নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন লেখকের আজীবন স্বপ্ন থাকে তার কল্পনার কালো কালো অক্ষর গুলো একদিন সাদা কাগজের ক্যানভাসে বিমূর্ত হবে। আমি যেহেতু কোন লেখক নই (সাধারন একজন ব্লগার (আস্তিক) বলা যেতে পারে), তাই আমার বই বের হবে - এজাতীয় কোন স্বপ্ন কস্মিন কালেও ছিল না (এই কস্মিন কাল টা কি আমি অবশ্য জানিনা)।
তাই ২০১২ সালের বইমেলায় যখন হুমায়ূন আহমেদকে উৎসর্গকৃত একটি স্মরণীকায় প্রকাশিত হবার জন্য আমার একটি লেখা নির্বাচিত হয়, তখন যেন এক অপার্থিব আনন্দে ভেসেছিলাম!
কিন্তু কাদের মোল্লা ভি চিহ্ন দেখিয়ে শেষ মুহূর্তে সব ভন্ডুল করে দিল, গণজাগরণ মঞ্চের উত্থান হোল, আর চাপা পড়ে গেল সেই স্মরণীকা।
অযাচিতভাবে ধরা দেয়া সেই স্বপ্নভংগের অভিমানে অনেক বছর ব্লগেও লিখিনি, বইমেলায়ও যাইনি। যেখানে বইমেলা ছিল আমার কাছে তীর্থস্থান এর মত!
আমার না দেখা সেই স্বপ্ন হঠাত করেই যেন পূর্ণতা পেল যখন জানলাম সম্পাদক আমার একটি লেখা নির্বাচিত করেছেন এইবছর বইমেলায় প্রকাশিতব্য একটি সাহিত্য সংকলনের জন্য।
ঘরপোড়া গরু সিদুরে মেঘ দেখলে ডরায় - আমিও ঠিক বিশ্বাস করতে পারছিলাম না যে সত্যি সত্যি আমার লেখাটি বইমেলায় প্রকাশিত হবে !
অবশেষে আমার চাতক পাখির অপেক্ষা শেষ হোল, অভিষেক হোল ঋদ্ধ ২ এর।
আমার মত অভাজনের একটা অকিঞ্চিতকর লেখা বইমেলায় প্রকাশিত হোল - সৃষ্টিকর্তা অনেক অনেক বড় এই সম্মাননা আমার কপালে লিখে রেখেছিলেন।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় বৃতি আপু, শায়মা আপু আর নীল সাধু ভাইয়াকে।
ধন্যবাদ দূর্যোধন কে - যার হাত ধরে আমার ব্লগিং শুরু। আর ধন্যবাদ আরজু পনি আপু, অপু তানভীর, মনিরা সুলতানা আপু আর ব্লগের সেই অসম্ভব প্রিয় মানুষ গুলোকে, যাদের মন উজাড় করা ভালবাসা পেয়েছি আমার প্রতিটা লেখাতে।
আর কৃতজ্ঞতা আমার বউ আর পরিবারের সদস্যদের, যাদের উতসাহে মনে হয় - ধুর শালার চাকরী ! এখনই সিরিয়াসলি লেখালেখি শুরু করি !
আমার লেখার লিনক -
স্যার, আমার প্রেমিকার ব্যাপারে আপনার সাথে একটু কথা ছিল...
