু নেই। সেই তিনজন মারা যাওয়া, শুধুই কাকতাল এবং দুর্ভাগ্যজনক ব্যাপার।

আমি নিশ্চিত বাকি ১৫ জন আল্লাহর রহমতে সহি সালামতে আছেন।

অনেক অনেক ভাল থাকুন।

৪০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৩

রিয়াজরানা বলেছেন: (y)

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১

কালা মনের ধলা মানুষ বলেছেন: এইটা কি দিলেন ভাই???

৪১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চরম লিখেছেন,ভাই।

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩

কালা মনের ধলা মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৪২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২০

ইনকগনিটো বলেছেন: মনটা ভালো করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫

কালা মনের ধলা মানুষ বলেছেন: আপনার মন ভালো করতে পেরে আমার মন টাও ভাল হয়ে গেল।

৪৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১

আমি ইহতিব বলেছেন: অনেক অনেক ভালো লাগলো এমন একজন মহান ড্রাকুলার পরিচয় পেয়ে, তিনএজে আমার খুব শখ ছিলো আমার বয়স ১৮ পার হবার পর আমি রক্ত দিবো, কিন্তু আফসোস আন্ডারওয়েট হওয়ার কারনে এই শখ আজো পূরণ হয়নি। :(

শুধুমাত্র একবার জীবনে স্বাস্থবতী হতে পেরেছি আর তা ছিলো মেয়ের জন্মদানের সময়, তখন উল্টা অন্যের রক্ত ধার নিতে হয়েছে, তাই এই শখ এখনও অপূর্নই আছে। আশা আছে ভবিষ্যতে আপনার মতো একজন ড্রাকুলা হওয়ার। স্যালুট জানাই আপনাকে।

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯

কালা মনের ধলা মানুষ বলেছেন: হাহাহাহাহা, তারমানে আপু, আপনি এখনো ১৮ পার হতে পারেন নি !! আপনাকে দেখে অবশ্য এখনো টিনএজারই লাগে !!

আল্লাহ, আপনার এই ড্রাকুলা হবার মহতী শখ পূরন করুক।

আপনার ও আপনার পরিবারের জন্য শুভ কামনা থাকলো।

৪৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫

আমি ইহতিব বলেছেন: ফেবুতে শেয়ার দিলাম।

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

কালা মনের ধলা মানুষ বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

৪৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭

মামুন রশিদ বলেছেন: রক্ত দিতে হলে শুধু গায়ে গতরে বড় হলেই হয়না। সদিচ্ছা থাকতে হয়, একটা পিপড়ার কামড় সহ্য করার মত সাহসীও হতে হয়।


রক্ত দিতে আমিও ভয় পাই । আমার ভেইন নাকি সরু, সূচ ঢুকাতে তাই ডাক্তারের বেশ কসরত করতে হয় । দুচার বার খুঁচাখুঁচি করার পর ভেইন পাওয়া যায় । তবুও রক্ত দেই ।

রক্তদানের মত একটা মহৎ উদ্যোগকে উৎসাহিত করার জন্য ধন্যবাদ ।

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩

কালা মনের ধলা মানুষ বলেছেন: ভেইন খুঁজে পাওয়া নিয়ে আমিও একবার যন্ত্রনায় পড়েছিলাম। খুব কষ্ট পেয়েছিলাম সেবার।

আপনার সুন্দর মন্তব্য পেয়ে খুশী হলাম , মামুন ভাই। ধন্যবাদ। ভাল থাকবেন।

৪৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮

মদন বলেছেন: +++++++++++++

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪

কালা মনের ধলা মানুষ বলেছেন: ধন্যবাদ।

৪৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০

সাধারণমানুষ বলেছেন: এখনো রক্ত দেবার সুযোগ বা সাহস হয় নাই :#) তবে সামনে ডেবার ইছ্ছাটা বেশ জোরালো এখন

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬

কালা মনের ধলা মানুষ বলেছেন: রক্ত দিতে সাহস এবং সদিচ্ছা দুটোই দরকার। এমন একটা মানব সেবা মূলক কাজে পিছিয়ে থাকবেন না ভাই।

৪৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭

শিপন মোল্লা বলেছেন: চমৎকার পোস্ট, পোস্ট হয়তো এমনি হয়া উচিত। ধন্যবাদ ব্রো।

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭

কালা মনের ধলা মানুষ বলেছেন: এত চমৎকার মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আবুশিথি।

৪৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০

লাবনী আক্তার বলেছেন: শুধু ভালো নয় অনেক ভালো লাগল।

আমি একবার একজন কে রক্ত দিয়েছিলাম। এক ব্যাগ রক্তের জন্য অপারেশান হচ্ছিল না। তারপর আমি তাকে রক্ত দেই। রক্ত দেয়ার পর আমিও অসুস্থ হয়ে গিয়েছিলাম। :( :(

আমকে হসপিটাল থেকে বলা হয়েছে আমি আর রক্ত দিতে পারবনা। তাই ইচ্ছে হলেও এখন আর দিতে পারিনা। :( :(

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২

কালা মনের ধলা মানুষ বলেছেন: আহারে, থাক, সবাই শারীরিক ভাবে রক্ত দেয়ার জন্য ফিট থাকেনা। আপনি ইনশাআল্লাহ, আপনার মানুষের জন্য এই উপকারটুকু অন্যকোন ভাবে পালন করতে পারবেন।

ভালো থাকুন, আপনার জন্য শুভ কামনা রইল।

৫০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২

সাদরিল বলেছেন: লেখাটা সবার পড়া উচিত।আমাদের ফেসবুক পেইজে শেয়ার দিলাম

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

কালা মনের ধলা মানুষ বলেছেন: থ্যাঙ্কস সাদরিল।

৫১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১

মহামহোপাধ্যায় বলেছেন: ইকরাম উল্যাহ বলেছেন: ব্লাডি পোস্ট!


