![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা লিখি গান গাই মাঝে মাঝে গীটার বাজাই
শোন, যখন তোমাকে বলি
খুলে দাও দখিন জানালা,
দখিনা হাওয়া ছুয়ে দিক
তোমার এলো চুল।
তুমি বোঝ কিনা জানি না।
বুঝলেও হয়তো ভাব
সে তোমার মনের ভুল।
আমি যে ভেতরে ভেতরে
জ্বলে পুড়ে হই ক্ষয়।
মিষ্টি হাওয়াকেও
বিষ্ফোরিত হাইড্রোজেন বোমার
বিষাক্ত বাতাস মনে হয় ।
কেননা সে তোমায় ছুয়ে যায়।
তোমার মন হারায়।
তোমাকে কাঁদায়।।
©somewhere in net ltd.