নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Don't F**k with Cats: Hunting an Internet Killer
নেটফ্লিক্স মিনি সিরিজ ২০১৯
ইন্টারনেটে কত অদ্ভুত আজেবাজে ভিডিওই তো আপ্লোড হয় !! এরমধ্যে কিছু কিছু ভয়ংকর ভিডিও ভাইরাল হয়ে যায়, যা দেখে সাধারন মানুষের পিলে চমকে উঠে !!
এমন করেই ২০১০ সালে কিছু গা শিউরে উঠা ভিডিও নেটে ভাইরাল হয়৷ ১ম ভিডিওতে দেখা যায়, একটি পরিচয় লুকানো তরুণ দুটি বিড়াল ছানা নিয়ে খেলছে৷ খেলাচ্ছলেই সে ধীরে ধীরে ছানা দুটিকে একটি পলিথিনে ঢুকিয়ে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে নির্মম ভাবে মেরে ফেলে৷ ২য় ভিডিওতে সেই তরুণ আরেকটি বিড়াল ছানা খুন করে নিজের হাতে বাথটাবে ডুবিয়ে৷ ৩য় ভিডিওতে সেই সাইকো; একটি বিড়াল ছানাকে ছুড়ে দেয় বিশালাকার এক পাইথনের মুখে৷
স্বাভাবিকভাবেই ভিডিওগুলো নেট দুনিয়ায় ব্যাপক আলোড়নের সৃষ্টি করে৷ এই নির্মম ভিডিওগুলোর নেপথ্য কারিগর সেই সাইকো তরুণ এর পরিচয় উদ্ধার করে তাকে বিচারের মুখোমুখি করার দাবীতে মুখর হয় সমস্ত নেটিজেনরা৷
কিন্তু কয়েকজন মিডলক্লাস আতেল তথা ইন্টারনেট নার্ড শুধু বিচারের দাবী জানিয়েই ক্ষান্ত দেয় না, তারা তাদের নেট ব্রাউজিং আর অবজার্ভেশন স্কিল কাজে লাগিয়ে পিছনে লাগে সেই সাইকোপ্যাথের৷
পাকা গোয়েন্দাদের মতই সেই সাইকোর প্রতিটা ভিডিও ফ্রেম বাই ফ্রেম এনালাইসিস আর তার ডিজিটাল ফুটপ্রিন্ট ট্র্যাক করে তারা একসময় আবিষ্কার করে তার আসল পরিচয় !!
একজন কানাডিয়ান নার্সিসিস্টিক উঠতি মডেল !! লুকা ম্যাগনোট্টা!!
নিজের প্রতি নিজের অস্বাভাবিক ভালবাসা আর ভয়াবহ ফেম সিকিং এর এক মূর্তিমান উদাহরন এই সাইকোপ্যাথ তরুণ৷
লুকা'র প্রোফাইল এনালাইসিস করে তাজ্জব বনে যায় সেই নার্ডদের দলটি৷ আইন প্রয়োগকারী সংস্থায় যখন তারা এই ইনফো গুলো পাস করে, অনুমিতভাবেই তারা পাত্তা পায় না৷ মানুষ খুনের বিচার যেখানে দীর্ঘসূত্রিতায় পড়ে সেখানে বিড়ালছানা খুন নিয়ে কে মাথা ঘামায়?
নার্ডদের আশংকা - এই তরুন হচ্ছে একজন ওয়ার্ক ইন প্রগ্রেস "সিরিয়াল কিলার" !! বিড়াল ছানা খুন করে হাত মকশো করে যেকোন দিন সে মানুষ হত্যা করা শুরু করবে !! কিন্তু তাদের আবেদন অনুরোধ মাথা কুটে মরে..
লুকা একেবারেই ট্রেসলেস..বিড়াল ছানাগুলোও আর খুন হচ্ছে না...কেটে যাচ্ছে দিন...মানুষের স্মৃতি থেকেও ভয়ংকর ভিডিওগুলো মুছে যাচ্ছে...
প্রায় দুই বছর পর হঠাত একদিন নেটে আপ্লোড হোল নতুন একটি ভিডিও...
পরিচয় লুকানো এক তরুণ কুপিয়ে খুন করছে হাত পা বাধা একটি জলজ্যান্ত মানুষকে!!
