নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিক\'টা কালা, মন\'টা ধলা !!

কালা মনের ধলা মানুষ

জীবন এত ছোট ক্যানে...

কালা মনের ধলা মানুষ › বিস্তারিত পোস্টঃ

#হ্যাশট্যাগের #মায়েরে #বাপ...

০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

ভীষণ স্মার্ট বাংগালী ইদানিং খুইজ্যা পাইসে ‪#‎হ্যাশটাগ‬ নামক এক ফ্যাশন!! এক লাইন স্ট্যাটাস দিলে অর্ধেক জুইড়া থাকে নানাপদের হ্যাশট্যাগ !!
যেমন, " ‪#‎মাথা‬#‎চুলকায়‬। মনে হয় ‪#‎উকুন‬ হইসে !! ঠিক হয়ে যাবে!! ‪#‎প্রে‬ ফর মি... "

আবার কোন কোন হুজুগপ্রিয় বাঙ্গাল একখান ছবি আপ্লোডাইবো আর হ্যাশট্যাগাইবো ৫০/৬০ টা !!
আমার এক দোস্ত তার কিউট পিচ্চিটার; ম্যাজেন্টা কালারের ড্রেস পড়ে মাড়ি বের করা হাসির দারুন একটা ছবি দিসে। সাথে এজ ইউজুয়াল দুনিয়ার হ্যাশট্যাগ !!
তার মধ্যে আছে ‪#‎বেবি‬, ‪#‎লাভ‬, ‪#‎ম্যাজেন্টা‬, ‪#‎মাড়ি‬, ‪#‎ডায়াপার‬, ‪#‎স্মাইল‬ ইত্যাদি ইত্যাদি।

কৌতুহল বশত দিলাম টিপি কয়েকপিস হ্যাশট্যাগের মিধ্যে!!
প্রথমেই #ম্যাজেন্টা কালারের পোস্টে আসলো এক তরুণী সেলিব্রিটির সচিত্র সংবাদ, যিনি তার বগলের কেশ ম্যাজেন্টা রঙ্গে রাঙ্গাইয়াছেন!!
কি জঘণ্য রকম তাজ্জব !!
এরপর যখন টিপ দিলাম হ্যাশট্যাগ ভালুবাসায়, তখন যা দেখলাম তা আর কইতারুম না ভাই রে...
শেষমেশ ‪#‎বেইবি‬ তে আর টিপি দেওনের সাহসই হইলনা !!

#‎জাতির‬ এ ‪#‎ক্রান্তিলগ্নে‬ আমরা কি এমন হ্যাশট্যাগ চেয়েছিলাম ??

মন্তব্য ২৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৫ রাত ৮:০৬

এস আলভী বলেছেন: অনেক প্রতিক্ষার পর ফ্রন্টপেইজ একসেস দেওয়ায় ব্লগ কর্তৃপক্ষকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।

আপনার লেখায় আমি আজ প্রথম মন্তব্য করার সুযোগ পেয়ে গর্ব বোধ করছি।
নতুন ব্লগার হিসাবে আপনার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।

০৯ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

কালা মনের ধলা মানুষ বলেছেন: জ্বী, ঠিকই বলেছেন। প্রথমবার লেখা পোস্ট করা কিম্বা কমেন্ট করার অনুভূতিই আলাদা। আপনাকে অভিনন্দন।
আমার সৌভাগ্য আমার পোস্টে আপনার প্রথম কমেন্ট !!
ধন্যবাদ।

২| ০৭ ই মে, ২০১৫ রাত ৮:৩৭

সাদরিল বলেছেন: এটা কি সত্যি আপনি? কতদিন পর আপনি লিখলেন!! লম্লেবা বিরতিতে খার ধার এতটুকু কমেনি। কেমন আছেন?

০৯ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

কালা মনের ধলা মানুষ বলেছেন: ইয়েস ব্রাদার !! ইহাই আমি !!! নো ডাউট !! ওয়ান এন্ড ওনলি !!! হাহাহাহা
বড় লেখার ক্ষমতা হারিয়ে ফেলেছি !! তাই আপাতত ফেসবুক স্ট্যাটাসই পোস্ট করে হাত মকশো করছি !! হাহাহাহা

দোয়া কইরো।

৩| ০৮ ই মে, ২০১৫ রাত ১:০১

*কুনোব্যাঙ* বলেছেন: ভালো #বলেছেন #বাঙ্গালীকে যেই সুবিধাই দেওয়া হউক তার #আজাইরা ব্যবহার করে সেটাকে তারা #পচাবেই :(

অনেকদিন পর #আপনাকে #ব্লগে দেখে ভালো লাগলো #রুমী ভাই :)

০৯ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

কালা মনের ধলা মানুষ বলেছেন: মামুন ভাই, আপনি কেমন আছেন? আমাকে ভুলেন নি দেখছি !! :)
আমার পোস্টে আপনাকে দেখেও অসম্ভব ভাল লাগছে।


৪| ০৮ ই মে, ২০১৫ রাত ৯:৩৫

অলীক মানবী বলেছেন: #সত্যি কথা রে ভাই.
ছাগলের ৩ নাম্বার বাচ্চা কিছু সবসময়ই খামোখা চিল্লানোর জন্য থাকে , কিন্তু আমাদের দেশে এত বাড়লো কেন ? আপনারা কি সবাই ছাগল কুরবানী দেয়া বন্ধ করে দিলেন ???

