নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিক\'টা কালা, মন\'টা ধলা !!

কালা মনের ধলা মানুষ

জীবন এত ছোট ক্যানে...

কালা মনের ধলা মানুষ › বিস্তারিত পোস্টঃ

পুতুলবাড়ি - হাসান মাহবুব : অপত্য ভালোবাসা আর অর্থহীণ সামাজিক শো অফ

০৯ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১৩



পুতুলবাড়ি - হাসান মাহবুব (থ্রিলার ম্যাগাজিন "থ্রিলার জার্নাল ২" এ প্রকাশিত গল্প) : পাঠ প্রতিক্রিয়া অথবা উপলব্ধি


সারাদিনে অফিসের ব্যাস্ততায় বার বার মনে পড়েছে আমার ছোট্ট ছেলেটার মুখ৷ শুকিয়ে এতটুকু হয়ে গিয়েছে; তিন দিনের জ্বর৷ জ্বরের ঘোরে রাতে ঘুমানোর সময় বাবা বাবা করেছে৷ সারাদিন দেখিনি ওকে, মনে হচ্ছে কতদিন দেখিনা বাবাটাকে৷ জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে রাখতে ইচ্ছে হচ্ছে৷ কখন পৌছুব বাসায়?
বাসায় ফিরছি; ক্লান্তি হেটে আসছে সাথে৷ হঠাত হঠাত ছেলের কথা মনে পড়লেই ক্লান্তিটা ক্লান্ত হয়ে পিছিয়ে পড়ছে বেশ খানিকটা৷ একটা খেলনা কিনব নাকি? নাকি সিপি' র চিকেন বল? চিকেন ফ্রাই? ছেলেটা খুশী হবে৷ নতুন খেলনার খুব শখ ওর৷
শেষ হতে না চাওয়া অসহ্য সপ্তাটার শেষ পর্যন্ত শেষ দিন আজ ! চান রাত যেন; কাল ঈদ! সাপ্তাহিক ছুটি ! সারা সপ্তা বাচ্চাটাকে সময় দিতে পারি না৷ কাল ছুটির সারাটা দিন শুধুই আমার বাবা সোনা টার জন্য...

"বাবা, আমাল না অনেক জ্বল..দেখ আমাল কপাল তা গলম!!"
"ওরে আমার বাবা রে, আয় কোলে আয় আমার!"
মোবাইলে টুং করে মৃদু সুর বেজে উঠল; কর্পোরেট জগত থেকে কেউ স্মরণ করেছে আমাকে৷
এবার একটু কোল থেকে নাম বাবা, পিঠ ব্যাথা হয়ে গিয়েছে এক্কেবারে ! এখনো দেখি ভালই জ্বর৷ বিছানা করে দিয়েছি, শুয়ে থাক, মা জলপট্টি দিয়ে দিবে৷ এইফাকে আমি একটু মেইল গুলো চেক করে ফেলি৷ কালকের কাজ কিছু কমে যাক৷ তাড়াতাড়ি বাড়ি ফেরা যাবে..তারপর তোকে কোলে নিয়ে.....আরে !! এটা কি মেইল দিল শালা !! হ্যালো অনিক ভাই, প্যাট্রিকের মেইল টা দেখেছেন? আরে সেই দুইটা স্টাইলের কস্টিং নিয়ে...দেখেন কি ফিডব্যাক দিয়েছে...শালাতো মাথা নষ্ট করে ছাড়বে...

"বাবা.....বলতো তোমার জন্য কি এনেছি? সুপার রেসিং কার !!! খুশি হয়েছ তো? আরে দাড়াও, দাড়াও !! বাবাকে আগে থ্যাঙ্কু বল !! আর গালে একটা পাপ্পি দাও !! হাহাহা! এই নাও, যাও খেলগে...."
"ভ্রুম ভ্রুউউউউম ভ্রুম !! "
"আরে আমার গায়ের উপর দিয়ে চালাচ্ছো কেন? একটু রেস্ট নিতেও দিবে না নাকি বাবা!"
"বাবা আমাল সাথে এত্তু খেল লেসিং কাল দিয়ে...ভ্রুম ভ্রুউউউম"
"একটা মিনিট বাবা...একটা যুতসই স্ট্যাটাস মাথায় এসেছে...পোস্ট করেই তোমার সাথে ভ্রুম ভ্রুম করবো, ওকে?"
"বাবা...আসো...."
"এক মিনিট.....কে কে লাভ রিয়েক্ট দিল, একটু দেখে নেই.."
"....আসো না বাবা...."
".....এই এক মিনিট বাবা...."

