নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুষিলতা আর ধার্মিকতার মধ্যে রয়েছে সুস্পষ্ট পার্থক্য।
হুম, ঠিক ধরেছেন সুষিল ব্রো এন্ড সিস, সমস্যা আপনাদের নয়। সমস্যা ওই গোড়া ধর্ম ইসলামের। এই ধর্মটা মোটেও উদার না। যারা এই ধর্মটা পালন করে, যারা সৃষ্টিকর্তা কে ভয় পায়, শেষ বিচারদিনের ভয়ে যারা সাবধানে চলতে চায় আর যারা আপনাদের সুষিলতার বিরোধিতা করে, তারা তো সব্বাই ছাগু। কচি ঘাস লতা পাতা খায়।
যে কালেমা পড়ে আপনি মুসলিম হয়েছেন, তার মর্যাদা রক্ষা আর দায়িত্ব পালন করা খুব সহজ কথা না ব্রাদার। সৃষ্টিকর্তার একত্ববাদ স্বীকার করা, মনে প্রাণে তা পালন করা আর অংশিবাদ থেকে দূরে থাকা - এই প্রতিজ্ঞা করেই আপনি মুসলিম হয়েছেন।
এই কথা গুলো আপনার জন্য না, যদি আপনি হন কেবল গরু খাওয়া মুসলমান অথবা বাপ মায়ে মুসলমান ঘরে পয়দা করসে, অথবা ছোট ছিলেন, আপনি যে বড় হয়ে সুষিল হবেন, সেইটা বুঝতে না পেরেই - জোর করে ধরে সুন্নতে খাতনা করে দিয়েছে - সেই হিসেবে মুসলমান হয়ে থাকেন। সে ক্ষেত্রে প্লিজ - গ্রো পেয়ার অফ বলস এন্ড কিক ইয়র স্টুপিড রিলিজিয়ন।
প্রতিটি মানুষের গোপন পাপ কিম্বা দুর্বলতা রয়েছে। কোন সুষীল ফেরেশতা নয়, কোন ধার্মিকও ফেরেশতা নয়। তফাত এই - কেউ আপন ক্ষুদ্রতা অনুধাবন করে ক্ষমা প্রার্থী হয়, কেউ হয় না।
ব্রো এন্ড সিস - সুষিলগিরি দেখিয়ে হয়তো এই দুনিয়ায় খুব নাম কামাচ্ছেন, সাবধানে থাকবেন - হয়তো নিজের অজান্তেই এক এবং অদ্বিতীয় রব'এর সাথে শিরক করে মুসলিম হিসেবে নিজের নাম কাটিয়ে ফেলছেন।
যখন আপনাকে পাকড়াও করা হবে জাজমেন্ট ডে'র দিন, তখন বলবেন, আমি তো নাদান পারিন্দে, আমি সব ধর্মের সেরা ধর্ম - মানব ধর্মের মুরিদ - তা হবেনা ব্রাদার। আপনার প্রতিটা কথা, কর্ম, ফেসবুক স্ট্যাটাস আর কমেন্টের হিসাব নেয়া হবে।
“যারা বিশ্বাস করে এবং সাবধানতা অবলম্বন করে। তাদের জন্য পার্থিব জীবনে ও পারলৌকিক জীবনে সুসংবাদ আছে। আল্লাহর বাণীর কোনো পরিবর্তন নেই, এটিই মহা সাফল্য।" - সূরা ইউনুস
৩০ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:০২
কালা মনের ধলা মানুষ বলেছেন: শিরোনাম পড়ার জন্য অনেক ধন্যবাদ. মতামত জানার অপেক্ষায় থাকলাম.
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১
যোখার সারনায়েভ বলেছেন: জানলাম।
৩০ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৪
কালা মনের ধলা মানুষ বলেছেন: আপনি জানতে পেরেছেন; ব্যাপার টা আমিও জানতে পারলাম.
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৩
রাজীব নুর বলেছেন: পড়েলাম। জানিয়ে গেলাম।
৩০ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৬
কালা মনের ধলা মানুষ বলেছেন: আর কাউকে না পেলেও আপনাকে পাবোই রাজীব ভাই !! অনেক ধন্যবাদ. ভাল থাকেন.
©somewhere in net ltd.
১| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
নতুন বলেছেন: শিরোনাম পইড়া প্লাস দিয়ে গেলাম... পুরা পইড়া পরে কমেন্ট করুম।