নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

ভারতের প্রতিবেশী হিসেবে বাংলাদেশ কতটা সার্বভৌম

০৮ ই আগস্ট, ২০১৯ রাত ১১:১৬

এটা একটা মতামত পোস্ট। সবার মতামত জানতে চাই।
দক্ষিন এশিয়াতে ভারত অনেক শক্তিশালী দেশ। ভারত বাংলাদেশের তিনদিক ঘিরেই আছে। বাংলাদেশ সামরিক দিক দিয়ে ভারতের থেকে অনেক পিছিয়ে। বর্তমান প্রেক্ষাপটে এটা একটা ভাবনার কথা। আমাদের দেশ আসলে কতটা স্বাধীন থাকতে পারবে। শুধু মানচিত্র থাকাই স্বাধীনতা নয়। নিজের মত করে সিদ্ধান্ত নিতে পারাও স্বাধীনতার অংশ। বাংলাদেশ কি সেটা নিতে পারছে বা পারবে অদুর ভবিষ্যতে।
নিজের স্বার্থ রক্ষা করে অর্থনীতি ঠিক করাও স্বাধীনতার অংশ। বাংলাদেশের অর্থনীতি কতটা স্বাধীন আসলে।

এগুলো ভাবার সময় পার হয়ে যাচ্ছে।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৪৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বাংলাদেশ যথেষ্ট স্বাধীন। বর্তমান পরিস্থিতির জন্য ভারতের চেয়ে আমাদের নতজানু পররাষ্ট্রনীতি আর লেজুড়বৃত্তিক রাজনীতি দায়ী।

০৯ ই আগস্ট, ২০১৯ ভোর ৫:৩১

কালো যাদুকর বলেছেন: দেরিতে উত্তর দেয়ার জন্য সরি। বাংলাদেশতো স্বাধীন, সন্দেহ নাই। আমাদের রাজনীতি দায়ি সেটাও স্বীকার করি। আমার ঘাড়ে কয়টা মাথা যে রাজনীতি বা সরকারকে সমলোচনা করব।

তবে , ভারতীয়রা আমাদের থেকে আলাদা না। এখন ভারতীয়রা অনেক শক্তিশালী। আমাদের সরকারের থেকে ভারতীয়দের বেশী ভয় করি ভাই।

২| ০৮ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৪৬

চাঁদগাজী বলেছেন:


সিরিয়াস ব্যাপার স্যাপার নিয়ে ভাবেন আপনি; অর্থনীতি শব্দটাকে ২ বারই "অর্থনিতি" লিখেছেন; ৩ বার লিখলে, ৩য় বারও নিশ্চয় "অর্থনিতি" লিখতেন। আমরা কি আপনাকে সিরিয়াস ভাবুক হিসেবে নেবো? ভাবতে হবে ...

০৯ ই আগস্ট, ২০১৯ ভোর ৫:৩২

কালো যাদুকর বলেছেন: দেরিতে উত্তর দেয়ার জন্য সরি।

লন ঠিক করালাইছি ছার। আবার পরেন।

৩| ০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১২:৩০

শায়মা বলেছেন: পুরোটাই ! :)

০৯ ই আগস্ট, ২০১৯ ভোর ৫:৩৩

কালো যাদুকর বলেছেন: পরোটাই কি আপা?

৪| ০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১:১৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: দেখা যাক আগস্টের শেষের দিকে আসামের ৪০ লাখ অবৈধ বাংলাদেশী (ভারতের বক্তব্য) অধিবাসীর ব্যাপারে ভারত কেমন সিদ্ধান্ত নেয়।

০৯ ই আগস্ট, ২০১৯ ভোর ৫:৩৪

কালো যাদুকর বলেছেন: দেরিতে উত্তর দেয়ার জন্য সরি।
খুব বেশী আশা করেন না।আমি করি না অন্তত।

৫| ০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১:৪৭

রাকু হাসান বলেছেন:

ভারতের অখন্ডতায় বাংলাদেশকে সব সময় পাশে চাইবে । আর সেটা ভারতের স্বার্থেই । ভৌগলিক দিব থেকে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ জায়গা । চীন,যুক্তরাষ্ট্র সদা প্রস্তুত এমন একটা সুযোগ নিতে । কিন্তু খোলা চোখে যা মনে হয় বাংলাদেশই চাচ্ছে না । বাংলাদেশের পরারাষ্ট্র নীতিই এমন ।

০৯ ই আগস্ট, ২০১৯ ভোর ৫:৩৯

কালো যাদুকর বলেছেন: দেরিতে উত্তর দেয়ার জন্য সরি।
আরো খোলামেলা ভাবে বললে হয়, জনগন ঘুমিয়ে আছে। তারা খেতে পরতে পারছে। এগুলো খুব একটা কেয়ার করে না। ফলে, বাংলাদেশে কোন শক্তিশালী গনতন্ত্র নাই। ফলে বাংলাদেশের দেখভাল করার মত কোন অভিভাবক (সরকার ) নাই।

৬| ০৯ ই আগস্ট, ২০১৯ ভোর ৬:২৫

কলাবাগান১ বলেছেন: আপনার প্রশ্নটাই লোডেড...আপনি সবার মতামত জানতে চান নাই..নিজের মতামত টা সবাইকে জানান দিচ্ছেন

০৯ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:৪৫

কালো যাদুকর বলেছেন: সেটা আপনার অভিমত হতেই পারে।

৭| ০৯ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: আরে---দূর।
এরকম চিন্তা ভাবনা বাদ দেন।

৮| ১০ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৫১

শায়মা বলেছেন: মানে ১০০%

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.