নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিক\'টা কালা, মন\'টা ধলা !!

কালা মনের ধলা মানুষ

জীবন এত ছোট ক্যানে...

কালা মনের ধলা মানুষ › বিস্তারিত পোস্টঃ

মেয়র আনিসুল হক, হযরত আলী (রাঃ) এর দাস এবং একটি দর্শন !!

০১ লা মে, ২০১৫ সকাল ১০:১১

এই মেয়র নির্বাচনে আনিসুল হক সাহেব ও তার বিজয় দেখে হযরত আলী (রাঃ) এর একটা গল্প মনে পড়ে গেল !!

- একবার হযরত আলী (রাঃ) ঘোড়ায় চড়ে কোথাও যাচ্ছিলেন। তাঁর সাথে ছিল এক বিধর্মী দাস। পথ চলতে চলতে হযরত আলী (রাঃ) ভাবলেন, গন্তব্যে পৌছে তিনি তাঁর বাহন ঘোড়াটা এই দাসকে দান করে দেবেন। বেচারা গরীব মানুষ।

একসময় তাঁরা গন্তব্যে পৌছলেন। দাস ঘোড়াটি বাঁধল। হযরত আলী (রাঃ) ঘরে প্রবেশ করলেন।
যখন তিনি কাজ শেষ করে বাইরে এলেন, দেখলেন, দাসটি উধাও। আর সাথে তাঁর ঘোড়াও !!

এই গল্পটি থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে, একজন মানুষের জন্য সৃষ্টিকর্তা আল্লাহ পাক যা লিখে রেখেছেন; তা রিজিক্ব হতে পারে, হতে পারে ক্ষমতা.....তা তার কাছে আসবেই, একটু কমও না, একটু বেশিও না; যখন সময় হবে।

কিন্তু এই রিজিক্ব কিংবা ক্ষমতা অর্জন করার পথ দুটি। একটি সৎ পথে, আরেকটি অসৎ পথে। আর আমাদের দেয়া হয়েছে বিবেক অথবা এই পথ চুজ করার স্বাধীনতা। আজ ২০ টাকা ঘুষ খেলে বুঝতে হবে, এই ২০ টাকা আমার রিজিক্বে ছিলই। আমি শুধু সৎ পথে উপার্জন না করে অসৎ উপায়ে করলাম।

আনিসুল হক সাহেব হয়তো সেই দাসের মত গরীব ছিলেন না (যদিও তাঁর গাড়ি/বাড়ি কিচ্ছু নেই), কিন্তু তারপরেও তিনি তাঁর সম্ভাব্য বিজয় জনগণের রায়ে না জিতে জালিয়াতি করে জিতলেন...

মন্তব্য ২৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৫ সকাল ১০:২৭

অপু তানভীর বলেছেন: অনেক দিন পরে পুস্ট দিলেন !!
ভালু লাগিলো :):):)

০১ লা মে, ২০১৫ রাত ৯:২৩

কালা মনের ধলা মানুষ বলেছেন: অপু, ধন্যবাদ। একটু প্র্যাকটিস করলাম আর কি !! :)

২| ০১ লা মে, ২০১৫ সকাল ১০:৪১

শিশির খান ১৪ বলেছেন: হুম আসলেই ভাই ,আমি নিজেই ভোট দিতে পারি নাই বেলট পেপার কাইরা নিয়া অর্ধচন্দ্র দিয়া বাইর কইরা দিছে বললো কিসের ভোট বাইর হো কেন্দ্র থেকা তারপরও কেউ কেউ বোলে ভোট নাকি সুষ্ট হইছে এরা কি সবাই টিনের চশমা পরছে ?

০১ লা মে, ২০১৫ রাত ৯:২৪

কালা মনের ধলা মানুষ বলেছেন: এরা হচ্ছে চুষীল !!

৩| ০১ লা মে, ২০১৫ সকাল ১১:৫৩

ইমরান আশফাক বলেছেন: চমৎকার পোস্ট, শিক্ষনীয় এবং ভালো ও লাগলো।

০১ লা মে, ২০১৫ রাত ৯:২৫

কালা মনের ধলা মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকুন।

৪| ০২ রা মে, ২০১৫ রাত ১২:২৮

আধখানা চাঁদ বলেছেন: ভাই, এতদিন পর আপনার লেখা পেলাম। কেমন আছেন ? পোস্ট পড়তে শুরু করে ভেবেছিলাম বড় লেখা, পড়তে গিয়ে দেখি শেষ! মাঝে মাঝে লিখেন ভাই, আপনাকে অনেক মিস করি।

পোস্টে ৪র্থ ভাললাগা।

০৩ রা মে, ২০১৫ সকাল ১১:০৩

কালা মনের ধলা মানুষ বলেছেন: আলহামদুলিল্লাহ ভাই। ভালো আছি। আপনি কেমন আছেন? আসলেই অনেক দিন পর সামুতে কিছু পোস্ট করলাম।
আশ্চর্য হলাম, আপনি এখনো আমাকে মনে রেখেছেন দেখে !! খুব ভাল লাগছে আপনার কমেন্টে। অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ভাই।
অনেক অনেক ভাল থাকুন।

৫| ০২ রা মে, ২০১৫ সকাল ৭:৫৪

রিয়াসাত মোর্শেদ খান বলেছেন: এনালজিটা ভালো লাগলো!