হাঃ হাঃ হাঃ হিউমারের ছড়াছড়ি।

ভিন্ন আঙ্গিকে চমৎকার করে উপস্থাপন করেছেন ভাইয়া। মুগ্ধ হয়ে পড়লাম। তবে আমার কপাল খারাপ যতবার রক্ত দিয়েছি তার চেয়ে বেশি বার দিতে গিয়ে শুনেছি আমি রিজার্ভ বেঞ্চে। তারপরও দেয়ার চেষ্টা করি। আর রক্ত দেয়ার পর রোগীর আত্মীয় স্বজন কৃতজ্ঞতার ঠেলায় মাঝে মাঝে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে।

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২২

কালা মনের ধলা মানুষ বলেছেন: আমি নিজে হিউমার পছন্দ করি। তাই সেভাবে লিখতেও চেষ্টা করি। আর কেউ এপ্রিশিয়েট করলে খুশীতে আত্মহারা হই।

অনেক ধন্যবাদ।

রিজার্ভ বেঞ্চে থাকার অভিজ্ঞতা এখনো হয়নি। আর আত্মীয় স্বজন কৃতজ্ঞতা বশত যা করে, খুবই উপভোগ করি !! নিজেকে ব্যাপক তালেবর মনে হয় !! হাহাহাহা

৫২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

ই=এমসিস্কয়ার বলেছেন: আমার বন্ধু এবং দীর্ঘদিনের রুমমেট আযাদ, এলার্জির কারনে কখনোই রক্ত দিতে পারে নাই.......নিজের এই অক্ষমতা ঘুচাতে, ও অন্যদের মোটিভেট করত........শহীদুল্লাহ হল বাধনের হয়ে ও শত শত ব্যাগ রক্ত সংগ্রহ করেছ........প্রায়ই দেখা যেত ও ডোনার লিস্ট নিয়ে রুমে রুমে ঘুরছে, আর অনুনয় করছে, মনে হত যেন ওর কোন নিকট আত্মীয়র জন্য রক্ত দরকার........অথচ রোগী বা আর স্বজনকে ও চেনেই না, দেখেও নি কোনদিন......... এমনকি পরীক্ষার দিন সকালেও অরে ছুটাছুটি করতে দেখেছি.......

অল্প কয়েকজন আযাদ থাকলেই ষোল কোটির এই দেশে মাত্র চার লাখ ব্যাগ রক্তের অভাব হবে না, হতে পারে না...

এসো ভাই, এসো বোন
রক্ত দিয়ে বাচাই জীবন

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

কালা মনের ধলা মানুষ বলেছেন: আল্লাহ দুনিয়াতে কিছু পাগল বানিয়ে ছেড়ে দিয়েছেন। যারা সব সময় শুধু মানুষের সেবার কথাই মনে রাখে। এইসব পাগলা দের জন্যই দুনিয়াটা এত স্বার্থপর হলেও মাঝে মাঝে অদ্ভুত ভালো লাগে।

আযাদ ভাইকে স্যালুট।

অল্প কয়েকজন আযাদ থাকলেই ষোল কোটির এই দেশে মাত্র চার লাখ ব্যাগ রক্তের অভাব হবে না, হতে পারে না...

এসো ভাই, এসো বোন
রক্ত দিয়ে বাচাই জীবন

৫৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

মাহী ফ্লোরা বলেছেন: খুব খুব ভাল লিখেছেন। আমি অবশ্যই রক্ত দিতে চাই।

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

কালা মনের ধলা মানুষ বলেছেন: মানুষকে সাহায্য করার এত চমৎকার একটা উদ্যোগে পিছিয়ে থাকবেন না আপু।

অতি স্বত্তর মহিলা ড্রাকুলা হয়ে যান !!

৫৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২

megher_kannaa বলেছেন: ডিসেম্বর ৫ , ১৯৯৮। আমর যমজ ভাইদের জন্ম দিতে গিয়ে আম্মাজান কোমায় চলে যান। জরুরী ৪ ব্যাগ ও পজেটিভ রক্তের দরকার ছিল। শবেবরাতের রাত কত লোক কিন্তু ও পজেটিভ রক্ত নাই। ১৮ না হওয়ার পরও আমি গ্রুপিং করাই।দুর্ভাগ্য মিলল না। সেদিন বুঝেছি রক্ত কী জিনিস। আমার জীবনের এক ভয়াল রাত।
সেদিনই সিদ্ধান্ত নেই ১৮ বছরের জন্মদিন পালন করব এক ব্যাগ রক্ত দিয়ে। কিন্তু তখন নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টে ব্যবস্থা না থাকায় ঠিক তার ৬ মাস পর ঢাকার রেড ক্রিসেন্ট খুঁজে বের করে রক্ত দিয়ে আসি।
আর তারপর থেকে চলছে................
নিজের অভিজ্ঞতা তোমার ব্লগে শেয়ার করলাম এই ভেবে যদি কেউ পড়ে উৎসাহিত হয়। আর তোমার লেখার ব্যাপারেতো নতুন করে কিছু বলার নাই।বরাবরের মতই অসাধারণ :)

