নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
উত্তাল জনসমুদ্র। চাপা নিঃশ্বাস। উত্তেজনা।
আজ বিচার হবে।
২
যখন মুক্তদেশের বাতাসে শ্বাস চুরি করে নিত বুকে; অথবা যখন বাহনে উড়তো জাতীয় পতাকা পতপত করে, যখন ধর্মোপদেশ ভেসে আসতো চারকোণা বাক্স কিম্বা জনসমাবেশ থেকে, আর যখন বোকা মানুষগুলো তন্ময় হয়ে স্বর্গের টিকেট যোগাড় করতো; কিম্বা যখন রক্তের দামে কেনা ভাষায় গলা কাঁপানো ভাষন শোনা যেত; কিম্বা যখন ক্ষমতার নেশায় রাজনৈতিক দলগুলো চুমো খেত সেই কুৎসিত পায়ে; এবং যখন দেশমাতৃকার রক্ত মাখানো সেই হাতে উঠতো সেই দেশেরই প্রভু হবার শাসনদন্ড।
তখন আকাশ থেকে নেমে আসতো না কোন পূণ্যাত্মা; এই জনপদের পাপ গায়ে লেগে নোংরা হয়ে যাবার ভয়ে। আর জমিনের উপর বোবা মানুষগুলো এই অবিচারে গুমরে কাঁদতো।
আর ঘুম ভাঙ্গার অপেক্ষায় থাকতো বিদ্রোহী ছন্নছাড়া’দের।
৩
একদিন সব পালটে যাওয়ার স্বপ্নে আক্রান্ত হোল বোবা মানুষগুলো। মহামারী হয়ে এই রোগ ছড়িয়ে পড়ল মুক্তদেশের দিগদিগন্তে। স্বপ্নভঙ্গ হবার যন্ত্রনায় ধুঁকে ধুঁকে মরে যাওয়ার আগে সবাই স্বপ্ন দেখেছিল অবিচারের অবসানের, পেট পুরে দুইবেলা খাওয়ার, স্বচ্ছলতার। কেউ কেউ স্বপ্ন দেখলো ত্রাসবিহীণ এক রূপকথার রাজ্যের, যেখানে তরুণরা অমানুষ নয়, যেখানে বিশ্বজিতের গায়ে থাকে লাল নয়, সাদা শার্ট।
তারপর মরে গেল স্বপ্ন দেখা বোবা মানুষগুলো। বেঁচে রইল শুধু স্বপ্ন না দেখা বোবা মানুষ। বিদ্রোহী ছন্নছাড়া’রা তখনো ঘুমিয়ে...
৪
দানব’দের রাজত্ব যখন; মুক্তদেশ যখন বন্দী; চারদিকে শুধু ধ্বংস আর অত্যাচার; দুনিয়ার বুক থেকে বোবা মানুষ’এর জাতটাকে নিশ্চিহ্ন করে দেয়ার নীল নকশা। লাখ লাখ নিরস্ত্র নিরপরাধ মানুষকে নির্মমভাবে খুন, নিষ্ঠুর গণহত্যা, নির্বিচার নারী ধর্ষণ, বসত বাড়িতে অগ্নিসংযোগ, লুটতরাজ এবং ধর্মান্তরে বাধ্য করা; কষ্টকল্পনাযোগ্য এমন কোন মানবতাবিরোধী অপরাধ বাকি ছিলোনা, যা এই বোবা মানুষদের উপর প্রলয়ঙ্করী ঝড়ের মতো বয়ে যায়নি। পূণ্যাত্মারা সাত আসমান উপর থেকেও আতঙ্কে শিউরে উঠতো, আর জল ভরা চোখে অস্ফুটে বলতো, “আহারে...”
বিদ্রোহী ছন্নছাড়া’র দল তখন ঘুমিয়ে ছিল অঙ্কুর হয়ে...
