নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুদ্ধশেষে আহত তরুন ম্যাক ফিরতে থাকে বাড়ি৷ যেখানে অপেক্ষায় আছে তার সদ্য বিবাহিতা সুন্দরী স্ত্রী, যাকে ছেড়ে সে এসেছিল যুদ্ধে৷ শেষ চিঠিতে সে জানিয়েছিল সে সন্তানসম্ভবা৷ ব্যাস, স্ত্রী সন্তানের আর কোন খবর ম্যাক জানে না৷
প্রচন্ড উতসাহে বাড়ি ফিরছে ম্যাক৷ সাথে তার বাস্তুহারা চার বন্ধু৷ যুদ্ধের ময়দান যাদের বানিয়েছে বেস্ট ফ্রেন্ড!
এদিকে গ্রামে জোর গুজব; সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছে ম্যাকের স্ত্রী৷ এখন সে ভূত হয়ে গভীর রাতে বাচ্চাকে ঘুম পাড়ানি গান গেয়ে শোনায়৷ গভীর রাতে শোনা যায় অপার্থিব সুর৷ যেন কোন অশরীরী মা তার অকালমৃত সন্তানকে চিরকালের ঘুম পাড়িয়ে দিচ্ছে৷
এসব কি গ্রামের সভ্যতার আলো থেকে দূরে থাকা, কুসংস্কারাচ্ছন্ন মানুষের অতিকল্পনা? নাকি সত্যি সত্যি ভূত হয়ে গেছে ম্যাকের সুন্দরী স্ত্রী?
সহজ সরল ম্যাকের; স্ত্রীর প্রতি ভালবাসা, পাচ বোকাসোকা বন্ধুর বন্ধুত্ব আর চরম বিপদেও বন্ধুকে ফেলে না যাওয়া - দারুন গল্পের এই মুভিটাকে - হরর, কমেডি আর একই সাথে রোমান্টিক ক্যাটাগরীতে ফেলা যায় !!
থাইল্যান্ডের সর্বাধিক আয়কৃত সিনেমা এই - পি মাক !!
০১ লা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৯
কালা মনের ধলা মানুষ বলেছেন: দেখে ফেলতে পারে। ভালোই লাগবে
২| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৪২
অশ্রুকারিগর বলেছেন: ওয়াচলিস্টে এড করলাম।
ধন্যবাদ।
০১ লা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০০
কালা মনের ধলা মানুষ বলেছেন: আপনার নিকট খুব সুন্দর।
এনিওয়ে দেখার পর কেমন লাগল জানাবেন
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০৭
রাশিয়া বলেছেন: থাইল্যান্ডে আবার যুদ্ধ হল কবে?
০১ লা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০১
কালা মনের ধলা মানুষ বলেছেন: জানিনা
যদিও এটা কোন হিস্টোরিক্যাল মুভি না
৪| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৭
রাজীব নুর বলেছেন: মুভি টা আজ দেখব।
০১ লা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০২
কালা মনের ধলা মানুষ বলেছেন: দেখে জানাবেন রাজীব ভাই
সময় টা আশা করি ভালোই কাটবে
৫| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪৬
অপু তানভীর বলেছেন: মুভিটা মাত্র দেখে মন্তব্য করতে আসলাম । হরর কমেডি হিসাবে চমৎকার একটা মুভি । কিন্তু শেষে এসে আমার কান্না চলে এসেছে । কী তীব্র এক ভালোবাসার দুজনের মধ্যে । মৃত্যুর পরেও কেবল মাত্র আরও একটা দিন বেশি প্রিয় মানুষটার কাছে থাকার জন্য অশরীরি হয়ে এই জগতে রয়ে গেছে অন্য দিকে নিজের স্ত্রীর ব্যাপারে সত্য জেনেও না জানার ভান করেছে কেবল মাত্র ভালোবাসার মানুষটির কাছাকাছি থাকার জন্য ।
০১ লা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৭
কালা মনের ধলা মানুষ বলেছেন: অপু তোমার কমেন্ট পেয়ে খুব ভাল লাগল
আসলেই মুভিটা অদ্ভুত
হরর, কমেডি আবার তীব্র রোমান্টিক !!
অভিনয় খুব সুন্দর ছিল সবার !!
শেষের ইমোশন টা প্রচন্ড টাচি
৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪১
আমি তুমি আমরা বলেছেন: মুভিটা ইন্টারেস্টিং হবে বলে মনে হচ্ছে।
২৫ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪৬
কালা মনের ধলা মানুষ বলেছেন: ভালোই মজার!! দেখতে পারেন ভাই।
©somewhere in net ltd.
১| ৩১ শে আগস্ট, ২০২০ রাত ১০:৩৮
আমি সাজিদ বলেছেন: রিভিউ এর জন্য ধন্যবাদ। দেখা লাগবে।