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

কালা মনের ধলা মানুষ বলেছেন: তোমাদের পরিবারের সেই ভয়াবহ দূর্যোগের কথা শুনেছি। আল্লাহর কাছ শুকরিয়া, তিনি সহি সালামতে বিপদ পার করিয়ে এনেছেন। এখন তো ইশ্রাক, ইয়ামান; মাশাআল্লাহ কত বড় হয়ে গিয়েছে!!

সবাই তোমার মত মনমানসিকতা ধারন করুক। টিনএজার রা ঠিক তোমার মতই নিজের ১৮ তম জন্মদিনকে স্মরনীয় করে রাখুক।

অনেক অনেক শুভকামনা।

৫৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

মুনতা বলেছেন: দারুণ পোস্ট।
+++

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

কালা মনের ধলা মানুষ বলেছেন: থ্যাঙ্কস মুনতা।

৫৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

ইকরাম উল্যাহ বলেছেন: ই=এমসিস্কয়ার এর কথায় আমার ক্লোজ ফ্রেন্ড ইসমাইলের কথা মনে পড়ল। ওর আর আমার রক্তের গ্রুপ একই, বেচারার ফুসফুসটা ফুডা! তার উপর এমন কোন স্পোর্টস ইনজুরি নাই যা ওর সাথে হয় নাই। বেচারা রক্ত দিতে পারে না কিন্তু মানিব্যাগে ডোনারের তালিকা নিয়ে ঘুরে। যারে পায় তারে ধরে। ওর নিজের একটা ডাটাবেজ আছে। মানুষজনের সাথে পরিচিত হলে রক্তের গ্রুপ জিজ্ঞেস করে। আরেকজনের কথা না বললেই না, আমার এককালের সিইউও মজিব স্যার। বেচারা নিজের নেমপ্লেটের সাথে এ+ লিখে রাখত! এমনকি লতার উপ্রের পাতার আত্মীয়ের বউয়ের রক্ত লাগবে, স্যার হাজির দলবলসহ। এ- লাগবে সমস্যা নাই, "আব্দুল এক্ষনি হাসপাতালে আসো"

ভাই এই রকম লোকগুলা আছে বলেই এখনো, রক্তের অভাবে কম লোকই মারা যায়। আমি গণ্ডিতে কাউকে রক্তের অভাবে মরতে দেখি নি(কারন আমরা সবাই ও+)। তবে অসুবিধা আছে। বড় রকমের দুর্ঘটনায় রক্ত খুবই দরকার হয়। তখন টানাটানি লেগে যায়।

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

কালা মনের ধলা মানুষ বলেছেন: ওই যে বললাম, আল্লাহ এরকম কিছু পাগলা বানিয়ে দুনিয়াতে ছেড়ে দিয়েছেন, যারা শুধু মানুষের উপকারেই নিজেদের উতসর্গ করে।

ইসমাইল ভাই, মুজিব স্যার - এইসব পাগলাদের স্যালুট জানাই।

৫৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৫

*কুনোব্যাঙ* বলেছেন: ভালো লাগল। স্বেচ্ছায় রক্তদানের ব্যাপারে এদেশের মানুষ অনেক উদার এবং আন্তরিক।

+++++++++++

২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৪

কালা মনের ধলা মানুষ বলেছেন: শুধু জোর করা লাগে, এই যা !!

নারে ভাই, এই ব্যাপারে এখনো মানুষ অনেক বেশি অসচেতন।

৫৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
খুবই ভাল লাগল।

২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৬

কালা মনের ধলা মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ স্বর্ণা।

৫৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন একটা লেখা এবং তার উপস্থাপনা।
দারুন ভাই। আমার রক্তের গ্রুপ বি পজেটিভ। কারো কখনও লাগলে আওয়াজ দিবেন।

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫

কালা মনের ধলা মানুষ বলেছেন: ধন্যবাদ জাদীদ ভাই।

ভালো থাকবেন। আর জরুরী প্রয়োজনে আপনার কথা ভুলবো না।

৬০| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮

মেহেরুন বলেছেন: চমৎকার পোস্ট ভাইয়া :) আল্লাহ্‌ তোমার মঙ্গল করুক। ++++

আমি অনেকবার চেয়েছি রক্ত দিতে কিন্তু আমার তো কিছু অসুখ বিসুখ আছে যা আজীবন থাকবে, তাই নেয় না :(( :(( :((

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭

কালা মনের ধলা মানুষ বলেছেন: শোনো মেহেরুন আপু, কেউ ডাক্তার হয়ে, কেউ ইঞ্জিনিয়ার হয়ে আবার কেউ আমার মত গার্মেন্টস কর্মী হয়েও মানুষের উপকার করে। তুমি নাইলে রক্ত না দিয়ে হোক অন্য হাজারো সহমর্মিতা দিয়ে মানুষের জন্য কিছু করলে!!

