নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এখনও পড়াশুনা করছি। তার সাথে বেশ কিছু দিন ধরে লেখালেখির সাথে যুক্ত আছি। বাবা মায়ের ছোট ছেলে। ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া করতে বেশ পছন্দ করি।

কাল্পনিক আমি

আমি এখনও পড়াশুনা করছি। তার সাথে বেশ কিছু দিন ধরে লেখালেখির সাথে যুক্ত আছি। বাবা মায়ের ছোট ছেলে। ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া করতে বেশ পছন্দ করি।

কাল্পনিক আমি › বিস্তারিত পোস্টঃ

কোন পেশার মেয়েরা বউ হিসাবে কেমন................

১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:২৩

বাঙালি মেয়েরা হল ঘরের লক্ষ্মী , আর সেই ঘরের লক্ষ্মীরা

আপনার স্ত্রী যদি একসাথে গৃহিনী এবং অন্য পেশায় থাকে তাহলে কেমন হতে পারে -

ডাক্তার : তাদের কাছে সংসার হল হাসপাতাল আর সব সদস্যরা হল রোগী আর আপনি
হবেন নার্স ৷ তাই ডাক্তার মেয়ে বিয়ে করুন আর সারাজীবন বিনা পয়সায় নার্সের
কাজ করুন ৷

ইঞ্জিনিয়ার : জ্যামিতিক সূত্রের মত চালাতে হবে আপনার সংসার । সমকোণী কোণের মত হতে হবে জীবন। জীবনের কোনো বাহু এদিক-সেদিক হলে বউ চলে যাবে বাবার বাড়ি ৷

শিক্ষক : আপনার বউ যদি হয় পেশায় শিক্ষিকা তাহলে সারাজীবনই আপনাকে অভিনয়
করে যেতে হবে ছাত্রের চরিত্রে ৷ বউ নামের শিক্ষিকার করা শাসনে জীবন হয়ে
যাবে অতিষ্ঠ , হাজার পরীক্ষায় পাশ করেও সংসার নামক ক্লাস থেকে অন্য ক্লাসে
উত্তীর্ণও হতে পারবেন না বউ নামের শিক্ষিকার শাসন ও শেষ হবেনা ৷

একাউন্টটেন্স : সংসারের হিসাব দিতে হবে কড়ায়-গন্ডায় ৷ একটু এদিক সেদিক
হয়েছে তো খবর আছে। বাজারে পন্যের দাম বাড়ুক কিন্তু বছর শেষে হিসাবের খাতায়
দায়ের চেয়ে সম্পত্তি বেশি চাই ই চাই। হোক সেটা হিসাব বিজ্ঞানের নীতির
বিপরীতে ৷

রাজনীতিবিদ : বউ যদি হয় রাজনীতিবিদ তাহলে সারাজীবন
সংসারে লেগে থাকবে হরতাল অবরোধ। হোক সেটা রাতের মশারি টানানোর জন্য কিংবা
বাচ্চার ডাইপার চেঞ্জ করার জন্য কিংবা সন্তানের পরীক্ষার রেজাল্ট খারাপের
জন্য ৷

মডেল/অভিনেত্রী : আপনার স্ত্রী যদি হয় মডেল বা অভিনেত্রী , অভিনয়ে সে নায়িকা হলেও আপনি হবেন তার সারাজীবনের ভিলেন ৷

বউ এর উপার্জন খাবার আগে উপরিউক্ত ব্যাপারগুলো ভেবে দেখুন। তবে পেশাহীন সাধারণ একজন মেয়েই বউ
হিসেবে উত্তম ৷


বি.দ্র.: এখানে আসলে কোন পেশাকে ছোট করে দেখা হয় নাই। এখানে ব্যাপারটা আমার নিজের মনে করে লিখেছি। সেটা কারো সাথে মিলে গেলে আমি আন্তরিক ভাবে দুঃখিত।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:২৭

কলাবাগান১ বলেছেন: আর আপনার স্বামী যদি একজন ব্লগ লেখক হন, তাহলে সারা জীবন আপনার দোষ ক্রটি সারা পৃথিবীকে জানান দিবে ব্লগ লিখে

২| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৪

এম এম করিম বলেছেন: 'তবে পেশাহীন সাধারণ একজন মেয়েই বউ হিসেবে উত্তম ৷'

এটা মানতে পারলাম না ভাই।


ভাল থাকবেন।

৩| ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:২০

শুভ্র গাঙচিল বলেছেন: মজা পেলুম B-) :D B-) :D B-) :D

৪| ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:২৯

কাজী রায়হান বলেছেন: ফানি পোস্ট হিসেবে পরলাম । তবে ইঞ্জিনিয়ার বউ বেশ ভাল । :) শান্তিতে আছি

৫| ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ২:০১

আমি তুমি আমরা বলেছেন: তাই?

৬| ১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৬

অপূর্ণ রায়হান বলেছেন: এম এম করিম বলেছেন: 'তবে পেশাহীন সাধারণ একজন মেয়েই বউ হিসেবে উত্তম ৷'

এটা মানতে পারলাম না ভাই।


ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.