নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

রাজকীয় শেষকৃত্ব

১০ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৪


খবর বেরিয়েছে রানী আর নেই,
কালো মানুষ বলে ---বেশ বেশ।
বিশ্বের তাতে ক্ষতি বৃদ্ধি নেই।
এসবই প্রতীকী ব্যাপার-
দাসত্বের শোষনের,
নিপীড়নের,
বহু মানুষের বুক ভাঙ্গা হাহাকারের।

তবুও কালো মানুষের লাইন পড়বে,
সারি সারি।
পুষ্পিত সুভাষ নিয়ে হাজির হবে
লক্ষ সাধারণ জন।

তাতো আসবেই ,
ওরা সবই ভুলে গেছে,
দুশো বছরের ধূসর স্মৃতি
হারিয়ে গেছে,
রাজকীয় আবরণে।

স্মরণ সভায় উপস্থিত সবাই,
নতুন রূপে আসবে,
অতিআধুনিক দাসত্বের মালা পরে।

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫২

শেরজা তপন বলেছেন: ভাল লিখেছেন

১০ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০৪

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ শেরজা তপন

২| ১০ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০৫

খায়রুল আহসান বলেছেন: বৃটিশ সাম্রাজ্যের রানী তার ৭০ বছরের শাসনামলে ভালো কাজ কী কী করেছেন, তা কি কেউ জানাতে পারবেন? তিনি পৃথিবীতে শান্তির জন্য কিংবা মানুষের ভাগ্যোন্নয়নের জন্য তেমন কিছু করেছেন বলে তো আমার মনে পড়ছে না। উল্লেখ্য, আমার জন্মের আগে থেকেই তিনি রানী।

১০ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১৮

কালো যাদুকর বলেছেন: হা হা। আমাদের সবার জনেমের আগে থেকেই উনি রানী। গতকাল আমার এক নাজেরিয়ান বন্ধুর সাদু আলাপ হচ্ছিল। ওর সাথে আমার মতের মিল হল যে- আসলে রাজতন্ত্র একটি সিম্বল মাত্র। শোষনের এই সিম্বল গুলো অনেক আগেইমুছে দেয়া উচিত ছিল।ধন্যবাদ ।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:০৯

জুল ভার্ন বলেছেন: চমতকার লিখেছেন। +

বৃটিশ রানী ৯৬ বছর বয়সে স্বাভাবিক ভাবে মারা গিয়েছে। তাতে খোদ বৃটেনেরও কোনো ক্ষতি হয়নি। অথচ, আমাদের দেশের মিডিয়ায় মরনকান্না শুরু করেছে!

১১ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৭

কালো যাদুকর বলেছেন: ঠিকই বলেছেন ৷ সবাই অতীতটা দ্রুত ভূলে যায় ৷ ধন্যবাদ

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:০০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকার লিখেছেন। বৃটেনের রানী দ্বারা দরিদ্র দেশের জনগণ, দরিদ্র শিশু, পথ শিশু, অসুস্থ্য মানুষজন কি উপকার পেয়েছে !!! তার মারা যাওয়ায় মিডিয়া যেভাবে ফলাও করছে-- আমার শুধু অবাক লাগছে।

১১ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৩

কালো যাদুকর বলেছেন: কেমন আছেন কবি ? পাঠে কৃতজ্ঞতা ৷ রানী শুধুই সিম্বলিক ৷ বৃটেনের মানুষ কেন যে রাজতন্ত্র ভালবাসে, তারাই ভাল জানে ৷ তবে আমেরিকাতে কনফেডারেট মুর্তী গুলো ভাঙ্গা হচ্ছে। যেমন রবার্ট লী - এই জেনারেলের অনেক মুর্তী ভাঙ্গা হয়েছে। উনি ক্রিতদাস প্রথার সহায়ক ছিলেন।

ধন্যবাদ।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি একজন কবি তা জানতাম না।
যাদুকর ভেবে পাশ কাটিয়ে গেছি। তাও
আবার কালো যাদুর! খুব ডরাই!
তবে কবিরা ভয়ংকর হয়না।

১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪৩

কালো যাদুকর বলেছেন: আমি আসলে যাদুকরের "ভয়ংকর" ইমেজ স্বাভাবিক করার জন্য ইমো চেন্জ করে দিয়েছি। :)
আমার ব্লগে স্বাগতম। মন্তব্যে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.