নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

শান্তির পায়রা

১২ ই জুলাই, ২০২২ বিকাল ৪:২৯



কত দূর প্রান্ত থেকে এসেছে
কত পায়রারা,
পরম করুণাময়ের দরবারে।

কেউ কালো, কেউ সাদা, কেউবা নীল, বাদামি , তামাটে বর্ণের।
কেউ লম্বা, কেউ খাট
কত তার বিচিত্র মেলা।

রাজা , ফকির সবাই এসেছে,
দুইখণ্ড কাপড়ের দরিদ্র বেশে,
মুখে তোমার জয় গান নিয়ে,
লাব্বাইক ধ্বনিতে মুখরিত প্রান্তর।

কত প্রাণের কত আশা,
কত স্বপ্ন
কত ভালবাসা ,
পূর্ণ হবে আজ।
একশত বিশটি মিরাকল দিয়ে।

অনুগ্রহ আজ পাবে ওরাই,
যারা প্রিয় তোমার কাছে
হোক সে গোলাম, বা মজলুম বা বধির ,
স্বপ্নের এই দেশে।

---------------------
ছাবি: হারাম শরীফ
রচনাকাল: ১২ জুলাই
স্থান: মক্কা

সবাইকে ঈদ মোবরক।



মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৩৯

লেখার খাতা বলেছেন: ইসলামের এই দিকটা আলোকোজ্জ্বল। মসজিদের প্রথম কাতারে বৈষম্য নেই। ঘৃণা হিংসা করার কোন সুযোগই নেই।

১২ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৫৪

কালো যাদুকর বলেছেন: একমত। অনেক ধন্যবাদ।

২| ১২ ই জুলাই, ২০২২ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১২ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৩৩

কালো যাদুকর বলেছেন: নূর ভাই, অনেক শুকরিয়া।

৩| ১২ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৪৬

জুন বলেছেন: ঈদ মুবারক

১২ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৫৮

কালো যাদুকর বলেছেন: ঈদ মুবারক।

৪| ১২ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩৭

কামাল৮০ বলেছেন: প্রথম কাতারে গন্যমান্য লোকরাই দাড়ায়।এলি তেলিরা দাড়ায় পিছনের কাতারে।মসজিদে তাই দেখি।

১২ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:০৭

কালো যাদুকর বলেছেন: আমাদের সমাজে বিভেদ থাকলেও,স্রষ্ঠার কাছে সবাই সমান।ধন্যবাদ।

৫| ১২ ই জুলাই, ২০২২ রাত ১০:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পায়রাতো সুখের পাখি,
বিপদে এরা সাথে থাকেনা!

১৩ ই জুলাই, ২০২২ রাত ২:২৯

কালো যাদুকর বলেছেন: তবুও পায়রা শান্তির প্রতীক। :)

৬| ২৪ শে জুলাই, ২০২২ সকাল ৮:৫২

মিরোরডডল বলেছেন:




বরাবরের মতোই সুন্দর লেখা ।
শ্রেণিবৈষম্যহীনতা সকল ক্ষেত্রেই কাম্য ।



২৪ শে জুলাই, ২০২২ সকাল ৯:০৭

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ। বিশেষ করে ইসলাম ধর্মে মানুষের ভেদাভেদ রহীত করা হয়েছে।

৭| ১৭ ই আগস্ট, ২০২২ সকাল ৯:০৩

খায়রুল আহসান বলেছেন: এবারে পবিত্র হজ্জ্ব পালন করেছেন? আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি।
'একশ' বিশটি মিরাকল' দিয়ে কী বোঝাতে চেয়েছেন?
কবিতায় ভাললাগা। + +

১৯ শে আগস্ট, ২০২২ রাত ১২:১৩

কালো যাদুকর বলেছেন: জি , আলহামদুলিল্লা।
এটি একটি হাদিস থেকে এসেছে। আমি ইয়াসির কদেরের একটি লেকচারে শুনেছি। প্রতিদিন আল্লাহতালা এখানে ১২০ টি মিরাকল পাঠান। এটি পাঠান হারাম শরীফের হাজীদের উদ্দেশ্যে। এটিই বোঝাতে চেয়েছি। হারাম শরীফে ইবাদত করার সোয়াবের সাথে ভাগ্যবানেরা কেউ কেউ এই মিরাকল পেয়ে থাকেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.