নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

পথ চেয়ে রই

১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০৭

এখন নিশুতি রাত,
ভুতুম পেঁচার ডাক আর গন্ধগকুলের শনশন শব্দ পাওয়া যায় ,
আমি এই সব ভেবে ভেবে একা রাত পাহারা দেই ৷

খোলা পিচঢালা নীরব রাস্তায় ওঁরা চুপিচুপি ব্যাস্ত
ফেস্টুন . ব্যানার আর আদম্য ছাত্রদের চলাচল ৷
কয়েকজন করে ছাত্রদের কারফিউ অমান্য,
রক্তস্নাত রাস্তায় ওঁদের লাশ ৷

আমি কান পেতে রই এই স্তব্ধ রাতে -
যদি শোনা যায় ওঁদের ফিরে আসার পদধ্বনি ৷
যদি শোনা যায় একটি বাংলা সংঙ্গীত,
একটি বাংলা কবিতা বা ছড়া,
অন্তত একটি বাংলা স্লোগান - একটি প্রতিবাদ ৷


দুর থেকে ভেসে আসে হিন্দী গানের কলি
অধবা নতুন বাংরেজী সুরের টোন ,
আমি তবু জেগে রই একটু আশায় ৷
শুনি মাতালের বিদেশী ভাষায় খিস্তি খেউর ৷

আমাকে ওরা শ্বাস নিতে দিচ্ছে না,
একটু নিজের মত করে ভাবতে পারছি না,
একটু নিজের মত করে লিখতে দিচ্ছে না ৷
একটি অক্টোপাসের মত আমাকে আস্টেপিস্টে বেঁধে ফেলেছে ৷

আমাকে একটু সালাম, বরকতের রক্ত এনে দাও,
আমি একটি সত্যিকারের পতাকা আঁকব ৷

তাই এই নিশুতি রাতে পথ চেয়ে রই ,
ওঁরা আসবে এই আশায় ৷



--------্-------
ভাষা আন্দোলনের মাস ৷ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মাস ৷
নিজের ভাষা ও সংস্কৃতির থেকে বড় কি আছে? নেই, কিছু নেই। আমরা সালাম , বরকতের মত হতে পারিনি ৷ আশা ছাড়িনি, হয়তো একসময় হব।




মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:০২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪৭

কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদা

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৯

সোনাগাজী বলেছেন:



সেদিন যাঁরা ভাষার জন্য আন্দোলন করেছিলেন, পরে তাঁরা সাধারণ মানুষের শিক্ষার অধিকার নিয়ে কিছু করেননি।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫১

কালো যাদুকর বলেছেন: যাঁরা শহীদ হয়েছিলেন শুধু তাঁদের কথাই বলেছি ৷ যাঁরা বেচে ছিলেন তারা হয়ত কেউ কেউ কিছু করেননি৷ সঠিক সময়ে সঠিক কাজটি কতজন করে বলেন। লাশ গুম হলেও মানুষ ভয়ে চুপ থাকে ৷ পৃথিবীর সব জায়গায়ই এরকম ৷ তবুও মাঝে মাঝে সালাম বরকতেরা ঘুরে দাঁডান। তাই পৃথিবীতে এখনও ন্যায় বিচার আছে।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: কবিতা ভালো হয়েছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫২

কালো যাদুকর বলেছেন: কবিতা পড়ায়কৃতজতা

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:০২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদা

ভালো থাকুন।

২১ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:০৯

কালো যাদুকর বলেছেন: মোবাইলে কিবোর্ড সব সময়ই এই শব্দ ঝামেলাতে ফেলে। "ধন্যবাদ" আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.