![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এখনও পড়াশুনা করছি। তার সাথে বেশ কিছু দিন ধরে লেখালেখির সাথে যুক্ত আছি। বাবা মায়ের ছোট ছেলে। ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া করতে বেশ পছন্দ করি।
★ "পঞ্চম সংশোধনীর কথা আর কি বলব? সোনা মিয়ারে বানাইসে লাল মিয়া আর লাল মিয়ারে বানাইসে সোনা মিয়া। মিয়া কিন্তু ঠিকই আছে। সোনাডা খালি লাল হইয়া গেছে।"
.
★ "আমরা নেতা হইছি বইলা এমন না যে নিজের পায়জামার ফিতা খুইল্লা জনগনের মশারী বাইন্ধা দিমু।"
.
★ "আমার নাম সালাউদ্দিন কাদের চৌধুরি থেকে যদি সাকা চৌধুরি হতে পারে তাহলে আমিও বলতে পারি Bangladesh Awami league থেকে বাল (BAL)."
.
★ "সুশীল" আবার কি? সু মানে সুন্দর আর শীল মানে নাপিত, তাহলে সুশীল মানে সুন্দর নাপিত৷
.
★ "আমার নাম যদি সাকা চৌধুরী হয়, তাহলে আজ থেকে শেখ মুজিবুর রহমানের নাম শেমু রহমান।"!
.
★ তিনি একবার সংসদে বলেন মাননীয় স্পীকার দেশে আজব এক্কান মেশিন আইছে।
তখন স্পীকার কৌতহুল বশত জিজ্ঞাসা করলেন, "কি সেই আজব মেশিন?"
"মাননীয় স্পিকার সেই মেশিনের নাম আওয়ামিলীগ যার একদিকে যুদ্ধপরাধী ইনপুট দিলে আরেকদিকে মুক্তিযোদ্ধা বাহির হইয়া অসে।"
.
★ গ্রেফতার আতঙ্কের মধ্যেও এতটা নির্ভার কিভাবে আছেন গত অক্টোবরে এক সাংবাদিকের এই
প্রশ্নের জবাবে সাকা চৌধুরী, "ধর্ষন যখন নিশ্চিত, তখন তা উপভোগ করাই শ্রেয়।"
.
★ চট্টগ্রাম এক সমাবেশে তৎকালীন আওয়ামী সরকারের সবকিছুতেই বঙ্গবন্ধুর স্বপ্ন খুজে পাওয়াকে কটাক্ষ করে সাকা বলেন "বঙ্গবন্ধু এত
বেশি স্বপ্ন দেখতেন যে মনে হয় উনার
স্বপ্নদোষ (!!!) আছিল।"
.
★ শেখ হাসিনাকে নিজের ছেলের বিয়ের দাওয়াত দিতে গেলে হাসিনা গ্রেনেড মেরে তাকে হত্যা করার চেষ্টা করেছেন এমন অপবাদ দেওয়ায় সাকা বলেন
"আমি গ্রেনেড মারলে সেটাতো মিস হত না।"
.
★ এক কনফারেন্সে একজন সাংবাদিক সালাউদ্দিন কাদের চৌধুরী ডাক দিলেন প্রশ্ন করার জন্য, সাকা ভাই...
প্রশ্ন শেষ করার আগেই সালাউদ্দিন কাদের চৌধুরী উত্তর দিলেন...
এ্যাই শেমুর লোকদের মত কথা বল কেন? সাকা আবার কি? বল সালাউদ্দিন কাদের।
সাংবাদিক ভদ্রলোক বলিলেন, সরি ! কিন্তু "শেমু" টা আবার কে?
সালাউদ্দিন কাদের চৌধুরী হাসি হাসি মুখ নিয়া বলিলেন, শেমু মানে শেখ মুজিব।
.
★ তারেকের কর্মকান্ডে খালেদার নিরব সমর্থনে ব্যাপারে সাকা " আগে কুকুর লেজ নাড়াত, এখন লেজ কুকুরকে নাড়ায়"
.
★ যুদ্ধপরাধীদের বিচার সম্পর্কে সাকা চৌধুরী
"মাঠে যারা ফাউল করেছে তাদের বিচার
হচ্ছে না...গ্যালারিতে বসে যে হাততালি দিয়েছে
তাদের বিচার নিয়ে বাড়াবাড়ি হচ্ছে"
.