৫
দেবতারা মানুষরূপে লুকিয়ে ছিলেন মুক্তদেশের কালো মাটিতে। এই কালো মাটির ভালোবাসা’কে হাতিয়ার বানিয়ে সেই দেবতা’রা যুদ্ধ ঘোষণা করলেন দানব’দের বিরুদ্ধে। খুন হয়ে যাওয়া লাখো বোবা মানুষের প্রেতাত্মারা হাতে হাত রেখে ঘিরে রেখেছিল মুক্তদেশের সীমানা; যাতে পালাতে না পারে একটি দানব’ও। অবশেষে একদিন রক্তক্ষরণে কালো মাটি লাল হয়ে জয় হোল শুভ শক্তির। বেঁচে যাওয়া গুটিকয় পরাজিত দানবেরা রূপ বদলে মিশে গেল জনপদে, দলে, উপদলে। বোকা বোবা মানুষেরা তাদের অসুরিক ক্ষমতাকে দৈব ভেবে ভুল করলো।
দানবেরা বদলে গেল ছদ্মবেশী দেবতায়। কায়েম হোল ক্ষমতার লোভ আর পাপ’এর রাজত্বের।
তখন আকাশ থেকে নেমে আসতো না কোন পূণ্যাত্মা...
৬
স্বপ্ন না দেখা মানুষগুলো হঠাত একদিন চোখ কচলে ভাবলো, তারা কি আবার স্বপ্ন দেখছে? ধরা পড়ছে সেই ছদ্মবেশী দানবগুলো! রাজ দরবারে তাদের বিচার হবে। কিন্তু শুধু দলে মিশে যাওয়া দানবগুলো কেন? উপদলে মিশে যাওয়া দানবগুলোর কথা কেন কেউ বলছেনা? কোন কোন দানব রাজাকার হলেও যুদ্ধাপরাধী নয়, কেন এ বিভাজন? মানবতা বিরোধী এ অপরাধের বিচার কি শুধু রাজনৈতিক দাবার সূক্ষ্ম চাল?
ইতিহাসের দায় মেটাতে তখন ঘুম ভাঙছে বিদ্রোহী ছন্নছাড়াদের।
৭
গণহত্যার একটি, হত্যার তিনটি, ধর্ষণের একটিসহ আটটি অভিযোগে অভিযুক্ত; শিরোচ্ছেদের শাস্তি হোল এক দানবের। কিন্তু অচিন নর্দমায় লুকিয়েছে সেই দানব; তাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা, অথবা খুঁজে পাওয়া হচ্ছেনা।
স্বপ্নবাজ এক তরুণকে দুদিন ধরে নির্যাতন করে হত্যা, কবি’কে জবাই করে মুক্তচিন্তা রোধ করার অপচেষ্টা, ১১ বছরের এক বালিকা’কে ধর্ষণ করে হত্যা; ৬ টি অভিযোগ আরেক দানবের বিরুদ্ধে। এইসব অপরাধের শাস্তি হিসেবে সিদ্ধান্ত নেয়া হোল; বিশাল এক লোহার কলসের মুখ বন্ধ করে তাতে পুরে রাখা হবে এই দানব’কে; মাত্র ২০ বছরের জন্য!
দানবের দোসর’রা যুক্তি দিয়ে প্রমাণ করে দিল, এইসব সামান্য অপরাধে মৃত্যুদন্ড বড় বে-ইনসাফ হয়ে যায়! নিঃশব্দ অট্টহাসি শোনা যেতে লাগলো দানব’দের। আঙ্গুলে বিজয় চিহ্ন।
স্বপ্ন না দেখা মানুষগুলো অবিচার আর পাপের রাজত্বের পুনরাবৃত্তির আশংকায় কুঁকড়ে গেল। আর ঘুম ভাঙ্গা বিদ্রোহী ছন্নছাড়া’র দল বিদ্রোহী হয়ে প্রত্যাখ্যান করলো দানবকূলের এ বিচার। তারুণ্যের উচ্ছ্বাসে ফিনিক্স পাখির মতো জেগে উঠতে লাগল মুক্তদেশের স্বপ্ন দেখা আর না দেখা সব বোবা মানুষেরা।
৮
কিন্তু অবাক বিস্ময়ে দানব আর দেবতা’র ফারাক ক্রমেই বিলীণ হয়ে যাচ্ছে। প্রহসনের বিচারে দানবেরা রূপ বদলাচ্ছে আবার। চিরতরে নিকেশ করার বদলে দানবের দলের সংশোধনের পালা শুরু হোল। এবং আবার সেই বোবা মানুষদের রক্ত চোষার নেশায় দানবের পদ চুম্বন; এই শুরু হোল বলে। নিকষ কালো পুরনো হতাশা।
বিদ্রোহী ছন্নছাড়া’রা শান্ত হয়ে গেল। তারুণ্য আজ অদ্ভুত শান্ত। অদ্ভুত বিষন্ন সময়।
ঝড় আসছে...
