নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাপপিঞ্জর
আমের আহমেদ
প্রকাশনী - বাতিঘর
মূল্য - ৪৫০ টাকা
পৃষ্ঠা সংখ্যা - ৪৪৬
খাড়া দুপুর, মাথার উপর সূর্যের দাবদাহ, ফ্লাইওভারের উপর অসহনীয় জ্যাম, গাড়ি ইঞ্চি ইঞ্চি করে এগুচ্ছে ঘন্টা খানেক ধরে৷ অধৈর্য গাড়ী চালক আর বিরক্ত প্যাসেঞ্জার৷
- এই পরিবেশ টা আর যাই হোক অতিপ্রাকৃত অস্তিত্বের আবির্ভাবের জন্য যুতসই না৷ কেউ ঘুনাক্ষরেও কল্পনা করবেনা এ সময় আবির্ভাব হতে পারে কোন অশরীরীর !
কিন্তু বইয়ের শুরুতেই; যেখানে জ্যামের ভেতর গাড়ীর পেছনে ধাক্কা লাগিয়ে দিল একটা নীল গাড়ী আর চালক পেছনে ফিরে দেখে সেই গাড়ীর স্টিয়ারিং ঘুরাচ্ছে তিনদিনের পচে যাওয়া ফোসকা পড়া একটা লাশ - এমন একটা ঘটনার বর্ননা পাঠকের পিলে চমকে দেয়ার জন্য যথেষ্ঠ !!
কলমপেষা সাধারন এক ব্যাংকার অণির্বাণের অতিপ্রাকৃতের সাথে মুখোমুখি হবার প্রথম ঘটনা ছিল সেটি৷ যা বদলে দেয় তার পরিচিত পারিপার্শ্বিকতা, পরিচয় করিয়ে দেয় ভিন্ন মাত্রার আরেক দুনিয়ার সাথে আর সাধারনের খোলসে অসাধারন কিছু মানুষের সাথে৷
অতিপ্রাকৃত ভয়ংকর চরিত্রগুলো আর তাদের নৃশংসতা শিউরে উঠার মত৷ তাদের সাথে মানুষের দ্বৈরথের বর্ণনাগুলো ছিল দারুন এক্সাটিং৷ দম বন্ধ করে পড়ে গিয়েছি৷
চরিত্রগুলো লেখক তৈরী করেছেন খুব যত্ন নিয়ে৷ পাঠক একাত্ম হয়ে যাবে তাদের সাথে পড়তে পড়তে৷ বিশেষ করে নিশা৷ দারুন আকর্ষনীয় একটা চরিত্র৷ ওর টানেই বইটা পড়ে ফেলা যায় দুরন্ত গতিতে৷
তবে বেশ কিছু কনভার্সেশন অতিরিক্ত আর অপ্রয়োজনীয় লেগেছে আর কিছু ডিটেইলস বাহুল্য মনে হয়েছে৷ এগুলো এড়াতে পারলেই বইটা আরো স্লিম হয়ে যেত৷
বইয়ের শেষে স্বস্তির নি:শ্বাস ফেলতে না ফেলতেই দুর্দান্ত একটা ক্লিফহ্যাঙ্গার...
অনির্বাণ, নিশা আর আলেকজান্ডার...তাদের পরবর্তী এনকাউন্টারের অপেক্ষায় থাকব দারুন আগ্রহ নিয়ে৷
আর লেখকের প্রতি অনুরোধ থাকবে পাপপিঞ্জরের যদি সিক্যুয়েল আসেই, তবে বইটা কিশোর উপযোগী না করে এডাল্ট হররে রূপান্তর করার জন্য৷
সৈয়দ অনির্বাণের (গল্পের নায়ক না, সত্যিকারের লেখক !!) যকৃতের পর দেশীয় পটভূমিতে পাপপিঞ্জরের এই গল্পটা দারুন প্রমিজিং !!
আরেকটা ব্যাপার, আদিভৌতিক শব্দটা দারুন পেইন দিয়েছে! এটা কি আসলেই সঠিক শব্দ নাকি শব্দ টা হবে - আধিভৌতিক?
৩০ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:১৭
কালা মনের ধলা মানুষ বলেছেন: ব্লগে হিট হওয়ার গান্ধা তরিকা টা ধইরা ফেলসেন তাই না?
২| ২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৩৮
রাজীব নুর বলেছেন: পোষ্ট বুঝতে বেশ বেগ পেতে হলো আমার।
৩০ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:২০
কালা মনের ধলা মানুষ বলেছেন: সরি ভাই, আমার লেখার ব্যর্থতা !! এটা দারুন একটা আরবান ফ্যান্টাসি / হরর বইয়ের দুর্বল রিভিউ !!
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:০৬
আমি তুমি আমরা বলেছেন: আধিভৌতিক-ই সঠিক বলে জানি।
সুন্দর রিভিউ। বইটি পড়ার ইচ্ছা রইল।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫
কালা মনের ধলা মানুষ বলেছেন: অনেক দিন পর পুরোন কাউকে পেলাম !! আশা করি ভাল আছেন ভাই.
©somewhere in net ltd.
১| ২৯ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৪৩
চাঁদগাজী বলেছেন:
বইমেলার গার্বেজ টাইপের কোন বই?