★ হাসিনাকে উদ্দেশ্য করে বলা, "আংগুল দেখাবেন না, ওই আংগুল এ রিং পরানোর কথা ছিল।
.
★ সংসদে সাকা এক পর্যায়ে বলেছিলেন, "মাননীয়
স্পিকার,আমিতো চোদনা হয়ে গেলাম।" স্পিকার এমন অশ্লিল কথা না বলার অনুরোধ করলে সে জবাব দেয়,
"আমি আবারও চোদনা হয়ে গেলাম।"
.
★ "তত্ত্বাবধায়ক নিয়ে কিসের সংলাপ -এটা তো গর্ভবতী মহিলার মতোই সময় হলেই প্রসব করবে।"
.
★ জেলে সেবকের সাথে যৌন সম্পর্ক প্রসঙ্গে বলেন, “আগে জানতাম জেলে জানের নিরাপত্তা নেই, এখন দেখি ইজ্জতেরও নিরাপত্তা নেই।
.
★ স্বর্ণ চোরাচালান মামলায় তাকে আসামী করার পর, "হাসিনার যদি সোনার প্রতি এতই লোভ থাকে তাহলে ওয়াজেদ মিয়াকে তো বলতে পারে, আমার
সোনা নিয়ে এতো টানাটানি কেন?"
২| ২৯ শে জুলাই, ২০১৫ সকাল ১১:১৯
কাল্পনিক আমি বলেছেন: ঠিক বলেছেন
৩| ২৯ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৪২
শতদ্রু একটি নদী... বলেছেন: যাই কন ভাই, শালার ডায়লগ একেকটা সেইরকম। যে শুনছে জীবনেও ভুলবেনা।
৪| ২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০৩
এরশাদ বাদশা বলেছেন: ধরাকে সরা জ্ঞান করা যার স্বভাব, সেতো এই রকম অশালীন কথা-বার্তা বলতেই পারে। সামনা-সামনি তাকে বলতে দেখেছি দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে কটাক্ষ করতে। সে বলেছিলো- আমার মুসলমান ভাইয়েরা দরজা খোলা রেখে ঘুমাবে, আর ডান্ডি(হিন্দু) শালারা একটাও এখানে থাকতে পারবেনা।
সেই সমাবেশে আমাদের জোর করে নিয়ে গিয়েছিলো বিএনপির চ্যালারা। ২০০১ সালের সেই বিভীষিকার কথা আজো ভুলতে পারিনা।
এক সময় এনডিপির নামে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো সাকা। রাউজান, রাঙ্গুনিয়ায় তখন এমন একটা দিন যায়নি, যেদিন কোনো মায়ের বুক খালি হয়নি। রাউজান তখন ছিলো মৃত্যু উপত্যকা। সেই দিনগুলো কথা মনে পড়লে মনে হয়, যুদ্ধপরাধের কথা জানিনা, কিন্তু রাউজানকে মৃত্যু উপত্যকা বানানোর অপরাধে দশবার তার ফাঁসি হওয়া উচিত।
৫| ২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১৯
আলী আকবার লিটন বলেছেন: স্পিকার,আমিতো চোদনা হয়ে গেলাম।" স্পিকার এমন অশ্লিল কথা না বলার অনুরোধ করলে সে জবাব দেয়,
"আমি আবারও চোদনা হয়ে গেলাম।"[/sb
লুল!!
৬| ২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৩
হাবিবুর রাহমান বাদল বলেছেন: শতদ্রু একটি নদী... বলেছেন: যাই কন ভাই, সারা চৌধুরীর ডায়লগ একেকটা সেইরকম। যে শুনছে জীবনেও ভুলবেনা।
৭| ৩০ শে জুলাই, ২০১৫ ভোর ৬:১১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: একজন পিতৃস্নেহে কাতর একজন মাতৃস্নেহে কাতর
পিতা-মাতার স্নেহের তোড়ে জাতি আজ ডুবন্ত খড়কুটো
৮| ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:০৮
এই স্বাধীনতা চাইনি আমি বলেছেন: শতদ্রু একটি নদী...
বলেছেন: যাই কন ভাই, সারা
চৌধুরীর ডায়লগ একেকটা
সেইরকম। যে শুনছে জীবনেও
ভুলবেনা। সত্যি ভাই ।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৫ সকাল ১১:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন: খাছলত যায়না মরলে,
ইজ্জত যায়না ধুইলেঃ