আল্লাহ তোমার আর তোমার পরিবারের মঙ্গল করুন।

৬১| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫

ইখতামিন বলেছেন: চমৎকার.........

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭

কালা মনের ধলা মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৬২| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

সুস্ময় পাল বলেছেন: ব্যতিক্রমধর্মী লেখা। ভাল লাগল। :) :)

রক্ত দিতে খানিকটা ভয় কাজ করে। কখনো দিইনি। কয়েক মাস আগে কোন কাজে ডাক্তারের কাছে গেছিলাম। সে ডাক্তার রুটিনমাফিক ব্লাড টেস্ট করতে দিল। পরে যখন সিরিঞ্জ ফুটিয়ে রক্ত নিচ্ছিল ... তখন প্রাণপনে স্বাভাবিক থাকার চেষ্টা করছিলাম। তখনই বুঝতে পারি ... সামান্য রক্ত দিতে গিয়েই যদি এই অবস্থা হয় আমার, তাহলে অন্যদের মত এক ব্যাগ রক্ত দান করতে গেলে ত মাথা ঘুরিয়ে পড়ে যাব। :-& :-& :| :|

তবে ভবিষ্যতে চান্স পেলে রক্ত দেবার ইচ্ছা আছে। :)

ও ভাল কথা। কয়েকদিন আগে ইণ্ডিপেণ্ডেণ্ট টেলিভিশনে 'তালাশ' দেখছিলাম। এটা আমির খানের মুভি না ... ঐ আরকি, বিভিন্ন হাবিজাবি ইনভেস্টিগেট করে। ঐদিনের পর্ব ছিল রক্ত দানের ব্যাপারটা নিয়ে। অনেকে নাকি রক্ত নিয়ে রীতিমত ব্যবসা করে। ধরুন ... আমি-আপনি রক্ত দিলাম। বিনামূল্যেই দিলাম। অনেকে পরবর্তীতে সেটা উচ্চমূল্যে বিক্রী করে দেয়। আবার অনেকে রক্ত 'বানিয়ে' সেটা বিক্রি পর্যন্ত করে! :-& :-& :-&

কাজেই, আমার মনে হয় ... কেবল রক্ত দিলেই হবে না, সেটা শেষ পর্যন্ত রোগীর কাছ পর্যন্ত যাচ্ছে কিনা, সেটাও খতিয়ে দেখার মত ব্যাপার। :)

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮

কালা মনের ধলা মানুষ বলেছেন: প্রশংসার জন্য ধন্যবাদ সুস্ময় ভাই।

রক্ত দেয়া আসলে কিছুটা সাহসের ব্যাপার তো বটেই। অনেকেই আমরা রক্ত সহ্য করতে পারিনা কিম্বা সুঁই ভয় পাই। মনের জোর আর সদিচ্ছা থাকলে এই ভয়টা হয়তো অতিক্রম করা সম্ভব। তবে জোর করে করতে গেলে হয়তো ওই মিনহাজ ভাইয়ের মত অবস্থা হতে পারে। শরীর খারাপও করতে পারে। এমন অবস্থায় না দেয়াই উচিত। আপনি নিজের অবস্থা আগে ভালো মত পর্যবেক্ষন করে তারপর রক্তদান করবেন আশা করি।

আপনার সদিচ্ছা আল্লাহ পূরন করুক এই কামনা করি।

আর যে ব্যাপারটি বললেন রক্ত ব্যাবসা নিয়ে তা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এ বিষয়টি নোটিফাই করায় আপনাকে ধন্যবাদ। কিন্তু আমরা যারা সাধারন ডোনার, তাদের পক্ষে কি এতটা ইনভেস্টিগেট করা সম্ভব? রক্ত প্রসেসিং, সংরক্ষনের চার্জ এবং রক্তের স্পেশালাইজড ব্যাগের দামটাই সাধারনত রাখা হয় রক্ত বিক্রি করার ক্ষেত্রে। তবে এ নিয়ে ভয়াবহ ব্যাবসা যে হচ্ছে না, তা না।

তাই আমাদের প্রতিষ্ঠিত কোন প্রতিষ্ঠানেই ডোনেট করা উচিত, কিম্বা রোগীকে সরাসরি।

সুন্দর এবং গঠনমূলক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।

৬৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭

অভি৯১৭৫ বলেছেন: আমি নিজে ৭ বার দিছি, এবং আজীবন দিয়ে যাবো, লাইক এ বস :P

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১

কালা মনের ধলা মানুষ বলেছেন: সালাম বস !!

অনেক অনেক শুভ কামনা।

৬৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯

মাথাল বলেছেন: ইউ দ্যা ফাটাই দিছেন।

বাহবা....।

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

কালা মনের ধলা মানুষ বলেছেন: থ্যাঙ্কু দ্যা ধইন্যা !!

