নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

ত্রয়ী

১৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৩

উহানের উপহার
------------------
------------------

মনে পরে সময়টা গত শীতের এক দিন,
একটি রঙ্গীন বাক্স করে এসেছিল ছোট্ট উপহারটি ,
সেই উহান থেকে- চকচকে নতুন ইলেকট্রনিক গেজেট।

গাল ফুলিয়ে, ভাইটি বাবাকে বলেছিল - আমারটা কৈ?
২০২০ গ্রীষ্মে, একটু অক্সিজেনের অভাবে বাবা ভেনটিলেটরে।
নাস্তার টেবিলে ভাইয়ের চেয়ারটি শুধুই কাঁদে আজ,
কার্তিকে অবশিষ্ট রয় সবাইকে হারানো উপসর্গহীনা মেয়েটি ।

--------------------------------------------------------------
নোট:- কোভিড১৯ এ আমরা অগণিত মানুষকে হাড়িয়েছি, তাঁদের স্মরণে।



হঠাৎ দেখা
-----------
-----------

তোমাকে ছাড়া জীবনটি শুধু ধূসর মসৃণ পথচলা,
তোমাকে ছাড়া আসলে জীবনে নেই চাওয়া পাওয়া।

যদি এমন হোত, একই পথে হাঁটা যেত,
যদি ঐ কাঁধে নত হয়ে কাঁদা যেত।

হঠাৎ দেখায় আমরা তাকিয়েছিলাম অশ্রুহীন নয়নে অপলকে,
আমাদের চাওয়া ছিল - মুহুর্তটি আটকে যাক মহাকালে।

তোমাকে ছাড়া জীবনটি, আটকে থাকা একবুক কান্না।

--------------------------------------------------------------
নোট:- এই কবিতাটি নিয়ে কিছু আর বলতে ইচ্ছে করছে না।


১১/১২/১৩ রান্কিং স্ট্রীট, উয়ারী
---------------------------------
---------------------------------

একতলাতে থাকেন মুদি দোকানী, ব্যস্ত দিন রাত।
দোতলাতে থাকেন অফিসের কেরোনী, আছে তার নাতনী।
তিনতলাতে থাকেন বাড়ি ওয়ালা, ব্যাংকের অবসরপ্রাপ্ত অফিসার।
চারতলাতে থাকেন আমলা, আছে তাঁর গাড়ি ও দাড়োয়ান।
পাঁচতলাতে থাকেন এলাকার কমিশানার, উঁনি এলাকার প্রধান।
ছয়তলাতে থাকেন একাধারে বুদ্ধিজীবি, সংবাদিক, মিডিয়া ব্যত্বীত্য।
সাততলার পেন্ট হাউসে থাকেন রহস্যময় একজন তরুন।

--------------------------------------------------------------
নোট:- উপরের ঠিকানাটি কাল্পনিক

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১:০৮

রাজীব নুর বলেছেন: সত্যিই ভালো হয়েছে।

১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১:৫৮

কালো যাদুকর বলেছেন: একজন শ্রদ্ধেয় কবিকে অনুসরণ করে সপ্তমী (৭ লাইন, ৭ শব্দ প্রতি লাইনে) লেখার চেষ্টা করেছি। জানি না হয়েছে কিনা। পড়ার জন্য অনেক ধন্যবাদ। আমি আপনার মত গদ্য লিখতে পারি না। পারলে গদ্যই লিখতাম।

২| ১৫ ই নভেম্বর, ২০২০ সকাল ৭:৫৮

মিরোরডডল বলেছেন:


উহানের উপহার, কি বলবো আসলে স্পিচলেস ।
যার গেছে সেই বোঝে কি হারিয়েছে আর কষ্ট কাকে বলে ।

হঠাৎ দেখা পড়ে বুকের ভেতরে গুমরে উঠে একটি চাপা কষ্ট ।
কেনো এমন হয় !





ইউ নো হোয়াট ? সাততলার সেই পেন্ট হাউজটাই সবচেয়ে জোস :)



১৫ ই নভেম্বর, ২০২০ সকাল ৮:২০

কালো যাদুকর বলেছেন: উহান আমাদের সর্বনাশ করেছে।
কারন অজানা।
আসলে শেষ কবিতাটি রুপক। সমাজের শ্রেনী বুঝাতে চেয়েছি। সাততলাতে যিনি থাকেন,তিনিই সবচে ক্ষমতাধর।

৩| ১৫ ই নভেম্বর, ২০২০ সকাল ৭:৫৯

মিরোরডডল বলেছেন:

৭ লাইন, ৭ শব্দ প্রতি লাইনে

অভিনব !

১৫ ই নভেম্বর, ২০২০ সকাল ৮:২৩

কালো যাদুকর বলেছেন: নতুন নয়। আমাদের ব্লগেই একজন কবি আছেন, তিনি অনেক আগেই এরকম করে লিখেছিলেন। আমি সবসমই চাচ্ছিলাম এরকম একটি কিছু লিখতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.