নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিক\'টা কালা, মন\'টা ধলা !!

কালা মনের ধলা মানুষ

জীবন এত ছোট ক্যানে...

কালা মনের ধলা মানুষ › বিস্তারিত পোস্টঃ

১ম সেরা মা আর ২য় সেরা মা - হ্যাপী মাদার্স ডে !!

১৪ ই মে, ২০১৯ দুপুর ১:৫৮



মা তো মা’ই !! মায়ের ভালবাসা কি আর সম্পর্কের বেড়াজালে আবদ্ধ থাকে? মা শব্দটাই তো ভালবাসার সমার্থক !!

ফেসবুকের বিবাহিত বন্ধুরা "মা দিবস" উপলক্ষ্যে মায়ের প্রতি ভালবাসায় নিজের অরিজিনাল মা আর শ্বাশুরী মায়ের কোলাজ ছবি আপ্লোড করে যাচ্ছে মনের মাধুরী মিশিয়ে। আর এতে নিশ্চই অবিবাহিত বন্ধুরা তাদের "মা কেন একটা" - এই আফসোসে আফসোসিত !! আর ভবিষ্যত শ্বাশুরীরা তাদের ভবিষ্যত জামাই দের জন্য কি ব্যাকুল হয়ে অপেক্ষা করছে – এই ভেবে রোমাঞ্চিত !!

অবশ্য "মা কেন একটা" – এই চাপা দীর্ঘশ্বাস টা আমিও মাঝে মাঝে শুনতে পাই; হয়তো নিশ্চুপ কোন রাতে কিম্বা প্রতিটা দিনের মতই মায়ের জন্য কোন দিবসে মা’কে মিস করার হাহাকারে।

সবার দুই মায়ের সাদাকালো আর রঙ্গীণ কোলাজের ভিড়ে আমার বউয়ের কোলাজে মায়ের ছবি শুধু একটাই।
তার শ্বাশুরী মা।

ছোট্ট একটা ময়না পাখিকে তার মা পাখি আর বাবা পাখি এত বড় দুনিয়ার মুখোমুখি একলা ফেলে নিজেরা উড়ে চলে গিয়েছিলেন দূর আকাশের অজানা তারা হয়ে। ফেসবুকে আপ্লোডানোর জন্য কোন ছবিতো দূরের কথা তেমন কোন স্মৃতির পালকও ফেলে যাবার সময় পাননি তারা।

মেট্রিক পর্যন্ত এবাড়ি, ইন্টার পর্যন্ত ওবাড়ি, তো ভার্সিটি পর্যন্ত আরেকবাড়ি; এভাবেই সেই ময়না পাখিটা মাস্টার্স শেষ করে আজ আমার বাড়িতে।
সেদিনের ছোট্ট ময়না পাখিটা আজ আমার ঘরে পরিবারের যোগ্যতম বড় বউ, স্নেহময়ী মা আর মাল্টিন্যাশনালের একজন সফল উচ্চপদস্থ কর্মজীবী। সম্পূর্ণ নিজের চেষ্টা আর তার অসম্ভব মমতা আর ভালোবাসার আধার ভাই বোনদের আশীর্বাদে বাবা মা ছাড়া এই মেয়েটি অর্থনৈতিক অস্বচ্ছলতার মধ্যেও পৃথিবীর সমস্ত অড কে চ্যালেঞ্জ জানিয়েছে এবং জয়ী হয়েছে।

তাই মা দিবসে আমার দেখা শ্রেষ্ঠতম মা - আমার নিজের মায়ের পাশাপাশি দ্বিতীয় সেরা মা – আমার সন্তানের মা – আমার বউ'কে জানাই - হ্যাপী মাদার্স ডে !!

আর সাথে আমার সেই না দেখা, তার ভালবাসা না পাওয়া শ্বাশুরী মা'কেও।

আমার ভাই কিম্বা বন্ধুরা যখন তাদের বউয়ের মাকে "মা" বলে ডাকে আর তাদের ভালবাসার অত্যাচারে হাসফাস করে তখন আমার কেমন জানি অদ্ভূত লাগে। জানিনা, আমার শ্বাশুরীকে "মা" বলে ডাকতে কেমন লাগতো তবে ছোট জামাই হিসেবে আমি তার কতটুকু ভালবাসা আদায় করে নিতে পারতাম, তাও জানতে বড্ড ইচ্ছা করে...

