নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিক\'টা কালা, মন\'টা ধলা !!

কালা মনের ধলা মানুষ

জীবন এত ছোট ক্যানে...

কালা মনের ধলা মানুষ › বিস্তারিত পোস্টঃ

আহা রিজিক্ব !! আহারে রিজিক্ব !!

০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৪০



রাত বাজে প্রায় এগারোটা৷

ভাত বাড়ার পর ডাইনিং টেবিলে খাইতে গিয়া দেখি তরকারীর তালিকা বেশ করুণ! এমনেই লাগসে ব্যাপক খিদা; তারপর তরকারীর এমন চেহারা দেইখা বুক টা পুরা ভাইঙ্গা গেল! মনকে বুঝাইলাম; আরে ব্যাটা, এটাই রিজিক্ব! চুপচাপ খায়া ফালা...

ভাল ভাল খাবারের কথা ভাবতে ভাবতে ঢেরস ভাজি চাবাইতেসি; এমন সময় আচমকা বেল বাইজা উঠলো ! এত রাতে বেলের শব্দে চমকায়া উইঠা, একটা ঢেরস হাতের থিকা পিসলায়া ডাইলের বাটিতে গিয়া পড়ল !!

দরজা খুইলা দেখি খালার বাসার কাজের বুবু হাতে একটা পোটলা নিয়া দেবদূতের মত খাড়ায়া আসে৷ আর পোটলা টা থিকা কেমন যেন একটা স্বর্গীয় আভা চাইরদিকে ছড়ায়া পড়তাসে !! বুবু কইল, "আপনের খালায় এক বাটি বিরানী আর এক বাটি জর্দা পাঠাইসে !! জ্যামে পইড়া বিরানী গেসে ঠান্ডা হইয়া !"

বিরানী !!

আবেগে আমার চক্ষে পানি চইলা আসল!! এর নাম রিজিক্ব !!
কোথায় ঢেরস ভাজি আর কোথায় বিরানী !! রিজিক্ব বইল্যা কথা...

বাটি দুইটার উপ্রে ঝাপায় পড়লাম৷

প্রথম বাটি খুলতেই ওইটার ভিতর থিকা বাইর হইল জর্দা৷
......ধুর জর্দা খায় ক্যাডা?
এইবার দ্বিতীয় বাটি...!!
ও মা !! খুইলা দেখি....ওইটার মিধ্যেও জর্দা !!!

পার্সেল উল্টাপাল্টা হইয়া কার বাড়ীতে জানি দুই বাটি বিরানী গেসে গা !! আর আমার কপালে আইসে দুই বাটি জর্দা !!

দুনিয়াটা চক্কর দিয়া উঠলো !! চেয়ার ধইরা সামলাইলাম নিজেরে !!
রিজিক্ব আমার সাথে এমন ভাবে ছিনিমিনি খেলতে পারল? এক দু:খী মানুষরে সুখের স্বপ্ন দেখায়া এইভাবে স্বপ্নটা ভাইঙ্গা দিতে পারল?

ওইদিকে ডাইলের বাটি থিকা ঢেরস টা উকি দিয়া আমারে ডাকা শুরু করসে!

আমি মনের দু:খে, কষ্টে, বেদনায় জর্জরিত হইয়া, জর্দার বাটিগুলা থিকা খাবলা দিয়া সবগুলা মিষ্টি খায়া ফেল্লাম !!

আহা রিজিক্ব !! আহারে রিজিক্ব !!

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০২

ওমেরা বলেছেন: আহারে — রিজিক!
ঢেরসভাজি আর ডাল তো ভালো খাবার। বিকানীর চেয়ে টেষ্টি।

১০ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৩

কালা মনের ধলা মানুষ বলেছেন: হাহাহাহা কী যে বলেন, কই বিরানী আর কই ঢেরস ভাজি !! :)

২| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: রিজিকের ভরসায় না থাইক্কা নিজেরা চেষ্টা করেন ঠিকই খাইতে পারবেন।রিজিকের ভরসায় থাকলে প্রতারিত হবার সম্ভাবনা বেশি।

১০ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৪

কালা মনের ধলা মানুষ বলেছেন: রিজিক তো আল্লাহর দান ভাই, যা তিনি রেখেছেন কপালে, তাই তো আসবে পাতে !!

৩| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২৯

রাজীব নুর বলেছেন: হ্যা এরকম আমার সাথে ঘন ঘন হয়।

১০ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৫

কালা মনের ধলা মানুষ বলেছেন: তাহলে তো আপনি আমার দুঃখ টা বেশি বুঝতে পারছেন !! হাহাহাহা

৪| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ১:৩৮

সত্যপীরবাবা বলেছেন: তাই তো বলি আমি দুইবাটি বিরানী পাইলাম ক্যান?

১০ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৭

কালা মনের ধলা মানুষ বলেছেন: আয় হায় !! আপনেই সেই লোক, যার কাছে আমার বিরানীর বাটিটা পাচার হয়ে গেসিলো !!
দেখা হইলে খাওয়ায় দিয়েন কিন্ত :)

৫| ১০ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:৫৭

লাতিনো বলেছেন: আরে আমিও তো দুই বাটি রেজালা পাইছি। কার বিরানীর রেজালা আমার কাছে আসছে?

১০ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৭

কালা মনের ধলা মানুষ বলেছেন: উহু
রঙ নাম্বার
খালায় সেদিন রেজালা রান্ধে নাই :)

আপনি কার টা মারসেন কে জানে !! :)

৬| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

একেই বলে রিজিক
কপালে থাকলে দাঁত ভাইঙ্গা হইলেও
খাইতে হইবে। আর না থাকলে ঠককাইলেও
কাম হইবোনা। তাই আল্লাহর উপর ভরশা রাখুন
দেখব্নে ভালো রিজিকের ব্যবস্থা তিনিই করবেন।

১০ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৮

কালা মনের ধলা মানুষ বলেছেন: তা তো অবশ্যই ভাই।

৭| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৫৪

রাজীব নুর বলেছেন: এই বিষয়টা নিয়ে আমি একটা পোষ্ট দিবো। রিজিক বড় অদ্ভুত জিনিস।

১০ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৮

কালা মনের ধলা মানুষ বলেছেন: অনেক দিন পর আসলাম ব্লগে। মনে হয় মিস করেছি আপনার লেখাটা।

৮| ১১ ই এপ্রিল, ২০২১ রাত ২:৩৪

মা.হাসান বলেছেন: ঢ্যাড়শ ভাজি আর ডাল হলে আধা কেজি চালের ভাত খাওয়া যায়। আমার জর্দার প্রতি দুর্বলতা আছে। বিরিয়ানির বদলে এক হাড়ি জর্দা অনেক বেশি আরাম করে খাওয়া যায়।

যাকগে, আরেকদিন নিশ্চয়ই আপনার কপালে দু বাটি বিরিয়ানি জুটবে।

১০ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:১০

কালা মনের ধলা মানুষ বলেছেন: আপনার দোয়া আল্লাহ কবুল করুন। :)
ইনশা আল্লাহ আপনার কপালেও একদিন দুই বাটি জর্দা এসে হাজির হবে !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.