সেদিনই কানাডার সরকার দলীয় এক এমপি আর ততকালীন বিরোধী দলীয় এমপি জাস্টিন ট্রুডোর নামে দূটো পার্সেল পৌছুলো...পলিথিনে সুন্দর করে মোড়ানো একটি করে কাটা পা..
দুদিন পর এক হোটেলের গার্বেজ থেকে উদ্ধার হোল হাত পা মাথা ছাড়া এক ধড় আর কাটা মাথা !! হতভাগ্য এক চাইনিজ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট - জুন লি !!
কানাডা সহ পুরো বিশ্ব কেপে উঠলো এই নৃশংসতায়!
হোটেলের সিসিটিভিতে ধরা পড়ল এক তরুন এর ছবি! আয়নার সামনে দাড়িয়ে নিজের স্টাইলিশ চুল পরিপাটি করে নিচ্ছে৷ পরণে খুন হওয়া জুন লি'র টি শার্ট !!
লুকা ম্যাগনোট্টা...
তাকে ধরতে জারি হয় ইন্টারপোল রেড এলার্ট! কানাডা জুড়ে তার কোন খোজ পাওয়া যায় না৷ একদিন হুট করেই লুকা'র ট্রেস পাওয়া যায় ফ্রান্সে !! ট্যুরিস্ট সেজে ঘুরে বেড়াচ্ছে সে৷ ফ্রান্সের আন্ডার কাভার পুলিশ পিছু নেয় তার৷ কিন্তু এবারো তাদের ঘোল খাইয়ে গায়েব হয়ে যায় লুকা৷
জুন ৪, ২০১২৷ বার্লিন৷ জার্মানী৷
এক ইন্টারনেট ক্যাফের মালিক মনোযোগ দিয়ে পত্রিকা পড়ছিল৷ তার চোখ কেড়ে নিয়েছিল সেই জুন লি'র হত্যাকান্ড এর ফলো আপ৷ সাথে নিষ্ঠুর খুনী লুকা ম্যাগনোট্টার ছবি৷
হঠাত করেই তার সামনে এসে দাড়ায় এক কাস্টমার৷ নেট ব্রাউজ করতে চায়৷ ভালো কথা, কিন্তু একে চেনা চেনা লাগে কেন? ক্যাফের মালিক মনে করতে পারে না!
নতুন কাস্টমার টি যখন কম্পিউটারের সামনে বসে ব্রাউজ করা শুরু করলো তখনোই ধা করে তার মনে পড়ে গেল কোথায় এই লোক কে দেখেছে সে !! আজকের পত্রিকার পাতায় !!
লুকা ম্যাগোনোট্টা !! তিন দেশের পুলিশকে ফাকি দিয়ে তার ক্যাফেতেই সে আজ বসে বসে ব্রাউজ করছে ইন্টারপোলের ওয়েবসাইটে আপ্লোড হওয়া নিজের প্রোফাইল !!
সাথে সাথে ফোন জার্মান পুলিশ ব্রিগেডকে৷ তারপর উদ্বিগ্ন অপেক্ষা !!
কিছুক্ষন পরেই সাইরেন বাজিয়ে ব্রিগেডের আগমন আর খুনীর হাতে হাতকড়া !!
কানাডার জুরী বোর্ড তাকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়৷ আজও সে জেলখানাতেই কারাদন্ড ভোগ করে যাচ্ছে৷
এভাবেই এই ওয়ানাবি সাইকোপ্যাথের দুর্দান্ত এক অধ্যায়ের সমাপ্তি৷
সত্যি ঘটনা নিয়ে ভেরী ওয়েল মেড এন্ড ডিস্টার্বিং একটা তিন এপিসোডের ডকুমেন্টারী !!
০৪ ঠা আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৬
কালা মনের ধলা মানুষ বলেছেন: আসলেই ভাই
২| ০৩ রা জুলাই, ২০২০ দুপুর ২:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: কি ভয়ংকর!!!