ভাল থাকুন মহান সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ উপহার আমাদের মায়েরা...

#মা_দি_বস
#বউ_দি_বস

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৯ দুপুর ২:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: মায়ের ভালোবাসা অতুলনীয়....

০৫ ই জুলাই, ২০১৯ সকাল ৯:২৭

কালা মনের ধলা মানুষ বলেছেন: ১০০ ভাগ সত্যি কথা

২| ১৪ ই মে, ২০১৯ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: ঈশ্বরের সেরা উপহার মা।

০৫ ই জুলাই, ২০১৯ সকাল ৯:২৮

কালা মনের ধলা মানুষ বলেছেন: ঠিক বলেছেন রাজীব ভাই...

৩| ১৪ ই মে, ২০১৯ দুপুর ২:৩০

কানিজ রিনা বলেছেন: মা সব ক্ষেত্রে মা। আপনি যখন বলবেন
আপনার মা শ্রষ্ঠ সবচে ভাল, আপনার
সন্তানরা বলবে আমার মা সবচেয়ে ভাল
শ্রেষ্ট। সুন্দর পোষ্ট।

০৫ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৩০

কালা মনের ধলা মানুষ বলেছেন: সুন্দর বলেছেন আপু.
আমি যেমন বলি আমার বাবা মা'ই শ্রেষ্ঠ , দোয়া করবেন আমার সন্তান ও যেন বলতে পারে , তার বাবা মা'ই শ্রেষ্ঠ !!

৪| ১৪ ই মে, ২০১৯ বিকাল ৫:৩১

করুণাধারা বলেছেন: ভালো থাকুক সকল মায়েরা।

০৫ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৩১

কালা মনের ধলা মানুষ বলেছেন: ভাল থাকুক সকল মায়েরা...এপারে আর ওপারে...

৫| ১৪ ই মে, ২০১৯ বিকাল ৫:৫৫

মুফতী আল্লামা মাওলানা শায়েখ ফখরুদ্দীন রাজী আল মাদানী ওয়াল হানাফী ওয়াল ক্বাদরী বলেছেন: ভালো থাকুন আমার প্রিয় মা।

০৫ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৩২

কালা মনের ধলা মানুষ বলেছেন: আমিন...

৬| ১৪ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯

মাহমুদুর রহমান বলেছেন: ভালো লেগেছে।

০৫ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৩২

কালা মনের ধলা মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

৭| ১৪ ই মে, ২০১৯ রাত ১১:১৩

মনিরা সুলতানা বলেছেন: ময়না' র জন্য ভালোবাসা !
মা ' দের জন্য ভালোবাসা।

০৫ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৩৩

কালা মনের ধলা মানুষ বলেছেন: আর আপনার জন্যেও অনেক অনেক ভালোবাসা...আর আপনার ছানাদের জন্যেও...

৮| ১৫ ই মে, ২০১৯ বিকাল ৪:৪২

মেঘ প্রিয় বালক বলেছেন: মায়ের তুলনা শুধুই মা। যার পদতলে সন্তানদের বেহেশত। ভালো লিখেছেন।

০৫ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৩৪

কালা মনের ধলা মানুষ বলেছেন: খুব সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ভাই...ভাল থাকেন

৯| ১৮ ই জুন, ২০১৯ সকাল ১০:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: নতুন পোস্ট নাই ক্যান

আর মন্তব্যের উত্তর দেন না কা

০৫ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৪১

কালা মনের ধলা মানুষ বলেছেন: নতুন পোস্টের দাবির জন্য ধন্যবাদ আপু...চাকরি সংসার পিচ্চি নিয়ে দৌড়ের উপর থাকি...তাই চাইলেও সামু তে ঢু মারা হয় না !!

আর আমার আই পি থেকে সামু ব্লক ছিল আপু...এজন্যেও দেরিতে রিপ্লাই...ক্ষমা চাচ্ছি !!

১০| ১৮ ই জুন, ২০১৯ সকাল ১০:৪৯

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর লিখেছেন। পড়ে মুগ্ধ ও অভিভূত হ'লাম।
ময়না এবং ময়নার শাশুড়ি'র জন্য শুভকামনা....

০৫ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৪২

কালা মনের ধলা মানুষ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ খায়রুল ভাই...
আশা করি সুস্থ আছেন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.