নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এখনও পড়াশুনা করছি। তার সাথে বেশ কিছু দিন ধরে লেখালেখির সাথে যুক্ত আছি। বাবা মায়ের ছোট ছেলে। ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া করতে বেশ পছন্দ করি।

কাল্পনিক আমি

আমি এখনও পড়াশুনা করছি। তার সাথে বেশ কিছু দিন ধরে লেখালেখির সাথে যুক্ত আছি। বাবা মায়ের ছোট ছেলে। ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া করতে বেশ পছন্দ করি।

কাল্পনিক আমি › বিস্তারিত পোস্টঃ

বুফে লাঞ্চ-ডিনার৬৬০+ + ( ১১০ আইটেম)

০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৫

গ্রিন সালাড, চিকেন সালাড
পাস্তা সালাড, পটেটো সালাড
বিনস সালাড, এমনকি রাশিয়ান;
সালাড আছে ম্যালা টাইপের।
তবে সালাড যদি পেলেট ভর্তি কইরা লন
মহা বেওকুফি হবে।
ওইটার সাইডেই দেখবেন
থাই সুপ, ইন্ডিয়ান সুপ, কর্ন সুপ। ডেগ ভরতি।
নিবেন?মনে রাইখেন
সুপ হইল পানি তিন চামুচ মুখ দিসেন তো পেট ভার।
আমি কই কী, ফালান ওইসব।
এইগুলারে ‘ওভার লুক’ কইরা যান অন্য সাইডে।
স্টিলের ঢাকনি দেওয়া
ওইগুলা দেখসেন?
ঢাকনি ওঠান।
হুমমম। খুশবুটা পাইসেন?

ওইটার নাম চিকেন চিলি ওনিয়ন
বেশি কইরা পেলেটে ওঠান।
চিকেন তন্দুরিটাও নিতে পারেন
দুইচার পিস
সামনে আগান
ফ্রায়েড পমফ্রের ( আমাগ দ্যাশের রুপচান্দা) গন্ধটা আইসা নাকে লাগছে না?
লন লন। পেলেটে ওঠান।
ধুর মিয়া! শরম কিসের। ফুল ট্যাকা দিসেন না?
পমফ্রে পুরাটা লন। চলেন এইবার।

স্টিম রাইস, ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইসনুডলস, গারলিক নান। নিবেন?
না নেওয়াটা বেস্ট।
এইসব ভাত-রুটি তো কতই খান বাসায়। দরকার কী।
বেটার স্কিপ করেন।
ভাত আর পানি যত কম পারেন
বুঝছেন? ইয়াদ রাখবেন।
এইবার চলেন

ফিস কারি, সুইট অ্যান্ড সাউআর ফিশ

নেন। নেন। কি? প্লেট ভরে গেছে?নো টেনশন।
যান বসেন গিয়া,
চেয়ার খালি।


ধুর, হাড্ডি চিবান ক্যান?
হাড্ডি থোন। পেলেট শ্যষ?আবার শরম?
যান। আবার যান। নো শরম।
নতুন পেলেট দিয়া শুরু করেন আবার।
চিকেন দোপেয়াজা, ক্র্যাব, মিক্সড ভেজিটেবল, বীফ শিক কাবাব,
বীফ জিনজার
ম্যালাই তো বাকি। ল
ন লন। আহা, বেদিশা কইরেন না।
আরামসে খান।

একটু হাসফাস লাগতেসে?
ডেজার্ট তো বাকি।
বাদ দিয়া যাবেন?কি যেন কন।
পুডিংটা লন। বেশি কইরা। মুখে দেন। মজা না
?দ্যাখেন পেটটাও একটু হালকা লাগতেছে।
বলসিলাম?
গরীবের কথার দাম দিলে স্যার ঠকবেন না।
এই যে স্যার, স্যার গো
বাইরায়া যাইতেসেন খায়া দায়া।
আমি মমিন আলী কালা বুট পইরা
সিকিউরিটি ডেরেস পইড়া
রাইত দিন এইহানে বাইরে খাড়ায়া থাকি
গেলাস ডোরের দিয়া আপনাগ খাওন দেখি
জায়গামতো ‘আর্মি স্টাইলে সেলুট’ মারি
একবার চায়াও দেখলেন না আমারে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২৮

ইমরান আশফাক বলেছেন: খাসা এবং চমতকার পরামর্শ। এর আগে আমি বুফেতে যেয়ে সালাড, ব্রেড/রাইস, সজ্বি ও সুপ খেয়ে পেট ভর্তি করে ফেলেছি। এখন ভাবি কি সব মহাবেকুবি করে আসতাম আমি।

এর পরেরবার দেখা যাবে বেকুব কারা, আমি না আয়োজকরা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.