৬৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭

ফ্রাস্ট্রেটেড বলেছেন: আমার ভয়াবহ শুকনা এক বন্ধু (কোয়ান্টাম মেথডে মেথডিত হয়ে সে সফট ড্রিঙ্কস ছেড়ে দিয়েছে, কিন্তু হার্ড ড্রিঙ্কস ধরে রেখেছে) নিজের ওজন বাড়াতে দু তিনটা হাফ প্যান্ট আর কয়েক প্রস্থ জামা কাপড় পড়ে নিত; শুধু রক্ত দিতে যাবার সময়। তাকে দেখেই আমি সাহসী হয়েছিলাম নিয়মিত রক্তদাতা হতে। বন্ধু তো আসল চিজ !!!!

যে কখনো রক্ত দান করে নাই, সে বুঝবে না, কী ভয়াবহ রকমের একটা ভাললাগা কাজ করে দানের মাঝে। সারা বছর খারাপ কাজ করি তো, এইজন্য ৪ মাস অন্তর অন্তর একটা ভাল কাজ করার জন্য হাহাকার করে বুক।

আর, মনে পড়ে, ভার্সিটিতে থাকার সময় স্বেচ্ছাসেবী হিসেবে যখন ঢামেকে থাকা ট্রাক ড্রাইভারের জন্য রক্তের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়িয়েছিলাম, তখন এক বন্ধুর রক্ত না দেয়ার যুক্তি "ভাল্লাগতেসে না" শুনে তাকে কী পরিমাণ গালিগালাজ করেছি।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১২

কালা মনের ধলা মানুষ বলেছেন: অসম্ভব সুন্দর বলেছেন রে ভাই। আমিও ঠিক একই কারনে মোটিভেটেড হই মাঝে মাঝে। কৃতজ্ঞতাবোধ আর প্রায়শ্চিত্ত।

আর কিছু কিছু বন্ধুদের কথা আর নাই বা বললাম, লজিকের তোড়ে উড়ে যাই !!

৬৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আপনার উপস্থাপন সত্যি অসাধারন। অনেক অনেক ভালো লেগেছে। বাস্তবেই আপনি একজন ধলা মনের মানুষ। আমিও রক্ত দিতে চাই, কিন্তু ভয়ও করে। তারপরও দুবার দিছি। পোস্টে অসংখ্য অসংখ্য প্লাস।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫

কালা মনের ধলা মানুষ বলেছেন: আপনার প্রশংসায় আপ্লুত হলাম সত্যিই। অনেক অনেক ধন্যবাদ ভাই।

দুইবার রক্ত দেয়ার পরে ভয় কেটে যাবার কথা তো !! তারপরেও আপনার সাহসিকতা ও মানবিকতা প্রশংসার দাবীদার।

৬৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮

ভাঙ্গা ডানার পাখি বলেছেন: এই লেখাটা পড়ার পরে আমার প্রোফাইল ইনফোতে রক্তের গ্রুপটা অ্যাড করে দিলাম। আমার রক্তের গ্রুপ এ পজেটিভ। যশোর থাকি। এই গ্রুপ এবং অন্য কোন গ্রুপের রক্তের যদি প্রয়োজন হয় তবে অবশ্যই যোগাযোগ করবেন। আমার ফেসবুক লিঙ্ক দেয়া আছে প্রোফাইলে।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭

কালা মনের ধলা মানুষ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ভাই। ইনশাআল্লাহ, যেকোন প্রয়োজনে আপনার সহযোগিতা কামনা করবো।

আপনার মানবিকতায় অনেক মানুষ উপকৃত হোক, এই শুভকামনা থাকলো।

৬৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৫

নিশম বলেছেন: প্রথম রক দেই পিজিতে, ফ্রেন্ডের মামীর ডেঙ্গু। বিশাল ভয় পাইছি, বলতে লজ্জা নাই। সেই দেয়ার পর থেকে আর বন্ধ নাই। ৬বার দিলাম এ পর্যন্ত, বন্ধু বান্ধবদের মধ্যে সবচেয়ে সিনিয়ার, ভাবতে ভালো লাগে। আমার গ্রুপে যতোগুলা পোলাপান আছে, সব গুলাকে রক্ত দিতে উতসাহ ও শেষে বাধ্য করেছি, এবং তারা প্রত্যেকে এখন রেগুলার রক্তদাতা। মাস খানেক আগে চারুকলায় ৪-৫টা বন্ধু এসে আমাকে ফোন দিলো, "তুই কই?", আমি বললাম, সন্ধানীতে, দেখা করে যা। সব গুলাকে ব্লাড দেয়ালাম, এবং তারা সবাই এখন নিয়মিত ব্লাড দিবে বলে কথা দিয়েছে। এক তামিল বন্ধুকে ব্লাড দেয়ার ব্যাপারে bওঝানো পরে সে আমাকে বলে, " when can i donate again? next week?" একটাবার যে দিয়েছে, সেই স্বাদ পেয়েছে, মানুষের জীবন বাঁচানোতে যে আনন্দ, এটা আর কিছুতে নাই। :)

তবে, একবার একজনকে লাথি মারতে ইচ্ছে করছিলো। এক জিম করনে ওয়ালা সেই বডি-মাসল ওয়ালা একজন এসে হাউ মাউ লাগিয়েছে, ও পজেটিভ লাগবে। সে তার ভাই এর সন্ধানী কার্ড দেখালো, নিয়মিত রক্ত দেয়, এই সেই ! তার মা'র অপারেশন, রক্ত লাগবে, দিতেই হবে ! একটা ব্যাগ ও নাই, এদিক ওদিক ফোন করা শুরু করলাম। কি মনে করে যেনো জিজ্ঞেস করলাম, "আপনার গ্রুপ কি?", মিন মিন করে বলে, "ও পজেটিভ", আমি হা হয়ে গেলাম ! মায়ের থেকেও কি ভয় বড় ! একটা সুঁচের খোচার ব্যাথা কি এতোই বড় !

