নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

মুক্তি

২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০৫



মর্টার সেল, ট্যাংক, ক্ষেপনাস্ত্র
রাতের আকাশে বেদনা অজস্র।

মুক্তি নেই শহরে বন্দরে গ্রামে,
পরমাণু- এইচ বোমার সীমানা সবখানে।

স্মৃতি ভষ্ট রাজনীতিবীদরা ভুলে গেছে সব,
কোটি কোটি কবরের ভয়ে ভীত ভবিষ্যতের শব ৷

পরিবার পরিজনে একত্রে প্রয়ান
বিবিধ বয়সের জীবনের অবসান।

পৃথিবীর গর্ভে কুঠরী অন্ধকার,
প্রাণভয়ে মানুষের শেষ হাঁহাঁকার ৷

শেষ দুভাগ্য এড়িয়ে কি পালানো যায়,
একেবারে ধুসর দিগন্তের সীমানায় ৷
যেন কোন চিহ্ন থাকে অবর্তমান
মুক্তির এই শেষ আহবান ৷










মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:১৮

মাস্টারদা বলেছেন: পুরনো তত্ত্ব, "মরতে হবে__" উপলব্ধিতে ঝামেলা বহুলাংশে কমে।
তাতে তো কবিতা আর চুপ করে থাকবে না, যাবে না দমে।
তার স্বরে সে দেবে রুখে অত‍্যাচারী চেয়ার- ট‍্যাঙ্কের চাকা
কবিতার গায়ে সারাজীবনে বিদ‍্রোহের বিষ-বারুদ মাখা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:১১

কালো যাদুকর বলেছেন: কাব্যিক মন্তব্যে কৃতজ্ঞতা ৷
সাধারণ মানুষের মনে এখন মৃত্যুভয় ৷ দোষ কি বলেন ২য় মহাযুদ্ধের স্মৃতি এখনো মানুষের মনে অম্লান ৷ যুদ্ধের ভাল কোন দিক দেখেনা সাধারন মানুষ ৷ হাজার হাজার প্রবাসী বাংলাদেশী ও মৃত্যুকে হাতে নিয়ে পালাচ্ছে ৷

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৩

এম এ হানিফ বলেছেন: সমসাময়িক কবিতা। পড়ে ভালো লাগলো।


পৃথিবীর সব যুদ্ধের অবসান হোক।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:১২

কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ | অবসান যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল ৷

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৮

সোনাগাজী বলেছেন:


ইউরোপ মাঝে মাঝে মগজ হারায়ে ফেলে, এর ফলে একদিন আমরা খড়কুটার মত উড়বো, আমাদের নিজের কোন ওজন নেই।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:১৬

কালো যাদুকর বলেছেন: মানুষ সব কিছু পেয়ে গেল , মাথায় ভুত চাপে ৷ দুষ্ট বুদ্ধি বা শয়তানি যাই বলেন তখন ঐ সকল মানুষ তাই দ্বারা পরিচালিত হয় ৷ সটান একটি আঘাত গেলে তখন শুভ বুদ্ধির উদয় হবে।
এদের থেকে সাধারন মানুষের নিস্তার নেই।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৪২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০৪ ঠা মার্চ, ২০২২ সকাল ৯:১৫

কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ |

৫| ০১ লা মার্চ, ২০২২ রাত ১০:৫৭

মিরোরডডল বলেছেন:



সাধারণ মানুষ যুদ্ধ চায়না, শান্তি চায় ।
কিছু রাজনীতিবিদদের গোঁয়ার্তুমি আর অবিবেচক সিদ্ধান্তের কারনে সাধারণ মানুষ প্রান হারাচ্ছে ।



০৪ ঠা মার্চ, ২০২২ সকাল ৯:১৯

কালো যাদুকর বলেছেন: নিরাপদে নিজের বাসাতে শেষ পর্যন্ত ফিরে এসেছেন এই ভেবে ভাল লাগছে ৷
যুদ্ধতে দিন দিন মানুষের গতি খারাপ হচ্ছে। এখন মনে হয় - অন্ধকার যুগের সাথে আসলে এসময়ের কোন পার্থক্য নেই ৷ তখনো সবল দুর্বলকে মারত, এখনো তাই ৷

৬| ১৩ ই মার্চ, ২০২২ রাত ৮:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনি ছন্দেও তুখোর। বিমুগ্ধতা।

১৫ ই মার্চ, ২০২২ সকাল ১০:২৫

কালো যাদুকর বলেছেন: আপনার সহৃদয় মন্তব্যে অনেক কৃতজ্ঞতা ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.