| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ভেবেছিলাম ছবি ব্লগে শুধুই দর্শক হিসেবে থাকব..
সবার উৎসাহ দেখে শেষমেষ নিজেই শার্টের হাত গুটালাম:
এখানে মোটামুটি চারটি ঋতু। সবকটিই প্রকটভাবে চোখে পড়ে। 
গ্রীষ্ম :
 
ছবি: ৯৫ ডিগ্রী ফারেনহাইট সন্ধা
 
 
ছবি: পূর্ণিমার চাঁদ
 
 
ছবি: একটুখানি হাওয়া
যখন এমনই রাতে আকাশে ফুটেছিল চাঁদের  উজ্জল মুখ 
গগন বিকেলে সূর্য হেসে পাইনি সন্ধান  তব।
কালের আবর্তে বছরের প্রথম হেয়াঁলিপনা । 
হেমন্ত :
 
 
ছবি: পুড়ে যাওয়া মাঠ
 
ছবি: দিগন্ত
 
ছবি: গাংচিল
জীবন হারিয়ে সখি
শন চুলের মত, বেলা শেষের  দোলা-
দোদুল্য মনে নাড়া দেয়,
হেমন্তের হারিয়ে ফেলা চিঠির মত
বহু পুরোনো কালের কথা,
তবুও গাংচিলেরা হাসে,
এটাই বা কম কিসে।
বসন্ত :
 
 
ছবি: মনের মাঠ
মাঠে মনে লেগেছে রং
এই লাল হলুদ বসন্তে।
তোমাতে, আমাতে।
শীত :
 
ছবি:  মরা রোদ
 
ছবি:  স্থিরতা
 
ছবি:  শীত
আরেকটি ধবল কনকনে রাতে
হোক একই  কাঁথায় সহমরণ ।
বি: দ্র: বারটি ছবিই দেব ভেবেছিলাম। তবে মেমোরি ক্যাপাসিটি ফেল করল মনে হচ্ছে।
 
২৪ শে জুন, ২০২১  দুপুর ১২:৩৪
কালো যাদুকর বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ । প্রথম পাঠে।
২| 
২৪ শে জুন, ২০২১  দুপুর ১২:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো ছবি ব্লগ
 
২৪ শে জুন, ২০২১  দুপুর ১২:৩৭
কালো যাদুকর বলেছেন: মনে হচ্ছে অনেক দিন পরে এসে ব্লগে খেই হারিয়ে ফেলেছি। আশেষ ধন্যবাদ।
৩| 
২৪ শে জুন, ২০২১  দুপুর ১২:৫৮
হাবিব বলেছেন: সুন্দর
 
২৪ শে জুন, ২০২১  রাত ৮:১৪
কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ।
৪| 
২৪ শে জুন, ২০২১  দুপুর ১:৩১
শেরজা তপন বলেছেন: কালো যাদুকরের -কালো যাদুর ছবি কই ? ![]()
বেশ ভাল ছবি- সিধা করে দিলে আরো ভাল লাগবে।
 
২৪ শে জুন, ২০২১  রাত ৮:১৭
কালো যাদুকর বলেছেন: কালো যাদু খালি চোখে দেখা যায় না।  
 
ছবির রেজুলেশোনের কারনে, এবং এস৩ কনটেনারের লিমিটেশনের কারনে ছবি "সিধা" করতে ব্যার্থ হয়েছি। ![]()
আপনাকে অনেক ধন্যবাদ।
৫| 
২৪ শে জুন, ২০২১  দুপুর ২:২৭
ঠাকুরমাহমুদ বলেছেন: 
আপনি পোস্ট এডিট অপশনে গিয়ে আরো দুইটি ছবি আপলোড করতে পারবেন। আপনার প্রতিটি ছবির প্রশংসা করতে হয়। বেশ ভালো ছবি উপহার দিয়েছেন। আপনাকে অশেষ ধন্যবাদ। 
 
২৪ শে জুন, ২০২১  রাত ৮:২০
কালো যাদুকর বলেছেন: চেস্টা করেছি। হয়নি। আরেকটি পোস্ট দিব হয়ত। এবার ছবির পিস্কেলের ঘনত্ব কমিয়ে দেব। 
ভাল ক্যামেরা নেই। তাছাড়া আমি প্রফেশনাল ফটোগ্রাফারও না। আপনার জেনোরাস মন্তব্যে অনেক ধন্যবাদ।
৬| 
২৪ শে জুন, ২০২১  বিকাল ৩:২৬
আমি সাজিদ বলেছেন: চমৎকার
 
২৪ শে জুন, ২০২১  রাত ৮:২১
কালো যাদুকর বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
৭| 
২৪ শে জুন, ২০২১  বিকাল ৩:৩৪
মাসউদুর রহমান রাজন বলেছেন: চারটি ঋতুই দেখা গেল। খুব সুন্দর পোস্ট।
 
২৪ শে জুন, ২০২১  রাত ৮:২২
কালো যাদুকর বলেছেন: প্রকৃতি সব সময়ই ধরা দেয় , আমরাই দেখতে চাই না। ধন্যবাদ। ![]()
৮| 
২৫ শে জুন, ২০২১  রাত ১২:০৯
ঢুকিচেপা বলেছেন: ঋতু নিয়ে এমন ছবি ব্লগের আইডিয়া দারুণ লেগেছে।
ছবিগুলো খুব সুন্দর হয়েছে।
 
২৫ শে জুন, ২০২১  সকাল ১০:৪৬
কালো যাদুকর বলেছেন: আনেক ধন্যবাদ ।
৯| 
২৫ শে জুন, ২০২১  বিকাল ৫:৫৭
মিরোরডডল  বলেছেন: 
যাদুকর শার্টের হাত গুটিয়ে ভালোই করেছে, তাই কিছু সুন্দর ছবি দেখলাম ।
 
২৫ শে জুন, ২০২১  রাত ৮:৫৫
কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ মিরোর ।
১০| 
২৬ শে জুন, ২০২১  দুপুর ১২:৫৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: কিছু ছবি সত্যিই চমৎকার।
 
২৮ শে জুন, ২০২১  সকাল ৯:৩০
কালো যাদুকর বলেছেন: সখের বসে তোলা ছবি। তেমন ভাল তুলতেও পারি না। অনেক ধন্যবাদ।
১১| 
২৭ শে জুন, ২০২১  রাত ১২:৩৯
অপু তানভীর বলেছেন: শীতের ছবি বেশি ভাল লাগলো । যদিও সবার বসন্ত পছন্দ । আমার শীত বেশি পছন্দ । তার সব কিছুই পছন্দ । আপনার তোলা শীতের ছবি গুলো বেশি পছন্দ হল ।
 
২৮ শে জুন, ২০২১  সকাল ৯:৩৪
কালো যাদুকর বলেছেন: এবারের শীত একেবারেই আলাদা ছিল। তবে আমার ভাল লাগে বাংলাদেশের শীতকাল। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০২১  দুপুর ১২:৩১
নিয়াজ সুমন বলেছেন: দর্শক না হয়ে সরাসরি মাঠে নেমেছেন। সেই জন্য স্পেশাল ধন্যবাদ