নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিক\'টা কালা, মন\'টা ধলা !!

কালা মনের ধলা মানুষ

জীবন এত ছোট ক্যানে...

কালা মনের ধলা মানুষ › বিস্তারিত পোস্টঃ

"ঈদ শপিং" ইন দ্যা টাইম অফ করোনা

১৩ ই মে, ২০২০ সকাল ৯:৩৭



# সিম্পলের মধ্যে গর্জিয়াস কিছু কাফনের কাপড় দেখান দেখি!!

# ভাইয়া, ভাইয়া, আমাকে ওই হালকা অফ হোয়াইট কালারের কাফনের কাপড় টা দেখান তো !! ওইযে সাদা কালারের কাফন টার নিচে...

# উফ!! এই কাফন টা পড়ে জাহান্নামে গেলে আমাকে যা লাগবে না !!

# স্যার এই কাফন টা ট্রায়াল দেবেন? ফ্রেশ কবর কাটা আছে৷ তিনটা কাটসিলাম এর মধ্যে আমাদের এক সেলসম্যান নিজেই মইরা গেসে; তাই ওইটা আপাতত বুকড আছে স্যার !!

# কাফন কিনলে আযাব ব্র্যান্ডের কাফন - যেমন পাকা রং, তেমনই টেকসই !! কড়া আযাবেও রং জ্বলবে না গ্যারান্টী !!

# ওগো শুনছো, এই ঈদে আমাকে প্রাণপাখি কাফন কিনে না দিলে কিন্তু বাপের বাড়ি চইল্যা যাব; আর আসপো না !!

# ওএমজি !! এবার ঈদে সমাজে মুখ দেখাব কিভাবে!! পাশের বাসার জরিনা'ও দেখি সেম কালারের কাফন কিনছে !!

# আপা, কাফন কি একটু ফিটিং ফিটিং দিমু নাকি একটু লুজ লুজ?

# আগে মরলে আগে পাবেন !! এখানে রেডিমেড কাফন পাওয়া যায় !!

# "আখেরী শপিং মল"এ চলছে বিশাল ছাড় !! করোনায় মরলে; কাফনের কাপড়ে আপনি পাচ্ছেন ৫০% ছাড় !! সাথে আগরবাতি আর গোলাপজল একদম ফ্রি !!

#শপিং_ছাড়া_আমি_বাচবো_না
#কি_আছে_দুনিয়ায়_শপিং_ছাড়া
#বাঙ্গালী
#করোনা_ডায়েরী

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০২০ সকাল ৯:৪৩

কলাবাগান১ বলেছেন: এই সমস্ত পোস্ট ফেসবুকেই বেশ ভাল মানায় ব্লগে না

১৩ ই মে, ২০২০ সকাল ৯:৫৯

কালা মনের ধলা মানুষ বলেছেন: আপনার সুচিন্তিত মতামতের জন্য অনেক ধন্যবাদ !!

২| ১৩ ই মে, ২০২০ সকাল ১১:১৮

রাজীব নুর বলেছেন: কাফনের কাপড় আর ঈদের জামা তো এক না।

১৩ ই মে, ২০২০ দুপুর ১২:১০

কালা মনের ধলা মানুষ বলেছেন: অবশ্যই ঈদের জামা আর কাফন এক না !! তবে যারা এই করোনার মধ্যেও ঈদের জামা কিনতে যায়, তাদের আসলে কাফনই কেনা উচিত, তাই না ??

৩| ১৩ ই মে, ২০২০ দুপুর ১২:২৯

নেওয়াজ আলি বলেছেন: বড় বড় দোকান বন্ধ

০৪ ঠা আগস্ট, ২০২০ বিকাল ৪:৩২

কালা মনের ধলা মানুষ বলেছেন: সর্র্বনাশ করার ছোট ছোট দোকান গুলাই কইরা দিসে

৪| ১৩ ই মে, ২০২০ দুপুর ২:৫৮

সাইন বোর্ড বলেছেন: তবু কাফনের কাপড়ের জন্যেই ভিড় বাড়ছে, ওরা মরবে তবু কাফন কিনেই ছাড়বে ।

০৪ ঠা আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৪

কালা মনের ধলা মানুষ বলেছেন: মরলে শহীদ বাঁচলে নতুন জামা :)

৫| ১৪ ই মে, ২০২০ বিকাল ৩:৪৯

আল-ইকরাম বলেছেন: আপানার আলোকপাত মানুষকে কতোটা সতর্ক করবে জানি না। তবে পড়ে বেশ মজা পেয়েছি। শুভেচ্ছা অগনিত।

০৪ ঠা আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৬

কালা মনের ধলা মানুষ বলেছেন: হুজুগে বাঙালির শপিং দেখে বিরক্ত হয়ে লিখা রে ভাই !! পড়ার জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.