নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্বাপদ সনে
নাবিল মুহতাসিম
একজন দুর্দান্ত প্রতিভাধর লেখক এর লেখা পড়ার সৌভাগ্য হল৷ চমতকার তার লেখার ভঙ্গী, ডিটেইলসের কাজ একদম নিখুত৷ পাঠককে এমন একটা অনুভূতি তিনি দিয়েছেন, যেন পাঠক নিজেই সেই থ্রিলিং পরিস্থিতিতে উপস্থিত থেকে নিজের নখ কামড়াচ্ছে!
চরিত্রগুলোর চরিত্রের ভিন্নতা ছিল দারুন ইন্টারেস্টিং৷ রাগী, এলকোহলিক, এমপ্যাথী লেস জামশেদ - পুরো বইটা বয়ে নিয়ে গেছে পাঠকের কৌতুহল কাধে নিয়ে৷ তবে পাঠকের মূল আকর্ষন ছিল আরেকজনকে ঘিরে৷ যে লিঙ্ক আপ করেছে পুরো বইটার সমস্ত ঘটনার ঘনঘটা গুলোকে৷ সে হচ্ছে বংগবন্ধু ফ্রেমের চশমা পড়া, কোকড়া চুলের বুদ্ধিদীপ্ত শিপলু৷
এবার আসি - বইটা কেমন ছিল? কোন জনরার? থ্রিলার না হরর? চরিত্রগুলো চিত্রন বাস্তব সম্মত ছিল কিনা?
বইটার থ্রিলার অংশে আমি থ্রিল্ড হয়েছি৷ লুচ্চা রাশেদ আর বোমা মজিদের সাথে দ্বৈরথ আর একশন - দারুন থ্রিলিং৷
গায়ে কাটা দিয়েছে, হাতের লোম দাড়িয়ে গিয়েছে - হরর কেস স্টাডি আর পিশাচ টার পশ্চাদ্ধাবনের বর্ননায়৷
তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হোল - দুটো জনরা মিশ খায়নি৷ একশন, হ্যালুসিনেশন আর বাস্তবতার গোলমালে প্রচুর খাপছাড়া লেগেছে অনেক ঘটনার বর্ননা৷
চরিত্রগুলোর টুইস্টেড টার্নআউট অস্বাভাবিক লেগেছে৷ গ্রাম্য দারোগার হঠাত ডার্ক নাইট বনে যাবার মোটিভটা অদ্ভুত৷ আর ডাক্তার সামাদ যদি আগেই সব কেস স্টাডির লজিক্যাল ব্যাখ্যা জামশেদকে দিয়েই থাকে, তাহলে কেন তার বন্ধুর প্রতি এত অন্ধ বিশ্বাস? এলকোহলিক, ড্রাগড জামশেদ এক চরম মুহূর্তেই সব লুজ এন্ড জোড়া লাগিয়ে ফেললো? শয়তানের অনুসারী মানুষটি কি আসলেই শয়তানের শক্তিতে কিম্বা অলৌকিকতায় বিশ্বাস করতো? তাই যদি হোত তাহলে তার কেন এফডিসি'র থার্ডক্লাস বুজরুকির আশ্রয় নিতে হোল? শুধু জামশেদকে প্রভাবিত করার জন্য পত্রিকার লাখ লাখ পাঠক কে বাকরা বানানো ?
পুরো বইটা অদ্ভুত৷ আমার কেমন জানি ভালোও লেগেছে, আবার ভালোও লাগেনি৷ অদ্ভুত ফিলিংস৷
শেষ কথা - বইটা ফেলে দিতে পারবেন না আপনি৷ লেখকের লেখার হাত আপনাকে ধরে রাখবে৷ শেষ পর্যন্ত৷
১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৪
কালা মনের ধলা মানুষ বলেছেন: পড়ে ফেলুন ভাই, মতামত জানাবেন...
২| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৬
রাজীব নুর বলেছেন: নাম টূকে রাখলাম- আগামী বইমেলাতে সংগ্রহ করবো।
১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৬
কালা মনের ধলা মানুষ বলেছেন: বাংলাদেশী লেখকদের এভাবেই প্রমোট করা উচিত, অনেক ধন্যবাদ রাজীব ভাই...মতামত জানাবেন
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৫
অগ্নি সারথি বলেছেন: শুভ কামনা!
১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৭
কালা মনের ধলা মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই,
কিন্তু শুভ কামনা কার জন্য? লেখকের জন্য? নাকি রিভিউকারের জন্য?
৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩
অগ্নি সারথি বলেছেন: বইয়ের জন্য! আমি ভেবেছিলাম আপনার বই। আপনার রিভিউ এ ভালো লাগা।
১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৫
কালা মনের ধলা মানুষ বলেছেন: এ এ এ এ ভাই, আপ্নে তাইলে লেখা টা পড়েনি নাই !!!
হাহাহা
এনিওয়ে অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৩
আর্কিওপটেরিক্স বলেছেন: বইটাতো পড়তে হচ্ছে