নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিক\'টা কালা, মন\'টা ধলা !!

কালা মনের ধলা মানুষ

জীবন এত ছোট ক্যানে...

কালা মনের ধলা মানুষ › বিস্তারিত পোস্টঃ

বই রিভিউ - আইরিন : কালজয়ী উপন্যাসের ক্যানভাসে নারকীয় বীভৎসতা...

১২ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০২



আইরিন
পিয়েরে লেইমেত

মাত্রই শেষ করলাম৷ মাথা হ্যাং হয়ে আছে ! স্তব্ধ হয়ে বসে আছি !!
ভয়ংকর লেভেলের একটা ক্রাইম থ্রিলার এই বইটা !!

কমান্ড্যার ক্যামিল ভারহোভ্যান তার টিম নিয়ে পিছু নিলেন এক ভয়ংকর নির্মম সিরিয়াল কিলারের৷ বীভতস খুন গুলোর কোন মোটিভ পাওয়া যাচ্ছে না কোনভাবেই৷

একদিন কাকতালীয় ভাবেই ক্যামিল ধরতে পারলেন খুনগুলোর বীভতসতার কারন৷ সেই সাথে অনুধাবন করলেন অতীতে ঘটে যাওয়া আরো কিছু নির্মম খুনের ব্যাখ্যা৷ খুনী আসলে বিখ্যাত ক্রাইম নভেলের লেখকদের প্রতি ট্রিবিউট জানাচ্ছে - নভেলে বর্ণিত খুনগুলোর বাস্তব প্রতিলিপি তৈরী করে৷

উত্থান ঘটল দ্য নভেলিস্ট নামক ভয়ংকরতম এক সিরিয়াল কিলারের৷

তদন্তের প্রতিটি পর্যায়ে খুনী ক্যামিলের থেকে একধাপ এগিয়ে৷ তার মনে হচ্ছে সে যেন পিছু নিয়েছে এক মরিচীকার৷ সত্য, মিথ্যা, আর বাস্তব অবাস্তবের পার্থক্য মুছে দেয়া এক পরাবাস্তবতার মুখোমুখি হয় ক্যামিল ভারহোভ্যান....

যে পরাবাস্তবতা চরম দু:স্বপ্নেও হাজির হয় না !!

উপন্যাসের অর্ধেকের বেশি জুড়ে থাকা প্রথম অধ্যায় শেষে দ্বিতীয় অধ্যায় শুরু করতেই খেই হারিয়ে ফেল্লাম !! এ কি হচ্ছে!!

ঠোকর খেয়ে খেয়ে আস্তে আস্তে এগুতেই বুঝতে পারলাম, উপন্যাস মাত্র শুরু হোল....

মূল ফরাসি ভাষা থেকে ইংরেজী অনুবাদটা দারুন প্রাঞ্জল থাকলেও ডিকশনারী সাথে রাখতে হয়েছে আমার৷ আর যে পাঠকরা বাংলা অনুবাদ পড়তে চান, তাদের জন্য আফনান নিবিড় এই বইটি অনুবাদ করেছেন এবারের বই মেলায়৷

হ্যাপী রিডিং (নাহ...এই বইয়ের ক্ষেত্রে শুভ কামনা জানানো টা ঠিক হোলনা )!!

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪২

অপু দ্যা গ্রেট বলেছেন:

বইটার আর একটা পার্ট আছে

লিস্ট করা আছে । কিনব ।

১২ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৭

কালা মনের ধলা মানুষ বলেছেন: আরো দুইটা পার্ট আছে - আলেক্স আর ক্যামিল .
আলেক্সের অনুবাদ বের হয়েছে.

২| ১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:১৫

ডি মুন বলেছেন: ক্রাইম থ্রিলার খুব একটা পড়া হয় না।
আপনার রিভিউটা লোভনীয়।
বইটা পড়ে মাথা হ্যাং করতে ইচ্ছা হচ্ছে। :)

ধন্যবাদ বইটার সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যে।

১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৫

কালা মনের ধলা মানুষ বলেছেন: রিভিউ টা পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাই.
বইটা পড়ুন, মাথা হ্যাং হবে নিশ্চিত...

৩| ১৩ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনুবাদ পাওয়া যাবে ? রিভিউ দেখে লোভ সামলাতে পারছিনা।

১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৭

কালা মনের ধলা মানুষ বলেছেন: এই বইমেলায় অনুবাদ বের হয়েছে.
আফনান নিবির করেছেন অনুবাদ.
আইরিন আর আলেক্স দুটো বইই অনুবাদ করেছেন তিনি.

ভালোই মোটামুটি সাবলীল অনুবাদ.

৪| ১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: তথ্যের জন্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

১৪ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১০

কালা মনের ধলা মানুষ বলেছেন: আপনিও ভাল থাকেন.

৫| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: আমার সবচেয়ে কম পড়া হয় ইনিবাদ বই গুলো ।

২১ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৬

কালা মনের ধলা মানুষ বলেছেন: আমাদের দেশে অসাধারণ সব অনুবাদ হচ্ছে...
আপনি দারুন কিছু মিস করছেন...

৬| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১:৫৭

শের শায়রী বলেছেন: কিনতে হবে বইটা। বাই দ্যা ওয়ে কেমন আছেন ব্রাদার। চিনতে পারছেন তো?

২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১০

কালা মনের ধলা মানুষ বলেছেন: আপনাকে কিভাবে ভুলব ভাই !!
হুট্ করে ব্লগে এসে যেভাবে কাঁপিয়ে দিয়েছিলেন, তা কি ভোলা যায়?

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

আমি তুমি আমরা বলেছেন: পড়ার ইচ্ছা রইল।

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

কালা মনের ধলা মানুষ বলেছেন: পড়ে ফেলুন ভাই...মারাত্বক লেভেলের বই...

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩২

নািফস খান বলেছেন: ডাউন লোড লিঙ্ক টা দরকার

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

কালা মনের ধলা মানুষ বলেছেন: ডাউনলোড লিংক এভেইলেবল না আমার কাছে.

৯| ২৫ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩১

সইকত হাসান বলেছেন: োথায় কিনতে পাওয়া যায়

২৯ শে মার্চ, ২০২০ দুপুর ১:৩১

কালা মনের ধলা মানুষ বলেছেন: ফেসবুকের বিভিন্ন অনলাইন বই এর পেইজে পাবেন অথবা নীলক্ষেত এ পাবেন নিশ্চিত।

১০| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ৩:৩২

আশাবাদী মানব বলেছেন: আপনার উপস্থাপনার ভঙ্গিমায় কি যেন একটা আছে। ক্রাইম থিলারের প্রতি আকর্ষণ জন্মিয়ে দিলেন। বাস্তব অবাস্তবের পার্থক্য মুছে দিয়ে পরাবাস্তবের মুখোমুখি হতে অনুপ্রাণনা পাচ্ছি। ধন্যবাদ বইটির সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য......

১৩ ই মে, ২০২০ সকাল ১০:০২

কালা মনের ধলা মানুষ বলেছেন: সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ভাই. বইটা পরে ফেলুন. আপনার রিভিউ এর অপেক্ষায় থাকব.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.