০৪ ঠা আগস্ট, ২০২০ বিকাল ৪:৫০
কালা মনের ধলা মানুষ বলেছেন: পুরাই সাইকো
৩| ০৩ রা জুলাই, ২০২০ দুপুর ২:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভংঙ্কর অপরাধী।
বিড়াল হত্যার ভিডিওগুলো কি এখন আছে নেটে।
০৪ ঠা আগস্ট, ২০২০ বিকাল ৪:৫১
কালা মনের ধলা মানুষ বলেছেন: আমার খুঁজে দেখার সাহস হয়নাই ভাই
৪| ০৩ রা জুলাই, ২০২০ বিকাল ৩:০৩
ডার্ক ম্যান বলেছেন: চমকপ্রদ । নেটফ্লিক্স দেখার আগ্রহ পাচ্ছি না আর
০৪ ঠা আগস্ট, ২০২০ বিকাল ৪:৫২
কালা মনের ধলা মানুষ বলেছেন: নেটফ্লিক্সে দারুন কিছু ডকুমেন্টারি আছে ভাই
৫| ০৩ রা জুলাই, ২০২০ বিকাল ৫:৫৮
শায়মা বলেছেন: কি শয়তান এইটা!!!
০৪ ঠা আগস্ট, ২০২০ বিকাল ৪:৫৩
কালা মনের ধলা মানুষ বলেছেন: শয়তানের উপরে শয়তান
৬| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১১:০৬
রাজীব নুর বলেছেন: এরকম ভিডিও আমি দেখতে পারি না। দম বন্ধ হয়ে আসে।
০৪ ঠা আগস্ট, ২০২০ বিকাল ৪:৫৭
কালা মনের ধলা মানুষ বলেছেন: আমারো
৭| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১:১৮
নেওয়াজ আলি বলেছেন: কি ভয়ংকর বাপরে
০৪ ঠা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৯
কালা মনের ধলা মানুষ বলেছেন: সাইকোদের কাজ কারবার মনে হয় এমনই হয় !!
৮| ০৬ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫০
ডি মুন বলেছেন:
সাইকোপ্যাথদের ব্যাপারস্যাপার ভয়ংকর।
এটা দেখা হয়নি। ডিস্টার্বিং, রক্তারক্তি দেখতে ভালো লাগে না খুব একটা।
অস্বস্তি হয়।
০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ৮:০২
কালা মনের ধলা মানুষ বলেছেন: এই ডকুমেন্টারি টা ভেরি ওয়েল মেড। বিলিভ মি, এত ভয়ংকর একটা ঘটনার উপর বানানো হলেও একবিন্দু রক্তারক্তি নেই। কিন্তু দারুন থ্রিলিং।
৯| ১০ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: দেখেছি। কিন্তু মনে হয়েছে ডকুমেণ্টারিতে একটু বেশিই দেখানো হয়েছে অপরাধের ক্লিপগুলো; সেনসেশনালিজম এর অজুহাতে। এতটা চোখে চেপে ধরে না দেখালেও হতো।
০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ৮:০৩
কালা মনের ধলা মানুষ বলেছেন: কিন্তু আমার তো মনে হল, একটু বেশিই রাখঢাক করে দেখিয়েছে !!
১০| ১৩ ই জুলাই, ২০২০ দুপুর ১২:২৬
হাসান মাহবুব বলেছেন: ডকুমেন্টারিটা দেখার আগেই লুকা ম্যাগনোটার কুখ্যাত ভিডিওগুলি সম্পর্কে জানতাম, এমন কী দেখেছিও
একটু রেখেঢেকে বললে ভালো হত। স্পয়লার রয়ে গেছে লেখায়।
ডকুমেন্টারিটা দুর্দান্ত, স্পিডি। থ্রিলারের মত।
০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ৮:০৬
কালা মনের ধলা মানুষ বলেছেন: থ্যাংকস হামা ভাই, আপনার মন্তব্যের জন্য।
স্পয়লার টা অবশ্য ইচ্ছা করেই দিয়েছি, আসল ঘটনা টা সবার কাছে তুলে ধরার জন্য।
মূলত রিভিউ না, ঘটনার বর্ণনা দিতে চেয়েছিলাম।
১১| ২৩ শে জুলাই, ২০২০ রাত ৮:২০
দারাশিকো বলেছেন: এইসব সাইকো স্টোরি দেখতে আগ্রহ পাই না। পোস্ট পড়েই গা শিউরে উঠেছে।
০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ৮:০৭
কালা মনের ধলা মানুষ বলেছেন: হাহাহা দারা ভাই, আপনি তো কোমল মনের মানুষ !!
©somewhere in net ltd.
১| ০৩ রা জুলাই, ২০২০ দুপুর ২:০৪
মোছাব্বিরুল হক বলেছেন: ভয়াবহ।