নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

মানুষের স্মৃতি

১৩ ই আগস্ট, ২০২২ সকাল ১১:২৮



আজ পৃথিবীতে অনেকগুলো ঘটনা ঘটেছে।
বায়ুর উষ্ঞতা বেড়েছে,
একজন প্রাক রাষ্ট্রপতির বিরুদ্ধে তদন্ত হচ্ছে,
অনেক মাস ধরে ধরণী জল বন্চিত হয়ে আছে,
বাগানের সব গাছগুলো মৃতপ্রায়,
যে যাকে পারছে লুট করছে,
বড়দেশ ছোটদেশকে মারছে,
আর নিজেদের বাহাদুরি দেখাচ্ছে।

বড় কম্পানীগুলো মানুষের রক্ত চুষে নিচ্ছে,
শেয়ার মার্কেট লুট হচ্ছে।

সর্বত্র পরিবর্তনের হাওয়া।

বাতাসে মানচিত্রের ব্যাপক পরিবর্তনের হাওয়া,
সে হাওয়া কার নৌকাতে দিক দেখাবে?

সর্বত্র অসহায় মানুষের ঘাম,
যেদিন ঐ ঘাম আর থাকবেনা,
মনে রেখ, সেদিন ঐ উপরের শ্রেনীও আর থাকবেনা।

সাধারনের আজকে অনেক বিপদ।
আসাধারনেরও বিপদ কি কম,
একজন আরেকজনের পরিপূরক।

সে ঝড়ে কি হবে?
সব ধ্বংস হবে।
থাকবে শুধু মানুষের হানাহানির চিহ্ন।
আর থাকবে স্মৃতি, মানুষের স্মৃতি।

তখন কি কেউ এই কবিতা পড়বে,
কেউ কি ব্লগে এসে ঝগড়া করবে, জমিয়ে।



ছবি: একধরনের গিরগিটি, যারা রং পাল্টায়, আত্মরক্ষার প্রয়োজনে। অনেকটা আমাদের মতই।



মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৩

মিরোরডডল বলেছেন:




থাকবে শুধু মানুষের হানাহানির চিহ্ন।
আর থাকবে স্মৃতি, মানুষের স্মৃতি।


এই স্মৃতিই মানুষের এক জীবনের অর্জন ।
পেছনে ফেলে আসা দিন মনে করে দীর্ঘশ্বাস !
কি পেয়েছি এই এক জীবনে ?
একগুচ্ছ স্মৃতির এ্যালবাম ।

তখন কি কেউ এই কবিতা পড়বে,
কেউ কি ব্লগে এসে ঝগড়া করবে, জমিয়ে।


হ্যাঁ পড়বে কিন্তু সেই অন্য কেউ পড়বে অন্য কারো কবিতা ।
কোন এক কেউ ঝগড়া করবে অন্য কারো সাথে ।
সবই চলবে, শুধু মানুষগুলো পরিবর্তন হবে ।

একধরনের গিরগিটি, যারা রং পাল্টায়, আত্মরক্ষার প্রয়োজনে। অনেকটা আমাদের মতই।

গিরগিটি রং পাল্টায় আত্মরক্ষার প্রয়োজনে ।
আর সুবিধাবাদী মানুষগুলো রং পাল্টায় স্বার্থান্বেষী হয়ে ।

থ্যাংকস যাদুকর ।

১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩৮

কালো যাদুকর বলেছেন:
অনেক ধন্যবাদ , কবিতা পাঠে ও মন্তব্যে।

এই কবিতাতে, চাঁদগাজী/সোনাগাজীও লাইক দিয়েছেন, আপনার মত। :)

স্মৃতি শুধু মধুর হলেই অনেকদিন মনে থাকে। ইতিহাসের স্মৃতি যত কস্টেরই হোক , থেকে যায় দাগ হয়ে।

বুঝাতে চেয়াছি, আরেকটি বড় যুদ্ধ হলে, সব ধ্বংস হবে, হয়তো পড়ার মত মানুষই থাকবে না, আনফরচুনেটলী। :(

ঠিকই ধরেছেন, আমরাও রং পাল্টাই, তবে স্বার্থে, সুবিধা নিতে। :(

ভাল থাকবেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.