![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এখনও পড়াশুনা করছি। তার সাথে বেশ কিছু দিন ধরে লেখালেখির সাথে যুক্ত আছি। বাবা মায়ের ছোট ছেলে। ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া করতে বেশ পছন্দ করি।
১) পৃথিবীতে দুইটা দেশ আছে বাংলাদেশ আর বিদেশ।
২) বিয়ে করলে বাচ্চা হয় নাইলে হয় না।
৩) সাড়ে বারোটার পর বাজে সাড়ে একটা ..
সাড়ে একটার পর সাড়ে দুইটা।
৪) কারো মাথার সাথে যদি নিজের মাথা একটা গুঁতা খায় তাইলে শিং ওঠে, দুইটা খাইলে আর ওঠে না।
৫) কোন ফলের বিচি খাইয়া ফেললে পেটের মধ্যে সেই ফলের গাছ হয়।
৬) সিনেমার মধ্যে নায়ক নায়িকারা নিজের গলায় গান গায়।
৭) ''আই লাভ ইউ'' খুব খারাপ একটা শব্দ, একেবারে অশ্লীল।
৮) মোরগ যখন ধাব্রাইয়া ধইরা মুরগীর উপর উঠে তখন আসলে ওরা মারামারি করে।
৯) যে যত ভালো ছাত্র তার রোল তত কম আর যত খারাপ তত বেশি এইটা কেমুন সিস্টেম ??
১০) সিনেমার গানের মধ্যে নায়ক নায়িকা এত তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে কেমনে?? নিশ্চয়ই একটার উপর আরেকটা পরে থাকে, হুট করে উপরেরটা খুলে ফেলে দেয়।
০৪ ঠা অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০৬
কাল্পনিক আমি বলেছেন: ধন্যবাদ আপনার মন্তবের জন্য
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৪৪
ভিটামিন সি বলেছেন: এগুলি তো আছেই। সাথে আরো ছিল; ঢাকা-ময়মনসিংহ আমার,বাকিসব অন্যদের।
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫০
ইমতিয়াজ ১৩ বলেছেন: জানুয়ারী, ফেব্রুয়ারী, মার্চ, এপ্রিল, মে (মেয়ে), ছেলে, জুন, জুলাই, আগষ্ট, সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর মোট ১৩ মাস
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৯
ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: হে হে হে কতডি মিল্লা গেছে
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৩
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++++++
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:৫২
ঢাকাবাসী বলেছেন: ভাল লেগেছে।