৯
আর মহাকাশ চিরে এল প্রবল মত্ত ঝড়। হিংস্র কাল বৈশাখীর শতগুণ তীব্রতা নিয়ে। বিদ্রোহী ছন্নছাড়া’দের ঝড়। বিশ্ব ব্রক্ষ্মান্ড সব তছনছ করে দিতে লাগল সেই ঝড়। মহাবিশ্বের প্রতিটি পাতা, প্রতিটি পাথর, প্রতিটি মানুষ কেঁপে কেঁপে উঠতে লাগল সেই পাগলা ঝড়ে। জিউসের বজ্র আঘাত হেনে চিরে ফেললো পসাইডনের মহাসমুদ্র।
একসময় থেমে এল ঝড়। ভীত বোবা মানুষেরা একে একে আশ্রয় থেকে বেরুতেই তাদের চোখে পড়লো এক অদ্ভুত দৃশ্য। বেমানান শান্ত সৌম্য ভঙ্গিতে দাঁড়িয়ে আছে বিদ্রোহী ছন্নছাড়া’র দল। আর তাদের সামনে হাঁটু গেড়ে মাথা নিচু করে কাঁপছে সব দানবেরা। সৃষ্টিজগত মন্থন করে একটি একটি করে খুঁজে আনা হয়েছে আজ সব।
১০
উত্তাল জনসমুদ্র। চাপা নিঃশ্বাস। উত্তেজনা। অতৃপ্ত প্রেতাত্মারা আবার ভীড় জমাচ্ছে সীমানায়।
আজ বিচার হবে!
মুক্তদেশের রাজ বাগিচায় আজ সব দানবের বিচার হবে! স্বপ্ন দেখা, স্বপ্ন না দেখা সব বোবা মানুষের আদালতেই আজ বিচার হবে!!
উতসর্গ - শাহবাগ চত্বর, আর সারা দেশ'কে যারা শাহবাগ চত্বর রূপে রূপায়িত করে ফেলেছে, সেইসব বিদ্রোহী ছন্নছাড়া'দের উদ্দেশ্যে
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭
কালা মনের ধলা মানুষ বলেছেন: আমি যদিও আওয়ামী লীগ'কে দেখতে পারিনা, তারপরেও এদের সম্পর্কে যা বললেন, তার বেশির ভাগ বিএনপি সম্পর্কেও খাটে।
আর দয়া করে পোস্ট সম্পর্কিত মন্তব্য করবেন। অযাচিত নয়।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৯
*কুনোব্যাঙ* বলেছেন: অসাধারণ লেখনি শক্তি দিয়ে অল্প কিছু বাক্যে সব বলে দিলেন।
+++++++++++
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮
কালা মনের ধলা মানুষ বলেছেন: মামুন ভাই, অল্প কিছু বাক্যে আপনিও আসীম উতসাহ দিয়ে গেলেন।
ধন্যবাদ।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৮
নিয়েল ( হিমু ) বলেছেন: সুন্দর করে অনেক গুলো কথা বলছেন +
কিন্তু প্রথম কমেন দাতা ঐ পেইড হাড়ামীটারে লাথি মারেন ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯
কালা মনের ধলা মানুষ বলেছেন: হিমু ভাই, আপনাকে ধন্যবাদ প্রশংসার জন্য।
লাথি মারলাম না, বুঝিয়ে বললাম।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২২
ইমরাজ কবির মুন বলেছেন:
শক্তিশালী
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২০
কালা মনের ধলা মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ মুন ভাই।
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৬
মামুন রশিদ বলেছেন: এই বাংলার মাটিতে রাজাকারের ঠাঁই নাই
সকল রাজাকার আল-বদরের ফাঁসি চাই ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২০
কালা মনের ধলা মানুষ বলেছেন: এই বাংলার মাটিতে রাজাকারের ঠাঁই নাই
সকল রাজাকার আল-বদরের ফাঁসি চাই
এক দফা। এক দাবী।
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৫
সুখী চোর বলেছেন: পাংখা ++++++
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২১
কালা মনের ধলা মানুষ বলেছেন: অনেক ধইন্যাপাতা, সাঈদ।
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩
নায়ক মান্না বলেছেন:
একটাই দাবী,
রাজাকারের ফাঁসি।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০
কালা মনের ধলা মানুষ বলেছেন: একটাই দাবী,
রাজাকারের ফাঁসি।
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯
একজন আরমান বলেছেন:
ফাঁসি ফাঁসি ফাঁসি চাই,
রাজাকারের ফাঁসি চাই।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০১
কালা মনের ধলা মানুষ বলেছেন: ফাঁসি ফাঁসি ফাঁসি চাই,
রাজাকারের ফাঁসি চাই।
দাবী একটাই।
৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬
নিয়েল ( হিমু ) বলেছেন: আরে ঐটা ছাগু । আম্লিগ বিদ্যেষি বৈলা তারে লাথি মারতে কৈ নাই । তার এক্টিভিটি দেখেন
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮
কালা মনের ধলা মানুষ বলেছেন: ঘুরে আসলাম। ছাগু বলেই মনে হচ্ছে। তবে বাম'দের নিয়ে যা বলেছে, কথা সত্য।
১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১০
স্পাইসিস্পাই001 বলেছেন: ফাসি চাই ফাসি .......