১৩ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

কালা মনের ধলা মানুষ বলেছেন: হাহাহাহাহাহা, ভাল বলসেন। ছাগলের তিন নম্বর বাচ্চা। এরা আসলে ছাগলের তিন নাম্বার অশিক্ষিত বাচ্চা। কোন প্রযুক্তি কিভাবে ইউজ করতে হয় তার বিন্দু মাত্র ধারনা না নিয়েই পচায়া ফালায় !!

৫| ০৮ ই মে, ২০১৫ রাত ১০:০৬

শতদ্রু একটি নদী... বলেছেন: আমি এই ব্যাপারটা কি সেইভাবে বুঝতামই না। কালকে এই পোষ্ট দেইখা গুগল সার্চ দিয়া শিখছি। /:) /:)

১৩ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

কালা মনের ধলা মানুষ বলেছেন: আমাকে এক হ্যাশট্যাগ এবিউজার বন্ধু বুঝায়া দিসে !!

৬| ০৮ ই মে, ২০১৫ রাত ১০:৫৩

মোঃমোজাম হক বলেছেন: হুযুগের দুনিয়ায় আরো কতো কি যে দেখার আছে ;)

১৩ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

কালা মনের ধলা মানুষ বলেছেন: বিশেষ করে বাংলাদেশে পবিত্র হুজুগ পালন করার একনিষ্ঠ ভক্তের অভাব নেই !!

৭| ০৯ ই মে, ২০১৫ রাত ১০:০৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: টাইটেল একাই একশ.... :) অনেকদিন পর...

১৩ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

কালা মনের ধলা মানুষ বলেছেন: হাহাহাহা, ধন্যবাদ। আসলেই অনেকদিন পর।
ভাল থাকবেন।

৮| ১০ ই মে, ২০১৫ ভোর ৬:৫১

আসিফ.ইভান০০৭ বলেছেন: পারেন ও ভাই! হাসতে হাসতে দুইখান গড়াগড়ি দিয়ে উঠলাম! :পি
মনটা খুশি করে দেয়ার জন্য #এক_কাপ_লাল চায়ের দাওয়াত থাকলো.. :ডি

১৩ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

কালা মনের ধলা মানুষ বলেছেন: আপনাকে হাসাতে পেরে আমারও মন ভাল হয়ে গেল। লাল চায়ের দাওয়াতের জন্য ধন্যবাদ।

৯| ১১ ই মে, ২০১৫ সকাল ১১:১৬

অন্ধবিন্দু বলেছেন: কালা মনের ধলা মানুষ,

অনেকদিন পর দেখছি যে ! এসব হচ্ছে বয়সের দোষ আর শিক্ষার অভাব।

১৩ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

কালা মনের ধলা মানুষ বলেছেন: জ্বী ভাই, অনেক দিন, প্রায় এক বছর পর ফিরলাম। মনে রাখার জন্য অনেক কৃতজ্ঞতা ভাই।

১০| ১১ ই মে, ২০১৫ রাত ৮:৫১

ব্ল্যাক সোয়ান বলেছেন: এইটা আমার প্রথম কমেন্ট

১৩ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

কালা মনের ধলা মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
তবে প্রথম কমেন্ট হিসেবে, "এইটা আমার প্রথম কমেন্ট" একটু লেইম হয়ে গেল না !! হাহাহাহা

১১| ১৭ ই মে, ২০১৫ রাত ১০:০৭

নিওফাইটের রাজ্যে বলেছেন: অনেকদিন পর আপনার লেখা পড়লাম, #ভাল_লাগল ;)

২৭ শে জুন, ২০১৫ সকাল ১০:৪৬

কালা মনের ধলা মানুষ বলেছেন: প্রিয় নিওফাইট, কেমন আছেন আপনি? আসলেই অনেকদিন পর ফিরলাম। দিন বদলায়া গ্যাছে তো !! হাহাহাহা
এখন আর লেখাও হয়না, আপনার দারুন সব কমেন্টও পাওয়া হয়না।
অনেক ভাল থাকুন।

১২| ২৭ শে জুন, ২০১৫ সকাল ১১:২৩

মোঃ আসিফুল হক বলেছেন: #হে_হে #মাঝখানে #এক #স্ট্যাটাসে #পুরো #আলোচনা #হ্যাশট্যাগের #উপ্রে #চালাইসিলাম #ফাজলামো #কইরা !! :D :D

০২ রা জুলাই, ২০১৫ সকাল ১০:১৬

কালা মনের ধলা মানুষ বলেছেন: #হে#হে#হে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.