নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

নো আইসক্রিম ফর "ইয়ান "

২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪০




একটু পরেই ধেয়ে আসবে "ইয়ান"
লন্ডভন্ড করে সব কিছু হবে বিলীন।
নারিকেল গাছের বেণী ধরে দিবে প্রচন্ড টান,
ভেঙ্গে চৈরির হবে সবই খান খান।

রাস্তা, বসতী, বাণিজ্য বেসাত
সব ডুবে হবে কুপোকাত।

লাখো মানুষের বিপন্ন জীবন ,
একই সাথে ব্যকুল পশু ও অরণ্য বিতান।

সারি সারি পাইন আর পামের বৈচিত্র,
ইয়ানের রোষে হবে নতজানু ও মৃত।

হায় ইয়ান , তুই চলে যা দুরে
একশ পঞ্চাশ মাইল ঘুর্ণন বেগে উড়ে,
জানি এ সবই অরন্যরোদন,
তাই নো আইসক্রিম এন্ড নো কম্প্রমাইস ফর উই "ইয়ান " ৷

নোটঃ সাউথ ফ্লোরিডা এই মুহুর্তে একটি বড় ঝড়ের মুখে ৷ অনেক ক্ষয়ক্ষতী হওয়ার সম্ভাবনা আছে ৷ প্রার্থনা করছি সকলে বেঁচে যাবেন ৷

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নিরাপদে থাকুন, এই দোয়া করি।

আপনার কবিতাটিতে আমি অনেক সময় দিলাম এতক্ষণ। শুরুতে মনে হয়েছিল, একটু রম্য ধাঁচের হবে। কারণ, যে-ছন্দ আপনি ব্যবহার করেছেন, এ ছন্দটার প্রতিষ্ঠিত কোনো নাম আছে কিনা জানি না (আমি অন্ত্যমিলের কথা বলি নি)। তবে, সচরাচর বিভিন্ন কমেডি ফাংশনে রম্যকবিতায় এ ছন্দের ব্যবহার লক্ষ করা যায়। এজন্য, অনেক সময় ছন্দ থেকেই কবিতার টোন বোঝা যায়।

এ উপমাটা অসাধারণ, একেবারে মৌলিক - নারকেল গাছে বেণি

এ অন্ত্যমিলটাও অসাধারণ - বৈচিত্র / মৃত

যেহেতু আপনি অন্ত্যমিল দিয়ে লিখেছেন, এজন্য জীবন/বিতান, রোদন/ইয়ান কান গ্রহণ করে না।

বিলান অর্থ কী? যদি বিলীনকে বিলান করে থাকেন, তবে সার্থক হয় নি। কিন্তু, বিলানকে আমি অন্যভাবে মিলিয়ে নিতে পারবো। আপনার বক্তব্য শুনি তার আগে :)

প্রচুর বানান ভুল :(

আবারও শুভেচ্ছা।

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১০

কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ মূল্যবান মন্তব্যের জন্য।

বানান চেক করিনি, তাই। ঠিক করেছি কিছু কিছু, দেখুন।
বিলান হবে না , বিলীন, ঠিক করেছি।
আমি কবিতায় মাঝে মাঝে উপভাষা ব্যবহার করি, খান খান এরকমই উমপা- মানে ভেম্গে টুকরো টুকরো হওয়া।
কিছু কিছু অন্তমিল হয়নি-তাড়াহুড়া করেছি তাই, কাজের মাঝে আছি এইজন্য।

আবারো ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.