![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এখনও পড়াশুনা করছি। তার সাথে বেশ কিছু দিন ধরে লেখালেখির সাথে যুক্ত আছি। বাবা মায়ের ছোট ছেলে। ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া করতে বেশ পছন্দ করি।
পাঁচ হাজার টাকা কিভাবে ১ বছরে ৫ কোটি টাকা বানানো যাবে।
বিষয়টা কিন্তু সিরিয়াসলি
বিঃদ্রঃ কাগজ কলম ছাড়া।
২| ০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ২:২৪
নতুন বলেছেন: যদি মন্ত্রি/এমপি হতে পারেন তবে হতেই পারে।
৩| ০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৫
দূরের পথযাত্রী বলেছেন: দশ টাকার লটারি কিনেন। কয়টা হবে?? পাঁচশটা। একটা না একটা লেগে যেতেই পারে। তয় ভাগ্যবন হওয়া মাস্ট। আপনি যদি বলতেন বিশ বছরে কোটিপতি হতে চান পাঁচ হাজার দিয়া তাইলে একটা গল্প বলতাম।
৪| ০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৭
হানিফঢাকা বলেছেন: প্রথমে একটা মাদার চিংড়ি কিনেন। একবছরে ডিম দিবে প্রায় ১৫-২০ কোটি (অসংখ্য)। ধরেন ৫ কোটি ডিম থেকেও যদি পোনা হয়, তবে প্রতিটি পোনা মিনিমাম ১ টাকা করে বেচলেও ৫ কোটি টাকা।
(বিঃ দ্রঃ পরিচলন এবং অন্যান্য খরচ বাদ দিয়ে হিসাব করা হয়েছে)
৫| ০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৮
কামরুল_নুমান বলেছেন: ভাই শুধু এক বছর না যদি ইহা ৫ বা ১০ বছরেও সম্ভব হয় তাহলেও জানাইয়েন। এমনকি বিশ বছর হলেও চলবে।
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ২:১৭
ভিটামিন সি বলেছেন: আমার কাছে জমা রাখেন। এক বছর পরে যোগাযোগ কইরেন।