যতোদিন বেঁচে আছি, রক্ত দিয়ে যাবো। ইচ্ছে আছে, মরনোত্তর চক্ষুদানের। দোয়া রাখবেন।

প্রত্যেক রক্তদাতাই একজন বীর।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২০

কালা মনের ধলা মানুষ বলেছেন: আপনার চমৎকার মন্তব্য, অভিজ্ঞতা আর এই লেখায় উপস্থিতি, এই পোস্টকেই সমৃদ্ধ করলো।

যতোদিন বেঁচে আছি, রক্ত দিয়ে যাবো। ইচ্ছে আছে, মরনোত্তর চক্ষুদানের। দোয়া রাখবেন।

প্রত্যেক রক্তদাতাই একজন বীর।

আপনাকে স্যালুট। পরম করুণাময় আপনার এই মহৎ ইচ্ছা পূরণ করুক।

আর আশা করবো রক্তদান বিষয়ক এই অহেতুক জুজু'র ভয়, মানুষের মন থেকে কেটে যাবে এক সময়।

৬৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৮

সানড্যান্স বলেছেন: রক্ত দিন,জীবন বাচান।

রেগুলার দিই!! ভবিষ্যতেও দিব!

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২১

কালা মনের ধলা মানুষ বলেছেন: মাশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা।

৭০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৫

রাসেল১৩ বলেছেন: লেখাটা এবং অনেকের কমেন্ট পড়ে বেশ মজা পেলাম, আসলেই সামর্থ্যবান সবারই কম বেশি এই ধরনের উদ্যাগে অংশগ্রহণ করা উচিত ! প্রশ্ন করতেই পারেন আমি কি করতেছি :/
আমার উচ্চতা ৫ ফুট সারে৯ এবং ওজন ইয়ে মানে ৪৬ আরকি :#> মাঝে মাঝে ২ কেজি + - হয় :(

এর আগে একটা রক্তদান কর্মসূচিতে একবার কথা বলছিলাম কার সাথে যেন, সে বলছিলো এই মুহুর্তে আমার পক্ষে রক্ত দেয়া সম্ভব না :( আমি নিজেই নাকি ভয়াবহ রক্তস্বল্পতায় ভুগছি :(

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩

কালা মনের ধলা মানুষ বলেছেন: আমার উচ্চতা ৫ ফুট সারে৯ এবং ওজন ইয়ে মানে ৪৬ আরকি :``>> মাঝে মাঝে ২ কেজি + - হয় :(

হাহাহাহাহা

থাক, ইনশাআল্লাহ, আপনি একদিন রক্ত দেয়ার মত ওজনদার হতে পারবেন। আর দোয়া করি, একদিন আপনার এত রক্ত হোক, যে দিয়ে কুলাতে পারবেন না !!

অনেক অনেক ভাল থাকুন।

৭১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৯

রাসেল১৩ বলেছেন: ভালো কথা মনোজগতের লিঙ্কটা কাজ করতেছে না :(

Page not found

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪

কালা মনের ধলা মানুষ বলেছেন: দুঃখিত। আমি যখন দিয়েছিলাম এবং তারপরেও কাজ করছিল। এখন কেন করছেনা বুঝতে পারছিনা।

৭২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০২

হাছন রাধা করিম বলেছেন: অসাধারন একটি পোষ্ট ভাই। খুব খুব ভালো লাগলো। জগতে আপনার মতো ভালো মানুষের সংখ্যা বেশী তাই এটি এখনো মনুষ্য প্রজাতির জন্য বসবাস যোগ্য রয়েছে। আল্লাহ আপনার জীবনকে যেনো সর্বদা মঙ্গলময় রাখেন। শুভ কামনা নিরন্তর।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫

কালা মনের ধলা মানুষ বলেছেন: আপনার এত্ত সুন্দর কথা গুলো মন ছুঁয়ে গেল।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনা নিরন্তর, আপনার জন্যেও।

৭৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮

অন্ধকারের রাজপুত্র বলেছেন: কোনদিন রক্ত দিই নি... :(
অনেকবার ইচ্ছে হয়েছে দেওয়ার, কিন্তু রোগা হ্যাংলা শরীর নিয়ে রক্তদান করার সাহসটা যুগিয়ে উঠতে পারি নি.....
ইনশাল্লাহ্ ভবিষ্যতে রক্তদান করবো ।

পোস্ট ভালো লেগেছে...
আর ওই রক্তদাতা ভদ্রলোককে স্যালুট জানালাম ।

+++++

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৬

কালা মনের ধলা মানুষ বলেছেন: রাজপুত্র যদি সাহস না পায়, তাহলে সাধারন প্রজাদের হিম্মত হবে কোথেকে? হাহাহাহাহা

