![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা: প্রভু
আমরা প্রতিদিন ঘুমিয়ে পড়ি,
নিঃশ্চিন্তে, আবেশে,
যেন আমরাই প্রভু।
গাছ কেটে সাফ করেছি
ইটের শহর করব বল।
ধরনীর বুক ভেদ করে, ড্রিল করেছি
পেট্রোডলার চুষে, আরো ধনি হব বলে।
বাঁধ দিয়ে, চঞ্চলা স্রোতধারাকে বধ করছি
আরো খাদ্য ফলাবো বলে।
আকারনে অন্য দেশে যেয়ে লুটপাট করেছি, মানুষ হত্যা করেছি,
নিজের ক্ষমতা প্রকাশ করব বলে।
আমরা এভাবেই বেরিয়ে পড়ি, প্রতিদিন,
সেই অনণ্তকাল ধরে।
অথচ একবারও ভাবিনি তোমার কথা-
বাতেসে বিষাক্ত কার্বন ডাই অক্সাইড দিয়ে তোমার দম বন্ধ করেছি,
তোমার সবুজ অরন্যকে হত্যা করেছি।
পৃথিবীর সকল প্রানিকে আমাদের আয়েশে
ভোগ করেছি, হত্যা করেছি, নিয়ন্ত্রিত করেছি।
আর ভেবেছি আমরা চাইলে সবই করতে পারি --
অথচ--
আমরা কালও ঘুমিয়ে পড়েছিলাম,
নিঃশ্চিন্তে, আবেশে,
যেন আমরাই প্রভু।
আজ আমরা ঘুম থেকে উঠে
একটি অন্য ভুবনে নিজেদের আবিস্কার করলাম।
রাস্তায় কেউ নেই,
পৃথিবীর সাতটি আশ্চর্যকে, কেমন যেন পানসে লাগছে,
স্টারবার্কের কফিটিও টানছে না,
পাবগুলো শুন্য, বন্ধ।
মক্কা একেবারেই ফাঁকা।
রেড এরিয়াতে খদ্দেরদের ভিড় নেই,
বাতাসে নেই রোমান্টকটা বা বাংলা বর্ষবরনের আয়োজন।
স্কুল গুলোতে শিশুদের কোলাহল থেমে গেছে,
কলকারখানাগুলো নিঝুমপরি।
আমারা সবার যার যার ঘরে ফিরেছি,
বা বন্দি হয়েছি।
হা বন্দিই হয়েছি, আমাদের অপরাধের জন্য।
হঠাৎ করে বুঝতে শুরু করেছি।
কাড়িকাড়ি টাকা মূল্যহীন হয়ে গেছে,
বুঝতে পেরেছি -
ঐ টাকা দিয়ে বা ক্ষমতা দিয়ে
এই ঝাঝড়া হওয়া ফুসফুসটিতে একটু বিশুদ্ধ অক্সিজেনও তৈরি হবে না,
এ তোমার কি নিস্ঠুর প্রতিশোধ।
আবার আমরা নতুন করে একজন আরেকজনকে ভালবাসতে শুরু করেছি,
পরিবারের বন্ধন ফিরে আসতে শুরু করেছে।
আবারো আমরা একসাথে গল্প বা খেতে পছন্দ করতে শুরু করেছি।
আরেকটা ব্যাপারও খেয়াল করেছি-
বাতাস অনেক পরিস্কার হয়েছে,
মানুষদের ছাড়াও প্রানিকুল দারুনভাবে বেচে আছে,
নদনদীগুলো গতানুগতিক ভাবেই চলছে,
ধরনী অরো বিশুদ্ধ হয়েছে,
কোথাও মানুষের সাহায্য প্রয়োজন হচ্ছে না।
কে যেন আমাদেরকে নির্দেশনা দিচ্ছে-
হে মানুষ তোমারা এ ধরাতে প্রভু নও,
তোমরা শুধুই আরেকটি প্রানিকুল।
প্রভু হতে চেস্টা করো না,
করলে বন্দি হবে।
নিঃচিহ্ন হবে, মনে রেখ।
তোমরা তোমাদের সিমারেখা অতিক্রম করো না।
০২ রা এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৭
কালো যাদুকর বলেছেন: প্রথম মন্তব্যে শুকরিয়া। আশা করি সুস্থ আছেন , ভাল আছেন।
২| ০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৫
নেওয়াজ আলি বলেছেন:
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৫
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন ভাই সাহেব।