নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

অবাস্তব ভোর

১৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৩

বাসাতে ভাত নেই, ছেড়া বই্য়ের মলাটে বাধাঁ নেই।

প্রতিদিনের আলু এব্ং পুই সাকের ঝোল আছে।

আছে প্রতিদিনের বঞ্চ্যনা, নর্দমার গন্ধও আছে।

একটু একটু করে বেড়ে ওঠাতে গৌরব নেই,

আছে দ্রারিদের কালসিটে, কুস্রি চেহারা।



আমাদের পাড়াতে গাড়ি নেই,

মোড়ের দোকানির মুখে কোন লাগাম নেই,

উদোম বাচ্চাদের লজ্জা ঢাকবার বসর নেই,

অথচ আমাদের ছবির অনেক কদর আছে, তোমাদের প্রচ্ছদে।



আমাদের কত সহজে কেনা যায়।

হত্যা খুন আমাদের কত চেনা।

আবেগ বা ভালবাসা- সে আবার কি?

দিনের ফুলি বেগম, রাতের নিশিকন্যা।



তবুও আমরা বেচে থাকি,

তাই তোমরা ও।



একদিন পরিচ্ছন্ন ভোর হবে , তোমাদের শহরে,

সেদিন তোমরা হরিয়ে যাবে , আমাদের মিছিলে

আমি কান পেতে মানুষের পায়ের শব্দ পাই,

ভয় পেও না, আমরাও মানুষ, কম দামের মানুষ।



সেদিন সবাই ভাত খেতে পারবে? পাবে নতুন বই,

অথবা পরার কাপড়?

এ আশা নিয়েই আমরা বেচেঁ আছি,

তোমার সর্বাঙ্গে, অবহেলায়।



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৫

এহসান সাবির বলেছেন: ভালো লাগল।

১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ২:২৯

কালো যাদুকর বলেছেন: এহসান সাবির ধন্যবাদ

২| ১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০১

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর লিখেছেন যাদুকর@

ভালো থাকবেন :)

১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:৩০

কালো যাদুকর বলেছেন: অপূর্ণ রায়হান অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.