আল্লাহ, আপনার মনোবাসনা পূরন করুক।

অনেক অনেক ধন্যবাদ।

৭৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

যুবায়ের বলেছেন: সুন্দর একটি পোষ্ট!!
রক্ত দানে উৎসাহ বাড়বে লেখাটি পড়ে।
এমন একটা বিষয়ে লেখার জন্য ধন্যবাদ।

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭

কালা মনের ধলা মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ যুবায়ের ভাই।
ভাল থাকবেন।

৭৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

মাগুর বলেছেন: অসাধারণ লিখেছেন! লেখাটি কি শেয়ার করতে পারি ফেসবুক পেইজে?
পেইজ লিংক: Donate Blood/রক্ত দিন, জীবন বাঁচান

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১

কালা মনের ধলা মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ।

আর অবশ্যই শেয়ার করতে পারবেন। সাথে জানবেন কৃতজ্ঞতা।

আমার লেখায় যদি কেউ উতসাহিত হয় রক্ত দিতে, এর চে বড় সার্থকতা আর কোথায়?

৭৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৫

মাক্স বলেছেন: আপনার লেখা পড়ে হাসতেও ভয় লাগে :|| :|| :|| :||
এই মনে হয় ফানি এই বুঝি সিরিয়াস।

আমি কিন্তু সিরিয়াসনেসটারে ওভারলুক করে যাই :P :P :P

ব্লাড গ্রুপ এ নেগেটিভ হওয়ায় খুব বেশীবার রক্ত দিতে পারিনি, এই গ্রুপের লোকরা দেখি অসুস্থই হয় না ;) ;)

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫২

কালা মনের ধলা মানুষ বলেছেন: হাহাহাহাহাহা

এইটা প্রশংসা নাকি অনুযোগ, বুঝতেই পারলাম না !!

আসলে এই লেখাটা একটূ ডিফরেন্ট করে লিখতে চাইসি। ডার্ক হিউমার ধরনের লেখা !!

নেগেটিভ রক্ত তো সব সময় সহজলভ্য না। তাই অবশ্যই আপনি বহু বার দেয়ার সুযোগ পাবেন, ইনশাআল্লাহ।

৭৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬

মাক্স বলেছেন: এইতো আবার বিপদে ফালাইয়া দিলেন, প্রশংসা না অনুযোগ আমি নিজেই এখন কনফিউজড। তবে অভিযোগ না এইটা কনাফার্ম;);)

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৩

কালা মনের ধলা মানুষ বলেছেন: কোন কারনে কি লেখাটা ভাল লাগে নাই?

আচ্ছা, "আপনার লেখা পড়ে হাসতেও ভয় লাগে। এই মনে হয় ফানি এই বুঝি সিরিয়াস।"

এটা কি পাঠকের ভাল লাগে না খারাপ? পরামর্শ চাচ্ছি।

৭৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭

রেজোওয়ানা বলেছেন: চমৎকার পোস্ট ভাইয়া!

আমি, আমার বর, আমার ছোট ভাই আমরা তিনজনই সন্ধানীর ব্লাড ডোনার।

আমার গ্রুপ B+ :)

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪

কালা মনের ধলা মানুষ বলেছেন: রেজোওয়ানা আপু। আপনার পরিবারের জন্য রইল অনেক শুভ কামনা। সব পরিবার, আপনাদের মতো হোক। আপনাদের মানসিকতায় গড়ে উঠুক নতুন প্রজন্ম।

অনেক অনেক ভালো থাকবেন।

৭৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২

মাক্স বলেছেন: প্রথমেই স্যরি আপনার প্রশ্নের উত্তর দিতে অনেক দেরী করে ফেলায়।

কোন কারনে কি লেখাটা ভাল লাগে নাই?
লেখা ভালো লাগসে, খারাপ লাগলে আমি আপনারে সরাসরিই বলতাম।

"আপনার লেখা পড়ে হাসতেও ভয় লাগে। এই মনে হয় ফানি এই বুঝি সিরিয়াস।" এই লাইনটা দিয়া আমি বলতে চাইসিলাম আপনি ফান করে সিরিয়াস একটা বিষয় তুলে এনেছেন। আপনার আগের লেখাটাও সিরিয়াস একটা বিষয় নিয়া ছিল। পরপর দুইটা সিরিয়াস টপিকের লেখা পড়েই আমি ঐ মন্তব্যটা করসিলাম। আশাকরি বুঝতে পেরেছেন :) :)

চান্স পাইয়া এডভাইজ দিয়া গেলাম। :P :P

২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

কালা মনের ধলা মানুষ বলেছেন: শুধু আশা করাকরি না, অপেক্ষা করছিলাম আপনার উত্তরের। এবং পেয়ে একাধারে নিশ্চিন্ত এবং খুশী হলাম। সবচে বেশি খুশি হয়েছি - লেখা ভালো লাগসে, খারাপ লাগলে আমি আপনারে সরাসরিই বলতাম। - এ কথা শুনে।


অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মাক্স।

৮০| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮

মেহেদী হাসান মানিক বলেছেন: খুব ভাল পোস্ট।চমৎকার।
রক্ত দেয়ার অভিজ্ঞতা এখনও হয় নাই।
++

২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৯

কালা মনের ধলা মানুষ বলেছেন: মানিক মিয়ারে অনেক দিন পরে পাইলাম !!

