নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিক\'টা কালা, মন\'টা ধলা !!

কালা মনের ধলা মানুষ

জীবন এত ছোট ক্যানে...

কালা মনের ধলা মানুষ › বিস্তারিত পোস্টঃ

সালামি কে হ্যা বলুন...

০২ রা আগস্ট, ২০২০ সকাল ১১:৪০



গ্রীণ হাউজ এফেক্ট, নির্বিচারে বন ধ্বংস, আর ক্যাপিটালাইজেশনের আগ্রাসনে দুনিয়া থিকা অনেক কিছুই আজকে বিলুপ্ত হয়ে গেসে !! এতে কার কি ক্ষতি হইসে জানিনা, কিন্তু আমাদের মত মিচকা মিসকীনদের সবচে বেশি ক্ষতি হইসে "ঈদের সালামি" জিনিসটা বিলুপ্ত হইয়া !! কতদিন সালামি পাই না !! আহা জীবন !! আহারে জীবন !!

মনে আছে এক দূর দম্পর্কের দাদী সবাইরে ৫ টাকা সালামি দিত! উনার বয়স হইসে, মনে থাকেনা কিছুই৷ নাম ভুইলা যাইত, চেহারা ভুইলা যাইত, এমন কি ভাত খাইসে কিনা এইটাও ভুইল্যা যাইত ! আমি এই সুযোগে এক ঈদে একবার সালাম কইরা সালামি নিয়া ঘন্টা খানিক পর আবার গিয়া অতি ভক্তির সাথে কদমবুসি করলাম !! আমি নিশ্চিত দাদী মুঝে প্যাহচানা নেহি ! কিন্তু তাজ্জব ব্যাপার; বুড়ি মোটা চশমা দিয়া আমারে এক নজর দেইখা দিল এক ধমক - 'ওই তুই না একবার সালাম কইরা সালামি লইয়া গেলি !! আবার আইসত ক্য? তর সমস্যা কি?" আমি "ভুল হইয়া গেসে দাদী !! মিসটেক বিকাম রং" কইয়া কাইটা পড়লাম৷

আমার নানী৷ আল্লাহ তার হায়াত দরাজ করুন৷ উনার কানে সমস্যা৷ হিয়ারিং এইড লাগানো৷ সালামি চাইলেই উনি কানের থিকা যন্ত্রটা খুইলা বাইরাইতে থাকেন আর গজ গজ করতে থাকেন, মরার যন্ত্র আবার নষ্ট হইসে !! আমি মনে মনে ভাবি নানী দেখি আমার থিকাও বড় শিয়ান !!

এক আংকেল এর বাসায় মাংস ডেলিভারী দিতে আমি এক পায়ে খাড়া থাকতাম৷ সুন্দরী আপুর সাথে দেখা হওয়া ছাড়াও কড়কড়ে ১০০ টাকা সালামি ছিল পুরাই বোনাস !! আফসোস, ইতিহাসের এক কালো ঈদের দিন আংকেল সম্ভবত আমার মতলব বুঝতে পাইরা ঘোষনা দিলেন, দেশের অর্থনৈতিক অবস্থা যে খুব খারাপ বুঝতাস কিসু? আর মনে হয় তুমারে সালামি টা দিতে পারলাম না !! আমি ভগ্ন হৃদয়ে ফিরা আসলাম৷ আর ওই বাসায় মাংস দিতে যাই নাই !!

সালামির সাথে সাথে ওইসব দরাজ দিল আত্মীয় স্বজনরাও আজ বিপন্ন এক প্রজাতি; যারা বেড়াইতে আসলে যাওয়ার সময় "জোর কইরা" পকেটে কিছু খরচাপাতি দিয়া বলত, "কিছু কিন্যা খাইস"! আমি তো নিতে চাইতাম না, উনারা জোর কইরা দিলে তো কিছু করার নাই, তাই না!!

আহারে আজকাল মানুষের মধ্য থিকা মানবতাবোধ একেবারেই উইঠা গেসে!!
যেই দেশে সালামি নাই, সেই দেশে জ্ঞানী গুণীর জন্ম কিভাবে হবে? হাউ কাম?

ঈদ মোবারক !

#সালামি_কে_হ্যা_বলুন

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০২০ সকাল ১১:৫২

ইফতেখার ভূইয়া বলেছেন: হা হা হা বেশ ভালো লাগলো লিখা। তবে আর আগের মতো সমর্থণ দিতে পারছি না। কারণ নিজেই অনেকটা মুরব্বি হয়ে গেছিতো! :``>> চাচা, মামা, দুলাভাই, বড় ভাই সব টাইটেল পাওয়া হয়ে গেছে তাই কিছুটা ব্যাকফুটে আছি এই যা! :P :P

০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ৮:০৯

কালা মনের ধলা মানুষ বলেছেন: অরে ভাই ঠিক বলসেন !! আমিও একই বিপদে !! এই লেখা পইড়া এখন পুলাপান রা আমার কাছে সালামী না চাওয়া শুরু করলেই হয় !! :)

২| ০২ রা আগস্ট, ২০২০ দুপুর ১২:২৪

শেরজা তপন বলেছেন: দারুন মজা পেলাম! পরিমনি এভাবে সালাম করলে হাতের আংটি খুলে সালামি দিতাম :)

০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ৮:১১

কালা মনের ধলা মানুষ বলেছেন: হাহাহা কোন আংটি? বিয়ার আংটি? ভাবি জানে? ;)

৩| ০২ রা আগস্ট, ২০২০ দুপুর ১২:২৪

বিজন রয় বলেছেন: মানুষ আর আগের মতো নাই।

কেমন আছেন?

ঈদ মোবারক!

০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ৮:১২

কালা মনের ধলা মানুষ বলেছেন: মানুষ পাষান হৈয়ে গেসে রে ভাই !!

ভাল আছি, আপনি কেমন আছেন ভাই?

ঈদ মোবারক

৪| ০২ রা আগস্ট, ২০২০ দুপুর ১:৫৩

রাজীব নুর বলেছেন: আপনি সালামি দেয়া অব্যহত রাখুন।

০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ৮:১২

কালা মনের ধলা মানুষ বলেছেন: এই ভয়টাই পাইতাসিলাম !!

৫| ০২ রা আগস্ট, ২০২০ দুপুর ২:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা!
কি মধূর সংষ্কৃতি বিলুপ্তির পথে ;)

সালামীকে হ্যা বলুন! সহমত

ভক্তি, প্রেম আর সালামী ছাড়া ভবে আছে কি ;)

ঈদ মোবারক
উইদ ভার্চুয়াল সালামী :)

০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ৮:১৪

কালা মনের ধলা মানুষ বলেছেন: ভক্তি, প্রেম আর সালামী ছাড়া ভবে আছে কি

লাখ কথার এক কথা বলছেন ভাই !!

সালামী ভালোবাসার সহিত গ্র্রিহিত !! :)

৬| ০২ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: সালামি দেয়া ও নেয়া উভয়ের মধ্যেই আনন্দ আছে। এছাড়া এতে ছোট ও বড়দের মধ্যে স্নেহ ও সম্মানের সম্পর্ক তৈরি হয়। ঈদ মানেই আনন্দ। আর সালামি আনন্দের একটা উপকরণ।

০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ৮:১৫

কালা মনের ধলা মানুষ বলেছেন: সুন্দর বলসেন ভাই।

যদিও এই সংষ্কৃতি বিলুপ্তির পথে !! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.