০৩ রা মে, ২০১৫ সকাল ১১:০৪

কালা মনের ধলা মানুষ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৬| ০৩ রা মে, ২০১৫ সকাল ১১:৫০

আহলান বলেছেন: ব্যাক্তি আনিসুল কি শান্তি পাবেন ?

০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

কালা মনের ধলা মানুষ বলেছেন: উনি তো অবশ্যই শান্তিতে আছেন, যেহেতু মেয়র হবার খায়েশ পূর্ণ হয়েছে !! এখন আমরা শান্তি পাবো কিনা সেটাই আসল কথা !!

৭| ০৩ রা মে, ২০১৫ দুপুর ১২:০১

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: রিজিকে ছিল এখন আনিসুল হকের কি করার আছে!!!!

সবই তার ইচ্ছা।

০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

কালা মনের ধলা মানুষ বলেছেন: আনিসুল হকের রিজিক অতি অবশ্যই তার ইচ্ছা। কোন সন্দেহ আছে?
আর আনিসুল হকের কি করার ছিল না ছিল, তা এই পোস্ট পড়েও যখন বুঝেন নি তখন তা আমার ব্যার্থতা !!

৮| ০৩ রা মে, ২০১৫ দুপুর ১২:৩৩

মুদ্‌দাকির বলেছেন:

কি ভাই এতদিন পরে এসেই, উনার মত একজন গরীব ব্যাক্তিকে হযরত আলী রাঃ এর মত একজন গরীব ব্যাক্তির চাকরের গল্প শুনায়া দিলেন ??? :P :P :P :P

০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

কালা মনের ধলা মানুষ বলেছেন: প্রিয় লেখক, আশা করি ভাল আছেন।
আসলেই ভাই অনেকদিন পর ফিরলাম !!
কি করব বলেন? চান্সে একটু জ্ঞান দেয়ার ট্রাই করে গেলাম আরকি !! হাহাহা

৯| ০৩ রা মে, ২০১৫ দুপুর ১২:৩৯

শ্রাবণধারা বলেছেন: ভাল লাগলো লেখাটা । অনেক চিন্তা করার উপকরণ আছে এ লেখায় ।

০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

কালা মনের ধলা মানুষ বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুশী হলাম। অনেক ধন্যবাদ।

১০| ০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

শতদ্রু একটি নদী... বলেছেন:

এর মাধ্যমে উনি রাজনীতিতে নাম লিখাইছেন, আর কিছু না।

উনিও আমার একটা বাল ছাড়া কিছুই না। এই বালেরেও ভালো লাগতো এইটাই আফসোস।

০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

কালা মনের ধলা মানুষ বলেছেন: ঠিকই বলেছেন। যথেষ্ঠ টাকা কামিয়েছেন উনি, এখন কিছু ক্ষমতা অর্জন করার পালা।
আশা করি উনি গতানুগতিক রাজনীতিবিদ হবেন না।

১১| ০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: তিনি তাঁর সম্ভাব্য বিজয় জনগণের রায়ে না জিতে জালিয়াতি করে জিতলেন...


এত সহজ করে বোঝালেন- তবু দেখি কেউ কেউ বুঝতে পারছে না ;)

---হে প্রভু তাদের জ্ঞান দাও ! :)

০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

কালা মনের ধলা মানুষ বলেছেন: আল্লাহ প্রদত্ত কপালের নিচে অবস্থিত দুই চক্ষু দ্বারা যেইসব চুষিল কিছু দেখতে পায়না, কসমেটিক সার্জারী করে উল্লেখিত চক্ষুদ্বয় তাদের পশ্চাদ্দেশে লাগিয়ে দেয়া হোক !!
এদের দৃষ্টির পরিসীমা ওই পর্যন্তই সীমাবদ্ধ থাকুক !!

১২| ০৬ ই মে, ২০১৫ রাত ৯:১৪

মহামহোপাধ্যায় বলেছেন: অনেক পর ব্লগে আপনাকে দেখলাম। আশা করি ভালো আছেন :)


আর নির্বাচন !! |-) |-)

০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

কালা মনের ধলা মানুষ বলেছেন: জ্বী ভাই, অনেকদিন পরেই সামুতে আসলাম !! আমি ভাল আছি ভাই, আপনি কেমন আছেন?

১৩| ০৬ ই মে, ২০১৫ রাত ৯:১৫

মহামহোপাধ্যায় বলেছেন: *অনেক দিন পর :(

০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

কালা মনের ধলা মানুষ বলেছেন: :)

১৪| ০৬ ই মে, ২০১৫ রাত ৯:৩৩

জুন বলেছেন: এসব থেকে কি আমাদের দেশের আপামর জনগন কখনো কিছু শিক্ষালাভ করেছে ধলা মনের কালা মানুষ বলতো ?
অনেক দিন পর ব্লগে দেখে ভালোলাগলো :)
সুন্দর পোষ্ট।
+

০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

কালা মনের ধলা মানুষ বলেছেন: প্রিয় জুন আপু, কেমন আছেন? আমার ব্লগে আসার জন্য অনেক ধন্যবাদ।

আমাদের জনগণ, মানে আমরা বড়ই বিস্মরণপ্রিয় জাতি। আমরা যা মনে রাখা দরকার, তা মনে রাখিনা, আর যা দরকার নেই, তা আমরণ মনে রাখি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.