আর কেউ যদি দয়া পরবশ হয়ে ঋদ্ধ ২ সংগ্রহ করতে চান, তাহলে বইমেলায় গিয়ে খোজ করুন (আপনারা আমার বই না কিনলে এই অভাবী লেখক সংসার চালাইবো কেমনে?) -
*এক রঙ্গা এক ঘুড়ি প্রকাশনী*
সোহরাওয়ার্দী উদ্যান
স্টল নাম্বার ৬৫৪
*মেঘফুল*
লিটল ম্যাগ চত্বর
বাংলা একাডেমি
স্টল নাম্বারঃ ৪৩
“ঋদ্ধ” এর ভুবনে বন্ধুদেরকে সাদরে নিমন্ত্রণ
সবাইকে ধন্যবাদ।
ঋদ্ধ ২ সূচীপত্র -
গল্প -
১. লিলিবনে গলিত জোছনা - নির্ঝর নৈঃশব্দ
২. কাঁচের দেয়াল - সাজিদ উল হক
৩. সারপ্রাইজ - নাজিম উদ দৌলা
৪. রক্ত মাংস অস্থি কংকাল - মাহমুদ রহমান
৫. নোবেলের অনুতাপ - এনামুল রেজা
৬. নিমগ্ন ধ্যানে জেগে থাকার গল্প - যেন রসি
৭. মল্লিকের বিয়ে - মামুনুর রহমান
৮. একটি শিরোনামহীন গল্প - গেম চেঞ্জার
৯. খাঁচার পাখি, বনের পাখি - তামান্না তাবাস্সুম
১০. একটি হারিয়ে যাওয়া গল্প এবং তারপর - নাঈম ভূঁইয়া
১১. যুদ্ধ অথবা মানসাঙ্কের গল্প - জুলিয়ান সিদ্দিকী
কবিতা -
১. আদিপাঠ - দীপন চক্রৱৰ্তী
২. স্বপ্নে পাওয়া কবিতা - কামরুল বশির
৩. কবিতা - আশরাফ মাহমুদ
৪. বাহান্ন নম্বর পাতায় বুক মার্র্ক - জাহিদ অনিক
৫. কেমন আছি - সৈয়দ আরমানুল হক
৬.কুলখানি - ম্রৃন্ময় মিজান
৭. বিশেষত রাট যখন বারোটা পঞ্চাশ - দেওয়ান তাহমিদ
৮. পাখির বাসা - শাহেদ খান
৯. কবিতা - মাহমুদ ইফতি
১০. সিঙ্গলং উত্কররিষ্টঙ নমঃ - ইমরান হাসান জেসন
১১. তোমাদের নগরে - ইমন তোফাজ্জল
১২. নির্গমণ - সুমন কর
১৩. প্রস্থান - শুভ্র সরকার
১৪. মধ্যবিত্তরা - রিয়াদ পারভেজ
মুক্তগদ্য -
১. অসম্পূর্র্ণ স্বপ্নবাড়ি ও কয়েকটি এন্টি স্যোশাল চিত্রপট - রেজওয়ান তানিম
২. স্যার, আমার প্রেমিকার ব্যাপারে আপনার সাথে একটু কথা ছিল - কালা মনের ধলা মানুষ
রম্য -
১. আজ খ্যাংরার গায়ে হলুদ - গিয়াস উদ্দিন লিটন
২. চৌধুরী সাহেব এক কথার লোক - আবু হেনা
সামাজিক / সমসাময়িক -
১. ডাক্তারদের ভাবসাব দেখে মনে হচ্ছে আজকেই বোধহয় শেষ দিন - চাঁদ গাজী
২.বাঁশ সমাচার - ড. এম এ আলী
ইতিহাস -
১. লোকজ সংস্ক্র্রিতি - বাঘের সিন্নি, ব্যাঙের বিয়ে ও অন্যান্য - পার্থ তালুকদার
২. প্রশ্ন মিশরীয় সভ্যতার গোড়াপত্তনের ইতিহাস এবং একটি ধর্র্মের সম্ভাব্য বিবর্তন - কুনো ব্যাঙ
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৩
কালা মনের ধলা মানুষ বলেছেন: আসল ধন্যবাদ আপনাদের প্রাপ্য আপু। আর অনেক অনেক কৃতজ্ঞতা।
সব সময় ভালো থাকুন।
হুম, যেদিন বেরিয়েছে, সেদিনই আমি ২ কপি কিনেছি।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: যেসব ব্লগারের লেখায় ঋদ্ধ ২ সমৃদ্ধ হল তাঁদের তালিকা দিলে মনে হয় ভাল হত।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৪
কালা মনের ধলা মানুষ বলেছেন: দিয়ে দিয়েছি ভাই। সংগ্রহ করছেন কি?
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৩
শকুন দৃিষ্ট বলেছেন: আমিও আজ ঋদ্ধ ২ এর সংগ্রাহক হলাম। পড়ে মন্তব্য নিয়ে আসছি, পরে কথা হবে।
ভাল থাকুন, ধন্যবাদ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৬
কালা মনের ধলা মানুষ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা।
আপনার মতামতের আশায় থাকছি।
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:২৪
জাহিদ অনিক বলেছেন:
বাহ দেখে ভালো লাগছে।
ঋদ্ধ হোক সকলের আরাধ্য!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৭
কালা মনের ধলা মানুষ বলেছেন: ঋদ্ধ হোক সকলের আরাধ্য
অনেক অনেক ধন্যবাদ।
ঋদ্ধ ২ সংগ্রহ করছেন কি?
