![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা লিখি গান গাই মাঝে মাঝে গীটার বাজাই
প্রিয় মডারেটর এবং যারা ব্যাপারটি জানেন,
তাদের দৃষ্টি আকর্ষণ করছি। সংকলিত আর নির্বাচিত ব্লগের পার্থক্য জানাবেন কী? মোবাইল ভার্সানে সংকলিত অংশে যে ব্লগ গুলো দেখি, তার অধিকাংশ সামুর ওয়েব ভার্সানে নির্বাচিত অংশে দেখি না। তাহলে কি দুটি আলাদা ব্যাপার? জানালে বাধিত হব।
রুবাইয়াত
১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২২
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: ধন্যবাদ রিপ্লাই দেবার জন্য, কিন্তু সংকলিত আর সকল পোষ্ট এক না, প্রথম কারণ মোবাইল ভার্সানে নির্বাচিত পোষ্ট বলে কিছু নাই। এক আছে সংকলিত আরেক আছে ক্রোমানুসারে পোষ্ট। এবং ক্রোমানুসারে পোষ্টের সংখ্যা বেশি।
২| ১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩১
গোলক ধাঁধা বলেছেন: দু:খিত ক্রমানুসারে হচ্ছে সকল পোষ্ট আপনি সঠিক
১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৫
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: ভাই কেন বল্লাম এই কথা সেটা বলি এবার। কাল মোবাইলে দেখলাম আমার একটা লিখা সংকলিত হইছে। বৌ রে তো শখ করে দেখাইতে গেছি দেখি ওয়েব ভার্সানে নির্বাচিত অংশে ঐ লিখা নাই। হারে বেইজ্জতি।
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৬
গোলক ধাঁধা বলেছেন: আমি নিজেও তো তাই জানতাম !
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:১৬
গোলক ধাঁধা বলেছেন: দুটি আলাদা ব্যাপা।সংকলিত মানে সকল পোষ্ট আর নির্বাচিত মানে যা নির্বাচন করা হয় আর কি। দুটি ভিন্ন পাতা। লগ ইন করে আপনার প্রিয় পোষ্টগুলো যেখানে থাকে তার উপরে সেটিংস ট্যাব পাবেন,সেখানে ডিফল্ট হিসাবে যা সেট করবেন তাই প্রথম পাতায় দেখতে পাবেন