পোষ্টে প্লাস......++++
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮
কালা মনের ধলা মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
একটাই দাবী,
রাজাকারের ফাঁসি।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮
কালা মনের ধলা মানুষ বলেছেন: এক দফা। এক দাবী।
১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
স্তব্ধতা' বলেছেন: ++++++। স্যালুট এই ছন্নছাড়া প্রজন্মকে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
কালা মনের ধলা মানুষ বলেছেন: স্যালুট।
১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬
অপূর্ণ রায়হান বলেছেন: ৬ষ্ঠ ভালোলাগা রইল ভ্রাতা ++++++++++
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৬
কালা মনের ধলা মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ অপূর্ণ ভাই।
১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: সত্য হোক ছন্নছাড়াদের জাগরণ...
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৭
কালা মনের ধলা মানুষ বলেছেন: জিয়ে থাকুক অনন্তকাল...
১৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬
হাসান মাহবুব বলেছেন: এই লেখাগুলোও বড় একটা শক্তি। খুব ভালো লাগলো। জয় বাংলা!
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩
কালা মনের ধলা মানুষ বলেছেন: হামা ভাই, খুব করে অপেক্ষা করছিলাম আপনার মতামতের। লেখার প্রতিটা মুহূর্তে আপনার কথা মনে হচ্ছিল, কারণ কিছুটা আপনার লেখার ধাঁচে লেখার অপচেষ্টা করছিলাম। আর অনুধাবন করছিলাম, এক একেকটা শব্দ সিলেকশান আর বাক্য গঠন কতটা কঠিন হতে পারে। যারা সত্যিকারের লেখক, তাদের প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে এল।
আপনার ধাঁচ অনুকরন করেই এই লেখা আমার সেরা লেখা।
অনেক ধন্যবাদ।
১৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬
মেহেরুন বলেছেন: +++++++++++
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪
কালা মনের ধলা মানুষ বলেছেন: আপু, তোমাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকো।
১৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩
রেজোওয়ানা বলেছেন: চমৎকার লেখা.....
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪
কালা মনের ধলা মানুষ বলেছেন: আপু, আপনার ভালো লাগা মানে লেখার সার্থকতা।
১৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
ডিং ডং হুশ বলেছেন: ডিং ডং হুশ LIKE THIS
shared !!
