নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

(অ) মানুষের কথা

০৪ ঠা জুন, ২০২০ সকাল ১১:৩০



দিনে দিনে বেড়ে যায় পাপ,
অন্ধকার , আমবস্যার আধারে হারিয়ে যায়,
অলোকিত অরিন্দম নগরীর সুন্দরী রাত।

রাত বিরেতে নেই আর সুখী সুখী মানুষের ব্যস্ততা,
বারগুলো শুনশান, ঠিক যেন কবরখানার ঘুর্ণকার স্তব্ধতা।

ঘন কুয়াশায় ঢেকে গেছে বিবেক, মানবতা,
মানুষের জন্য মানুষের আকুলতা।

মানবতা, শিস্টতা উড়ে গেছে সাদা বক হয়ে,
দুরে অজানা কোন দেশে।

একটি যুদ্ধ বিদ্ধস্ত দেশের আকারণে মরে যাওয়া ছোট্ট শিশুর দেহ,
একজন কালো মানুষের শ্বাস বের হওয়া শেষ নয় মিনিট,
অথবা তৃনভোজী গর্ভবতী মা হাতীর অসহায় বেহুলা মরন।

ওরা অভিশাপ দেয়,
এই সংসার ধ্বংস হোক,
পুড়ে যাক সুন্দর নগরী,
পঙ্গপাল গিলে খাক শষ্য সম্পদ।

জানা অজানা প্রানিকুলের আভিশাপে,
ভারী হয় বাতাস,
অসভ্যতা, অশিস্টতা পায় গ্রহনযোগ্যতা ।

লক্ষ ডেড বডির ভিড়ে,
নাই শেষকৃত্যের জমিটুকুও।

এ কি তবে ঈশ্বরের শোধ-

মানুষ আর নেই মানুষ,
মানুষ হয়েছে অমানুষ।

লক্ষ লক্ষ মানুষেরা হাটে সূর্যভরা পুড়ে যাওয়া দুপুরে,
বেয়নেট আর ভারী অস্ত্রের মুখে,
স্বপ্ন নিয়ে-
নিজের স্বাধীনতার জন্য,
নিজের জন্মগত অধিকার ফিরিয়ে আনার জন্য।

হয়ত পরিবর্তন আসবে,
হয়ত বিবেক ফিরে আসবে,
সকলের দেহ-মনে।

হ্য়ত সভ্যতা মুক্তি পাবে,
হয়ত পাবে না।

আমরা আশায় বুক বাঁধী-

সাদা বক ফিরে আসুক- নিজের নীড়ে,
তোমাকে আমাকে ভালবেসে।




মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০২০ দুপুর ১২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো কবিতা

০৪ ঠা জুন, ২০২০ দুপুর ১২:৫০

কালো যাদুকর বলেছেন: অশেষ ধন্যবাদ আপু। ভাল থাকুন, সুস্থ থাকুন।

২| ০৪ ঠা জুন, ২০২০ দুপুর ১:৫৯

নেওয়াজ আলি বলেছেন: মননশীল অভিব্যক্তি ।

০৫ ই জুন, ২০২০ বিকাল ৫:১৩

কালো যাদুকর বলেছেন: অশেষ ধন্যবাদ ভাই। ভাল থাকুন, সুস্থ থাকুন।

৩| ০৪ ঠা জুন, ২০২০ দুপুর ২:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিরাপত্তা দেবার কথা ভুলে গেছে তারা,
মোটা অংকের বেতন ভাতা তুলে নিচ্ছে যারা।
লোভের বশে হাপুস করো এাণেরই মাল
ধরতে তোমায় পাতা আছে করোনারই জাল।

তাইতো বলি সমঝে চলো করো খোদার ভয়
দ্বায়িত্বটা পালন করো হেলাফেলা নয়।
দ্বায়িত্বটা ভুলে গেলে কেমন হবে হাল?
আজকে আমি লাশ হয়েছি তুমি হবে কাল।

০৫ ই জুন, ২০২০ বিকাল ৫:১৬

কালো যাদুকর বলেছেন: নূরু ভাই অনেক ধন্যবাদ। সময়ের অভাবে সামুতে আসাই হয় না, লিখা বা মন্তব্য করাও হয় না। আপনাডের ব্লগগুলো মিস করি। ভাল থাকুন, সুস্থ থাকুন।

৪| ০৪ ঠা জুন, ২০২০ দুপুর ২:৪৭

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

০৫ ই জুন, ২০২০ বিকাল ৫:১৪

কালো যাদুকর বলেছেন: অশেষ ধন্যবাদ দেশি ভাই। ভাল থাকুন, সুস্থ থাকুন।

৫| ০৫ ই জুন, ২০২০ বিকাল ৫:১৯

রামিসা রোজা বলেছেন:
চমৎকার ভালবাসাময় প্রত্যাশামূলক সুন্দর কবিতা।

০৬ ই জুন, ২০২০ রাত ৮:৪৮

কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ।

৬| ১৩ ই জুন, ২০২০ রাত ৮:২৮

শরতের শুভ্র আকাশ বলেছেন: সুন্দর প্রকাশভঙ্গি।

১৬ ই জুন, ২০২০ সকাল ১১:৪৭

কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.