রক্ত দেয়ার অভিজ্ঞতা এখনও হয় নাই। - বয়স ১৮ + হইসে তো? ;) হাহাহাহা

৮১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮

অস্থির ভদ্রলোক বলেছেন: ভাই আমি নতুন মানুষ, বইসা বইসা আপনার লেখাগুলা পরতেছিলাম। এবং শেষে এই সিদ্ধান্তে উপনীত হইলাম যে আপনি আসলেই খুব ধলা মানুষ। :P :P :P

২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৮

কালা মনের ধলা মানুষ বলেছেন: হাহাহাহাহাহা, আমি আসলে ধলা না, উজ্জ্বল শ্যামলা মানুষ !! :D

আপনাকে ধন্যবাদ, লেখা পড়ার জন্য। আপনিও খুব ভালো লেখেন। হিউমার বোধ দারুণ।

ভালো থাকবেন।

৮২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫

মেহেদী হাসান মানিক বলেছেন: ভাই চাকরি বাকরি খুজতেছি তাই ব্লগে নিয়মিত আসি না।
কিন্তু দুঃখের বিষয় মামা খালু না থাকায় চাকরির দেখা পাইনা। :( :( :( :( :( :(

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০

কালা মনের ধলা মানুষ বলেছেন: মানিক, আমি যদিও এখন খুব বড় কিছু করি তা'না। তবে বর্তমান দুনিয়ায় সবচে বড় নেয়ামত হোল চাকরি থাকা, যেমনই হোক।

খুব কষ্ট করে এসেছি একসময় চাকরির জন্য। কুতসিত দিক গুলো খুব কাছ থেকে দেখেছি, অন্যায় ভাবে বঞ্চিত হয়েছি আর সাফার করেছি।

একটা সত্য কথা বলি, বিশ্বাস রেখো, দিন এমন থাকবেনা। খারাপ সময় সবারই আসে। কারো বেশি সময় থাকে, কারো কম সময়। আল্লাহর উপর ভরসা রাখো, ধৈর্য ধর। সময় বদলে যাবে একদিন মানিক, নিশ্চিত থাকো।

৮৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬

মহাজাগতিক পাগল বলেছেন: ধলা মনের ভালা মানুষ 8-|

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১

কালা মনের ধলা মানুষ বলেছেন: মহাজাগতিক ভালো পাগলা !! :)

৮৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬

মহাজাগতিক পাগল বলেছেন: পাগলের আবার ভাল মন্দ , তয় আপ্নারে খুব ভালা পাই

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

কালা মনের ধলা মানুষ বলেছেন: আমিও এই পাগলারে খুব ভালা পাই।

৮৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬

মেহেদী হাসান মানিক বলেছেন: ঠিক বলেছেন ভাই।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

কালা মনের ধলা মানুষ বলেছেন: আবার জিগস !! :)

৮৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯

আমিনুর রহমান বলেছেন: নিজে রক্ত দিন, অন্যকে রক্তদানে উত্সাহিত করুন।


চমৎকার অনুপ্রানিত করা একটা লিখা। আমি নিয়মিত দেই ৪ মাস পর পর।
২/৩ বার আড়াই/৩ মাসেও দিয়েছি। আমার রক্তে গ্রুপ O+ ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩

কালা মনের ধলা মানুষ বলেছেন: মাশাআল্লাহ। আমিন ভাই। আল্লাহ আপনাকে এর উত্তম বিনিময় দান করুন।

আপনি খুব চমৎকার একজন মানুষ। যদিও আপনার সাথে পরিচয় নেই, তারপরেও এত সব সহ ব্লগারদের প্রশংসা নিশ্চই ভুল হতে পারেনা।

৮৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬

হুমায়ুন তোরাব বলেছেন: amio blood dai..
ROKTO NIYE amr ekta lekha ase,smy paile poiren vai,asa kri vlo lagbe..

Click This Link

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮

কালা মনের ধলা মানুষ বলেছেন: আপনার লেখায় কমেন্ট করলাম আগে, তারপর আসলাম নিজের পোস্টে।

আপনাকে অনেক ধন্যবাদ, এই অসাধারন লেখাটি আমাকে পড়ার সুযোগ করে দেয়ায়।

৮৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৭

htusar বলেছেন: আপ্নারে সেলাম। রক্ত দেওয়ার ইচ্ছা আসে,(কোয়ান্টাম মেম্বার) কিন্তু থাইরয়েডে প্রব; ওজন ৪২ কেজিতেই আটকাই আছে। দোয়া রাইখেন যাতে দিতে পারি ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬

কালা মনের ধলা মানুষ বলেছেন: থাক, রক্ত না দিয়েও তো কতভাবে মানুষের উপকার করা যায়। আপনি না হয় সেভাবেই এগিয়ে আসবেন।

নিজের ক্ষতি করে রক্ত দেয়ার কোন মানে হয় না।

আপনি সুস্থ থাকুন, এই কামনা।

৮৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯

একজন আরমান বলেছেন:
ফাল্গুনের শুভেচ্ছা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০

কালা মনের ধলা মানুষ বলেছেন: প্রিয় আরমান'কেও ফাল্গুনের আগুন শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.