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
কালা মনের ধলা মানুষ বলেছেন: কালামনের ধলা মানুষ লাইকস ডিং ডং হুশ'স লাইক।
থ্যাঙ্কস।
১৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০২
মাসুম আহমদ ১৪ বলেছেন: +++
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৩
কালা মনের ধলা মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ মাসুম ভাই।
২০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫
সবাক িনর্বাক বলেছেন: ভাই কালা মনের ধলা মানুষ, আপনাকে একটা কথা বলি। আমি যখন বাসায় পিসি ইউজ করি, যখন এই পিসিতে সামু ওপেন করি তখন প্রথমে অপেন হয় আপনার পেজটা। কারণ আমি যখন সামু বুকমার্ক করি তখন আপনার পেজ এ ছিলাম। আপনার সব লেখা ভাল লাগে। অসাধরণ লেখনি গুন আপনার। আপনার এই কিস্তির লেখাটা পড়লাম। অসাধারণ লিখেছেন। কিন্তু ভাই আমি চরমভাবে হতাশ। আপনার লেখার জন্য নয়। হতাশ জাতির বর্তমান এই অবস্থা দেখে। মানুষ সবাই জোয়ারে চলতে ভালবাসে। আর জোয়ারে চলা এই লোকদেরকে আমরা হুজুগে পাবলিক বলে থাকি। আমাদের দেশের তরুন প্রজন্ম আবেগ এবং হুজুগে চলতে পছন্দ করে। তার বড় প্রমাণ এই শাহবাগ। শাহবাগে আমরা যাচ্ছি। দেখছি। সংহতি প্রকাশ করছি। কিন্তু যখন নিরপেক্ষতার কথা বলে আমাদেরকে ডাকা হয়েছিল তখন এই আবেগের ঢলে আমিও শামিল ছিলাম। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার একটা আলাদা মজা থাকে। সময় পরিবর্তনের সাথে আমার সেই আবেগের কোরবানী হল। ছাত্রলীগ আর ছাত্র ইউনিয়নের নেতৃত্বে কোন আন্দোলনে যদি আমি আর না থাকতে চাই আপনি নিশ্চই আমাকে দোষারোপ করতে পারেন না। কারন আমি ছাত্রলীগ নামক জ্যান্ত দানবদেরকে ভয় পাই আর ধর্মদ্রোহী বাম নেতাদেরকেও আমি নেতা বলে গ্রহণ করতে পারি না। এই আন্দোলন মহান ব্লগার ভাইরা যেই আবেগে শুরু করেছিলেন সেই আবেগের স্থানে আমার মত আরো অনেকের আঘাতের চিহ্ন আমি দেখেছি। নিরাশ হয়ে ফিরে আসতে হয়েছে শাহবাগের মোড় থেকে। দেশে যাদের হাত ধরে হাজারো সমস্যার জন্ম হচ্ছে প্রতিনিয়ত, আমি আমার পবিত্র দাবী আদায় করতে গিয়ে সেই দানবদের সাথে একই কাতারে দাড়াতে পারবোনা। সবার মত আমিও চাই সকল রাজাকার নিপাত যাক, কিন্তু এই দানবদের ধ্বংসও চাই সমান ভাবে। কথাগুলো আপনার কাছে এই জন্য লিখলাম কারণ আমার বিশ্বাস আপনি যৌক্তিকতাকে পছন্দ করেন।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২২
কালা মনের ধলা মানুষ বলেছেন: প্রথমেই এত সুন্দর প্রশংসা করায় অপরিসীম কৃতজ্ঞতা। এত দামী কথার যোগ্য এখনো হইনি ভাই।
আমি শাহবাগে এখনো যাইনি। কিন্তু প্রতিদিন যাচ্ছি শহীদ মিনারে; আমাদের নাঃগঞ্জের অনুষ্ঠানে। গতকাল দেখলাম, পাশেই পুরো রাস্তা বন্ধ করে আওয়ামী লীগের ব্যানারে চেতনায় মুক্তিযুদ্ধ অনুষ্ঠান চলছে।
গণজাগরণের এই মহোৎসব কোনভাবেই রাজনৈতিক রঙয়ে রঙ্গীণ হোক, তা চাইনি।
শুধু বলি, সব পালটে দেবার স্বপ্নে আমিও আক্রান্ত। কিন্তু স্বপ্নটা এখনো যায়নি।
২১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২২
মাক্স বলেছেন: প্রতিবাদ নিয়ে অন্যরকম একটি লিখা নিঃসন্দেহে। এককথায় অসাধারন!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪২
কালা মনের ধলা মানুষ বলেছেন: আপনাদের মত লেখকদের প্রশংসা পেলে ভাবতে ইচ্ছা হয়, আসলেই ভালো কিছু হয়তো লিখে ফেলেছি।
অনেক ধন্যবাদ মাক্স।
২২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১১
রাফা বলেছেন: ছন্নছাড়াদের দেখেই আবার আশায় বুক বাধছে বাংলার বোবা, কালারা,
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৯
