নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ-ডিসেম্বর -২১

১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ৮:৪৭

১) বাংলাদেশ নদীর দেশ:


এই ছবিটি মেঘনা নদীর। এর একটু উত্তরেই পদ্মা নদী এই নদীর সাথে মিলেছে। ছবিতে আরো অনেক শাখা প্রশাখা দেখা যাচ্ছে। কে বলবে বাংলাদেশে সুঁপেয় পানির অভাবে কত লোক অসুস্থ হয়, যেখানে এত এত নদী আছে আমাদের।

২) ভবিষ্যতের ব্রীজ:


পদ্মা ব্রীজ, যার অন্যতম ফিচার হল , নদীশাসন। এটি হলে দেশের অনেক উপকার হবে।

৩)এক্সপ্রেস ওয়ে:


কেউ জানে না এই এলিভেটেড প্রজেক্ট কবে শেষ হবে। ঢাকার জামের একটি অন্যতম কারন হলো এই প্রজেক্ট।

৪) টি এস সি:


কত কিছু বদলেছে ঢাকায়। টি এস সি প্রায় একই রকম আছে।

কত স্মৃতী , কত কথা,
কত গান জড়িয়ে আছে এইখানে
এই চত্তরে।

৫) বানিজ্য




মতিঝিল শাপলা রাউন্ডএবাউট এলাকা। সেনা কল্যান ভবনটি ছিল একসময় সবচেয়ে উচু। এখন অবশ্য অনেক ভবনই এর থেকে উচু।
তবু আমাদের বেকারত্ব্য কমছে না। এর সামাধান কি?

৬) গ্রাম





শহরের সব ক্লান্তি দুর হয়ে যায়, একটু গ্রামে গেলে। এখানেই শান্তি, এখানেই মূল।



-------------

@চাঁদগাজী কমেন্ট মিস করছি।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: উফ সকাল বেলা আামার অফিসের ছবি দেখে ভালো লাগলো

এখন আমাদের ব্যাংক ভবনই সবচেয়ে উঁচু। ৩২ তলা

১২ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:০৫

কালো যাদুকর বলেছেন: আপনার অফিসের পাস দিয়ে কয়েকবার গিয়েছি।

২| ১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমি মেঘনাপাড়ের মানুষ।

সুন্দর ছবি ব্লগ। বিশেষ করে শেষের দুটো।

১২ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:০৬

কালো যাদুকর বলেছেন: মেঘনা পাড়ে কখনো যাইনি। সুন্দর হবে। ধন্যবাদ।

৩| ১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩৫

জুল ভার্ন বলেছেন: চমতকার ছবি ব্লগ!

১২ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:০৭

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ।

৪| ১২ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম ছবিগুলিতে ঝকঝকে ভাব কম।

১২ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:০৮

কালো যাদুকর বলেছেন: হা। ওগুলো লং সটে তোলা। ধন্যবাদ।

৫| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:০৮

রাজীব নুর বলেছেন: সুন্দর ছবি ব্লগ।

১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:৫০

কালো যাদুকর বলেছেন: ওয়েলকাম ব্যাক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.