হলিডে ইজ মুভি ডে!! আজ "দিল বোলে হড়িপ্পা" মুভিটা দেখে ফেলব৷ ব্লগেও একটা রিভিউ দিয়ে দিব৷ অনেকদিন পোস্ট দেয়া হয় না৷ পাঠকরা ভুলেই যাচ্ছে আমাকে !
পিচ্চিকে টিভিতে কার্টুন ছেড়ে দিয়েছি৷ ঘন্টা খানেকের জন্য - নো ডিসটার্ব!
"বাবা তুমি রাতেল বেলা আমকে গাড়িল ছবি একে দিবে বলেছিলে, একে দাও এখনি..."
"এই শুনছো...বাবুকে একটু ডাকবে? আমি একটু ব্যাস্ত! থ্রিলার জার্নালে অসাধারন একটা গল্প পড়ছি !! হাসান মাহবুবের "পুতুলবাড়ি"! একেবারে হুকড হয়ে গেছি! কি অসাধারন লেখনী আর কি দুর্দান্ত প্লট !! গল্পের লাইন গুলো না, একেবারে বুকে গিয়ে লাগছে ! একই সাথে অসম্ভব মায়াময় আবার ভয়ংকর রূঢ় একটা গল্প, বুঝলে? এই লোক আসলেই একটা জিনিস !! আরেহ, দেখ কি দুষ্টুমি করছে! একটু রাখ না ওকে...! ছুটির দিনে একটু শান্তিমত নিজের মত সময়ও কাটাতে পারব না....কাল থেকে তো আবার সেই সারা সপ্তার কামলাগিরি !"

ক্লান্ত অবসন্ন আর অনুতাপের মুহূর্ত গুলো যখন আকড়ে ধরে তখন হঠাত যেন বুঝতে পারি, অপত্য ভালবাসা আর স্যোশাল স্ট্যাটাস শো অফের কি এক দুষ্টচক্রে অবিরত ঘুরপাক খাচ্ছি আমরা...

#পাঠ_উপলব্ধি
#হাসান_মাহবুব
#পুতুলবাড়ি
#থ্রিলার_জার্নাল_২
#থ্রিলার_জার্নাল_ফেস্টিভাল

থ্রিলার জার্নাল ২য় সংখ্যা অর্ডার লিংক -

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

শায়মা বলেছেন: এই বইটার খবর তো জানিনা!

১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:০১

কালা মনের ধলা মানুষ বলেছেন: এইটা বই না আপু. থ্রিলার জার্নাল ম্যাগাজিনে প্রকাশিত হামা ভাইয়ের একটা গল্প !!

২| ০৯ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

আনমোনা বলেছেন: সময় চলে যায়। যখন বাচ্চারা বড় হয়ে যায়, ডাকলেও কাছে আসেনা, তখন বুঝা যায় কি হারিয়েছি।

১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৬

কালা মনের ধলা মানুষ বলেছেন: ঠিক বলেছেন !! এই কঠিন বাস্তবতা টা আমরা জানা সত্বেও বর্র্তমান মূল্যবান সময় টা অর্র্থহীন আর লোক দেখানো কাজে নষ্ট করি.

৩| ০৯ ই জুলাই, ২০১৯ রাত ১০:২০

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। সুস্থ থাকুন।

১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৪

কালা মনের ধলা মানুষ বলেছেন: আপনিও রাজীব ভাই !!

৪| ১২ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩

ক্লে ডল বলেছেন: বই রিভিউ পড়লাম? পুতুলবাড়ির কথা আগে শুনি তো!!

১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:০২

কালা মনের ধলা মানুষ বলেছেন: গল্প রিভিউ পড়লেন !! থ্রিলার জার্নাল ম্যাগাজিনে প্রকাশিত হামা ভাইয়ের একটা গল্প !

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৬

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাকে।

এই গল্পটি গ্রন্থাকারে পাওয়া যাচ্ছে আমার জবাইঘর গল্পগ্রন্থে। বইমেলায় পান্ডুলিপির স্টলে। স্টল নং ২৭১। মেলায় আসলে দেখা হবে এই প্রত্যাশা রইলো।

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪১

কালা মনের ধলা মানুষ বলেছেন: আপনার সাথে দেখা হয়ে ভালো লেগেছে হামা ভাই...আপনি আমার কিঞ্চিৎ লেখালেখির একজন অনুপ্রেরণা দাতা ছিলেন সব সময়...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.