কালা মনের ধলা মানুষ বলেছেন: ছন্নছাড়া'দের জয় হোক, বেঁচে থাকুক ছন্নছাড়া'রা বিদ্রোহী হয়েই।
২৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৩
আমিনুর রহমান বলেছেন: ভয়ংকর শক্তিশালী লিখা ++++
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২
কালা মনের ধলা মানুষ বলেছেন: আমিন ভাই, আপনি সেই খুব অল্প কিছু পাঠকদের একজন যারা পুরো লেখাটা মনোযোগ দিয়ে পড়েছেন, এবং অনুধাবন করতে পেরেছেন আমি যা বলতে চেয়েছি তা।
আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
২৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯
নক্ষত্রচারী বলেছেন: প্রকৃত রণক্ষেত্রে আমাদের আছে একতা, সংগ্রাম আর সংবলিত পোষ্টার ফেস্টুন । কিন্তু এখানে ? আমাদের প্রতীকী হাতিয়ার _বর্ণমালা, ওয়ারফেয়ার_সৃজনশীলতা ।
স্যালুট দাদা, পোষ্টটি ভালো লেগেছে নিঃসন্দেহে ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১১
কালা মনের ধলা মানুষ বলেছেন: আমাদের প্রতীকী হাতিয়ার _বর্ণমালা,ওয়ারফেয়ার_সৃজনশীলতা।
দারুন বলেছেন নক্ষত্রচারী।
আপনার ভালো লাগায় লেখার সার্থকতা।
২৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩
হাছুইন্যা বলেছেন: ++
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮
কালা মনের ধলা মানুষ বলেছেন: ধইন্যা হাছুইন্যা।
২৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮
হাবিব০৪২০০২ বলেছেন: এত সুন্দর একটি লেখা চোখেই পড়ে নি, এড়িয়ে গেছিল।
আপনার লেখনী শক্তি আরো মজবুত হোক, এই কামনাই থাকলো
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫২
কালা মনের ধলা মানুষ বলেছেন: আপনার প্রশংসা এবং উতসাহ - আরো একবার লেখার প্রেরণা।
অনেক ধন্যবাদ হাবিব ভাই।
২৭| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৫
ভবগুরে ছেলেটা বলেছেন: অসাধারন রুপকের ব্যবহার করসেন ভাই। খুব ভাল লাগলো পড়ে।
সাহস পেলাম অনেক।
২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৮
কালা মনের ধলা মানুষ বলেছেন: লেখাটা অনুধাবন করায় অনেক খুশী হলাম ভাই।
আন্তরিক ধন্যবাদ।
২৮| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:৫১
রেজওয়ান তানিম বলেছেন: ভাল লিখেছেন
০৫ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৯
কালা মনের ধলা মানুষ বলেছেন: তানিম ভাই, আপনার মাপের ব্লগারের প্রশংসা আমার অনেক বড় প্রাপ্তি।
©somewhere in net ltd.
১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৫
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলেছেন: পদ্মা সেতুর টাকা খোর
তুই আম্লীগ তুই চোর।
শেয়ার বাজারের টাকা খোর
তুই চোর তুই চোর!
হলমার্কের টাকা খোর
তুই আম্লীগ তুই চোর
মদ-গাঁজা ডাইল খোর
তুই আম্লীগ তুই চোর
খুন-র্ধ্ষণের কারিগর
ছাত্রলীগ তুই চোর!
ধর ধর লীগার ধর
ধৈরা ধৈরা মানুষ কর!
তুই অমানুষ তুই লীগ
আওয়ামিলীগ আওয়ামিলীগ
নাস্তিক ভাকুর আস্তানা
বাংলাদেশে থাকবে না।
বাম- রাম নাস্তিক চুশীল
দেশপ্রেমিকদের খাবি কিল।
পিলখানার রক্ত
বৃথা যেতে দেব না
কাঁটা তারে ফেলানী কেন
গোলাম সরকার জবাব দে!
গুম হত্যার মহাজোট
আর পাবিনা কারো ভোট
জয় বাংলা -জয় বাংলা
ছাত্রলীগকে সামলা
হিরক দিদির গদিতে
আগুন জ্বালো একসাথে
ইহুদী-খ্রীষ্টান যাদের বেয়াই
বাংলার জমিন তাদের নয়।
বেয়াই যাদের রাজাকার
এই মুহুর্তে দেশ ছাড়।
জাতীর বেয়াই রাজাকার
এই মূহুর্তে বাংলা ছাড়
ম- তে মখা
তুই রাজাকার তুই চোর
স- সাজেদা
তুই রাজাকার তুই চোর
ক- তে কাল বিড়াল
তুই আম্লীগ তুই চোর
ন- তে নুরু মিয়া
তুই আম্লীগ তুই রাজাকার
পদ্মা মেঘনা যমুনা
তুই আওয়ামিলীগ মানুষ না।