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৭
রাজীব নুর বলেছেন: আপনার সাফল্য কামনা করছি।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৭
কালা মনের ধলা মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ভাই।
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৭
ফাহমিদা বারী বলেছেন: কাদের লেখা থাকছে ঋদ্ধ ২ তে? জানালে ভালো লাগতো।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৮
কালা মনের ধলা মানুষ বলেছেন: দিয়ে দিয়েছি আপু।
ঋদ্ধ ২ সংগ্রহ করছেন কি?
৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩১
সুমন কর বলেছেন: শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা ভাইয়া ! -- সহমত। আপনার অনুভূতির কথা জেনে ভালো লাগল।
ছোট একটা মতামত বা রিভিউ দিলেও পারতেন। +।
** যেহেতু এখন বই পাওয়া যাচ্ছে, তাই কাদের লেখা আছে তাদের নাম উল্লেখ করে দিলে ভালো হোত? তারাই আবার প্রচার করতো, কিনা বলেন !!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩০
কালা মনের ধলা মানুষ বলেছেন: দেখা যাক, এখন তারা কতটুকু প্রচার করেন?
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৫
*কুনোব্যাঙ* বলেছেন: অনেকদিন পর আপনাকে ব্লগে দেখে অনেক ভালো লাগলো সাথে স্মৃতিকাতরও হলাম। ১১ তারিখে বইমেলায় গিয়ে ঋদ্ধকে খুঁজে পাইনি, বলেছিলো আরো দু/একদিন সময় লাগবে। দু/একদিনের মধ্যে সময় করে যেতে হবে ঋদ্ধের জন্য।
হারিয়ে যাইয়েন না ভাই, উত্তাল সময়ের ভার্চুয়াল সঙ্গীদের অনেক মিস করি।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪১
কালা মনের ধলা মানুষ বলেছেন: মামুন ভাই, বিশ্বাস করেন, বইটা কিনে আনার পর, শুধু এক নজর চোখ বুলিয়েছি নিজের লেখায়, আর কে কি লিখেছে দেখার সময় পাইনি ব্যাস্ততায়। যখন রাত ১০ টায় অফিস থেকে এসে সূচীপত্র টাইপ করছিলাম ঝড়ের বেগে, ঠিক তখন একেবারে শেষ মুহূর্তে দেখি আপনার নাম !! অবাক আর খুশীতে আপনার লেখাটির বানানই ভুল করে ফেললাম। সরি ভাই।
আপনি ব্লগ জীবনে আমার খুব প্রিয় একজন মানুষ।
দেখা যাক, এবার কতদিন ব্লগে থাকি !!
সময়ের অভাবে কারো ব্লগ তেমন পরা হয়না, আর পুরান অনেকেই নেই। নতুন মডারেটর আর পাঠক রা তেমন পাত্তা দিচ্ছে না। হাহাহাহা
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২৪
চাঁদগাজী বলেছেন:
ডেম, আমার বকবকও ওখানে আছে? আমার জন্য একটা কপি রাখবেন; আমি দুরে আছি, পরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবো।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৪
কালা মনের ধলা মানুষ বলেছেন: সময়ের অভাবে আমিও হয়তো আর বইমেলায় যেতে পারবো না ভাই, দুঃখিত।
তবে শুনেছি রকমারীতে নাকি দেয়া হচ্ছে ঋদ্ধ ২। সেখান থেকে অর্ডার করতে পারেন।
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:২৬
রেজওয়ান তানিম বলেছেন: ঋদ্ধ ২ সফল হোক, এই কামনা করি শুভেচ্ছা সকলকে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩১
কালা মনের ধলা মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। আর লেখা প্রকাশে অভিনন্দন।
১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 'ঋদ্ধ ২' এর সাফল্য কামনা করছি।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩২
কালা মনের ধলা মানুষ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৩
শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা ভাইয়া!
তাহলে তুমিই মনে হয় ঋদ্ধ ২ এর প্রথম সংগ্রাহক!