নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিক\'টা কালা, মন\'টা ধলা !!

কালা মনের ধলা মানুষ

জীবন এত ছোট ক্যানে...

কালা মনের ধলা মানুষ › বিস্তারিত পোস্টঃ

একজন জাদুকর এবং আমার একটি ব্যাক্তিগত আফসোস

১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৪



আজ একজন জাদুকরের চলে যাওয়ার দিন। চার বছর আগে আজকের দিনেই তিনি শেষবারের মত মঞ্চ থেকে বিদায় নিয়েছেন, দর্শক শ্রোতা আর পাঠকদের মোহাবিষ্ট রেখেই।
তিনি ছিলেন এমন একজন জাদুকর, যার পেছনে হ্যামিলনের বাঁশি ওয়ালার বাঁশির রহস্যময় সুরের আকর্ষনের মতই মোহগ্রস্থ হয়ে মানুষ ছুটে যেত।

ব্যাক্তিগতভাবে তাকে ঘিরে আমার কিছু আফসোস থাকবে চিরকাল। বরেণ্য ব্যাক্তিত্ব মোস্তফা জামান আব্বাসী যেমন তাকে অনুরোধ করেছিলেন, তার জাদুকরি কলম দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব রাসূলুল্লাহ সাঃ এর জীবনী লেখার। নবীজীর চরিত্র গূণ আর তার কলমের জাদুময়তা মিলে কি অসাধারন একটা মাস্টারপিসই না তৈরী হোত !! বিশেষ করে আজকের এই দুঃসময়ে এই প্রজেক্ট টা হয়তো খুব কাজে দিত !! হয়তো তরুনদের মনের ভেতর অন্যরকম ভাবে একটা নাড়া দিতে পারতেন তিনি !

তিনি রাসূল সাঃ এর জীবনী লেখার কাজ শুরুও করে ছিলেন। কিন্তু শেষ করে যেতে পারেননি। হয়তো সর্বশ্রেষ্ঠ কর্মবিধায়ক আল্লাহ চাননি বলেই।

এর একটা কারন বলে আমার মনে হয়, হূমায়ূন আহমেদ জীবনী লেখার জন্য যে রেফারেন্স ব্যাবহার করছিলেন, তা হোল সীরাতে রাসূলুল্লাহ সাঃ এর সবচে আলোচিত এবং সমালোচিত লেখক - ইবনে ইসহাক। ইবনে ইসহাকের হাদীস এবং সীরাত গ্রন্থ পৃথিবীর অনেক ইসলামিক স্কলারদের কাছে অগ্রহণযোগ্য, কারন তার সনদ বা পরম্পরার দূর্বলতা। ইবনে ইসহাক এমন অনেক ঘটনা এবং হাদীস রাসুল সাঃ এর নামে উল্লেখ করেছেন যার স্বপক্ষে কোন শক্ত প্রমান বা সনদ নেই। যেমন, কাবা ঘরের ভেতর স্থাপিত যীশুর মা মেরীর সুন্দর একটা মূর্তি বা শিল্পকর্ম রাসূল সাঃ ভেঙ্গে ফেলতে নিষেধ করেছিলেন শুধু মাত্র শিল্পগূণের জন্য। যার জীবনের যুদ্ধই ছিল মূর্তিপুজার বিরুদ্ধে; তার নামে এমন একটি ঘটনা একেবারেই অগ্রহনযোগ্য।

এমন আরো অনেক কারনেই ইবনে ইসহাক এবং তার লেখার সঙ্কলনকারী ইবনে হিশামের রেফারেন্স বেশ বিতর্কিত। আর হুমায়ুন আহমেদ হয়তো নিজের অগোচরেই কিম্বা নিজের জানার ভুলের কারনে এই রেফারেন্স ব্যাবহার করেছিলেন, যা হয়ত উলটো বিতর্কই উসকে দিত।

তার এই মৃত্যুবার্ষিকীতে আমি চাই, তাকে স্মরণ করতে গিয়ে কিম্বা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে এমন কিছু না করা হোক যা তার পরকালের জীবনে বোঝা হয়ে দাড়ায়।

মহান আল্লাহ, তাকে ক্ষমা করুন, তাকে জান্নাতবাসী করুন - কোটি কোটি মানুষকে তার লেখনী দিয়ে আনন্দ দেয়ার বিনিময়ে, তার তৈরী করা শব্দ দিয়ে চোখের কোণে অশ্রু এনে দেয়ার বিনিময়ে, ঠোটের কোণে এক চিলতে হাসি এনে দেয়ার বিনিময়ে...


এ ট্রিবিউট টু হুমায়ুন আহমেদ -
স্যার, আমার প্রেমিকার ব্যাপারে আপনার সাথে একটু কথা ছিল...

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অন্তত এই উপলক্ষে আপনাকে ব্লগে পাওয়া যায়, অন্তত আপনার সেই কালজয়ী লেখার কারনে আপনাকে ব্লগে পাওয়া যায়। আফসোস করব না খুশি হবো জানি না।

১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:০৫

কালা মনের ধলা মানুষ বলেছেন: হাহাহাহা, আপনাদের সেই পুরানো ভালবাসা পাওয়ার লোভ নাকি কিছু হিট কামানোর ধান্দা, জানিনা !! :)

২| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১০:৫২

আমি তুমি আমরা বলেছেন: অনেকদিন পর ব্লগে দেখলাম আপনাকে।

হুমায়ূন আহমেদকে নিয়ে কি বলব আর? এমন লেখক আর বাংলাদেশে আসবে বলে মনে হয় না।

নবীজী(সাঃ) এর জীবনী লেখার ক্ষেত্রে হুমায়ূন আহমেদ কার রেফারেন্স ব্যবহার করছিলেন জানতাম না। জেনে ভালই লাগল :)

০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৭

কালা মনের ধলা মানুষ বলেছেন: প্রিয় ব্লগার, ক্ষমা করবেন দেরীতে রিপ্লাই দেয়ার জন্য। নিজ গুনে মাফ করবেন।

আর অনেক ধন্যবাদ পড়ার জন্য।

৩| ২০ শে জুলাই, ২০১৬ ভোর ৫:২৪

মিখু বলেছেন:
পাখি উড়ে গেলেও পলক
ফেলে যায় আর মানুষ
চলে গেলে ফেলে রেখে যায়
স্মৃতি ।
--------- হুমায়ূন আহমেদ

০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৮

কালা মনের ধলা মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য।

৪| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ১:২৯

মনিরা সুলতানা বলেছেন: ওরে বহুদিন, কতদিন কত সময় পর ??????
ভালো লাগলো ব্লগে দেখে :)

০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৮

কালা মনের ধলা মানুষ বলেছেন: আপু, অনেক ধন্যবাদ আমাকে মনে রাখার জন্য।

৫| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:০৮

সোহাগ সকাল বলেছেন: বিশাল জ্ঞানীগুণী চিন্তাভাবনা! :/

০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৯

কালা মনের ধলা মানুষ বলেছেন: ধন্যবাদ।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১১

খায়রুল আহসান বলেছেন: শেষ দুটো অনুচ্ছেদ খুব ভাল লাগলো।

০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪০

কালা মনের ধলা মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য। আমার ব্লগে আপনার পদচারনা অনুপ্রেরনা দায়ক।

ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.